ছোট বাবু এবং তার মায়ের জন্য অনেক অনেক দোয়া রইল। আফলাতুন আপুর বাবুর কথা শুনে তো অনেক বেশি আনন্দিত হয়েছি। আশা করছি আফলাতুন আপু সম্পূর্ণ সুস্থ হওয়ার পর আমাদের মাঝে ফিরে আসবে। বাবুর নামটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে আপু। তার দাদু অনেক সুন্দর একটা নাম রেখেছে। পরিবারে নতুন সদস্য আসলে সত্যি অনেক ভালো লাগে। বাবুর বড় বোন তাহলে খুব খুশি হয়েছে ছোট্ট ভাই পেয়ে। ছোট্ট বাবুর জন্য অনেক বেশি দোয়া করি। নতুন অতিথি যেন সবসময় ভালো থাকে এটাই কামনা করি।
জি আপু সুস্থ হলে কাজে ফিরে আসবে। বাবুর দাদু অনেক সুন্দর নাম দেখেছে যা আমার ও পছন্দ হয়েছে। আর বাবুর বড় বোন বাবুকে পেয়ে তো মহা খুশি ।