একটি সাপ ও বেজির লড়াইয়ের মুহূর্তের দৃশ্য অঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ, স্বাভাবিক আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
আজকে আপনাদের সাথে একটা নতুন আর্ট শেয়ার করে নেবো। আজকে আমি একটা সাধারণভাবে অঙ্কন সম্পন্ন করেছি। আজকে যে অঙ্কনটি করেছি সেটি হলো একটি সাপ এবং বেজির। এখানে মূলত যে বিষয়টি আমি দেখিয়েছি সেটা হলো একটা বেজি আর সাপ মুখোমুখি অবস্থায় লড়াই করার জন্য ক্ষিপ্ত অবস্থায় আছে। আমরা সবাই মোটামুটি জানি সাপ আর বেজি একজন আরেকজনের চরম শত্রু, সামনাসামনি দেখা হলে আর উপায় নেই, লড়াই বেধেই যাবে। তবে অনেক সময় সাপ বেজির সাথে পেরে ওঠে না, সাপের মাথা একবার যদি মুখের মধ্যে নিতে পারে তখন আর ছাড়াছাড়ির নাম নেই না মেরে ফেলা অব্দি। যাইহোক অঙ্কনটা আমি মোটামুটি একটা বাস্তব রূপের মতো জায়গায় আনতে চেয়েছিলাম এবং কাগজে সেটা ফুটিয়ে তোলারও চেষ্টা করেছি অল্প সময়ের মধ্যে । আশা করি আজকের অঙ্কনটি আপনাদের কাছে ভালো লাগবে।
![]() |
---|
☬উপকরণ:☬
✎এখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরবো----
![]() |
---|
➤প্রথম ধাপে আমি ফণা তুলে রাখা একটি সাপের ছবি পুরোপুরিভাবে অঙ্কন করে নিয়েছিলাম এবং পরে সাপের মস্তক থেকে একটু ডিসাইন মতো করে দিয়েছিলাম।
![]() |
---|
➤দ্বিতীয় ধাপে সাপের সামনে একটা বেজির চিত্র পুরোপুরিভাবে অঙ্কন করে নিয়েছিলাম এবং পরে বেজির সমস্ত শরীরে লোম মতো দেখতে তৈরি করে দিয়েছিলাম।
![]() |
---|
➤তৃতীয় ধাপে আশেপাশে ছোট, বড়ো কিছু গাছের মতো দেখতে অঙ্কন করে নিয়েছিলাম।
![]() |
---|
➤চতুর্থ ধাপে পিছনের দিকে দুটি ঘাসের মতো দেখতে চিত্রে কালার দিয়ে দিয়েছিলাম এবং পরে আকাশের দৃশ্য ফুটিয়ে তুলেছিলাম কালার দিয়ে।
![]() |
---|
➤পঞ্চম ধাপে বেজির সম্পূর্ণ বডিতে কালার দিয়ে দিয়েছিলাম।
![]() |
---|
➤ষষ্ঠ ধাপে সাপের গায়ে একটু কালার দিয়ে দিয়েছিলাম।
![]() |
---|
➤সপ্তম ধাপে অঙ্কন করা গাছের ডালপালাতে কালার দিয়ে দিয়েছিলাম। এরপর নিচে মাটি মতো আছে এমন দৃশ্য ফুটিয়ে তুলেছিলাম কালার দিয়ে।
![]() |
---|
➤অষ্টম ধাপে অঙ্কন করা ছোট, বড়ো গাছের ডালগুলোতে ছোট ছোট পাতা মতো দেখতে অঙ্কন করে দিয়েছিলাম।
![]() |
---|
➤নবম ধাপে উড়ে যাওয়া কিছু পাখির দৃশ্য অঙ্কন করে দিয়েছিলাম।
আর্ট বাই, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

দাদা আপনার অঙ্কন চিত্রটি অসাধারণ হয়েছে। আপনি অনেক সুন্দর ভাবে সাপ ও বেজির লড়াই এর একটি মুহূর্ত আমাদের মাঝে উপস্থাপন করেছেন। সাপ ও বেজি একে অপরের শত্রু। সেই শত্রুতার সম্পর্ককে আপনি আপনার অঙ্কনের মাঝে তুলে ধরেছেন দেখে অনেক ভালো লাগলো। আপনার অঙ্কন গুলো এতটাই নিখুঁত হয় যে দেখলেই অনেকক্ষণ তাকিয়ে থাকতে ইচ্ছে করে। সত্যি দাদা আপনার হাতের দক্ষতা এবং হাতের জাদু আমাকে বরাবরই মুগ্ধ করে। দারুন এই চিত্র অঙ্কন করে শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। ❤️❤️❤️❤️
বাহ,দারুণ মজার 👌একটি চিত্র এঁকেছেন তো দাদা।আপনার চিত্র দেখে মনে পড়ে গেল আমার ছোটবেলার কথা।যখন ছোটবেলায় বাড়ি থেকে 10 মিনিট দূরে যজ্ঞই যেতাম তখন সাপুড়ে সাপ খেলা দেখাতো।একদিন আমিও দেখেছি রুমাল দিয়ে বেজি তৈরি করতে তারপর সেই রুমালের বেজি লাফিয়ে লাফিয়ে সাপের সঙ্গে লড়াই করতে।ভারী মজার ব্যাপার ছিল, ধন্যবাদ দাদা।*
দাদা♥ আপনার একটি সাপ ও বেজির লড়াইয়ের মুহূর্তের দৃশ্য অঙ্কনটি সত্যিই অসাধারণ হয়েছে।এতো চমৎকার করে আপনি দৃশ্যটি অঙ্কন করেছেন পূজা মুগ্ধ না হয়ে পারার উপায় নাই।এবং আমি বরাবরই আপনারাও কোনগুলোকে খেয়াল করি।খুবই দক্ষতার সাথে নিপুণ হাতে আপনি অংকন গুলো করে থাকেন
।সাপ বেজি পাখি নীল আকাশ সবগুলোতে যে রংয়ের কারুকাজ করেছেন,,যার দৃষ্টিনন্দিত করে।এত চমৎকার একটি অনেকক্ষণ আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা এবং ভালোবাসা অবিরাম♥♥ সপরিবারে সবসময় সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রার্থনাই করি।
দাদা আজকে আপনি খুবই সুন্দর একটি চিত্র আমাদের মাঝে উপস্থাপন করলেন। আসলেই চিত্রটি আমার অনেক ভালো লেগেছে। আমরা জানি সাপ এবং বেশি একজন আরেকজনের চরম শত্রু, আর এই শত্রুতা আমরা মাঝেমধ্যে দেখি। আমরা গ্রামে বসবাস করি, তাই সাপ এবং বেজির মারামারি মাঝেমধ্যেই লক্ষ্য করা যায়। আমাদের বাড়ির পাশে একটি জঙ্গল রয়েছে, সেখানে আমরা মাঝে মধ্যে ছোটবেলায় খেলাধুলা করতে যেতাম, তখন সাপ এবং বেজির মারামারি দেখতাম। আমরা সবাই মিলে এই সাপ, বেজির মারামারি দৃশ্য গুলো দেখে উপভোগ করতাম। আজকে আপনার এই চিত্রটি দেখে সেই দিনের কথা মনে পড়ে গেল। খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে চিত্রটি উপস্থাপন করেছেন, আপনার জন্য রইল শুভকামনা দাদা।
একটি সাপ ও বেজির লড়াই এর মুহূর্তের দৃশ্য খুবই সুন্দর করে অংকন করেছেন দাদা। আমি শুধু সিনেমাতেই দেখেছি সাপ ও বেজির লড়াই। কখনো কোনদিন বাস্তবে এই ধরনের দৃশ্য দেখার সৌভাগ্য আমার হয়নি। আজ আপনার পোষ্টের মাধ্যমে সাপ ও বেজির লড়াইয়ের মুহূর্ত দৃশ্য অংকন দেখে খুবই ভালো লাগলো। দাদা আপনার অংকন নিয়ে কোন কথাই হবে না। সব সময় আপনি খুবই নিখুঁত ও আকর্ষণীয় কঙ্কন গুলো আমাদের মাঝে উপস্থাপন করে থাকেন। যা দেখে সত্যিই মুগ্ধ হয়ে যাই। নদীর ধারে ছোট ছোট গাছের ঝোপের পাশে খুবই সুন্দর করে সাপ ও বেজির লড়াই ফুটিয়ে তুলেছেন। আর এই অপূর্ব দৃশ্যটি আপনি কিভাবে সম্পন্ন করেছেন তার প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
ছোটবেলায় বাজারে গেলে মাঝে মাঝে সাপ আর বেজির লড়াই দেখতাম। একটা আরেকটা দেখতে পারেনা, চরমশত্রু যাকে বলে। আপনার আর্ট দেখে মনে পড়ে গেল। অল্প সময়ের মধ্যে সুন্দর ফুটিয়ে তুলেছেন সাপ আর বেজিকে। মনে হচ্ছে এই বুঝি লড়াই লেগে যাবে। ধন্যবাদ দাদা আপনাকে 🧡
আমিও জানি সাপ আর বেজি একদম জাত শত্রু। আমার মনে আছে আমি অনেক আগেই এই রকম একবার দেখেছিলাম। কিন্তু এটা চিত্রকর্মের মাধ্যমে তুলে ধরার চেষ্টা বেশ ভালো লেগেছে। তাছাড়া শুরু থেকেই আপনার চিত্রকর্মগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি যে বিষয় নিয়ে আঁকেন সেটাকে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেন। আজকের দৃশ্যটি সেরকমই ভালো লেগেছে।
সাপ এবং বেজির যুদ্ধের মুহূর্তের সুন্দর একটি চিত্র প্রস্তুত করেছেন খুবই ভালো লাগলো দেখে এখনো গঞ্জের বাজারে দেখা মেলে এমন সাপ এবং বেজির খেলা
প্রতিবার সাপের খেলা দেখতে যেতাম এই সাপ বেজির খেলা দেখার জন্য। কিন্তু কোনো বারই দেখতে পেতাম না। কারণ কথায় ভুলিয়ে ভালিয়ে খেলা দেখানো শেষ করে দিতো সাপুড়ে। আজ আপনার চিত্রের মাধ্যমে তা দেখতে পেলাম। দারুণ চিত্র ছিলো এটি দাদা। খুব সুন্দর করে এঁকেছেন।
সাপ এবং বেজির লড়াইয়ে বেজিই সবসময়ই জিতে এটাই আমি জানি। আগে আমাদের এলাকায় অনেক সাপ এবং বেজি দেখতে পাওয়া যেত। কিন্তু দুঃখের বিষয়ে দুটোই এখন বিলুপ্ত। এরা জাত শএু বলা যায়। সাপ এবং বেজির লড়াইয়ের মূহুর্ত্তের আর্টটা ভালো হয়েছে দাদা। অনেক সুন্দর উপস্থাপন করেছেন। খুব ভালো আর্ট এবং পোস্ট ছিল।।
বেজিরা সাপ ধরতে একেবারে ওস্তাদ। গ্রাম অঞ্চলে দেখতাম ভাইবোন ঝগড়া লাগলে মা চাচীরা বলতো তোরা কি সাপ আর বেজির মতো লড়াই করবি নাকি। হাহাহা।এতে করে বুঝাই যাচ্ছে দুটি একে অপরের চরম শত্রু। শত্রুদেরকে আপনি একই সূত্রে গেঁথে চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন যা দেখে আমি একেবারে অবাক হয়ে গেছি। কিভাবে পারেন আপনি এত সুন্দর বাস্তব চিত্র আমাদের সামনে তুলে ধরতে। দাদা আসলে একটা কথা বলতে গেলে কি মনের মাধুরী মিশিয়ে আঁকলে অনেক কিছুই করা সম্ভব। সেটা আপনিও প্রমান করে দেন। একেবারে সাপ এবং বেজির মুখোমুখি অবস্থান। খুবই কর্কশ মনে হচ্ছে কে কাকে আগে খেয়ে ফেলতে পারবে এমন একটি ভাব। অনেক ভালো লাগলো আপনার চিত্রটি দেখে ধন্যবাদ দাদা।
দাদা বেশ ভালো ছবি আঁকেন। অনেক ধৈর্য্য ধরে কাজগুলো করেন সেটা দেখে বোঝা যায়। সাপটাকে আমার কিন্তু দারুণ লেগেছে 👌👌। এক ছোবলেই ছবি করে দেবে 😉। তবে এই প্রথম আমি কাউকে বেজি অঙ্কন করতে দেখলাম মনে হয়। চমৎকার লাগলো।
দাদা আপনার আজকের অঙ্কিত এই চিত্রটি দেখে আমি সম্পূর্ণভাবেই অবাক এবং মুগ্ধ হয়ে গেলাম। এটি তো বলতেই হবে যে আপনার অংকন এতটাই মনমুগ্ধকর যে কেউই প্রথমবার দেখলেই আকর্ষিত হবে ।আমি প্রথম দিক থেকে আপনার করা অংকন গুলো দেখতাম ।আপনি খুব সুন্দর করে অংকন করেন। আর আপনার আজকের এই দৃশ্য দেখে আমার একটা কথা মনে পড়ে গেল। যখন আমি অনেক ছোট ছিলাম তখন এই রকম একটি সাপ আর বেজির লড়াই দেখেছিলাম। তারাও মুখোমুখি লড়াই করেছিল।আর সেখানেই বেজিটি জিতে গেল, সাপটিকে মেরে ফেলল। আর আপনি আজকে যেভাবে বেজির চিত্র এঁকেছেন, অর্থাৎ সাপটিকে কামড়ে নেয়ার একটা ভঙ্গি তুলে ধরেছেন একদম সত্যি বাস্তবের মত দেখাচ্ছে । আর আমার চোখে এই দৃশ্যটি বারবার ছোটবেলায় দেখা সেই দৃশ্যের মতো মনে হচ্ছে।এক কথায় অসাধারণ হয়েছে আজকেও।
জাস্ট অসাধারণ হয়েছে দাদা দেখতে একদম বাস্তব ছবির মতো লাগছে। আপনি অনেক সুন্দর ভাবে সাপ ও বেজির চিত্র অংকন আমাদের মাঝে তুলে ধরেছেন। জি দাদা আমরা সবাই জানি সাপ ও বেজি একে অপরের চরম শত্রু। আজ আপনার পোস্টের মাধ্যমে সাপ ও বেজির লড়াই দেখতে পেলাম। ধন্যবাদ আপনাকে দাদা আপনার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন রইল।
কথায় আছে সাপে নেউলে দা মাছ সম্পর্ক থাকে। সাপ খুবি ভয়ঙ্কর মানুষ সাপ কে খুবি ভয় পায়। এদিকে বেজিও কম নয় মানুষের বাসার সব হাস মুরগি খেয়ে ফেলে রাতের আধারে। আপনার অংকনের হাত দারুন । প্রথম সাপের ছবিটি যখন দেখলাম আমি আবাক তারপর যখন বেজির ছবিটি দেখলাম আমি আরো অবাক হয়েছি। বেজির গায়ের লোম এবং রং খুবি সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। সাপ টিও জাত সাপ মনে হচ্ছে। যা হোক দারুন চিত্রাংকন করেছেন। চারিপাশের পরিবেশ বেশ মানিয়েছে সাপ ও বেজির লাড়াইয়ের দৃশ্য। ভাল থাকবেন দাদা। শুভেচ্ছা রইল।
আজকে আপনার এই চিত্রাঙ্কন দেখে সেই ছোট্ট বেলার কাহিনীটা চোখের সামনে ভেসে উঠলো।
ধন্যবাদ দাদা আপনাকে। এমন জীবন্ত চিত্র আঁকার প্রয়াস আপনার অব্যাহত থাকুক।
আপনি কাগজে-কলমে একেবারে পারফেক্ট সাপ বেজির চিত্রটি ফুটিয়ে তুলেছেন। দেখে মনে হচ্ছে যে সাপ আর বেজি এখনই যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। এত সুন্দর আর্ট কিভাবে করলেন আমি তো চিন্তায় পড়ে গেলাম আমিতো হঠাৎ করে দেখে ছবি মনে করেছিলাম ।সাপ আর বেজির লড়াই সামনাসামনি কখনো দেখিনি বেজি সাপের মাথা গিলে ফেলে সেটা জানি তবে কখনো দেখা হয়নি এমন দৃশ্য। সাপটাকে একেবারে অরিজিনাল সাপের মত লাগছে ।দেখে মনে হচ্ছে বেজিটা হা করে আছে সাপটাকে গিলার জন্য সত্যি দারুন আর্ট করেছেন দাদা।
এই ছবিগুলো দেখলেই আমার ছোটবেলার কথা মনে পড়ে, কত আঁকতাম এমন ছবি আগে। দাদা এই ছবি গুলো দেখে একটা জিনিসই মনে পড়ে, রং করতে গিয়ে হাত ব্যথা হয়ে যেত। হিহি।
বেজি আর সাপ! একদম সাপে-নেউলে। বেজি আর সাপ কে নিয়ে অনেক প্রবাদ-ই আছে। তবে একটি মজার বিষয় হচ্ছে কি জানেন দাদা! আমি যে মেসে থাকছি সেখানে মেসের ওয়ালের উপর দিয়ে প্রত্যেকদিন তিনটা বেজি যায়। আমি জানালা দিয়ে প্রত্যেকটা দিনই দেখি, আর মনে মনে ভাবি এই তিনটা বেজি প্রতিদিন কই যায়?তবে আপনার চিত্রটি এত সুন্দর করে আমাদেরকে উপহার দিয়েছেন যে সাপ আর বেজির মধ্যে যে একটা কোলাহল বা দ্বন্দ্বের সম্পর্ক, সেটি স্পষ্ট ভাবে ফুটিয়ে তুলেছেন। আর আমি এখনো মাঝে মাঝে ভাবি যে তাদের মধ্যে আসলে কি এমন সম্পর্ক যে যদি তারা একে অপরকে দেখলেই আক্রমণাত্মক হয়ে যায়?!! মনে হয় তাদের বংশ পরম্পরায় কোনো প্রতিশোধ নেওয়ার চেষ্টা এখন পর্যন্ত চলে আসছে।🤐
আপনার সাপ আর বেজির ছবিটি বেশ দারুন হয়েছে 👌
সত্যি বলতে এধরনের ছবি টিভিতে বেশ কয়েকবার দেখেছি আর আজ বাস্তবে আপনার ছবির মাধ্যমে দেখতে পেলাম।
রঙের কম্বিনেশন দেখার মতো ছিল।
ধন্যবাদ দাদা এতো চমৎকার একটি অংকন আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
দোয়া রইল পুরো পরিবারের জন্য।
সবাই ভালো থাকুন।
জাস্ট অসাধারণ দাদা আপনি খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে সাপ ও বেজির লড়াই এর মুহূর্তের অনেক চমৎকার একটি দৃশ্য অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করেছেন যে দৃশ্য দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। সত্যি বলতে আপনি অঙ্কন অনেক ভালো করেন যেটা আমরা বরাবরই মাঝে মাঝে দেখতে পাই। এত সুন্দর একটি অঙ্কন শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনি একটি সাপ ও বেজির লড়াইয়ের মুহূর্তের দৃশ্যটি অসাধারণ ভাবে অংকন করেছেন। দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনি খুবই সুন্দর ভাবে এটা উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য
আপনি একটি সাপ ও বেজির লড়াইয়ের মুহূর্তের দৃশ্যটি অসাধারণ ভাবে অংকন করেছেন। দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনি খুবই সুন্দর ভাবে এটা উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
সাপ এবং একটি বেজির লড়াইকে কাগজে খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন দাদা। সাপ এবং বেজির লড়াইয়ের গল্পই শুনেছি কিন্ত বাস্তবে কখনও দেখি নি। দেখার খুব ইচ্ছা ছিল। আপনার আর্টের মাধ্যমে কিছুটা হলেও সেই ইচ্ছা পূরণ হল । এত সুন্দর এবং বাস্তবরূপী হয়েছে আর্টটি। বিশেষ করে সাপ ও বেজিটিকে অনেক বেশি জীবন্ত লাগছে। খুব সুন্দর হয়েছে আর্টটি।
বাহহহহ দাদা কি সুন্দর আর্ট নিয়ে আজ আপনি উপস্থিত হলেন। দেখেতো অবাক হলাম আমি। আর সাপ ও বেজির মধ্যে কি এক চরম শত্রুতা উপ তারা শুধু লড়াই করেই চলে। আসলে কি কোন ইতিহাস আছে তাও জানিনা। তবে ভাইয়া আপনার আর্টটি দেখে কিন্তু আমি মুগ্ধ হয়ে গেলাম। মনে হচ্ছে একটি সাপ ও বেজির লড়াইয়ের একটি ফটোগ্রাফি এটি। চমৎকার আপনার হাতের কাজ। ভালো লাগলো ভাইয়া।
আপনার পরবর্তী আর্ট এর অপেক্ষায় রইলাম আমি। শুভকামনা রইল।
একটি সাপ ও বেজির লড়াইয়ের মুহূর্তের দৃশ্য অঙ্কন । অনেক সুন্দর হয়েছে, এরকম বাস্তব দৃশ্য দেখতে পারলে খুব ভালো লাগতো। আমার জীবনে আমি এখন পর্যন্ত চলার পথে দেখতে পারিনি। তবে ঝোপ-জংগলের আড়ালে যখনই যাই মনে মনে খুঁজি এরকম বাস্তব দৃশ্য দেখার জন্য। **খুবই অসাধারণ হয়েছে চিত্রাংকনের মুহূর্তটি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
এত কঠিন আট এত সহজভাবে উপস্থাপন করাটাও অনেক মেধাভিত্তিক ও জ্ঞানের সমৃদ্ধতাই পরিপূর্ণ ব্যক্তিবর্গ রাই পারেন। তাদের মধ্যে আপনি একজন। আপনার দক্ষতার জন্য আপনাকে স্যালুট এবং ধন্যবাদ জানাই এত সুন্দর ড্রইং এর জন্য যা বাস্তবের সাথে মিল রেখে অঙ্কন করেছেন।
আপনি ঠিকই বলেছেন দাদা এবং ঠিকই দেখেছেন, সাপ এবং বেশি হচ্ছে একজন আরেকজনের জাত শত্রু। যাই হোক কিন্তু আপনি সাপ এবং বেজির ক্ষিপ্ত চিত্র অঙ্কন করেছেন অসাধারণ। দেখে অবাক লাগলো এত সুন্দর চিত্র অঙ্কন করতে পারেন আপনি। সত্যিই অবাক করার মত বিষয়, দারুন ছিল আপনার চিত্র অংকন। খুব উপভোগ করলাম, আমাদের সাথে শেয়ার করার জন্য, আপনার প্রতি রইল আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা অবিরাম দাদা।