ক্রিয়েটিভ রাইটিংঃ অচেনা চিঠি ✉️✉️

in আমার বাংলা ব্লগ18 days ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু /আদাব

🌷👰আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001


আজ ১৯ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার ২০২৪ ইং:।

বাংলায় ০৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ।


হ্যালো আমার বাংলা ব্লগবাসি..........

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি।আপনারা যে যেখানে আছেন আশা করি পরিবারের সকলকে নিয়ে আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি ও আল্লাহর অশেষ রহমতে পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমার আজকের পোস্টে আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি। আজ আমি একটি ক্রিয়েটিভ রাইটিং পোস্ট শেয়ার করবো।আমি প্রতি সপ্তাহে একটি করে ক্রিয়েটিভ রাইটিং পোস্ট শেয়ার করার চেষ্টা করি আপনাদের মাঝে। সেই ধারাবাহিকতা বজায় রেখে আজ নতুন একটি ক্রিয়েটিভ রাইটিং পোস্ট লিখে শেয়ার করলাম। আশা করি আমার লেখা পোস্ট আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

letters-2111546_1280.jpg
Source

অচেনা চিঠি

শীতের শেষের দিকে যখন বসন্তের আগমনী বার্তা শুরু হয়েছে, তখনই একদিন অদ্ভুত একটি চিঠি এলো অদিতির কাছে। কোনো প্রেরকের নাম নেই ঠিকানাও নেই। শুধু একটি সাদা খাম ভেতরে ভাঁজ করা পুরনো ধরণের কাগজ। অদিতি কৌতূহলী হয়ে খুলল চিঠিটা। লেখা ছিল

প্রিয় অদিতি,

তোমাকে কখনো দেখিনি, কিন্তু তোমার গল্পগুলো বহুবার শুনেছি। কেমন আছো তুমি? জানি এ প্রশ্নের কোনো সঠিক উত্তর হয় না, কারণ জীবন বড়ই অদ্ভুত। কিছু কথা কেবল অনুভব করা যায় বলা যায় না।আমাদের দেখা হয়নি তবুও যেন বহু আগে থেকেই তোমাকে চিনি। তোমার হাসি তোমার বিষণ্ণতা সবকিছু যেন আমার খুব চেনা। কখনো ভাবো কি কেউ তোমাকে দূর থেকে খেয়াল করে কেউ তোমার জীবনের প্রতিটি ছোট্ট মুহূর্তের সাক্ষী হতে চায়?

অদিতি, তোমার দিনগুলো হয়তো কখনো খুব ভারী মনে হয়, আবার কখনো খুব হালকা। কিন্তু জানবে এই বিশাল পৃথিবীতে এমন কেউ আছেই, যে তোমার ভাবনাগুলো ঠিক বুঝতে পারে। সময়ের সঙ্গে অনেক কিছু বদলায় কিন্তু কিছু অনুভূতি থেকে যায়। সেই অনুভূতি নিয়েই বাঁচতে শেখো।

ভালো থেকো।

ইতি,
তোমার অচেনা বন্ধু।

চিঠিটা পড়ে অদিতি খানিকটা বিস্মিত হলো খানিকটা বিভ্রান্ত। কে এই অচেনা বন্ধু আর কীভাবেই বা সে এতকিছু জানে তার সম্পর্কে। চিঠির প্রতিটি শব্দে যেন এক অদ্ভুত মায়া লুকিয়ে ছিল, যা অদিতিকে ভাবনায় ফেলে দিল।

পরের দিন থেকে অদিতির জীবন যেন বদলে যেতে লাগল। অদ্ভুতভাবে তার মনও হালকা লাগতে শুরু করল।যেকোনো কঠিন পরিস্থিতিতে চিঠির কথাগুলো মনে পড়ে যেত। এই বিশাল পৃথিবীতে এমন কেউ আছেই যে তোমার ভাবনাগুলো ঠিক বুঝতে পারে।

সপ্তাহখানেক পরে, অদিতি আবার আরেকটি চিঠি পেল। এবারও কোনো নাম বা ঠিকানা নেই। তবে ভেতরে লেখা

প্রিয় অদিতি,

জীবনের প্রতিটি ধাপেই তোমার জন্য আশীর্বাদ রইল। হয়তো আমরা কখনো মুখোমুখি হব না, কিন্তু আমার চিন্তাগুলো সবসময় তোমার পাশে থাকবে। নিজের জন্য বাঁচো আর প্রতিটি মুহূর্তের মূল্য দাও।

ইতি,
তোমার অচেনা বন্ধু।

অদিতি জানে না কে এই চিঠিগুলো পাঠাচ্ছে, তবে এই অদেখা বন্ধুর চিঠিগুলো তার জীবনে এক অন্যরকম শান্তি এনে দিয়েছে। যেন কেউ তাকে দূর থেকে দেখছে, তার সব দুঃখ-কষ্ট অনুভব করছে এবং নীরবে তাকে সাহস দিচ্ছে।

কখনো কখনো অচেনা বন্ধুরাও জীবনে অদ্ভুতভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ঠিক যেমন এই চিঠিগুলো অদিতির জীবনে এক নতুন আলোর রেখা হয়ে উঠেছিল।


মূলভাবঃ

গল্পের মূলভাব হলো, জীবনে অদেখা ও অজানা সম্পর্কও কখনো কখনো গভীরভাবে প্রভাব ফেলে। কখনো কোনো মানুষ আমাদের জীবনে এসে সরাসরি উপস্থিত না থেকেও আমাদের ভাবনা, অনুভূতি ও জীবনের কঠিন মুহূর্তগুলোতে সহায়তা করতে পারে। অচেনা এক বন্ধুর পাঠানো চিঠির মাধ্যমে, অদিতি নিজের জীবনের মানে খুঁজে পায় এবং জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গি বদলে যায়। গল্পটি জীবন সম্পর্ক ও নিজেকে খুঁজে পাওয়ার একটি প্রতীকী উপস্থাপন।


পোস্টের বিষয়ক্রিয়েটিভ রাইটিং
পোস্টকারীতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর লেখার অমিল ও ভূল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখেবেন। আল্লাহ হাফেজ।


১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


Logo.png

Banner.png

Messenger_creation_99949833-48F6-4473-AD5F-2E12865BE62D.png

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 62856.64
ETH 2425.55
USDT 1.00
SBD 2.67