গ্লিটার আর্ট পেপার দিয়ে কোন আইসক্রিম তৈরি,10%shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



PhotoEditorPro_1660756473760.jpg

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

আজ আমি গ্লিটার আর্ট পেপার দিয়ে তৈরি জিনিস আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। গ্লিটার আর্ট পেপার দিয়ে একটি কোন আইসক্রিম তৈরি করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করব। কোন আইসক্রিম তৈরি করতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে এটা বানানো অনেকটাই ঝামেলার কাজ ছিল ,তবে বানানোর পরে যখন জিনিসটা দেখেছি তখন ভালই লেগেছে। আইসক্রিমটি বানানোর পরে আমার বাচ্চার হাতে দিলে ও এটি নিয়ে অনেকক্ষণ খাওয়ার অভিনয় করে খেয়েছে পরে বলে যে এটা খাওয়া যায় না আমাকে সত্যি সত্যি আইসক্রিম কিনে দাও। তখন রাত দশটার সময় তাকে আইসক্রিম কিনে দিতে হয়েছে ।এখন আমি আমার বানানো আইসক্রিমটা আপনাদের সাথে শেয়ার করব।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রয়োজনীয় উপকরণ

  • গ্লিটার আর্ট পেপার
    • কাঁচি
  • কম্পাস
    • পেন্সিল
  • গ্লু

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কার্যপ্রণালী

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20220817_231255.jpg20220817_231237.jpg

প্রথমে ৮/৫ সেন্টিমিটার সাইজের পাঁচটি গ্লিটার আর্ট পেপার নিয়েছি ।তারপর মাঝখান থেকে একটু ভেঙে নিয়ে দুই ভাগ করে নিয়েছি।

20220817_231222.jpg20220817_231207.jpg

তারপর প্রত্যেকটা আর্ট পেপার একসাইড করে পেঁচিয়ে দিয়েছি ,মাঝখানে যে ভাঁজ করে দাগ দিয়েছিলাম সেই দাগ বরাবর।

20220817_231152.jpg20220817_231137.jpg
20220817_231121.jpg20220817_231108.jpg

তারপর একটার উপর একটা রেখে গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি। তারপর সবগুলো কাগজ একসাথে উল্টিয়ে নিয়ে এক সাইডের কোনা ধরে টেনে কাছে আনার চেষ্টা করছি।

20220817_231055.jpg20220817_231038.jpg
20220817_231022.jpg20220817_231009.jpg

তারপর কোনা ধরে টেনে এনে কাছে এনে এভাবে গোল করে লাগিয়ে দিয়েছি। আরো একটি 7 সেন্টিমিটার সাইজের কম্পাস দিয়ে মাপ দিয়ে গ্লিটার আর্ট পেপার কেটে নিয়েছি।
তারপর আর্ট পেপারটি গোল করে পেঁচিয়ে একটি কোণের মতো বানিয়ে নিয়েছি।

20220817_231341.jpg20220817_231326.jpg
20220817_231312.jpg20220817_230955.jpg

আরো একটি লাল রঙের কাগজ নিয়ে কেটে মাঝখান থেকে পেঁচিয়ে দিয়ে কেটে দুই খন্ড করে নিয়েছি ।তারপর আগে থেকে বানিয়ে রাখা গ্রীন কালারের ওই আর্ট পেপারটা নিয়ে যে কোন বানিয়ে রেখেছিলাম সেটার ভিতরে ঢুকিয়ে দিয়েছি এবং এই লাল কাগজটা সেটার সাইডে ঢুকিয়ে দিয়েছি।

20220817_230932.jpg

ব্যাস দেখুন তৈরি হয়ে গিয়েছে আমার গ্লিটার আর্ট পেপারের তৈরি খুব সুন্দর একটি কোন আইসক্রিম। আইসক্রিমের কালারটা গ্রিন কালার হয়েছে কিন্তু আইসক্রিমটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল।

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 2 years ago 

ওয়াও আপনার করা গ্লিটার আর্ট পেপার দিয়ে কোন আইসক্রিম অনেক ভালো লাগলো ৷মামুনি হাতে বেশ মানিয়েছে ৷
ধন্যবাদ আপু

 2 years ago 

আমার গ্লিটার আর্ট পেপার দিয়ে তৈরি করে কোন আইসক্রিমটা আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।এটা মামনি না এটা আমার ছেলে ধন্যবাদ।

 2 years ago 

গ্লিটার আর্ট পেপার দিয়ে কোন আইসক্রিম তৈরি খুবই সুন্দর হয়েছে, দেখে মুগ্ধ হয়ে গেলাম। সত্যি অসাধারণ দক্ষতা দিয়ে আপনি তৈরি করলেন, শুভকামনা রইল।

 2 years ago 

আমার গ্লিটার আর্ট পেপার দিয়ে তৈরি করে কোন আইসক্রিম টি দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন শুনে আমিও অনেক মুগ্ধ হয়ে গেলাম ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ওয়াও আপু আপনি অনেক সুন্দর ভাবে গ্লিটার আর্ট পেপার দিয়ে কোন আইসক্রিম তৈরি করে আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করেছেন। সত্যি বলতে আপনার ইউনিট একটি আইডিয়া দেখে আমি অবাক হয়ে গিয়েছি। হয়তো আমার মাথায় কখনো এটা আসতো না গ্লিটার আর্ট পেপার দিয়ে কোন আইসক্রিম তৈরি করার উপায়। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক বেশি ইউটিউব ঘাটাঘাটি করবেন তাহলে এসব ইউনিক আইডিয়া আপনার মাথাতেও চলে আসবে আপনিও বানাতে পারবেন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

গ্লিটার আর্ট পেপার দিয়ে কোন আইসক্রিম তৈরি বাহ্ চমৎকার আইডিয়া। দেখতে অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হয়ে গেলাম। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন। ধন্যবাদ আপনাকে আপু

 2 years ago 

গিটার আর্ট পেপার দিয়ে তৈরি করা আইসক্রিমটা আপনার কাছে চমৎকার লেগেছে শুনে সত্যিই অনেক ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনিতো গ্লিটার আর্ট পেপার দিয়ে কতগুলো সুন্দর কোন আইসক্রিম তৈরি করেছেন তা সত্যিই অনেক চমকপ্রদ। শখের বশবর্তী হয়ে পড়া এই ধরনের কাজগুলোতে অনেক বিনোদন পাওয়া যায়। আপনার এই ইউনিক আইডি থেকে রীতিমত আমি অবাক। ধন্যবাদ আপু আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 2 years ago 

ঠিকই বলেছেন এই ধরনের কাজগুলো তো তৈরি করলে এটা পেয়ে বাচ্চারা অনেক খুশি হয়ে নিজের কাছেও ভালো লাগে ধন্যবাদ।

 2 years ago 

গ্লিটার আর্ট পেপার দিয়ে দারুন কুলপি আইসক্রিম তৈরি করে আমাদের মাঝে শেয়ার করছেন। অবশ্য ছোটবেলায় সাধারণ আইসক্রিম গুলোর চেয়ে এই জাতীয় আইসক্রিম গুলো আমি বেশি পছন্দ করতাম। খুবই ভালো লাগলো আপনার দক্ষতা দেখে।

 2 years ago 

এটা কোন আইসক্রিম এই কোন আইসক্রিম খেতে আমার কাছে অনেক ভালো লাগে অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপু গ্লিটার আর্ট পেপার দিয়ে অসাধারণ একটি কোন আইসক্রিম তৈরি করেছেন। আপনার আইসক্রিম দেখতে খুবই সুন্দর হয়েছে। আমার কাছে আপনার এই পোস্ট অনেক ইউনিক লেগেছে। আপনার ছেলেটি দেখতে মাশাল্লাহ অনেক কিউট, হাতে নিয়ে দাঁড়িয়ে আছে দেখতে খুব সুন্দর লাগছে। ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য আর আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন সব সময় এভাবে পাশে থাকবেন এই আশায় রাখছি।

 2 years ago 

গ্লিটার আর্ট পেপার দিয়ে আপনি খুবই চমৎকারভাবে কোন আইসক্রিম তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। সত্যি বলতে গ্লিটার আর্ট পেপার দিয়েও যে এরকম ভাবে আইসক্রিম তৈরি করা যায় সেটা জানতাম না। ধন্যবাদ আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 2 years ago 

গ্লিটার আর্ট পেপার দিয়ে যে কত কিছু তৈরি করা যায় সেটা আমিও আগে জানতাম না এখানে আসার পর আস্তে আস্তে কত কিছুই যে শিখছি তার কোন ঠিক নেই ধন্যবাদ।

 2 years ago 

বরাবরই ভিন্ন কিছু তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেন আজকে গ্লিটার আর্ট পেপার দিয়ে আইসক্রিম তৈরি করেছেন যেটা সত্যি অনেক সুন্দর ছিল। অনেক শুভকামনা রইল আপু।

 2 years ago 

অনেক ধন্যবাদ আমার পোস্টগুলো আপনি সবসময় দেখেন সেটা শুনে সত্যি ভালো লাগলো শুভকামনা রইল আপনার জন্যও।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 66028.29
ETH 2694.36
USDT 1.00
SBD 2.89