||বাঁশঝাড় এবং বাঁশের প্রয়োজনীয়তা||

in Steem For Traditionlast year

Hello friends
আশা করি সবাই অনেক ভাল আছেন



বাঁশঝাড় এবং বাঁশের প্রয়োজনীয়তা



Polish_20230701_135527951~2.jpg



Logo_Maker_com.ist.logomaker_Wed_Jun_07_14_55_47_GMT_06_00_2023_1686128147056~3.jpg



IMG_20230701_125659_808-01.jpeg

IMG_20230507_104800_064-01.jpeg

একটা সময় আমাদের দেশে গ্রামাঞ্চলে প্রায় প্রত্যেক বাড়িতেই বাঁশঝাড় ছিল। বর্তমানে এই বাঁশঝাড়ের পরিমাণ কিছুটা কমে এসেছে। যে বাড়িতে একবার বাঁশঝাড় কেটে ফেলা হয় সেখানে আর নতুন করে বাঁশ লাগানো হয় না। শহর এবং গ্রামে সব জায়গায় বাঁশের প্রয়োজনীয়তা রয়েছে। গ্রাম অঞ্চলে সাধারণত বাঁশঝাড় গুলো ঘরের পিছনে থাকে। গরমের সময় সেই বাড়ি অনেক ঠান্ডা থাকতো। অনেক সময় বাঁশঝাড়ের নিচে মাচা তৈরি করে সেখানে দিনের বেলা বসে সময় কাটায়।


IMG_20230701_125712_071-01.jpeg

IMG_20230701_125810_137-01.jpeg

বর্তমানে গ্রাম অঞ্চলের প্রায় সব জায়গায় বিদ্যুৎ আসার ফলে এই দৃশ্য গুলো কম দেখা যায়। প্রচন্ড গরমের সময় বাঁশঝাড়ের নিচে সব সময় অনেক ঠান্ডা থাকে। আমাদের বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে একটি রাস্তা রয়েছে। সেখানে প্রায় ৫০০ মিটারের মতন রাস্তার দুই ধরে বাঁশঝাড় রয়েছে। রাস্তা থেকে বাঁশঝাড়ের কারণে আকাশ দেখা যায় না। প্রচন্ড গরমের সময় সেই রাস্তা এতটাই ঠান্ডা থাকে মনে হয় এয়ারকন্ডিশন। আমি সেই রাস্তায় যাওয়ার সময় মাঝেমাঝে কিছুক্ষণ সেখানে বিশ্রাম নেই অনেক ভালো লাগে।


IMG_20230507_104814_743-01.jpeg

IMG_20230507_104248_825-01.jpeg

একটা সময় হয়তো রাস্তার ধারে সেই বাঁশঝাড় গুলো কেটে ফেলা হবে। বাঁশের প্রয়োজনীয়তা বলে শেষ করা যাবে না।বাঁশ দিয়ে গৃহস্থলির বিভিন্ন জিনিস তৈরি করা হয়। ঘরবাড়ি তৈরি করতেও বাঁশের প্রয়োজনীয়তা অনেক। অনেক জায়গায় দেখা যায় বাঁশ এবং টিন দিয়ে ঘর তৈরি করে। বিভিন্ন বড় বড় দালান তৈরি করতে বাঁশের প্রয়োজন। ছোটবেলায় দেখতাম বাঁশ দিয়ে খাল অথবা ছোট নদীতে সাঁকো তৈরি করা হতো। সাঁকো মানে আমরা ধরে নিতাম সেটি বাঁশের তৈরি ।


IMG_20230507_104517_412-01.jpeg

বাঁশ দিয়ে গৃহস্থালির বিভিন্ন জিনিস তৈরির,এই পেশার সাথে জড়িত লোকজন এখন অনেকটাই কমে গিয়েছে। আগের মতন এখন বাঁশ খুব একটা পাওয়া যায় না। একটা সময় গৃহস্থলীর প্রায় বেশিরভাগ জিনিসই এই বাঁশের তৈরি ছিল।যেকোনো জমি বা বিভিন্ন জায়গায় বেড়া দিতে খুঁটির প্রয়োজন। সেই খুঁটি বেশিরভাগ জায়গায় বাঁশ ব্যবহার করা হয়।


IMG_20230507_104821_876-01.jpeg

বিভিন্ন রকম অস্থায়ী প্যান্ডেল এবং গেট সাজাতে বাঁশের প্রয়োজন। বাঁশের দাম তুলনামূলক কম হওয়ার কারণে খুব কম খরচেই বাঁশ দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। আমাদের সকলেরই উচিত বাঁশঝাড় যাতে ধ্বংস না হয়।



লোকেশন: টাঙ্গাইল
ফটোগ্রাফার : @selimreza1
camera: Tecno pro8




আমার পরিচয়

আমি মো: সেলিম রেজা। আমি বাংলাদেশ রেলওয়েতে চাকরি করি।ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। আমি লেখালেখি, বিভিন্ন জায়গা ভ্রমণ করতে বেশি পছন্দ করি।

ধন‍্যবাদ সবাইকে

You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png

Vote for @bangla.witness

Sort:  
 last year 

গ্রামবাংলার ঐতিহ্য হলো বাঁশঝাড়। বাঁশ আমাদের বিভিন্ন কাজে লাগে। বিশেষ করে বাড়িঘর নির্মাণ করতে বাঁশ লাগে। বাঁশঝাড় নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন ভাই।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

দিন দিন বাঁশঝাড় কমে যাচ্ছে গ্রাম অঞ্চলে, গ্রাম অঞ্চলের মানুষের আসল সৌন্দর্য ছিল এসব বাঁশঝাড় এবং বাঁশের তৈরি হস্তশিল্প। এবং বাঁশ দিয়ে সবজি গাছের মাঁচা বানিয়ে দেওয়া হতো। সুন্দর উপস্থাপন করছেন ভাই ফটোগ্রাফি দারুন হয়েছে। অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

অনেক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য

 last year 

বাঁশ আমাদের নিত্য প্রয়োজনীয় কাজে লাগে।
যেমন ধরেন বাঁশ দিয়ে বেড়া তৈরি করা যায় বাঁশ দিয়ে টং তৈরি করা যায়, বাঁশ দিয়ে মাচা তৈরি করা যায়। বাঁশের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। খুবই সুন্দর একটি পোস্ট লিখেছেন ভাই। ধন্যবাদ

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

ঠিক বলেছেন ভাই বর্তমানে বাঁশের পরিবর্তে সিমেন্টের জিনিস ব্যবহার করা হচ্ছে। তাছাড়া আমাদের এখানে যে বাঁশ বাগান রয়েছে সেখানে আমরা সবাই বসে আড্ডা দেই গরম থেকে রেহাই পেতে। ধন্যবাদ সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাই

 last year (edited)

জী ভাই আপনি ঠিকেই বলেছেন বাড়ির কাছে বাঁশ বাগান থাকলে বাড়ি বেশ ঠান্ডায় লাগে। বিভিন্ন অনুষ্ঠানের সময় ডেকোরেশন জন্য বাঁশের গুরুত্ব অপরিসীম।ধন্যবাদ ভাই সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

গ্রাম বাংলার একটি অন্যতম অংশ হলো বাঁশঝাড়।এই বাঁশ দিয়ে অনেক কিছুই তৈরি করা হয় গ্রামবাংলায়। দারুন লিখেছেন ভাই ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

বাঁশঝাড় নিয়ে অনেক সুন্দর হয়েছে পোস্ট। বাঁশঝাড় আমাদের বিভিন্ন কাজে লাগে। সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছে ভাই। অসাধারণ হয়েছে পোস্ট। ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

বাঁশ আমাদের নিত্য প্রয়োজনীয় সঙ্গী। বাঁশ দিয়ে ঘরবাড়ি তৈরি ও মেরামতের কাজে ব্যবহার করা হয়। বাঁশ দিয়ে হস্তশিল্পরা তারা বাঁশের তৈরি ডালা,কুলা,ঝাড়ু দারকি প্রভূতি তৈরি করে থাকে। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

বাঁশের ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। শুধু ঘরবাড়ি তৈরির কাজে নয় বাঁশ দিয়ে অনেক জিনিসপত্র তৈরি করা হয় যা আমরা প্রতিদিন বিভিন্ন কাজে ব্যবহার করা থাকি।বাঁশের প্রয়োজনীয়তা নিয়ে আপনি অনেক গুরুত্বপূর্ণ একটি পোস্ট লিখেছেন। আপনার ফটোগ্রাফি গুলো ও দারুণ হয়েছে। ধন্যবাদ ভাইয়া

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.20
JST 0.038
BTC 96845.67
ETH 3584.40
USDT 1.00
SBD 3.79