রেনডম কিছু ফটোগ্রাফি, 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম রেনডম কিছু ফটোগ্রাফি নিয়ে। এখন আমাদের এখানে সামার সিজন এসে গিয়েছে, বেশ ভালোই গরম পরছে । আজকের সর্বোচ্চ তাপমাত্রা 19 ডিগ্রীসেন্টিগ্রেড ছিল ।এই ওয়েদার আমার খুব ভালো লাগে। গাছে গাছে নতুন পাতা গজাচ্ছে, দেখতে খুব ভালো লাগছে। লোকজন ব্যস্ত হয়ে পড়ছে গার্ডেনিং করতে। শুরু হয়ে যাচ্ছে বাগান পরিষ্কার করা, ঘাস কাটা, চারা রোপন করা।আমরাও শুরু করে দিয়েছি বাগান পরিষ্কার করা । যাইহোক এই চমৎকার আবহাওয়ায় কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন চলে যাওয়া যাক তাহলে মূলপর্বে।

৪/৫ দিন আগে বের হয়েছিলাম আই টেস্টের জন্য, তখন এই ফটোগ্রাফি গুলো ধারণ করেছিলাম। ফটোগ্রাফির মধ্যে বেশির ভাগই ফুলের, কিছু রাস্তার এবং কিছু চোখের গ্লাস এর যেখানে চোখের টেষ্ট করতে গিয়েছিলাম। চলুন তাহলে উপভোগ করা যাক ফটোগ্রাফিগুলো।

6B356CE1-B3C4-468B-887F-039D3BA103A4.jpeg

0242C4DF-55CC-429A-BD72-52C15CC93F60.jpeg

3A18FBB3-38BF-4B36-B468-A0DE15BE07F1.jpeg

উপরের ফুলগুলো ম্যাগনোলিয়া, এটি আমাদের প্রতিবেশীর বাগান থেকে নিয়েছিলাম। এই ফুলের দুটি কালার থাকে একটি গোলাপি, অন্যটি বেগুনি।এই গাছের ডালপালা একটু মোটা থাকে এবং আকারে বড় হয়।

A15D24A4-8006-4263-9282-53702EE1B14A.jpeg

উপরের চমৎকার বেগুনি বর্ণের যে ফুলটি দেখতে পাচ্ছেন সেটি primula. রাস্তার পাশে কারো বাগানের সামনে থেকে এই ফটোগ্রাফিটি নিয়েছিলাম।

F7D925C9-155C-45A6-876A-29AAEBFE96A1.jpeg

এটি গোলাপি বর্ণের primula, একই জায়গা থেকে নেয়া হয়েছিল।

7EF7AF2C-D0B5-489C-AF14-11A60AD379F4.jpeg

E6CE4287-8717-450E-975E-F679D0B56D6C.jpeg

উপরের যে ফটোগ্রাফি দুটি দেখতে পাচ্ছেন তা নাম না জানা একটি বড় ফুলের বৃক্ষের ফটোগ্রাফি। দেখুন পাতা নেই শুধু ফুল আর ফুল, অপূর্ব সুন্দর লাগছে গাছটি তাইনা?

CDDFBE22-2D4F-432C-A0D1-20F97426D0AA.jpeg

এটিও নাম-না-জানা একটি সুন্দর গাছ, গাছটিতে ফুল নেই, তবে সব সুন্দর লুকিয়ে আছে পাতাতে।

145F843B-E05C-41BF-8C75-3096A4223D1C.jpeg

D8331911-1CB0-4015-869D-7EBAFE0EA986.jpeg

উপরের ফটোগ্রাফি দুটি রাস্তার।

803ED1A1-D0C7-4050-A86C-4B6DA3F71D11.jpeg

F8D5EDDA-3C44-4B07-88DE-7602CF50DDA0.jpeg

আই টেস্ট করার পরে গ্লাসের অর্ডার দিলাম, দেখুন গ্লাসের দাম কত চড়া মূল্যের।£330, বাংলাদেশি টাকার প্রায় 40 হাজারের মতো।

what3words address:
https://w3w.co/fuzzy.crops.spins

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন। আশা করি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
Sort:  
 2 years ago 

আই টেস্ট করার পরে গ্লাসের অর্ডার দিলাম, দেখুন গ্লাসের দাম কত চড়া মূল্যের।£330, বাংলাদেশি টাকার প্রায় 40 হাজারের মতো।

হা আপু অনেক দাম। আজকে আপনি চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। দেখে অনেক ভালো লাগলো। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 2 years ago 

অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন, প্রতিটা ছবি আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রথমের দিকে থাকা ফুলের ছবি গুলো আরো বেশি ভালো লেগেছে তাছাড়া রাস্তার দৃশ্য টাও বেশ ভালো ছিল সব মিলিয়ে অসাধারণ।

 2 years ago 

আপনাদের ভালো লাগে জানতে পারলে আমারও অনেক ভালো লাগে, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার রেনডম ফটোগ্রাফি গুলো চমৎকার ছিল। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশি ভালো লেগেছে। তাছাড়া প্রকৃতির সৌন্দর্যের কিছু ফটোগ্রাফি করেছেন সেগুলো আমার কাছে অনেক ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই নিখুঁত হয়েছে। দারুন ভাবে ক্যামেরাবন্দি করেছেন। ম্যাগনোলিয়া ফুলগুলো আমার কাছে অসাধারণ লেগেছে। এবং পাতা ছাড়া গাছ টি আমার কাছে অসাধারণ লেগেছে। গাছে কোন পাতা নেই অথচ ফুলে পরিপূর্ণ। ধন্যবাদ আপু এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago (edited)

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার রেনডম ফটোগ্রাফি দেখে দেখে ভাল লাগল এবং ফুলগুলি অচেনা ছিল। নতুন ফুল সম্পর্কে জানতে পারলাম। আসলেই এই ফুলগুলো এখানে দেখি নাই। দারুন কিছু মুহূর্ত উপভোগ করলাম। আসলে এসব বিদেশে রাস্তায় বেশ সুন্দর পরিষ্কার-পরিচ্ছন্ন।আমাদেরই ধারের রাস্তার কথা বলার নাই অপরিষ্কার ।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

£330, বাংলাদেশি টাকার প্রায় 40 হাজারের মতো।

এতো বেশি!এতো বাংলদেশে অনেক মানুষের মাসিক আয় ও নেই!!বাপরে বাপ!পুরোই অবিশ্বাস্য।

ফুলগুলো সুন্দর।

 2 years ago 

সত্যিই আপু অবিশ্বাস্য, অনেক ধন্যবাদ তোমাকে।

 2 years ago 

খুবই সুন্দর সুন্দর কিছু রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু. প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই ভালো লাগছে। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর ছিল। আর এই ফটোগ্রাফির খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে বর্ণনা দিয়েছেন অনেক ধন্যবাদ আপনাকে আপনি সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ফুলের ফটোগ্রাফি গুলো সত্যিই অসাধারন। দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি আমার খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

আপনার প্রতিটি ফটো ফুলের ফটোগ্রাফি সত্যি অনন্য অসাধারণ হয়েছে। আপনার ফটোগ্রাফি গুলো অত্যন্ত পরিষ্কার এবং স্বচ্ছ হয়েছে। আপনি সত্যি অনেক ভালো ফটোগ্রাফি করতে পারেন। আপনার ফটোগ্রাফির ব্যাকগ্রাউন্ড গুলো এবং রাস্তাঘাটগুলো সত্যিই এত সুন্দর লাগতেছিল যে অনেক পরিষ্কার হয়েছে সেগুলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ফুলের ফটোগ্রাফি গুলা আমার কাছে খুবই ভালো লেগেছে। ফুলের ফটোগ্রাফির দেখতে আমার খুবই ভালো লাগে। বিশেষ করে আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। দ্বিতীয় ছবিটা দেখতে খুব সুন্দর হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.11
JST 0.034
BTC 64549.55
ETH 3170.62
USDT 1.00
SBD 4.13