DIY || এসো নিজে করি | ⛵জল রং দিয়ে নদীর ধারের সূর্যাস্তের পেইন্টিং 🌅⛵ ১০% @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

1642758584527.jpg

⛵নদীর ধারের সূর্যাস্ত ⛵


✋হ্যালো বন্ধুরা,✋

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করেছি নদীর ধারে সূর্যাস্তের পেইন্টিং। এখানে আমি উপরে সূর্যাস্ত এর কিছু দৃশ্য এবং নিচের দিকে নদীর দৃশ্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আজকের এই পেইন্টিংয়ে আমি পোস্টার কালার ব্যবহার করেছি। পোস্টার কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের নদীর ধারের সূর্যাস্তের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।


⛵নদীর ধারের সূর্যাস্ত ⛵


🎨 আঁকার উপকরণ 🎨

• ক্যানভাস বোর্ড
• পোস্টার কালার
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি
• মাস্কিং টেপ
• পেন্সিল

1638505020879 (1).jpg

আঁকার বিবরণ :

ধাপ ১ :

প্রথমে আমি একটি ক্যানভাস বোর্ড নিলাম। এরপর এর চারপাশে টেপ লাগিয়ে নিলাম। এরপরে আমি প্রথমে বোর্ডের উপরে একটু হালকা ভাবে পানি দিয়ে দিলাম। পানির উপরে হলুদ রং একেবারে পাতলা করে কিছুটা জায়গায় দিয়ে দিলাম।


ধাপ ২ :

এরপর হলুদ রঙের ফাঁকে ফাঁকে কিছুটা অংশ আকাশী রং দিয়ে দিলাম।


ধাপ ৩ :

এরপর নিচের অংশে আবারো পানি দিয়ে দিলাম। এরপর পানির মধ্যে হালকা একটু লাল রং এবং কফি কালার মিশিয়ে একেবারে পাতলা করে দিয়ে দিলাম।


ধাপ ৪ :

এরপর নিচের অংশে নীল কালার দিয়ে দুই পাশে একটু একটু করে রং করে নিলাম।


ধাপ ৫ :

এরপর কমলা রঙের সাথে একাত্ম লাল রং মিশিয়ে অপরের কিছু কিছু জায়গায় কমলা রং দিয়ে দিলাম। যেন দেখতে আকাশের মত দেখায়।


ধাপ ৬ :

এরপর গারো লাল রং দিয়ে উপর উপর করে কিছুটা অংশে একটু একটু করে দিয়ে রং করে নিলাম।


ধাপ ৭ :

এরপর গারো খইরি কালার দিয়ে উপরের অংশে আরও কিছুটা এঁকে নিলাম।


ধাপ ৮ :

এরপরে নীল রং এবং কালো রং দিয়ে নিচের অংশটা কে একটু একটু করে উপর উপর করে রং করলাম। এবং মাঝখানের অংশে হালকা একটু কালো রংয়ের আবরণ দিয়ে দিলাম।


ধাপ ৯ :

এরপর মাঝখানের অংশে কালো রং দিয়ে পাড় এঁকে নিলাম।


ধাপ ১০ :

এরপর পেন্সিল দিয়ে নিচের অংশে একটা নৌকার স্কেচ থেকে নিলাম।


ধাপ ১১ :

এরপর আমি কালো রং দিয়ে নৌকার নিচের অংশটা এবং যে নৌকা চালাচ্ছে তাকে এঁকে নিলাম।


ধাপ ১২ :

এরপরে কালো রং দিয়ে নৌকার পাল তোলা অংশটি এঁকে নিলাম।


ধাপ ১৩ :

এরপর কালো রং দিয়ে নৌকার নিচে কিছু পানির ঢেউ এঁক নিলাম।


ধাপ ১৪ :

এরপর হালকা নীল রঙের অসাধারণ দিয়ে নিচের ঢেউগুলোকে আরো কিছুটা হাইলাইট করে দিলাম।


শেষ ধাপ :

এভাবে আমি আমার পুরো পেইন্টিং করা শেষ করি। এরপরে আমি পেইন্টিং এর কিছু ফটোগ্রাফি করি। আশা করি আমার আজকের নদীর পাড়ের সূর্যাস্তের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।


পেইন্টিং সহ আমার একটি ছবি


পোস্ট বিবরণ

শ্রেণীপেইন্টিং
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

ধন্যবাদ সবাইকে

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81Nob8RjiAuXKzVPMCYze3VPJuZt6zKYtv5NHRTGki5Bb9J8zQgkNJMsUwkntqf5nqvpbiaDQNgkiw5c4UajTzbY.png

Sort:  

অসাধারণ পেইন্টিং আর্ট করেন আপু , আপনি আর ভাইয়া । আজকে দুজনেই জল রং দিয়ে সূর্যাস্তের পেইন্টিং তৈরি করেছেন । ভালো লাগলো । আসলে আপু সূর্য অস্ত যাওয়ার মূহুর্ত দেখার মতো । তাই পেইন্টিং আর্ট করতে বসলেই সূর্য অস্ত যাওয়ার সময়ের প্রতিভা মাথায় চলে আসে ।

যাইহোক , অনেক সুন্দর হয়েছে আপু। ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া, পেইন্টিং করার সময় সূর্যাস্তের সময়ের কথা বেশি মনে পড়ে। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনার নদীর ধারে সূর্যাস্তের পেইন্টিংটি খুবই চমৎকার হয়েছে। নদীর পানি, দূরের পাহাড় সবমিলিয়ে পেইন্টিংটি কে আরও বেশি আকর্ষণীয় করেছে। তাছাড়া আপনি পেইন্টিং করার ধাপগুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অনেক ভালো লাগলো আপু আপনার মন্তব্য পড়ে, অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জল রং দিয়ে নদীর ধারের সূর্যাস্তের খুব সুন্দর কালারফুল পেইন্টিং করেছেন।।
আমার কাছে খুবই ভালো লেগেছে।।
সত্যি আপনার অংকন প্রশংসার দাবিদার।।
শুভেচ্ছা রইল।।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে, এত সুন্দর ভাবে মন্তব্য করার জন্য।

 2 years ago 

নদীর ধারে সূর্যটি আমার কাছে অনেক সুন্দর লাগছে । অনেকটাই মুগ্ধ হয়ে গেলাম । তাছাড়া অনেক দক্ষতার সহকারে পেইন্টিং দিয়ে চিত্রটি অঙ্কন করেছেন । আশা করি সামনে আপনার কাছ থেকে আরো নতুন নতুন পেইন্টিং দেখতে পারবো । আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

অবশ্যই দেখবেন, অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনার পেইন্টিং গুলো রীতিমতো প্রফেশনাল। আমার মনে হয় চাইলেই আপনি একটি প্রদর্শনী করতে পারেন। খুবই সুন্দর একটি ছবি এঁকেছেন আজ। শুভকামনা আপনার জন্য।

 2 years ago 

আপনি ঠিক বলেছেন ভাইয়া। এরকম কিছু করার ইচ্ছে আছে। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জল রং দিয়ে নদীর ধারের সূর্যাস্তের পেইন্টিং অসাধারণ হয়েছে আপু। আপনার পেইন্টিং গুলো সব সময়ই আমার ভালো লাগে। আপনি অনেক সুন্দর করে ও নিখুঁতভাবে আপনার পেইন্টিং গুলো ফুটিয়ে তুলেন। অনেক সুন্দর একটি পেইন্টিং করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

একটু সুন্দর ভাবে করার চেষ্টা করি। অনেক ধন্যবাদ আপনাকে।

জল রং দিয়ে নদীর ধারের সূর্যাস্তের পেইন্টিং অনেক সুন্দর হয়েছে আপু। আপনার বরাবরই পেইন্টিং গুলো অনেক সুন্দর হয়ে থাকে। আজকের টাও কোন অংশেই কম না। প্রত্যেকটা ধাপ সুন্দরভাবে উপস্থাপন করে শেয়ার করেছেন আমাদের সাথে।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

খুবই সুন্দর একটি চিত্র আপনি অংকন করেছেন দারুন হয়েছে চিত্রটি।বেশ গুছিয়ে প্রতিটা ধাপ উপস্থাপন করেছেন।শুভ কামনা রইলো।

 2 years ago 

অনেক ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপু একদম মনোমুগ্ধকর একটি পেইন্টিং দেখলাম। এই পেইন্টিং টি যে কারো মনকে দোলা দিবে। আপনি খুবই দক্ষতার সাথে প্রতিটি স্টেপ আমাদের মাঝে শেয়ার করেছেন। আমার কাছে আপনার পেইন্টিং টি ১০/১০ রেটিং। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 2 years ago 

আপনার কথা শুনে অনেক বেশি ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনি জল রং দিয়ে নদীর ধারের সূর্যাস্তের পেইন্টিং করেছেন দেখতে অসাধারন হয়েছে দেখে মুগ্ধ হয়ে গেলাম নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন। আপনি প্রশংসার দাবিদার এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে, আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.11
JST 0.033
BTC 64678.67
ETH 3086.68
USDT 1.00
SBD 3.87