হাবড়া হাটের কিছু জনপ্রিয় খাবার

in Steem For Traditionlast year

1000032436.jpg

হাবড়া হাটে বেশ কিছু মুখরোচক খাবার পাওয়া যায়। আপনি যদি হাবড়া হাটে না যান তাহলে এই জনপ্রিয় মুখরোচক খাবারগুলো থেকে বঞ্চিত হবেন। প্রথমেই যে মুখরোচক খাবারগুলো নিয়ে বলব, সেগুলো হল বিভিন্ন ধরণের শুকনো খাবার যেমন- চানাচুর, খুরমা, বাদাম ইত্যাদি। হাবড়া হাটে এই খাবারগুলোর আধিক্য লক্ষ্য করা যায়। আমি বন্ধুদের সাথে হাবড়া হাটে গেলে এই দোকান থেকে মাঝে মাঝে কিছু খাবার কিনে খাই।

1000032434.jpg

এই দোকানগুলো হাটের প্রায় মাঝখানে অবস্থিত। আমি অনেকবার বলেছি যে, হাবড়া হাটের সব থেকে জনপ্রিয় খাবার হল গুড়ের জিলাপি এবং চা। এখানকার গুড়ের জিলাপি স্বাদে এবং মানে সেরা। বন্ধুদের সাথে গুড়ের জিলাপি খাওয়ার মজাই আলাদা। এখানে গুড়ের জিলাপি এবং চিনির জিলাপি পাওয়া যায়।

1000032444.jpg

তবে গুড়ের জিলাপি খেতে বেশি সুস্বাদু। কিছুদিন আগেও এই হাটে গুড়ের জিলাপি খেয়েছিলাম। গুড়ের জিলাপির পর এখানকার আরেকটি সুস্বাদু খাবার হল পুরি। বিকেল কিংবা সন্ধ্যায় পুরি দিয়ে ডাল খেতে বেশ ভাল লাগে। আর পুরি খাওয়ার পর এক কাপ চা পান করলে আরো ভাল লাগে। হাবড়া হাটে গেলে উপরে উল্লেখিত খাবারগুলোই আমি বেশি খেয়ে থাকি। তবে হাবড়া হাটে বিভিন্ন ধরণের ফলমূল, শাক-সবজি এগুলোও পাওয়া যায়।

1000032439.jpg

1000032447.jpg

1000032445.jpg

লোকেশন- হাবড়া হাট, ক্যামেরা ডিভাইস- স্যামসাং এস২১ আল্ট্রা

Sort:  
 last year 

এসব মুখরোচক খাবারের তুলনা হয় না। বিশেষ করে বিকেল বেলা এসব খাবার বন্ধু-বান্ধবের সাথে একসাথে বসে খাবার মজাই অন্য রকম। তবে গরম গরম জিলাপি আমার অনেক পছন্দের একটা খাবার। লোভনীয় খাবারের সম্ভার নিয়ে সুন্দর অসাধারণ একটি পোস্ট করেছেন ভাই।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Congratulations, your post is upvoted by CCS curation trail from CCS - A community by witness @visionaer3003.

png_20230714_223610_0000.png

"Home is where your heart is !❤️."

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81LgoDfTovZFjKgw6zMQtAnAPjGMC8RWTcjJfJscBJfnwR4Gi8DzYa91VcGQiVQ6nybhCecG6tn97bGn4jfYjj26.png
Vote for @visionaer3003 as witness.

 last year 

প্রথমতঃ হাবড়া হাটের চা অনেক বেশি জনপ্রিয় তারপর সেখানের মাখা অনেক মজাদার এবং জনপ্রিয় খাবার। আমি হাবড়া হাটে গেলেই সেখানের দোকান থেকে মাখা কিনে খাই। তারা অনেক ভালো মাখা বানিয়ে দেয়। অনেক সুন্দর হয়েছে ছবিগুলো ভাই।

 last year 

সব খাবারেই আমার খুবই প্রিয়, আমি একটু ভাজাপোড়া বেশিই খেয়ে থাকি, আপনার বর্ণনা শুনে হাবড়া বাজার যেতে ইচ্ছে করতেছে ভাইয়া, অনেক সুন্দর আলোচনা করেছেন, ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিলো, সব মিলিয়ে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইলো।

 last year 

হাবরার হাটের মাখা অনেক খেয়েছি ভাইয়া কি বলব এই মাখা এতটাই মজাদার। যে কেউ একবার খেলে শুধু খেতেই চাইবে। আর আপনি এ সম্পর্কে অনেক সুন্দর একটি ধারণা দিয়েছেন আমাদের। এবং প্রত্যেকটি ফটো অসাধারণ ছিল। আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইল...

 last year 

ঐতিহ্যবাহী হাবরা হাটের জনপ্রিয় খাবার গুলো নিয়ে বেশ সুন্দর উপস্থাপন করেছেন ভাই। আপনার ছবি মানে মুগ্ধ হওয়ার মতো ফটোগ্রাফি, মুখরোচক এসব খাবারগুলো আমি মাঝেমধ্যেই খেয়ে থাকি, হাট বাজারের চানাচুর জিলাপি বাদাম ভাজা খেতে খুবই মজাদার। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

হাবড়া হাটে কখনো যাওয়া হয়নি তাই এই হাট সম্পর্কে তেমন কিছু জানিনা।তবে আপনাদের পোস্ট দেখে অনেক ভালো লাগলো এই জনপ্রিয় খাবার গুলো আমাদের বাজারেও পাওয়া যায়।দারুন একটি পোস্ট উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে ভাই।

 last year 

হাবড়া হাটের জনপ্রিয় খাবার নিয়ে সুন্দর একটি পোস্ট করেছেন ভাই। এগুলোর মধ্যে জিলাপি ও ঝুড়ি ভাজা আমার খুব পছন্দের খাবার। তবে ২নং ছবির চাচার খাবারগুলো ঢেকে রাখা উচিত ছিলো। আমাদের জমির হাটে এইরকম খাবার দেখা যায় না এখন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65651.70
ETH 2676.03
USDT 1.00
SBD 2.91