অলিম্পিক্সে ভারতের সফলতা...

in আমার বাংলা ব্লগ2 months ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।


copyright free image source: pixabay

আজকে আপনাদের সাথে একটি খেলার বিষয়ে পোস্ট করে নেবো। তবে এই স্পোর্টস্টটি কোনো ক্ৰিকেট বিষয়ে না। বর্তমানে প্যারিসে চলমান অলিম্পিক্স গেম এর বিষয়ে। আসলে এই অলিম্পিক্স গেমে আমাদের ভারত বিভিন্ন বিষয়ে মোটামুটি সফলতা অর্জন করেছে। অলিম্পিক্স গেম আসলে এখন আর তেমন দেখা হয় না বা সেভাবে খেয়াল করা হয় না। অলিম্পিক্স গেম যে শুরু হয়েছে কবে সেটাও জানতাম না আসলে, কারণ খেলার বিষয়ে আমি নিউজ দেখলে একমাত্র ক্রিকেট বিষয়েই দেখা হয়ে থাকে। তবে এই অলিম্পিক্স গেমগুলোর মধ্যে কিছু কিছু খেলা আছে, যেগুলো দেখতে অনেক ভালো লাগে আবার কিছু কিছু আছে এতো বোরিং লাগে যে ঘুম চলে আসে হা হা ।

অলিম্পিক্স গেমে আসলে অনেক ধৌর্য ধরে দেখা লাগে, কারণ এ একটার পর একটা দীর্ঘ সময় ধরে সব হয়ে থাকে। রেসিং, ঘোড়ার মাধ্যমে একধরণের জাম্পিং খেলা আছে যেটা দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। তবে আমার কাছে বাইক রেসিং এর বিষয়টা অনেক আনন্দ দিয়ে থাকে। আর এখন তো অনেক অনেক গেম যুক্ত করা হয়েছে, বলতে গেলে ক্রিকেটটা বাদে প্রায় সব যুক্ত হয়েছে। আমাদের ভারত বর্তমানে এই অলিম্পিক্স-এ এইবার হকিতে দারুন প্রদর্শন করেছে। গতকাল দেখছিলাম হটস্টারে, বেশ ভালো খেলেছে তারা স্পেনের সাথে লাস্ট ম্যাচটা। প্রথম থেকেই তাদের ভালো প্রদর্শন ছিল। তবে তারা প্রথমে গোল খেয়ে যাওয়ার পরে অনেকটাই চাপে ছিল বলা যায়। কিন্তু তাদের অধিনায়কের প্রচেষ্টায় পুনরায় আবার ম্যাচে সফলতা আনতে সক্ষম হয়। এটা সমগ্র ভারতবাসীর কাছে একটা গর্বের বিষয়।

হকিতে পরপর দুইবার পদক জেতার মতো সফলতা অর্জন করেছে ভারতীয় হকি টিম। জনগণের একটা বিষয় খুবই ভালো লাগে যে, কোনো দেশের থেকে যদি খেলোয়াড়রা কোনো পদক বা কোনকিছুতে সফলতা অর্জন করে আসুক না কেন, বেশ তাদের সাদরে শ্রদ্ধার সাথে গ্রহণ করে নেয়। তবে হকি খেলায় পদক পাওয়ার পরে অনেকেই দেশে চলে আসলেও অন্যান্য অনেক খেলোয়াড় এখনো ফেরেননি। তবে শুধু হকিতে ছাড়াও অন্যান্য আরো অনেক খেলায় তারা সফলতা অর্জন করেছে। আর এক্ষেত্রে নারী-পুরুষ উভয় ক্ষেত্রে সমান তালে সফলতা এসেছে। বিগত বছরগুলোর তুলনায় এই বছর আরো উন্নত হয়েছে ভারতীয়দের অলিম্পিক্স-এ।

সব খেলার নাম আসলে মনে নেই, যেগুলো দেখি, সেগুলোই মনে আছে। অলিম্পিক্স-এ আরো কিছু কিছু খেলা আমার কাছে ভালো লাগে, যেমন তীরন্দাজ খেলা, তারপর সাঁতারু, তারপর নৌকা বাইজ। এই নৌকা বাইজ এর বিষয়টা কিন্তু আগে ছিল না অলিম্পিক্স-এ, তবে এটা গতবারের থেকে অ্যাড হয়েছিল আমার যতদূর মনে পড়ে। এটাও ভালো লাগে। এইবারের অলিম্পিক্স-এ মোটামুটি এখনো চীন, আমেরিকা পদক জেতার দিক থেকে অনেক এগিয়ে আছে, বিশেষ করে আমেরিকা। ভারত স্বর্ণ পদক না পেলেও ব্রোঞ্জ আর রুপো নিতে পেরেছে। পরবর্তীতে আরো উন্নত হবে অলিম্পিক্স-এ ভারতের আশা করা যায় এইভাবে এগিয়ে গেলে।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 65520.16
ETH 2652.08
USDT 1.00
SBD 2.87