পিতা-মাতা

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

সৃষ্টিকর্তা সেই শুরু থেকেই আমাদের জন্য বিভিন্ন ধরনের উপহার কিংবা এতো ভালো কিছু আমাদের জীবনে ঘটিয়ে চলেছেন যে, আমরা আসলে সব সময় সৃষ্টিকর্তার পানে চেয়ে থাকি। কারণ তিনি আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ জিনিসগুলোই আমাদেরকে দেন। আচ্ছা আপনি কি বলতে পারেন যে, সৃষ্টিকর্তার কাছ থেকে পাওয়া আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ জিনিস গুলো কি? কিংবা আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ মানুষ গুলো কারা?

এই প্রশ্নের উত্তর যদি আমাকে দিতে বলা হয়। অর্থাৎ আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে, সৃষ্টিকর্তার কাছ থেকে সর্বশ্রেষ্ঠ পাওয়া উপহারটি কি? তাহলে আমি নির্দ্বিধায় একেবারে চোখ বন্ধ করে বলে দিতে পারি যে, আমার উত্তর হবে পিতা-মাতা। কারণ আমাদের এই জীবন আমরা আমাদের এই পৃথিবীতে আনতে পেরেছি। কিংবা আমরা এই পৃথিবীতে আসতে পেরেছি, শুধুমাত্র আমাদের পিতা মাতার জন্য।

তারা যদি না চাইতো। তাহলে আমরা কখনোই পৃথিবীর এই আলো দেখতে পারতাম না। শুধু তাই নয়, আমরা যখন জন্মগ্রহণ করি। তখন আমাদের নিজেদের কথা বলাএ সামর্থ্যটাও থাকে না। নিজেদের কোনো প্রয়োজন মেটানোর ক্ষমতা আমাদের থাকে না। ঠিক তেমনটাই, নিজেদের কোনো ক্ষমতা থাকে না নিজেদের কোনো বিপদকে আটকানোর। সেই সবকিছু থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখে আমাদের পিতা-মাতা। কিন্তু দিনের শেষে একটা সময় পরে আমরা ধীরে ধীরে উনাদের কাছ থেকে নিজেদেরকে দূরে সরাতে থাকি। কারণ আমাদের একটা বদ্ধ ধারণা তৈরি হয়ে যায় যে, তারা অনেকটা ব্যাকডেটেড। তারা আমাদেরকে বোঝেনা। তারা আমাদেরকে বিভিন্ন রকম বাধা প্রদান করে।

কিন্তু আমরা এটা একটা বার ও ভেবে দেখি না যে, তারা আমাদের যতো রকমের যতো বাঁধা দেয়। সবটাই করে আমাদের ভালোর জন্য। তাই আসলে আমার কাছে মনে হয় যে, সৃষ্টিকর্তার কাছ থেকে যদি আমি কোনো সর্বশ্রেষ্ঠ উপহার পেয়ে থাকি। এবং যে মানুষগুলো আমার জন্য আজীবন নিঃস্বার্থভাবে ভেবেছেন, নিজেদের জীবন বলি দিয়ে আমাদের মানুষ করেছেন। যারা নিজের জীবনের পরোয়া না করে শুধুমাত্র আমার জীবন নিয়ে ভেবেছেন। আমাদের আয় উন্নতি নিয়ে ভেবেছেন, তারা হলো আমার পিতা-মাতা।

তাই আমাদের সন্তান হিসেবে এটাই কর্তব্য যে, উনারা আমাদেরকে যেভাবে লালন পালন করেছেন। আমরাও ঠিক তার দ্বিগুণ হারে তাদেরকে লালন পালন করবো।কারণ অনেক সময় দেখা যায় যে, বৃদ্ধ বয়সে অনেক ছেলেমেয়েরা তাদের বাবা মা এদেরকে ফেলে দূরে কোথাও নিজেদের সুখের সন্ধানে চলে যায়। যেটা আমার কাছে অসম্ভব অস্বাভাবিক মনে হয়। কারণ একটা সময় তারা আমাদেরকে সবকিছু থেকে বাঁচিয়ে রেখেছে। তাও সৃষ্টিকর্তার দেওয়া সর্বশ্রেষ্ঠ উপহারটিকে আমরা কিভাবে কষ্ট দেই, তা আমার মাথায় আসেনা।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 75785.47
ETH 2686.85
USDT 1.00
SBD 2.42