(এসো নিজে করি) রঙিন কাগজ দিয়ে বিড়াল তৈরি 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন সুস্থ আছেন ।আমিও আল্লাহর রহমতে বেশ ভালোই আছি। আজ আমি আপনাদেরকে রঙিন কাগজের খুব সুন্দর একটি বিড়াল তৈরি করে দেখাবো। রঙিন কাগজের তৈরি জিনিস গুলো আসলে দেখতে খুবই সুন্দর লাগে। যাই বানানো হোক না কেন দেখতে ভালই হয় খারাপ হলেও দেখতে ভালই লাগে। আজ আমি আবার রঙিন কাগজ দিয়ে একটি বিড়াল তৈরি করে ফেললাম আমার বাচ্চার জন্য। বিড়ালটি এত সুন্দর হয়েছে যে আমার বাচ্চাটি খুব পছন্দ করেছে ।আমার কাছে খুব ভালো লেগেছে জানিনা আপনাদের কাছে কেমন লাগবে ।চলুন তাহলে আমার বানানো বিড়ালটি আপনাদের সাথে শেয়ার করি।



Polish_20220114_161807429.jpg

PicsArt_21-12-17_17-47-48-634.png

রঙিন কাগজ

গ্লু
কালো কলম
স্কেল
পেন্সিল
কাঁচি
কারেকশন পেন

20220113_234750.jpg

প্রস্তুত প্রণালী:

20220113_231226.jpg20220113_231712.jpg
প্রথমে আমি হলুদ রঙের একটি কাগজ নিয়ে ১৫ সেন্টিমিটার ১৫ সেন্টিমিটার সাইজের মাপ দিয়ে কেটে নিয়েছি কাগজ টার দুই পাশ দিয়ে উপরের ছবির মত করে ভাঁজ দিয়ে নিয়েছি।
20220113_231816.jpg20220113_231834.jpg
তারপরে কাগজটির চারকোনা ভাঁজ করে নিয়েছি এবং কাগজটিকে উল্টিয়ে নিয়েছি।
20220113_231851.jpg20220113_231930.jpg
20220113_231952.jpg20220113_232059.jpg
কাগজটির প্রতিটি ধাপ ওপরে ছবিতে ধাপে ধাপে আমি দেখিয়ে দিয়েছি ছবির মত করে প্রতিটা ভাঁজ দিয়ে নিতে হবে।
20220113_232123.jpg20220113_232140.jpg
20220113_232308.jpg20220113_232715.jpg
তারপর ওই ভাঁজ দেওয়া কাগজটাকে উল্টিয়ে দুই পাশ একইরকম ভাবে ভেঙে নিয়েছি।
20220113_232838.jpg20220113_233031.jpg
20220113_233122.jpg20220113_233310.jpg
তারপর প্রতিটা ভাঁজে ভাঁজে ভাঁজ করে নেওয়ার পর মাঝখানে একটা গর্তের মধ্য হয়েছে ছবিতে দেখতে পাচ্ছেন।
20220113_233451.jpg20220113_233539.jpg
এ পর্যায়ে ৮ সেন্টিমিটার ও ৮ সেন্টিমিটার সাইজের আরো একটি ছোট কাগজ নিয়েছি তারপর কাগজটিকে উপরে ছবির মত করে ভাঁজ দিয়েয়ে নিয়েছি।
20220113_233626.jpg20220113_233833.jpg
20220113_233931.jpg20220113_234048.jpg
এ পর্যায়ে প্রতিটা ভাঁজে ভাঁজে আমি বিড়ালের মাথাটা বানিয়ে নিয়েছি এবং কালো কালি দিয়ে বিড়ালের চোখ এঁকে নিয়েছি।
20220113_234206.jpg20220113_234334.jpg
বিড়ালের নাক ও দুই পাশের লোম এঁকে নিয়েছি এবং কারেকশন পেন দিয়ে চোখের ভেতরের সাদা ও কানের উপরে সাদা করে দিয়েছি।
20220113_234448.jpg20220113_234610.jpg
তারপর মাছটা উল্টিয়ে পেছন পাশে গ্লু লাগিয়ে নিয়েছে এবং ওই মাথাটা ধরে আগে বানিয়ে রাখা বিড়ালের অন্য অংশের সাথে লাগিয়ে দিয়েছি।

20220113_234619.jpg

ব্যাস আমার বিড়াল বানানো হয়ে গিয়েছে দেখুন আমার বিড়ালটা দেখতে কত সুন্দর হয়েছে এখন শুধু মিউ মিউ করছে।

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

Sort:  
 3 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে বিড়াল তৈরির বিষয়টি আমারও খুব ভালো লেগেছে। আপনি খুব সুন্দর ভাবে বিড়ালটি তৈরি করেছেন। সত্যি বিড়াল বানানোর প্রক্রিয়া আপনি নিখুঁত ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপু। আপনার সৃজনশীলতা ও দক্ষতা দেখে আমি মুগ্ধ। এত সুন্দর একটি বিড়াল তৈরি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আসলেই আপু বিড়ালটি খুবই সুন্দর হয়েছিল আর বানানোর প্রক্রিয়াটি খুব সহজ ছিল ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বিড়ালটি একদম কিউট দেখতে হয়েছে।আমি প্রায়ই দেখি রঙিন কাগজ দিয়ে সবাই এরকম অনেক সুন্দর সুন্দর অরিগ্যামি তৈরি করে। আর আপনি কত সুন্দর একটি বিড়াল তৈরি করেছেন।দেখতে খুবই সুন্দর হয়েছে আপু।

 3 years ago 

আসলে বিড়ালটি সামনাসামনি দেখতে অনেক কিউট লাগছিল আপনিও চেষ্টা করবেন পারবেন অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

➡️ রঙিন কাগজ দিয়ে বিড়াল তৈরি এটা আমার খুবই সুন্দর লেগেছে। যেন মনে হচ্ছে সত্যি কারের একটি বিড়াল বসে আছে। রঙিন কাগজ দিয়ে কিভাবে বিড়াল তৈরি করেছেন খুব সুন্দর করে আমাদের মাঝে বর্ণনাও করেছেন। আপনার উপস্থাপনা টা খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য। সব সময় এমন সুন্দর সুন্দর পোস্ট দেখতে চাই আপু।
 3 years ago 

আমার বানানো রঙিন কাগজের বিড়ালটি আপনার ভালো লেগেছে জেনে আমারও খুবই ভালো লাগছে। চেষ্টা করব ভাইয়া সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হতে ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আপনি কি সুন্দর, বিড়াল বানিয়েছেন। আমারও অনেক পছন্দ হয়েছে।যে কোন ছোট বাচচারা পছন্দ এবং মজা পাবে।এবং আপনি সুন্দর ধাপে ধাপে দেখিয়েন,উপস্থাপনাও ভালো ছিল।ধন্যবাদ আপু।

 3 years ago 

আসলে এটি বাচ্চাদের জন্য খুবই ভাল একটি খেলনা আমার বাচ্চা তো খুব পছন্দ করেছে অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনি অনেক সুন্দর ভাবে রঙিন কাগজ দিয়ে বিড়াল তৈরি করেছেন। যা দেখে খুবই ভালো লাগলো আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে বিড়াল তৈরি অনেক সুন্দর হয়েছে আপু। আপনার তৈরি বিড়ালটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর করে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন আপু। আপু আপনার জন্য শুভকামনা রইলো।

 3 years ago 

আমার বিড়ালটি আপনার ভালো লেগেছে জেনে আমারও অনেক ভালো লাগছে ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বিড়ালটি তো দেখতেছি আমার দিকে তাকিয়ে আছে৷ খুব সুন্দর হয়েছে আপনার তৈরি করা এই কাগজের বিড়াল।হলুদ আর কালো রঙ দিয়ে এত সুন্দর একটি বিড়াল তৈরি হয়ে গেল। আপনার উপস্থাপনা খুব ভালো লাগলো।

 3 years ago 

সত্যি ভাইয়া আপনার দিকে তাকিয়ে আছে আপনার পোষা বিড়াল মনে হচ্ছে অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 
আপু আপনি রঙিন কাগজ দিয়ে সব সময়ই সুন্দর সুন্দর জিনিস তৈরি করেন। আপনার আজকের বিড়ালটি খুবই চমৎকার হয়েছে দেখতে। অনেক কিউট লাগছে বিড়ালটি দেখতে। বিশেষ করে এই হলুদ কালারের কাগজ ব্যবহার করার কারণে বিড়ালটি দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগছে।
 3 years ago 

আসলেই আপু হলুদ কালার বিড়ালটি খুবই চমৎকার হয়েছিল ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু রঙিন কাগজ দিয়ে খুব ইউনিক একটা জিনিস তৈরি করেছেন। বিড়ালটি দেখতে অসাধারণ হয়েছে এবং প্রতিটা ধাপ আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য সবসময় শুভকামনা রইল আপু।

 3 years ago 

আমার কাগজের তৈরি বিড়ালটি আপনার কাছে অনেক ইউনিক লেগেছে জেনে আমারও অনেক ভালো লাগছে ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.031
BTC 58951.49
ETH 2505.59
USDT 1.00
SBD 2.48