লন্ডনের ঐতিহ্যবাহী কিছু স্থান পরিদর্শন, সাথে কিছু ফটোগ্রাফি, পর্বঃ ৩ , 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। লন্ডনের ঐতিহ্যবাহী কিছু স্থানের ৩য় পর্ব নিয়ে হাজির হলাম। গত বুধবার এ গিয়েছিলাম লন্ডনের কিছু স্থান পরিদর্শন করতে, আজকে আবার পরিবারসহ ঘুরে আসলাম লন্ডনের Madame Tussauds এ। এটি একটি মিউজিয়াম যেখানে বিভিন্ন সেলিব্রিটিদেরকে বানিয়ে রেখেছে মোম দিয়ে মূর্তি রুপে। চেনা অচেনা অনেক সেলিব্রেটিদের দেখতে পেলাম। আগামীতে সবগুলো ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আপনাদেরকে নিয়ে যাব London sea life এ । জানা-অজানা, নানান ধরনের সামুদ্রিক মাছ, সামুদ্রিক জীব জন্তু দিয়ে সাজিয়ে রাখা হয়েছে চমৎকার এই স্থানটি। এই স্থানটি বানানো হয়েছে London Thames নদীর নীচে। এই পর্বটিকে কয়েকটি ভাগে ভাগ করেছি, কারন অনেক ফটোগ্রাফি রয়েছে এখানে। আশা করি আপনাদের ভালো লাগবে, চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

A0F16D1C-6E38-4781-B5E1-3C4033A75908.jpeg

আধা ঘন্টা আগে পৌঁছে গিয়েছিলাম তাই অপরূপ Thames নদীর সৌন্দর্য উপভোগ করছিলাম। অনেকগুলো হাঁস পানিতে খেলা করছিল।খাবার দেওয়ার সাথে সাথে ঝাঁপিয়ে এসে পরছিল। পানিতে বোট ও লঞ্চ চলছিল দেখতে খুবই চমৎকার লাগছিল। সময় থাকলে বোট এ করে ঘুরতে পারতাম, কিন্তু সময়ের অভাবে আর হয়ে উঠেনি। পরবর্তীতে আবার সময় করে চলে আসবো।

49626FC0-23AC-4DDF-A7F3-EC31F23FADB6.jpeg

009919A8-9EE1-45FB-BCDA-58F43F1768EF.jpeg

8EE85E34-1AB9-492D-8626-7BE25769C9B6.jpeg

41FBCA93-4C0A-451F-AFE4-CFDA6B9E282E.jpeg

E0A566D8-E84C-4975-A4F7-01BCB403A60B.jpeg

F3366C0F-BC2A-4A6E-B9C2-DF81CA16FCD1.jpeg

27A35012-9884-4E50-BD50-E9BA7B895E0B.jpeg

21D53404-D9C4-4591-8CE5-3E92E8BC08B5.jpeg

2018BE4C-C239-4EA8-AEB1-6592280AE544.jpeg

592E69B6-6394-484B-923C-57AFF590572B.jpeg

E1539921-94AF-49BA-B9F5-E0EBD9474261.jpeg

14B9F55E-63F8-487E-9A20-54B558F2CC65.jpeg

83C82143-59DE-4E30-B132-9F6EECA20AC3.jpeg

65BC8483-60E3-40FD-82AD-3DDF7F104D89.jpeg

2C4349B0-3E0B-45DC-A670-53DE60F72075.jpeg

E6C76331-72F4-4F1A-A883-59FC0B17F8CF.jpeg

29EBF097-BBB5-426A-9C04-6982A2487D86.jpeg

সামুদ্রিক কোন জীবজন্তু এখানে মিস হয়নি। নীল আলোতে অসাধারণ ভাবে সজ্জিত হয়েছে পরিবেশটি। খুবই উপভোগ করেছি, বিশেষ করে বাচ্চারা খুব এক্সাইটেড ছিল। বন্ধুরা আজ তাহলে এইটুকুই, পরবর্তীতে এর দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব।

what3words address:

https://w3w.co/verse.value.front

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
Sort:  
 2 years ago 

দৃষ্টিনন্দন স্থান গুলোর ফটোগ্রাফি দেখে ইচ্ছে করছে আপনার সাথে গিয়ে ঘুরে আসি। জানি সেটা কখনো সম্ভব না, তবে আমাদের সাথে এত সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য, আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

নীল আলোতে মাছগুলো অপূর্ব লাগছে দেখতে। আপু মাছগুলো তো জীবিত নয়,তৈরি করা তাইতো।আমার কাছে কিছু মাছ জীবিত ও কিছু মাছ তৈরিকৃত মনে হচ্ছে।কিন্তু নদীতে হাঁসগুলি সত্যিকারের বলে মনে হচ্ছে।বেশ উপভোগ করলাম, ধন্যবাদ আপু।

 2 years ago 

পাগল নাকি? একটি মাছও মৃত নয়, কারণ এগুলো সব একুরিয়ামে রয়েছে। একুরিয়ামে কখনো মৃত মাছ রাখে না। অনেক ধন্যবাদ তোমাকে মন্তব্যের জন্য।

 2 years ago 

অনেকগুলো হাঁস পানিতে খেলা করছিল।খাবার দেওয়ার সাথে সাথে ঝাঁপিয়ে এসে পরছিল।

আপু অনেকগুলো হাঁস পানিতে যখন খেলা করছিল দেখতে আমার কাছে সব থেকে ভালো লেগেছিল। কিন্তু যখন হাঁসগুলোর খাবার দিয়েছিল তখন হাঁসগুলো ঝাঁপিয়ে এসে পড়েছিল খাবার খাওয়ার জন্য। কিন্তু আপনার প্রত্যেকটি ফটোগ্রাফির মধ্যে আমার কাছে সব থেকে ভালো লেগেছে পানিতে খেলা করা হাঁসগুলোর ফটোগ্রাফা।

 2 years ago 

জেনে খুবই ভালো লাগলো পানিতে হাঁস গুলো খেলা করছিল তা দেখে আপনার ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

টেমস নদী সম্পর্কে সম্পর্কে গল্প উপন্যাস সাহিত্যে পড়েছি। আপনার এই পোস্টের মাধ্যমে বাস্তবে তার অবলোকন করলাম। ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই অনেক ভালো লাগলো। সীলাইফের সবগুলো ফটোগ্রাফ দেখতে অনেক ভালো ছিল।

 2 years ago 

আমারও অনেক ভালো লাগলো আপনার কাছে ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে জেনে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সব গুলো ফটোগ্রাফি অসাধারন হয়েছে বিশেষ করে London sea life এর ফটোগ্রাফি গুলো জাস্ট অসাধারন। কত ধরনের মাছ দেখা যায় এখানে। যা এখানে ছাড়া অন্য কোথায় জীবনেও দেখা সম্ভব না। ধন্যবাদ আপু।

 2 years ago 

জ্বী ভাইয়া আসলে সমুদ্রে যত ধরনের মাছ আছে সবগুলোর নমুনাই তারা এখানে রেখে দিয়েছে। সামুদ্রিক প্রাণী সম্পর্কে অনেক ধারণা পাওয়া যাবে এখানে গেলে। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আপনি আপনার পরিবার নিয়ে ঘুরতে গিয়েছেন জেনে অনেক ভালো লাগলো। মাঝে মাঝে মানসিক প্রশান্তির জন্য আমরা যদি পরিবার নিয়ে সুন্দর কোন জায়গায় ঘুরতে যাই তাহলে খুবই ভালো লাগে। তবে যাই হোক আপনার এই ফটোগ্রাফি গুলোর মাধ্যমে অনেক সুন্দর সুন্দর জায়গা গুলো দেখতে পেলাম। পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় রইলাম আপু।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া মাঝে মাঝে পরিবার নিয়ে সুন্দর কোন জায়গায় ঘুরতে গেলে মনে অনেক প্রশান্তি পাওয়া যায়। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার পরিদর্শনের কারণে খুব সুন্দর কিছু ফটো চিত্র দেখতে পেলাম। যদিও বাস্তবে দেখার সৌভাগ্য হবে কিনা জানিনা। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

 2 years ago 

জেনে খুবই ভালো লাগলো আমার ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে। যদি ভাগ্যে থাকে তাহলে অবশ্যই আপনার সৌভাগ্য হবে। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

কত সুন্দর সুন্দর জায়গা দেখালেন দিদি। অসাধারন ছবিগুলো ছিল। সাথে আপনার বর্ণনাটাও অসাধারন।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 2 years ago 

খুব সুন্দর সময় কাটিয়েছেন আপনি আপনার পরিবারের সাথে। সাথে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সঙ্গে শেয়ার করলেন। চেনা অচেনা অনেক কয়েকটি জলজ প্রাণী আজকে দেখতে পেলাম এবং অনেক নতুন জ্ঞান অর্জন করলাম। তার সাথে মিউজিয়াম টিম শোভাও খুব সুন্দর ,নীল আলোতে চমৎকার ফুটে উঠেছে।

 2 years ago 

জ্বী ভাইয়া এখানে গেলে সামুদ্রিক প্রাণী সম্পর্কে অনেক জ্ঞান লাভ করা যায়।কারণ তারা সমুদ্রের নানা রকমের জলজ প্রাণী দিয়ে সজ্জিত করে রেখেছে এই বিশাল একোরিয়ামটি। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

খুবই চমৎকারভাবে আপনি আমাদের মাঝে লন্ডনের ঐতিহ্যবাহী কিছু দৃশ্য পর্যবেক্ষণ এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমাদের মাঝে সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আমারও অনেক ভালো লেগেছে আমার পোস্টটি আপনার ভালো লেগেছে জেনে, ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.030
BTC 65669.27
ETH 2668.58
USDT 1.00
SBD 2.87