জনদরদীর অকাল মৃত্যু (চতুর্থ পর্ব)
এলাকার লোকজনের কথা চিন্তা করে সে এমপি ইলেকশন করতে রাজি হয়। ইমরান চিন্তা করতে থাকে যদি সে এমপি নির্বাচিত হতে পারে তাহলে পুরো অঞ্চলের জন্য সে অনেক কাজ করতে পারবে। সে পুরো অঞ্চলের চেহারা পাল্টে দেওয়ার স্বপ্ন নিয়ে এমপি ইলেকশন শুরু করে। এখানেও তাকে কোন টাকা খরচ করতে হয় না। আশেপাশের এলাকার লোকজন মিলে তার নির্বাচনী খরচ বহন করে। তবে এমপি ইলেকশন শুরু করার সাথে সাথে ইমরানের অনেক শত্রু তৈরি হয়ে যায়। বিশেষ করে প্রাক্তন এমপি এবং স্থানীয় অনেক প্রভাবশালী রাজনৈতিক নেতারা তার উপরে ক্ষিপ্ত হয়ে ওঠে।
ইমরানের কাছে এই খবর চলে আসে। তারপর থেকে সে কিছুটা সাবধানে চলাফেরা করতে থাকে। এদিকে ইমরানের এলাকার সেই চেয়ারম্যান। তাদের এলাকার প্রাক্তন এমপির সাথে মিলে ইমরানকে হত্যার পরিকল্পনা করে। দেখতে দেখতে নির্বাচনের দিন চলে আসে। যথারীতি সে বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়। নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পরে ইমরান সবার সাথে আনন্দ মিছিল করে। মিছিল শেষে সে একটা মোটরসাইকেলে করে বাড়ির দিকে ফিরতে থাকে। পথের মধ্যে হঠাৎ করে একটা ট্রাক এসে ইমরানের মোটরসাইকেলেকে ধাক্কা দেয়। ট্রাকের প্রচন্ড আঘাতে ইমরান রাস্তা থেকে অনেকটা দূরে গিয়ে পড়ে। এবং সেখানেই তার মৃত্যু হয়। বুক ভরা অনেক আশা এবং চোখ ভরা অনেক স্বপ্ন নিয়ে ঈমান অকালেই পরপারে পাড়ি জমায়। (সমাপ্ত)
আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।