Aman Rice Harvesting in Bangladesh During Hemant Period (Video)
Monday 28 November 2022
Video Link.
একজন জমি মালিক তার ধান রুক্ষানাবেক্ষণ করার দৃশ্য অবলোকন করছেন।
মাঠ থেকে এনে রাস্তায় জমা করা ধানগুলো ভ্যান গাড়িতে উঠানো হচ্ছে যাতে সহজেই বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারে।
মাঠ থেকে ধানগুলো রাস্তায় আনার প্রস্তুতি চলছে।
কাঁধে করে ধানগুলো রাস্তায় এনে রাখা হচ্ছে।
রাস্তায় এনে জমাকৃত ধানের আঁটিগুলো ভ্যান গাড়ি ও অটো গাড়িতে সাজানো হচ্ছে বাড়িতে নেওয়ার জন্য।
একজন জমি মালিক জমির আইলে বসে তার ধান বাধার দৃশ্য অবলোকন করিতেছে।
শ্রমিক ভাইয়েরা মনোযোগ দিয়া শুকনো ধানের আঁটি বাঁধার কাজে ব্যস্ত।
Enjoy 🐱 With Love.
Best Regards