গ্রামীন মেলায় ছোটদের খেলনা || ১৯ জুলাই ২০২৩

in Steem For Traditionlast year

হ্যালো ব্লগার
আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে ছোটদের খেলনা নিয়ে আলোচনা করব।


কভার ফটো



চিত্রে ছবিগুলো কমবেশি সকলেই আমরা চিনি। আমরা কমবেশি সকলে বাসায় ছোট বাচ্চাদের জন্য কোনো সময় এমন খেলনা কিনেছিলাম।কিছুদিন আগে আমরা কয়েকজন মিলে মেলায় ঘুরতে যাই আর সেখানের দোকান গুলোতে সবথেকে বেশি শিশুদের খেলনা দেখতে পাই । অন্যান্য যায়গার তুলনায় সবথেকে বেশি কম দাম ছিলো খেলনা গুলোর। খেলনা পেলে খুশি হয়না এমন ছোট বাচ্চাদের সংখ্যা অনেক কম। সেখানে মাটির তৈরি খেলনা ছাড়াও আরো অনেক প্লাস্টিকের খেলনা এবং কাপড়ের তৈরি পুতুল দেখা গিয়েছিলো। আমি বেশ কয়েকবার মেলায় গেলেও ছবি তোলার জন্য সাহস করতে পারিনাই। অবশেষে একদিন তৌফিক ভাই কে নিয়ে গিয়ে ছবি তুলেছি।



খেলনা গুলোর দাম অনুযায়ী কোয়ালিটি অনেক ভালো ছিলো।বর্তমানে মাটির বানানো খেলনা গুলোর দাম একটু বেশি হয়ে গিয়েছে কিন্তু সেই তুলনা অনুযায়ী প্লাস্টিকের খেলনার দাম অনেক কম।বর্তমানে ছেলে মেয়েরা আধুনিক খেলনা নিয়ে বেশি খেলাধুলা করে যেমন: আধুনিক মিনি প্লেন বা হেলিকপ্টার। এই খেলনার দাম তেমন একটা বেশি না।৪০০ টাকা হলে এমন একটি রিমোট কন্ট্রোল হেলিকপ্টার পাওয়া যায়। মেলায় সবথেকে বেশি পরিমানে বিক্রি হয়ে থাকে পুতুল। ঘুমানোর সময় অনেক ছেলেমেয়েরা এই পুতুল নিয়ে ঘুমায়। এর আগে শামিম ভাই পোস্ট করেছিলেন। তিনি অবশ্য এই পুতুল নিয়ে ঘুমান। আবার অনেক ছোট ছেলেমেয়ে এই পুতুল নিয়ে ঘুমান।



মেলায় অনেক সুন্দর সুন্দর চাবির রিং পাওয়া যায়। এই রিং গুলো দ্বিচক্রযানে বেশি ব্যবহার করা হয়ে থাকে। এই রিং গুলো মাত্র ৬০ টাকা করে বিক্রি হয়ে থাকে। অনেকেই এই রিং গুলো কিনতেছে ছোট বাচ্চাদের দেওয়ার জন্য। আপনারা অনেকেই এই মেলা গুলোতে গেলে দেখতে পাবেন অনেক মানুষের ভিড় এবং অনেক কেনা কাটা করে থাকে। আপনারা অনেকেই অবগত আছেন ছোটদের খেলয়ার এই মেলায় বেশি চাহিদা থাকে তাই বেশির ভাগ দোকান গুলোতে ছোটদের জন্য খেলনা পাওয়া যায়।



আপনারা ছবিতে যে পিঞ্জারাটা দেখতে পারছেন সেটি একটি কৃত্রিম বানানো পাখির পিঞ্জারা। অনেক ছোট ছেলেমেয়ে যারা পাখি পছন্দ করে তাদের জন্য বাবা-মা এই পিঞ্জারা গুলো কিনে নিয়ে যাচ্ছে। এই খেলনাটার দাম পাত্র ৩০ টাকা। আপনাদের আগেই বলেছি এই মেলায় সবকিছুর দাম অনেক কম থাকে।



শৈশবের সবথেকে প্রিয় একটি খেলনা দূরবীন। হঠাৎ একদিন তৌফিক ভাই আমাকে এই দূরবীন কেনার জন্য তাড়া দেয় তাই আমি মেলায় কেনার জন্য যাই। আগে ছোট বেলায় আমি এমনিতেই চোখে লাগিয়ে দেখতাম কিন্তু তৌফিক ভাই নাকি বাড়ির পাশের ছাদের মেয়েদের দর্শন দিবে। ভাইয়ের বাজেট ছিলো ১২০০ টাকা কিন্তু আমি মেলায় গিয়ে জিজ্ঞেস করলে তারা জানায় এই দূরবীনের দাম মাত্র ২৫০ টাকা। আরো ভালো মানের দূরবীন না পাওয়ায় নেওয়া হয়নি। মেলায় ছোট বাচ্চাদের এই খেলনা কিনতে দেখতে পাওয়া যায়। বিশেষ করে ৫-৭ বছরের বাচ্চাদের এই দূরবীন বেশি কিনতে দেখা যায় ।



ডিভাইস সংক্রান্ত তথ্যবলিঃ
ডিভাইসরেডমি নোট ১০প্রো
ফটোগ্রাফার@mainuna
লোকেশনG2HP+7RJ শাল ঘরিয়া


Sort:  
Loading...

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

গ্রামীন মেলায় ছোটদের খেলনা নিয়ে খুবই সুন্দর একটি পোস্ট করেছেন। মেলাতে কি থাকুক আর না থাকুক ছোটদের খেলনা আর মেয়েদের জিনিসপত্রের দোকান ঠিকই থাকে। ছবিগুলো সুন্দর হয়েছে।

 last year 

হ্যা।

 last year 

বিভিন্ন মেলায় অন্যতম আকর্ষণ থাকে বাচ্চাদের এই খেলনার দোকান। আমি যখন মেলায় যাই তখনই খেলনার দোকানগুলো ঘুরে ঘুরে দেখি অনেক সময় বিভিন্ন খেলনা কিনে নিয়ে যাই। চমৎকার ফটোগ্রাফি করেছেন ভাই। শুভকামনা রইল

 last year 

ধন্যবাদ প্রিয় ভাই।

 last year 

আমাদের দেশের গ্রামের মেলাগুলোতে মনিহরির দোকানে এইসব ছোট বাচ্চাদের খেলনা গুলো দেখা যায়।তারা বিভিন্ন রকম খেলনা নিয়ে আসেন যেগুলো ছোট বাচ্চাদের আকর্ষণ করে থাকে। খেলাগুলোর দারুন ফটোগ্রাফি করেছেন ভাই ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট করার জন্য।

 last year 

ধন্যবাদ।

 last year 

গ্রামীন মেলায় বাচ্চাদের নানা রকম খেলনা পাওয়া যায়। আমিও মেলায় গেলে খেলনা কিনে নিয়ে আসতাম। এবং প্রতিটি দোকান ঘুরে দেখতাম। তৌফিক ভাই তাহলে আপনাকে দূরবীন কিনার দায়িত্ব দিয়েছিল?ভাইকে কিনে দেওয়া উচিত ছিল। ছাদে তাহলে ভাইয়ের জন্য অনেক উপকার হতো। সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাই। অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

ধন্যবাদ ভাই।

 last year 

মেলা হলো গ্রামীনের সৌন্দর্য।আপনি ছোট বাচ্চাদের খেলনা নিয়ে সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ছবি গুলো অসাধারণ হয়েছে।মেলার মূল আকর্ষন হচ্ছে ছোট বাচ্চাদের খেলনা।আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

ধন্যবাদ ভাই।

 last year 

গ্রামীন মেলায় ছোটদের খেলনাগুলার ফটোগ্রাফি অনেক সুন্দর করেছেন। আমারো অনেক খেলনা ছিলো যা বলার বাইরে। ধন্যবাদ ভাই সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

ধন্যবাদ।

 last year 

সবধরনের মেলাতেই এসব খেলনা দোকান দেখা যায়। এই দোকান গুলোর প্রতি বেশি আকর্ষন থাকে ছোট বাচ্চাদের। পাখির পিন্জারাটি আমার অনেক ভালো লেগেছে।আপনার ফটোগ্রাফি গুলো ও দারুণ হয়েছে। ধন্যবাদ ভাইয়া

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 65726.71
ETH 2677.61
USDT 1.00
SBD 2.91