Steem Bangladesh Contest Art

in Steem Bangladesh2 years ago

হ্যালো বন্ধুরা!
ইস্টিম বাংলাদেশের সকল বন্ধুরা আশা রাখি আপনারা সকলে ভালো আছেন।আমি অনেক ভালো আছি। আজকে @steem-bangladesh কমিউনিটিতে আয়োজিত আর্ট কনটেস্টে আমি অংশগ্রহণ করতে যাচ্ছি এবং আপনাদের মাঝে একটি ম্যানডেলা আর্ট করলাম আশা করি সকলের ভাল লাগবে।তাহলে চলুন শুরু করা যাক

আমার তৈরি ম্যানডেলা।

IMG_20220517_152758.jpg

প্রয়োজনীয় উপকরণঃ
স্কেল ও রাবার
পেন্সিল
কাটা কম্পাস

ধাপ-০১

আমি প্রথমে একটি সাদা কাগজ নিলাম। তারপর আমি কাটা কম্পাস দিয়ে ছোট্ট একটি বৃত্ত অঙ্কন করে নিলাম।

IMG_20220517_135928.jpg

IMG_20220517_140134.jpg

ধাপ-০২

তারপর আমি বৃত্ত টি অঙ্কন করার পড়ে কাটা কম্পাস দিয়ে ছোট্ট ছোট্ট চারদিকে দাগ কেটে নিলাম।

IMG_20220517_140313.jpg

ধাপ-০৩

তারপর আমি বৃত্তের দাগ কাটা গুলোতে কাটা কম্পাস দিয়ে অদ্ধ বৃত্ত অঙ্কন করে নিলাম। বৃত্তটির চারদিকে কাটা কম্পাস দিয়ে অদ্ধ বৃত্ত অঙ্কন করে নিলাম।

IMG_20220517_140923.jpg

IMG_20220517_141109.jpg

ধাপ-০৪

তারপর আমি আবারও বৃত্তটিতে দাগ গুলোতে অপরদিকে আবারও কাটা কম্পাস দিয়ে অদ্ধ বৃত্ত অঙ্কন করে নিলাম। এভাবে কাটা কম্পাস দিয়ে চারদিকে অঙ্কন করে নিলাম।

IMG_20220517_141158.jpg

IMG_20220517_141613.jpg

ধাপ-০৫

তারপর বৃত্তটিতে কাটা কম্পাস দিয়ে অঙ্কন শেষ আমি আবারও একটা স্কেল নিয়ে বৃত্তের চারদিকে স্কেল দিয়ে কিছু দাগ কেটে নিলাম।

IMG_20220517_143350.jpg

ধাপ-০৬

স্কেল দিয়ে দাগ কেটে নেওয়া পড়ে আমি কাটা কম্পাস দিয়ে দাগের মাঝে ছোট্ট ছোট্ট করে কয়েক টা বিন্দু বসিয়ে দিলাম। চারদিকে বিন্দু বসা শেষ করে নিলাম।

IMG_20220517_143350.jpg

ধাপ-০৭

বিন্দু বসা শেষ করে কাটা কম্পাস দিয়ে ছোট্ট বিন্দু আবারও চারদিকে অদ্ধ বৃত্ত অঙ্কন করতে লাগলাম
এভাবে বৃত্তের চারদিকে অদ্ধ বৃত্ত অঙ্কন করলাম।

IMG_20220517_144925.jpg

ধাপ-০৮

চারদিকে ছোট্ট ছোট্ট বিন্দু থেকে অদ্ধ বিন্দু অঙ্কন শেষ করে নিলাম। তারপর রাবার দিয়ে বৃত্ত টির দাগ গুলো মিশে দিলাম।

IMG_20220517_145126.jpg

ধাপ-০৯

তারপর রাবার দিয়ে মিশে নেওয়া পড়ে আমি আবারও কালো পেন্সিল দিয়ে দাগ টেনে নিলাম।

IMG_20220517_150021.jpg

ধাপ-১০

তারপর আমি পেন্সিল দিয়ে একটার পড়ে একটাকে কালো করতে লাগলাম। এভাবে আগে বড় ঘরে গুলোকে কালো করে নিলাম। এভাবে চারদিকে পেন্সিল দিয়ে কালো করে নিলাম।

IMG_20220517_150329.jpg

IMG_20220517_150745.jpg

ধাপ-১১

তারপর আমি আবারও ছোট্ট ছোট্ট ঘর গুলো একটার পড় একটার পেন্সিল দিয়ে কালো করে নিতে লাগলাম। এভাবে চারদিকে ছোট্ট ছোট্ট ঘর গুলো কালো করা নিলাম।

IMG_20220517_152004.jpg

IMG_20220517_152758.jpg

ধাপ-১২

IMG_20220517_152858.jpg

সবগুলো ঘর কালো করার পড়ে আমি আমার তৈরি কৃত ম্যান্ডলা টার সাথে একটা সেলফি তুলে নিলাম।

আমন্ত্রণ জানাই
@tocho2
@mashal06

ধন্যবাদান্তে
@chaitanno000>

Sort:  
 2 years ago 

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

plagiarism-freeYES
#steemexclusiveYES
#club5050NO
#club75NO
#club100YES
Verified userYES
Bot-freeYES


Polish_20201009_015638739.jpg

JOIN WITH US ON DISCORD SERVER:

Hello @chaitanno000, I'm thinking this is like a "mandala" or something like this, and your design is so beautiful.

 2 years ago 

thank you

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.031
BTC 59005.68
ETH 2516.43
USDT 1.00
SBD 2.48