গ্রামীণ মেলায় দেখা কিছু অলংকার সামগ্রীর দোকান

in Steem For Traditionlast year

1000028126.jpg

অলংকার ছাড়া মেয়েদের সাজগোজ অসম্পূর্ণ থেকে যায়। বাঙালি নারীরা অলংকার কিনতে এবং অলংকার দিয়ে সাজতে পছন্দ করে। আর যুগে যুগে বাংলাদেশে এমন অনেক অলংকার তৈরি হয়েছে যা বাঙালি নারীদের ঐতিহ্যকে ধারণ করে আছে। আর এই ধরণের অলংকারগুলো বেশিরভাগ সময় দেখা যায় গ্রামের মেলাগুলোতে। শহরের বেশিরভাগ অলংকার হয় দামী কিংবা কৃত্রিম। অথচ গ্রামে যেসকল মেলা বসে সেখানে অনেক সস্তায় মেয়েদের জন্য সুন্দর সুন্দর অলংকার পাওয়া যায়।

1000028142.jpg

আগের দিনে ছোটবেলায় যখন কোন মেয়ে বাবার সাথে মেলায় যেত তখন হয়ত বাবার কাছে মেয়েরা বিভিন্ন ধরণের অলংকার কেনার জন্য বায়না করত। পুঁতির মালা কিন্তু আমাদের দেশের ঐতিহ্য। অনেক আগে থেকেই বাঙালি মেয়েদের শখের অলংকার ছিল পুঁতির মালা। গ্রামের মেলাগুলোতে পুঁতির মালার বেশ কদর রয়েছে। পুঁতির মালা ছাড়াও আরো অনেক অলংকার আছে যেগুলো বাঙালি নারীদের ঐতিহ্যকে লালন করে।

1000028226.jpg

তবে এখনকার গ্রামীণ মেলাগুলোতেও কৃত্রিম অলংকারের ছড়াছড়ি লক্ষ্য করা যায়। আধুনিকতার কারণে অনেক কিছুই এখন বিলুপ্তপ্রায়। সেই সাথে রুচিশীলতায় এসেছে পরিবর্তন। আসলে পৃথিবীর সূচনা লগ্ন থেকেই পরিবর্তনশীলতার পথ ধরেই আমরা বর্তমানে এসে পদার্পণ করি। এখন সিটি গোল্ডের চাহিদা প্রচুর।

1000028127.jpg

আফতাবগঞ্জ মেলার বিভিন্ন অলংকারের দোকানগুলোতেও সিটি গোল্ডের বিভিন্ন অলংকার শোভা পাচ্ছিল। আর কাচের রেশমি চুড়ি তো বাঙালি নারীদের ঐতিহ্য। বাঙালি মেয়েরা যে কোন শাড়ির সাথে হাতে চুড়ি পড়তে পছন্দ করেন। মেলায় রংবেরঙের চুড়ি পাওয়া যাচ্ছিল। চুড়ি, মালা, টিপ আরো কত কি- নারীদের অলংকারের কোন শেষ নেই। আর গ্রামীণ মেলাগুলোতে ঐতিহ্যময়ী কত কিছুর যে দেখা মেলে তার কোন ইয়ত্তা নেই।

1000028128.jpg

1000028129.jpg

Camera DeviceSamsung S21 Ultra
LocationG2HP+8QH শাল ঘরিয়া
Sort:  
 last year 

অলংকার ছাড়া মেয়েদের সাজগোজ অসম্পূর্ণ থেকে যায়।

উপরের কথাটি একদম ঠিক বলেছেন ভাই।
গ্রামীণ মেলায় অন্যতম আকর্ষণ থাকে এরকম অলংকারের দোকান। এসব দোকানে মহিলা এবং ছোট ছোট মেয়েদের ভিড় অনেক লক্ষ্য করা যায়। চমৎকার ফটোগ্রাফি করেছেন শুভকামনা রইল

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

পৃথিবীর সৃষ্টির পর থেকে মেয়েরা সাজতে ভালোবাসে আর মেয়েদের সাজার প্রধান উপকরণ হলো অলংকার। এইসব অলংকারগুলো বেশিরভাগ সময় গ্রামীণ মেলায় দেখতে পাওয়া যায়। ঝিনুক এবং পুফির তৈরি বিভিন্ন জিনিস যা দিয়ে মেয়েরা সাজগোজ করে। মেয়েদের প্রথম পছন্দ রেসমি চুড়ি।

 last year 

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য

 last year 

মেলা কিংবা শহরে মেয়েদের জন্য অনেক কিছুর দোকানপাট রয়েছে। মেয়েদের চাহিদা অনেক বেশি তাই তাদের আকর্ষিত করার জন্য বিভিন্ন ধরনের দোকানপাট বসিয়ে থাকে। এসব দোকানপাটে মেয়েদের জন্য অলংকার এক কথায় সাজগোজ করতে যাবতীয় প্রয়োজনীয় জিনিস থাকে। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

ধন্যবাদ

 last year 

অলংকার নারীর ভূষণ, নারীরা সাজসজ্জা করতে বেশি পছন্দ করে। সেই আদিকাল থেকেই শুরু করে এখনো পর্যন্ত নারীরা সাজ সজ্জায় পারদর্শী। অলংকার তাদের সাজ সজ্জার বিশেষ মাধ্যম। রেশমি চুড়ি নারীদের প্রথম পছন্দ। এসব মেলায় অনেক অলংকার উঠে নারীদের সাজ সজ্জ্যার জন্য। সুন্দর সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন ভাই। ফটোগ্রাফি দারুন হয়েছে। অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

মেলাতে কিছু থাক আর না থাক ছোটদের খেলনা আর মেয়েদের জিনিসপত্রের দোকান ঠিকই থাকবে। ছবিগুলো ভালো তুলেছেন। মেয়েদের অলংকার সামগ্রীর দোকান নিয়ে খুবই চমৎকার একটি পোস্ট করেছেন।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

ঠিকই বলেছেন ভাই গ্রামীণ মেলাতে কৃত্রিম অলংকার গুলো ছড়াছড়ি সবথেকে বেশি।বিশেষ করে পিতল সিটি কলের অলংকার সব থেকে বেশি দেখা যায়।মনোহরি দোকানগুলোতে মেয়েদের ভিড় থাকে এই জিনিসগুলো কেনার জন্য। দারুন একটি পোস্ট শেয়ার করেছেন ভাই ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ রাহুল ভাই

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ভাই অসাধারণ ফটোগ্রাফি করেছেন আপনি। প্রতিটি ছবিই দারুণ তুলেছেন। অবশ্য সব ধরনের মেলাতে এই ধরনের অলংকার সামগ্রীর দোকান দেখতে পাওয়া যায়। এই দোকানে সব চেয়ে বেশি মেয়েরা ভিড় করে থাকে। ধন্যবাদ

 last year 

ধন্যবাদ শামিম

 last year 

মেয়েদের জিনিস পত্র কিনিবার গেইছিলেন তোরা 🤔, বিষয় তো সুবিধার ঠেকোছে না।

 last year 

তোমার বিয়ার জিনিস কিনিম

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 65726.71
ETH 2677.61
USDT 1.00
SBD 2.91