Diy(এসো নিজে করি)একটি গরুর মুখের চিত্রাংকন |১০% বেনিফিশিয়ারী আমার প্রিয় shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম



বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি।



আজ আমি আপনাদের সামনে একটি গরুর মুখের স্কেস করতে এসেছি ।মূলত আমি এটি করতে এসেছি আমাদের সবার প্রিয় @rme দাদার দেওয়া আমাদের জন্য একটি টাস্ক অনুযায়ী।দাদা মাত্র দুই মিনিটে একটি গরুর মুখের স্ট্রাকচার তৈরি করেছেন ।আর আমাদের সবাইকে টাস্ক দিয়েছেন দাদার স্ট্রাকচার ফলো করে হুবুহু একটি গরুর মুখের স্কেচ তৈরি করার। তাই আমি দাদার দেওয়া টাস্ক কে সম্মান জানিয়ে দাদার স্ট্রাকচার ফলো করে একটি গরুর মুখের স্কেচ তৈরি করব । যেহেতু আমি আঁকতে পছন্দ করি সেহেতু এই সুযোগটি আমি হাত ছাড়া করলাম না। আশা করছি আপনাদের সবার কাছে আমার স্কেসটি ভালো লাগবে ।তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করছি একটি গরুর মুখের চিত্রাংকন।

একটি গরুর মুখের চিত্রাংকন


20211203_205907.jpg

স্কেচটি তৈরি করতে আমার প্রয়োজনীয় উপকরণ যা যা লাগছে:

একটি খাতা
একটি পেনসিল
একটি রাবার

20211203_212838.jpg

অঙ্কন প্রণালী:


১ম ধাপ

20211203_195529.jpg

প্রথমে একটি গরুর মুখের অবয়ব তৈরি করার জন্য একটি ক্রস চিহ্ন এঁকে নেই।

২য় ধাপ

20211203_195733.jpg

৩য় ধাপ

20211203_195832.jpg

তারপর গরুর নাকের অংশটি এঁকে নেই।

৪র্থ ধাপ

20211203_200011.jpg

৫ম ধাপ

20211203_200124.jpg

তারপর গরুর চোখ দুটি এঁকে নেই।

৬ষ্ঠ ধাপ

20211203_200400.jpg

তারপর গরুর শিং দুটি এঁকে নেই।

৭ম ধাপ

20211203_200615.jpg

এখন মুখের অংশটি এঁকে নেই।

৮ম ধাপ

20211203_201427.jpg

এখন কান দুটি এঁকে নেই।

৯ম ধাপ

20211203_201654.jpg

এখন মুখের ক্রস চিহ্ন টি মুছে দেই। ব্যাস হয়ে গেল দাদার স্ট্রাকচার অনুযায়ী গরুর মুখের স্কেচ তৈরি।

১০ম ধাপ

20211203_202008.jpg

১১তম ধাপ

20211203_202722.jpg

১২তম ধাপ

20211203_205907.jpg

এখন আমি গরুর ভুরু এঁকে আমার নামটি লিখে নেই। হয়ে গেল আমার গরুর মুখের স্কেচ তৈরি ।আশা করছি আপনাদের কাছে আমার অংকন টি ভালো লেগেছে।

আজকের মত এখানেই বিদায় নিচ্ছি ।পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

Sort:  
 2 years ago 

খুবই সুন্দর ভাবে আপনি দাদার আর্টটি ফলো করে গরুর মুখের স্ট্রাকচারটি এঁকেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে একটি একটি করে দেখিয়েছেন এবং নিচে বর্ণনাটি খুব সুন্দরভাবে দিয়েছেন দেখে ভালো লাগলো।আপনার গরুর মুখের স্কেচটি দেখতে খুব সুন্দর লাগছে।

 2 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

আপনি ফাউন্ডারকে অনুসরণ করে চেষ্টা করছেন জেনে ভাল লাগল।অনুসরণ ভাল ছিল।শুভকামনা।

 2 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

গরুর মুখের চিত্র অংকন আমার খুবই ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর ভাবে এই চিত্রটি অঙ্কন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 2 years ago 

আপনি দাদার দেওয়া স্ট্রাকচার অনুযায়ী অনেক সুন্দর একটি গরু চিত্র অঙ্কন করেছেন। গরু আঁকা অতটাও সহজ না যতটা দেখতে লাগে। সেখানে আপনি খুব সুন্দরভাবে গুছিয়ে সহজভাবে উপস্থাপন করেছেন। এক কথায় খুব ভালো হয়েছে ।শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

হ্যা আপু দাদার ছবিটি দেখে মনে করেছিলাম সহজ আসলে অতটা সহজ না।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার তৈরি পেন্সিল দিয়ে গরুর মাথাটি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন আর দেখে খুব ভালো লাগলো আমার আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।

আপনার চিত্রাঙ্কনটি খুব সুন্দর ছিলো, আপনি চেষ্টা করেছেন দেখে ভালো লাগছে। আপনার চেষ্টাকে সাধুবাদ জানাই। ইনশাল্লাহ পরবর্তীতে আরও ভালো কিছু নিয়ে আসবেন। শুভ কামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago (edited)

Heroism project -

logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP300 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.033
BTC 63464.16
ETH 3111.33
USDT 1.00
SBD 3.98