লাইফ স্টাইল :- ১ টু ৯৯+ মার্কেট থেকে কেনাকাটা করার মুহূর্ত।

in আমার বাংলা ব্লগ20 days ago

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা রয়েছে। যেহেতু আমার বাংলা ব্লগ আমাদের একটি পরিবার, তাই জন্য আমি আমার দৈনন্দিন জীবনে যেকোনো বিষয়ে আপনাদের মাঝে শেয়ার করতে পছন্দ করি। তেমনি আজকেও আপনাদের মাঝে নতুন একটি বিষয়ে শেয়ার করতে আসলাম ‌। আশা করি আপনাদের ভালো লাগবে।

20240413_100439.jpg

20240413_100455.jpg

আজকে চলে আসলাম ১ টু ৯৯ + মার্কেটে কিছু কেনাকাটা করতে। এখানে আসার কারণ হচ্ছে, এখানে প্রয়োজনীয় ছোট ছোট জিনিসপত্রগুলো পাওয়া যায়। এজন্য এখান থেকে কেনাকাটা করতে আমার ভীষণ ভালো লাগে। এখানে আসলে অনেক সময় দেখা যায় যেটা কিনতে আসি তার থেকেও অনেক বেশি কিছু নিয়ে যায়। কারণ জিনিসপত্র গুলো দেখলে মনে হয় সবকিছুই যেন প্রয়োজনীয়। এখানে নিজেদের যেমন প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে তেমনি আবার ছোটদের খেলনার জিনিস ও রয়েছে। তার সাথে আবার বিভিন্ন ধরনের ফুলদানি এবং ফুল রয়েছে।

যেহেতু অনেক গুলো জিনিস একসাথে পাওয়া যায়, তার জন্য আমার কাছে ভীষণ ভালো লাগে এখান থেকে কেনাকাটা করতে। তো আমি প্রথমেই এখানে এসে চলে গেলাম গ্লাসের দিকে। কারন আমার গ্লাস খুবই প্রয়োজন ছিল। বিশেষ করে অনেক সময় রেসিপি করলে সুন্দর সুন্দর গ্লাসের প্রয়োজন হয়। তাছাড়া এখানকার একটা গ্লাসের ডিজাইন দেখেছিলাম, যেটা আমার খুবই পছন্দের। তার জন্য আমি আবারো এই গ্লাস গুলো কিন্তু এসেছি। যদিও এখানে কয়েকটা ডিজাইনের গ্লাস ছিল। কিন্তু আমার হাসব্যান্ড যেটা হাতে নিয়েছি এটাই আমার পছন্দ হয়েছে।

20240413_100457.jpg

20240413_100503.jpg

সেজন্য আমি এগুলোই কিনে নিলাম। এমনিতে আমার কাছে গ্লাস গুলো দেখে ভীষণ ভালো লেগেছে। এছাড়াও রেসিপি তৈরি করার জন্য আমার ছোটখাটো কিছু জিনিসের প্রয়োজন ছিল। সেগুলো কিনে নিলাম। এর আগে কেকের মোল্ড কিনেছিলাম সেটা নষ্ট হয়ে গেছে। তাই জন্য এখন আবারো দুইটা কেকের মোল্ড কিনে নিলাম। একটা লাভ শেপের আরেকটা চতুর্ভুজ শেপের। যদিও একটা গোল বৃত্তের মতো কেনার ইচ্ছে ছিল। কিন্তু এটা শেষ হয়ে গেছিল। তাই জন্য আর কেনা হয়নি। তো এগুলো নিয়ে এরপর চলে গেলাম ফুলের সাইটে।

সেখান থেকে একটা ছোট ফুলদানি কিনে নিলাম। যার মধ্যে ছিল ছোট ছোট ফুল। যেটা আমার খুবই পছন্দ হয়েছে। যদি সেখানে ভিন্ন ধরনের খুব সুন্দর সুন্দর ফুলগুলো ছিল। তবে এমনিতে আমি একটা পছন্দ করে কিনেছিলাম। এরপর আমি চলে গেলাম ছোটদের খেলনার জিনিসপত্রের কাছে। আমার কাছে আবার ছোট বাচ্চাদের খেলনা কিন্তু ও ভালো লাগে। কারণ বাড়িতে গেলেই মেয়েটা জিজ্ঞেস করবে তার জন্য খেলনা এনেছি কিনা। তাই জন্য আমি দুইটা খেলনা নিয়ে নিলাম।

20240413_100524.jpg

20240413_100950.jpg

এই সব কিছু কেনাকাটা করা শেষ হলে, এরপরে দোকানদার আমাকে সবগুলো প্যাকেট করে দিল। আসলে এখান থেকে ছোট ছোট জিনিসগুলো ইচ্ছে করে সবগুলো কিনে নিয়ে যাই। এরপর টাকা দিয়ে বেরিয়ে পড়লাম। সবগুলো জিনিসপত্র নিয়ে বাড়িতে চলে আসলাম। খেলনা গুলো পেয়ে কিন্তু নাশিয়া খুবই খুশি হয়েছে। ছোট বাচ্চাদেরকে যত বেশি খেলনা কিনে দেওয়া হোক না কেন তার পরেও তারা আরো কিনতে চায়। তবে মেয়েটা খুশি হয়েছে দেখে ভালো লাগলো। পরবর্তীতে আবারও আসবো আপনাদের মাঝে নতুন কিছু নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন।

20240413_100946.jpg

20240413_100632.jpg

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 20 days ago 

আসলে আপু আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো না কিনলে হয় না। আপনি দেখছি বাজারে গেলেন গিয়ে সেখানে খুবই সুন্দর কয়েকটি গ্লাস ক্রয় করলেন । আসলে গ্লাস গুলো দেখতে কিন্তু সেই সুন্দর লাগছে। তাছাড়া সুন্দর জিনিসগুলো ব্যবহার করলে খুবই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 18 days ago 

প্রয়োজনীয় জিনিসগুলো কেনা লাগেই।

 20 days ago 

১ টু ৯৯+ মার্কেট থেকে আমরা আমাদের চাহিদা অনুযায়ী সকল জিনিস খুব সহজেই কিনতে পারি।আপনি খুব সুন্দর ভাবে কেনাকাটার মুহূর্ত গুলো শেয়ার করেছেন আপু।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 18 days ago 

এই মার্কেট থেকে চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারি। আমার কাছে অনেক ভালো লাগে।

 20 days ago 

১ টু ৯৯ + মার্কেটে গেলে ইচ্ছে করে সবকিছু কিনে নিয়ে আসি। এইসব দোকানের প্রোডাক্টগুলো আমাদের দৈনন্দিন জীবনের জন্য প্রয়োজনীয় এবং দেখতেও বেশ সুন্দর লাগে জিনিসগুলো। আপনার কেনাকাটার মুহূর্তগুলো দেখে ভালো লাগলো আপু। ফুলদানি কিনেছেন জেনে ভালো লাগলো। মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 18 days ago 

আমার কেনাকাটা করার মুহূর্ত দেখে ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 20 days ago 

আপনি ঠিক বলেছিলেন আপু ১ টু ৯৯ মার্কেটে গেলে খুবই সুবিধা হয়। কারণ একই জায়গায় অনেকগুলো জিনিস পাওয়া যায়। বিশেষ করে একটু কম প্রাইজের মধ্যেও পাওয়া যায়। আপনারা তো দুইজনে মিলে অনেক কেনাকাটা করলেন। সুন্দর মুহূর্তটি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 18 days ago 

হ্যাঁ এখানে অনেকগুলো জিনিস একসাথে পাওয়া যায়।

 20 days ago 

দারুন একটি মার্কেট থেকে কেনাকাটা করেছেন আপনি। আপনার এই কেনাকাটার পোস্ট দেখে বেশ ভালো লেগেছে। তবে মার্কেটে নামটা আমার কাছে দারুন মনে হল। কোনদিন ভাবি নি মার্কেটের নাম এমন হয়। যাই হোক অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন কেনাকাটা বিষয়টা।

 18 days ago 

এরকম মার্কেট অনেক জায়গায় রয়েছে। আর এগুলোতে অনেক রকম জিনিস পাওয়া যায়।

 20 days ago 

এই দোকানগুলো থেকে কোন কিছু কিনতে অনেক ভালো লাগে। আর গ্লাস কিনতে বেশি ভালো লাগে। বেশ কিছুদিন আগে আমিও অনেকগুলো জিনিস কিনেছিলাম আপু। আপনার এই পোস্ট দেখে অনেক ভালো লাগলো।

 18 days ago 

আপনিও অনেকগুলো জিনিস কিনেছিলেন শুনে ভালো লাগলো।

 20 days ago 

১ টু ৯৯+ মার্কেট গুলোতে আমিও মাঝে মাঝে যাই। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। এখান থেকে আপনি অনেক সুন্দর জিনিস ক্রয় করলেন। গ্লাসগুলো দেখে আমার কাছে খুবই পছন্দ হয়েছে। দারুন অনুভূতি শেয়ার করেছেন।ধন্যবাদ।

 18 days ago 

আমি বেশিরভাগ সময় এই মার্কেটটাতে গিয়ে প্রয়োজনীয় জিনিস গুলো কিনে থাকি।

 19 days ago 

৯৯+ মার্কেট থেকে কেনাকাটা করার মুহূর্তগুলো উপস্থাপন করেছেন দেখে খুবই ভালো লেগেছে আপু। এই মার্কেটগুলো থেকে কেনাকাটা করতে অনেক ভালো লাগে। অল্প দামের মধ্যেই বেশ ভালো ভালো জিনিস পাওয়া যায়। ধন্যবাদ আপনাকে চমৎকার একটি পোস্ট শেয়ার করার জন্য।

 18 days ago 

এই মার্কেট থেকে প্রয়োজনীয় জিনিস কেনার মুহূর্তটা আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমার কাছেও ভালো লেগেছে।

 18 days ago 

আপনি দেখতেছি আপু ১ টু ৯৯+ মার্কেট কেনাকাটা করতে গেলেন। তবে এটি ঠিক বলেছেন এই মার্কেটে ছোটদের জিনিসপত্র এবং অনেক ধরনের পছন্দের জিনিস পাওয়া যায়। এবং আপনার হাজবেন্ড যে গ্লাস গুলো ধরেছে সেই গ্লাস গুলো আপনার পছন্দ হয়েছে। আর এই মার্কেটে গেলে পছন্দের অনেক জিনিস পাওয়া যায় এবং নিজেদের দামের সাধ্যর মধ্যে থাকে। যাই হোক মার্কেটে গিয়ে কেনাকাটা করেছেন এবং ভালো সময় কাটিয়েছেন। এবং সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 17 days ago 

এই মার্কেটে সব জিনিস পাওয়া যায়। আর এজন্য আমি বেশিরভাগ সময় চেষ্টা করি এই মার্কেটে গিয়ে প্রয়োজনীয় জিনিসগুলো একসাথে কিনে নেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 60754.63
ETH 2349.52
USDT 1.00
SBD 2.53