করোনভাইরাস (COVID-19) এর বুস্টার ভ্যাকসিন সম্পন্ন হলো আজ, 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে বুস্টার ভ্যাকসিন সম্পর্কে আলোচনা করব।আজকে আমার বুস্টার ভ্যাকসিন নেওয়া শেষ হলো। এর আগে করোনাভাইরাস এর দুটি ডোজ সম্পন্ন করেছিলাম, আর আজকের ডোজ টি নিয়ে সম্পূর্ন হলো আমার পুরো কোর্স।

প্রথমেই জেনে নেই বুস্টার ভ্যাকসিন এর কার্যকারিতা:

বুস্টার ভ্যাকসিন নিতে হলে আপনাকে প্রথমেই করোনাভাইরাস এর প্রথম দুটি ডোজ অবশ্যই নিতে হবে। আর এর ছয় মাস পরেই আপনাকে বুস্টার ভ্যাকসিন নিতে হবে। বুস্টার ভ্যাকসিনের কাজ হলো প্রথম 2 টি ডোজ থেকে আপনার সুরক্ষা বৃদ্ধিতে সহায়তা করা। অর্থাৎ ছয় মাস পরে আপনার প্রথম দুটি ভ্যাকসিন এর কার্যকারিতা নষ্ট হয়ে যায় আর এই ভ্যাকসিন ওই কার্যকারিতাকে সুরক্ষিত রাখে অর্থাৎ আর নষ্ট করতে পারে না।এটি আপনাকে COVID-19 থেকে গুরুতর অসুস্থ হওয়ার বিরুদ্ধে দীর্ঘমেয়াদী সুরক্ষা দিতে সহায়তা করবে।এ কারনেই বুস্টার ভ্যাকসিন দেওয়া হয়, অর্থাৎ এটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের সকলের কাছে।

D271C1A2-0B25-4868-A993-1C93D9E9F40F.jpeg

1F34EFDF-D6B7-4346-A61E-997A31D5F567.jpeg

92376CCC-6D26-4C71-A097-1AADB53A408F.jpeg

what3words address.
https://w3w.co/sock.dating.traded

ভ্যাকসিন সেন্টারে আমি।

আজকে সকাল 12 টা 50 মিনিটে আমার ভ্যাকসিন এর অ্যাপোয়েন্টমেন্ট ছিল। আজকের ভ্যাকসিনটি ছিল ফাইজারের, এর পূর্বে যে দুটি ভ্যাকসিন নিয়েছিলাম তা ছিল এস্ট্রোজেনিকার। প্রথম যে ডোজটি নিয়েছিলাম তা নেওয়ার পর রাতে অনেক জ্বর হয়েছিল এবং হাতে অনেক ব্যথা ছিল আর দ্বিতীয় ডোজ নেওয়ার পর কোনো ব্যথা ও জ্বর অনুভব করিনি। আজকে ডোজ নেওয়ার সময় একটু ভয় লাগছিল কারন তারা বলেছে এবারও জ্বর আসতে পারে অথবা হাতে ব্যথা হতে পারে, তাই আমাকে প্যারাসিটামল খেতে হবে এবং প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। ভ্যাকসিন দেওয়ার পরে তারা সেখানে অবজারভেশন এর জন্য 15 মিনিট আমাকে রেখে দিয়েছিল কোন প্রতিক্রিয়া হয় কিনা দেখার জন্য।আল্লাহর রহমতে কোন প্রবলেম হয়নি,এর পর বাসায় চলে আসি।

আমি বাংলাদেশের অনেককেই দেখেছি এই টিকা নেওয়া সম্পর্কে একেবারে উদাসীন, তারা এই টিকাকে কোনো গুরুত্বই দিচ্ছে না। আমি মনে করি সবাইকে এই টিকা নেওয়া খুবই জরুরী। যদিও এই টিকা নেওয়ার কয়েক মাস পরে আমাদের পরিবারের সকলেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলাম কিন্তু আমরা ততটা এফেক্টেড হইনি কারণ আমাদের টিকা নেওয়া ছিল। টিকা নিয়ে থাকলে ভাইরাস বেশি আক্রান্ত করতে পারে না। তবে এদেশের সিস্টেম অনেক ভালো আপনাকে টিকা নিতেই হবে, তারা প্রতিনিয়ত চেক করে দেখেন কে কে টিকা নিয়েছে আর কে নেয়নি । না নেওয়া পর্যন্ত আপনাকে তারা ছাড়বে না, সব সময় তারা চিঠি দিবে এবং ম্যাসেজ করে জানাবে অ্যাপোয়েন্টমেন্ট করার জন্য।সত্যিই এটি অনেক ভালো উদ্যোগ, জানিনা বাংলাদেশে এই সিস্টেম আছে কিনা ?তবে এটি থাকলে অনেক ভালো হতো।

আমার এই পোস্টটি করার উদ্দেশ্য হচ্ছে সকলকে টিকা নেওয়ায় আগ্রহী করে তুলতে এবং বুস্টার ভ্যাকসিন সম্পর্কে জানাতে।আশা করি আপনারা সকলেই টিকার এই ডোজগুলো কমপ্লিট করে ফেলবেন। তাই আমার আজকে স্লোগান হচ্ছে "নিজে বাঁচুন এবং অপরকে বাঁচান।"

বন্ধুরা এটি ছিল আমার আজকের আয়োজন, আশাকরি আপনাদের ভাল লেগেছে ।
ধন্যবাদ,
@tangera

Sort:  
 2 years ago 

বাহ আপু আপনি খুবই ভালো একটি কাজ করেছেন যে করোনার ভ্যাকসিনের দুটো ডোজ কমপ্লিট করে বুস্টার ডোজটিও নিয়ে নিয়েছেন। আমাদের দেশে যে কবে এই বুস্টার ডোজ শুরু করবে। এখনোও তো অর্ধেক লোকের টিকাই দেওয়া হয়নি আমাদের দেশে।
তাছাড়া আপনি ঠিকই বলেছেন আমাদের দেশের বেশিরভাগ লোকই এই টিকা সম্পর্কে উদাসীন। এই টিকা নিতে চায় না। একটা টিকা নিতে কেন যে এত কষ্ট লোকজনের বুঝতে পারিনা।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু তোমার মন্তব্যের জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু আপনি অনেক সুন্দর করে করোনা ভাইরাসের টিকাদান আলোচনা করেছেন। এবং আপনি প্রথমে যে টিকা গুলো নিয়েছেন আপনার জ্বর হয়েছিল। আর এখন বুস্টার ভ্যাকসিন নিচ্ছেন দীর্ঘমেয়াদি একটা টিকা। এবং আমাদের উদ্দেশ্য করে বলার কারণ হচ্ছে যাতে আমরা সুরক্ষিত থাকতে পারি। আপনি বাহিরে থাকেন আমরা সাধারনত যতটুকু জানি বাইরের কান্ট্রির গুলোতে নিয়ম কানুন আইন খুবই ভালো। আমরা বাঙালিরা যেমন ধৈর্য হারা, তেমনই ভালো মন্দ যাচাই করি না। আরে করুনার ভ্যাকসিন এর জন্য আমরা অনেকে অনীহা প্রকাশ করি। এবং ভ্যাকসিন নিতে গেলে বিভিন্ন ধরনের ভোগান্তির শিকার হতে হয়। যাইহোক আপনি অনেক সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন আপনার বুস্টার ভ্যাকসিন সম্পর্কে জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনার মন্তব্যটি পড়ে খুবই ভালো লাগলো, অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago (edited)

এই করোনা না আসলে হয়তো আমরা মানুষ এখনো কতটা দূর্বল এটা জানতেই পারতাম না। আমিও দুইটা ডোজ সম্পন্ন করেছি। তবে বুস্টার ডৌজ সম্পর্কে তো আগে শুনি নাই। এবং কেউ নিয়েছে বলে তো জানি না। যাইহোক বাংলাদেশ বলে কথা সবকিছুই সম্ভব।

আপনার জন্য শুভকামনা। আপনি যেন এই ভাইরাস থেকে সুস্থ থাকেন।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

পোস্টটি পড়ে অনেক মজা পেলাম আপু, বুস্টার ভ্যাকসিন সম্পর্কে অনেক ভালোভাবে আমাদের মাঝে আলোচনা করেছেন। সেইসাথে আপনি আপনার করুণা ভাইরাসের বুস্টার ভ্যাকসিন এর তৃতীয় ডোজ কমপ্লিট করলেন, যাহোক আপনি সবসময় সুস্থ থাকুন এটাই আমাদের প্রত্যাশা। আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর একটি পোস্ট ছিল।

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

খুবই ভালো লাগলো আপনি টিকা নিতে পেরেছেন বলে।উন্নত দেশের উন্নত সুযোগ সুবিধা। আর আমাদের গরিব দেশের সবকিছুতেই অবহেলা। আমাদের দেশে এখনও অনেক মানুষই এখনও টিকার আওতার বাইরে আছেন। আর বুস্টার ডোজ তো অনেক পরের কথা। ধন্যবাদ আপনাকে বুস্টার ডোজ সম্পর্কে বলার জন্য

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার মতামতের জন্য।

 2 years ago 

পুরো বিশ্বে এখন করোনা ভাইরাসের আতঙ্ক রয়েছে। এই আতঙ্ক থেকে বের হতে আমাদের সকলকেই মাক্স পরিধান করতে হবে এবং করোনা ভ্যাকসিন নিতে হবে। আপনি খুবই সুন্দরভাবে করোনার ভ্যাকসিনের বুষ্টার ডোজ সম্পর্কে আমাদের মাঝে আলোচনা করেছেন এবং আপনার ডোজ সম্পন্ন করেছেন। আপনি খুবই স্বাস্থ্যসচেতনতার কাজ করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য, আপনার জন্যও শুভকামনা রইল।

 2 years ago 

বুস্টার ভ্যাকসিন আপনি দারুন ভাবে বুঝিয়ে দিয়েছেন। প্রথম দুইটি ডোজ নেওয়ার পর এটি ভালো কাজ সম্পন্ন করার জন্য ছয় মাস পর ভ্যাকসিন দিতে হয়। আসলে আপনি ঠিক কথা বলেছেন বাংলাদেশের মানুষ টিকা দেয়ার ব্যাপারে উদাসীন আসলে আমাদের প্রত্যেককেই টিকা দেয়া উচিত। সব দিক খেয়াল রাখে কে দিল কে দিল না এটা আমার খুবই ভালো লেগেছে। আপনার জ্বর আসছিল প্রথম এ এবং দ্বিতীয় বার কোন প্রবলেম হয়নি আশা করি কোন সমস্যা হবে না আপু

 2 years ago 

এবারও হালকা হালকা জ্বর ছিলো, তবে খুব বেশি প্রবলেম হয়নি, অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

বাংলাদেশ এই সিস্টেম তো দূরে থাক আমি যে টিকা দেওয়ার জন্য এনআইডি করতে চাচ্ছি তাই করতে পারছিনা। বাংলাদেশের অবস্থা কি আর বলবো! নিজের দেশের খারাপ কথা তো আর বলতে পারিনা। তবে মজার ব্যাপার হচ্ছে আমি বুস্টার সম্পর্কে জানতাম ই না। কারণ আমাদের এখানে তো এটা একেবারে সচরাচর নেই বললেই চলে, ধন্যবাদ জানানোর জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু তোমার মন্তব্যের জন্য।

 2 years ago 

হ্যা, আপনি হয়তো অনেককেই দেখেছেন এব্যাপারে উদাসহীন কিন্তু আবার এটা দেখেন নাই, আমাদের দেশের মতো, যেখানে অনেকেই টিকা নিতেই আগ্রহী না। বুস্টার এর চিন্তা তো দূরের কথা!

যাইহোক, কথাগুলো ভালো ছিলো, অনেকেই বুস্টার এর বিষয়টি ঠিক মতো জানেন না, এখান হতে কিছুটা হলেও আইডিয়া নিতে সক্ষম হবেন। আমি দুটি ডোজই নিয়েছি, জানি না বুস্টার এর কোন ব্যবস্থা সরকারের আছে কিনা? ধন্যবাদ

 2 years ago 

ভাইয়া বুস্টার না নিলে তো ছয় মাস পরে এ টিকার কার্যকারিতা নষ্ট হয়ে যাবে, আমার মনে হয় বাংলাদেশেও এই সিস্টেম আছে বা শীঘ্রই আনা হবে।অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

ঠিকই বলেছেন আপু দুইটা টিকা যদি কষ্ট করে নিই বুস্টারটাও নিয়ে ফেলা ভালো। আমাদের দেশে এখনো বুস্টার টিকাটি আসেনি আসলে আমরাও ইনশাআল্লাহ নিয়ে ফেলবো। আর আপনাদের দেশের সিস্টেমটা অনেক ভালো তাই যারা যারা ঠিকা নেইন তাদেরকে ডেকে ডেকে এবং চেক করে দেওয়া হয় আমাদের দেশে এই সিস্টেমটা থাকলে ভালো হতো। আমাদের দেশের মানুষ টিকাকে একেবারে গুরুত্বই দেয় না তারা বিশ্বাসই করে না যে টিকাটা নেওয়া থাকলে ভালো হয়। খুব সুন্দর ভাবে আপনি আপনার বুস্টার ডোজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন পড়ে ভালো লাগলো।

 2 years ago 

ধন্যবাদ আপু তোমার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.11
JST 0.032
BTC 61275.32
ETH 2983.86
USDT 1.00
SBD 3.76