লন্ডনের ঐতিহ্যবাহী কিছু স্থান পরিদর্শন, সাথে কিছু ফটোগ্রাফি, পর্বঃ ৪ , 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। লন্ডনের ঐতিহ্যবাহী কিছু স্থানের চতুর্থ পর্ব নিয়ে হাজির হলাম।আজকে আপনাদেরকে আবার নিয়ে যাচ্ছি London sea life এ । জানা-অজানা, নানান ধরনের সামুদ্রিক মাছ, সামুদ্রিক জীব জন্তু দিয়ে সাজিয়ে রাখা হয়েছে চমৎকার এই স্থানটি। এই স্থানটি বানানো হয়েছে London Thames নদীর নীচে। আজকে এর দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম। এখানে যেতে হলে অবশ্যই টিকিট কাটতে হবে, অনলাইনেও ২/৩ মাস আগে কেটে রাখা যায়। আমরা আগে থেকেই কেটে রেখেছিলাম, একেকজনের 20 পাউন্ড করে টিকিট এর মূল্য, ছোটদের একটু কম।তবে এখানে আসলে ছোটরাই বেশি উপভোগ করে বড়দের থেকে। যাইহোক চলুন চলে যাওয়া যাক তাহলে মূলপর্বে ,আশা করি আপনাদের ভালো লাগবে।

16FFBC33-AFDF-43AE-B4ED-CD5E2D9B1FCF.jpeg

B0ED0CBE-67AF-462C-A6A1-FBDC6D0D90CC.jpeg

D8915FC6-DF83-4980-9A36-CFF5E3ABA944.jpeg

উপরের তিনটি মাছ দেখুন, কত সুন্দর কালার ফুল।

51FFBB3A-2CFA-4F13-AF39-53D87D21FBBA.jpeg

এটি শার্ক, ছোট-বড় নানান সাইজের মাছ রয়েছে এখানে।

5CA07B7B-D23A-4784-90E8-A10F8BBA0619.jpeg

194F7263-9F6C-42E9-BED7-DF2C2C6B69EA.jpeg

E20B82D8-A068-4562-9322-D7757A8022E2.jpeg

উপরের ছোট ছোট মাছগুলো দেখুন, কত কালারফুল! দেখতে কতই না চমৎকার লাগছে!

0D906C2E-54D4-4DA0-8E2F-EB18F7A7FB23.jpeg

79D086CC-8236-42CC-B4E8-CEA30AD1D18C.jpeg

A90E79AF-8C15-49D6-8EED-98A0EA163194.jpeg

কত সুন্দর করে কালারফুল দাগ কাটা রয়েছে এই মাছগুলোর গায়ে।

94578449-AF35-4E02-9C6D-1B378E61838F.jpeg

উপরের এই মাছটি দেখুন, দেখতে কত অদ্ভুত তাইনা?

C85DDC79-E909-4ED6-A286-0105B52C8BF5.jpeg

C7DFA6C2-54C3-4832-9400-54CF53EBD611.jpeg

C4F57B16-011A-44AA-ACB0-C874B6A8F5AA.jpeg

আসলে এটি বিশাল বড় একটি অ্যাকোরিয়াম। সামুদ্রিক যত ধরনের জীব জন্তু রয়েছে তা এখানে তারা তুলে ধরার চেষ্টা করেছে। কতই না বিচিত্র সামুদ্রিক প্রাণী এখানে রয়েছে তা বলে বুঝাতে পারব না। ক্ষুদ্র থেকে বিশাল আকৃতির জীবজন্তু নিয়ে সাজিয়ে রেখেছে একুরিয়াম টি। যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ঘুরে দেখা যাবে কোন বাধ্যবাধকতা নেই। ওয়াশ রুমেরও ব্যাবস্থা রয়েছে, কেউ জরুরী প্রয়োজন মেটাতে পারবে। আরো অনেক সামুদ্রিক প্রাণী রয়েছে এখানে, আগামী পর্বে এর শেষ পর্ব আপনাদের সাথে শেয়ার করব।

what3words address:

https://w3w.co/verse.value.front

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
Sort:  
 2 years ago 

উপরের এই মাছটি দেখুন, দেখতে কত অদ্ভুত তাইনা?

বিভিন্ন রঙের সামুদ্রিক মাছ গুলো দেখে খুবই ভালো লাগলো আপু। একেবারে মনে হচ্ছে যেন সমুদ্রের তলদেশে এই মাছগুলো ঘুরে বেড়াচ্ছে। সবগুলো মাছ অনেক সুন্দর এবং কালারফুল। তবে আপনি যে মাছটির কথা বলেছেন সেই মাছটি দেখতে সত্যিই অনেক অদ্ভুত। এই মাছটি দেখতে একেবারেই ভিন্ন। এছাড়াও অন্যান্য মাছগুলো বেশ কালারফুল এবং সুন্দর লাগছে দেখতে। আপু আপনার পরিবারের সকলকে নিয়ে ঘুরতে গিয়েছেন জেনে ভালো লাগলো। আপনার জন্য ভালোবাসা রইলো আপু। ♥️♥️

 2 years ago 

একদম ঠিক বলেছো আপু, ঠিক তাই মনে হচ্ছিল আমরা যেন সমুদ্রের তলদেশে ঘুরে বেড়াচ্ছি, অনেক ধন্যবাদ তোমাকে।

 2 years ago 

আপনারাই দর্শনীয় স্থানের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হলাম আপু। খুবই সুন্দর লাগছে আর মাছগুলো দেখে তো আমি সত্যিই আমার কাছে খুব ভালো লেগেছে। প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ ছিল এইসব জায়গায় ঘুরতে গেলে ও আসলে ভালই লাগে।

 2 years ago 

আসলেই অনেক সুন্দর সামুদ্রিক জীব জন্তু গুলো।এত কাছ থেকে দেখার মজাই আলাদা।মাছগুলো অনেক সুন্দর। ধন্যবাদ

 2 years ago 

একদম ঠিক বলেছো আপু কাছ থেকে দেখার মজাই আলাদা, অনেক ধন্যবাদ তোমাকে।

 2 years ago 

ওয়াও! আপু আপনার ফটোগ্রাফি দেখে মন জুড়িয়ে গেলো। আপনি অসাধারণ ফটোগ্রাফি করেছেন। বাংলাদেশে এই রকম জায়গা থাকলে ভ্রমণ করতাম। আমাদের সাথে ফটোগ্রাফি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

আমার তো মনে হয় বাংলাদেশেও আছে, তবে এত বড় পরিসরে না হলেও অল্প পরিসরে কোথাও আছে। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

প্রত্যেকটি মাছ সুন্দর কালার ফুল।একবার দেখলেও যেন তাকিয়ে দেখতেই ইচ্ছে করে।অ্যাকোরিয়াম দেখলে মনে হয় যেন মাছেদের আলাদা একটি জগৎ।ছোট বাচ্চারা এইসব জায়গায় খুবই আনন্দ পায়।দারুণ সময় কাটিয়েছেন, ধন্যবাদ আপু।

 2 years ago 

আমরা ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো। বিশেষ করে মাছের ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। খুব সুন্দর করে বর্ণনার মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছেন।ধন্যবাদ আপু এরকম সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু মাছের ফটোগ্রাফিগুলো খুব সুন্দর লাগলো। আর সবকিছুর বর্ননা পড়ে বেশ ভালোই লাগলো। অনেক ধন্যবাদ আপু সুন্দরভাবে ব্লগটি উপস্হাপন করার জন্য।

 2 years ago 

আমারও অনেক ভালো লাগলো আপনার মন্তব্যটি পেয়ে।

 2 years ago 

এই নদীর নামটা কি বাংলাতে টেমস নদী বলে ?
লন্ডন সী লাইফের ফটো গুলো দেখে বেশ ভাল লাগলো কতো নতুন ধরণের মাছ দেখতে পেলাম । বাচ্চারা যে কতটা আনন্দিত হবে তা কিছুটা আন্দাজ করতে পারছি । ধন্যবাদ আপু ছবি গল্পে আমাদের ও দেখা হয়ে গেল পার্কটি ।

 2 years ago 

জি ভাইয়া একে ইংরেজিতে বলে Thames river, অনেক ধন্যবাদ আপনাকে

 2 years ago 

লন্ডনের ঐতিহ্যবাহী কিছু স্থান পরিদর্শন ও আপনার কিছু ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। সত্যিই আপনি খুবই সুন্দর জায়গায় ভ্রমণ করেছেন। আপনার ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগেছে।

 2 years ago 

আমার অনেক ভালো লাগলো ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে।

 2 years ago 

কালারফুল দাগ কাটা রয়েছে এই মাছগুলোর গায়ে।

আসলে আপু মাছটি দেখতে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। লন্ডনের ঐতিহাসিক কিছু স্থান দর্শন করেছেন এবং সেইসাথে আপনার মোবাইলের ক্যামেরাবন্দি করে কিছু ছবি তুলে রেখেছেন সেগুলো আমাদের মাঝে অনেক সুন্দরভাবে শেয়ার করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 65970.60
ETH 2685.59
USDT 1.00
SBD 2.86