দিনাজপুরের একমাত্র বিশ্ববিদ্যালয় - হাবিপ্রবি

in Steem For Traditionlast year

আসসালামু আলাইকুম

আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আমাদের দিনাজপুর শহরের একমাত্র বিশ্ববিদ্যালয় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভ্রমন নিয়ে পোস্ট করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক।

Picsart_23-07-19_20-58-48-078.jpg
mine.PNGহাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়mine.PNG

দিনাজপুর শহর থেকে ৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত দিনাজপুরের একমাত্র বিশ্ববিদ্যালয় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা হাবিপ্রবি। এটি ১৯৯৯ সালের ১১ ই সেপ্টেম্বর স্থাপিত হয়। ১৩৫ একর জমির উপরে এই বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ১১ জন হাজার শিক্ষার্থী লেখাপড়া করে। গত সোমবার আমি, আমার বন্ধু কাওসার, আল-আমিন ও শাওন ৪জন মিলে গেলাম বিশ্ববিদ্যালয়টি ঘুরে দেখতে গেলাম। দিনাজপুর জেলায় বাড়ি হলেও এর আগে আমি কখনো এই বিশ্ববিদ্যালয়ে যাই নি।


Picsart_23-07-19_21-57-09-106.jpg
Picsart_23-07-19_21-52-36-576.jpg
Picsart_23-07-19_21-53-29-868.jpg

আমরা চার বন্ধু মিলে অটোতে করে গেলাম সেখানে। গিয়ে মেইন গেইটের সামনে নামলাম। তখনো ভালোই রোদ ছিলো। আর মেইন গেইটের পিছনেই ছিলো সূর্য যার কারনে ভালোভাবে ছবি তুলতে পারিনি। তবুও একটু ফটোগ্রাফি করার পর চারজন মিলে একটা সেলফি নিলাম। আমাদের মধ্যে আল-আমিন এর আগেও এখানে এসেছিলো তাই আল-আমিনকে বললাম পুরো ভার্সিটি ভালোভাবে ঘুরিয়ে দেখাতে। আল-আমিন আমাদেরকে নিয়ে ঘুরা শুরু করে দিলো। প্রথমে মেইন গেইট দিয়ে ঢুকে বাম পাশ দিয়ে হাটতে শুরু করলাম। বিশাল একটি ভবন দেখতে পেলাম। দেখে বোঝা যাচ্ছিলো যে ভবনটি নব নির্মিত। তারপর কিছুদুর সামনে গিয়ে দেখলাম একটি মাঝে ভার্সিটির ছেলেরা ফুটবল খেলছে। মাঠের দুই পাশে দুইটি খেলা হচ্ছিলো।


Picsart_23-07-19_21-56-14-361.jpg
Picsart_23-07-19_21-54-04-226.jpg
Picsart_23-07-19_21-55-27-392.jpg

কিছুক্ষন দাড়িয়ে তাদের ফুটবল খেলা দেখলাম। খেলা দেখার পর আবারো হাটা ধরলাম। কিছুদূর গিয়ে দেখলাম বিশাল একটি ছেলেদের হল। হলটির নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। সেখান থেকে কিছুদূর গিয়ে দেখলাম একটি ক্রিকেট টুর্নামেন্টের খেলা হচ্ছে। কয়েকটা ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলো সেখানে। খেলার সময় তাদের বিপক্ষ দলের খেলোয়াড়দের নিয়ে ঠাট্টা করা দেখে শুসান্ত সিং রাজপুতের ছিছোড়ে মুভির কথা মনে পড়ে গেলো। ব্যাটার যখন ব্যাট করছিলো তখন বোলারদের ডিপার্টমেন্টের স্টুডেন্টরা ভূয়া ব্যাটিং ভূয়া ব্যাটিং বলে চিৎকার করছিলো।


Picsart_23-07-19_20-56-51-793.jpg

সেখানে বসে আমরা পুরো খেলাটা দেখলাম শেষ বোলাররাই ম্যাচটা জিতেছে। ব্যাটারদের পক্ষে আল-আমিনের আগের মেসের রুমমেটও খেলেছে। খেলা শেষে আল-আমিন গিয়ে ভাইয়ের সাথে দেখা করলো। তারপর সেখান থেকে চলে আসলাম। আসার সময় দুইজন পাঞ্জাবি পড়া ভাইয়ের এর সাথে দেখা হলো। তাদের সাথে কথা বলে খুবই ভালো লাগলো। তাদের ব্যবহার অনেক ভালো ছিলো। কথা বলার পর এক ভাই আমার নাম্বার নিলো। তারপর সেখান থেকে চলে আসার সময় ভিতর থেকে মেইন গেইটে ল্র আরেকটা ছবি তুললাম।


ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এ ১৩
ক্যামেরা৫০ মেগাপিক্সেল
লোকেশনহাবিপ্রবি, দিনাজপুর

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

তো বন্ধুরা এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের ভালো লাগবে। ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ সবাইকে
Sort:  
 last year 

হাবিপ্রবিতে আমিও পরীক্ষা দিয়েছিলাম কিন্তু চান্স হয়নি।এই বিশ্ববিদ্যালয়টি দেখতে আসলেই অনেক সুন্দর। অনেক সুন্দর সুন্দর ছবি আপনি শেয়ার করছেন। ধন্যবাদ ভাইয়া

 last year 

ধন্যবাদ আপু

 last year 

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমি দূর থেকে দেখছি।কখনো ভিতর ঢুকিয়ে দেখার সৌভাগ্য আমার হয় নাই।দিনাজপুরের মধ্যে হাবিপ্রবি হলো নাম করা একটা ভার্সিটি।এখানে বিভিন্ন বিভিন্ন অঞ্চলের ছেলে মেয়েরা পড়া লেখা করে।আপনি হাবিপ্রবি বিশ্ববিদ্যালয় সম্পর্কে অনেক সুন্দর বিস্তারিত আলোচনা করছেন।আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

কি খবর ভাইয়া হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনেক বান্ধবী পরে। বান্ধবীদের নিয়ে ঘুরতে গেলে একটু ভালই হয়।

 last year 

বান্ধবী নাই ভাই

 last year 

হাবিপ্রবিতে আশা করি অনেক ভাল সময় কাটিয়েছেন। এটি আমাদের দিনাজপুরের গর্ব।অনেক সুন্দর কিছু ছবি শেয়ার করেছেন। এখানে আমার বড়আব্বাতো ভাই পড়াশোনা করে।ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ আপু

Loading...
 last year 

হাজি মুহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমি কখনো যাই নাই। আমার দুইজন বন্ধু সেখানে পড়ে। ছবিগুলো অনেক সুন্দর তুলেছেন ভাই।আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

বাংলাদেশের এখন অন্যতম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হল হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এখানে বিদেশ থেকে অনেক শিক্ষার্থী পড়তে আসেন। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সম্পর্কে দারুন লিখেছেন আপনি ফটোগ্রাফি সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে ভাই।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

দিনাজপুরের একমাত্র বিশ্ববিদ্যালয় হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ আমি কয়েকবার গিয়েছি। আমার ফুফাতো ভাই এই বিশ্ববিদ্যালয় পড়াশোনা করে, ও কম্পিউটার এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এ পড়াশোনা করে সুন্দর লিখেছেন ভাই । অসংখ্য ধন্যবাদ

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুরের ক্যাম্পাসের দারুন কিছু ফটোগ্রাফি করেছেন আপনি বিশেষ করে প্রধান ফটকের ছবিটি চমৎকার হয়েছে। বর্তমানে আমি এই বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত রয়েছি তাই এই পোস্টটি দেখে আমি খুব খুশি হলাম।

 last year 

ধন্যবাদ আপু

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 65726.71
ETH 2677.61
USDT 1.00
SBD 2.91