"শারদীয়া কনটেস্ট ১৪২৯" (দশমীর ফটোগ্রাফি) পর্ব -৪।//১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।প্রথমে সকলকে জানাই শুভ বিজয়া দশমী। ছোটোদের ভালোবাসা, বন্ধুদের প্রীতি ও বড়দের প্রণাম।আজ আমি আপনাদের সঙ্গে দশমীতে দেখা পূজা মন্ডপগুলি ভাগ করে নিচ্ছি ।আশা করি সকলে ভালো লাগবে।


দুর্গা প্রণাম মন্ত্র:

“ সর্ব মঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে
শরণ্যে ত্রম্বকে গৌরি নারায়নী নমস্তুতে

ঠাকুর দেখতে আমি ছোটোবেলা থেকে ভীষণ ভালোবাসি। এই বছর আমি মহালয়ার দুদিন আগে থেকেই ঠাকুর দেখতে শুরু করে দিয়েছি। কারণ এই বছর আমাদের মুখ্যমন্ত্রী মহালয়ার দুদিন আগেই কিছু কিছু জায়গা ঠাকুর উদ্বোধন করে দিয়েছে ।তাই যেদিন থেকে উদ্বোধন করেছে যে ঠাকুর গুলো, সেই ঠাকুর গুলোই আমি দেখতে চলে গিয়েছিলাম। শুধু এই বছর বলে না প্রতিবছরই তাই করি, আর কলকাতায় থেকে যদি কলকাতার ঠাকুরই না দেখলাম তাহলে আর কি করলাম । বিগত বছর দাদা এই শারদীয়া কনটেস্টের আয়োজন করেছিল। কিন্তু তখন আমি আমার বাংলা ব্লগে লক্ষী পূজার সময় আসি ।তাই এই কনটেস্টটের পোস্ট দেখলেও কিছু করার ছিল না। কিন্তু তখনই আমার কাছে এই কনটেস্টটি ভীষণ ভালো লেগেছিল ।এই বছরও আমি ভেবেছিলাম যদি এরকম কনটেস্ট এর আয়োজন হয় তাহলে ভীষণ ভালো হয় ।আর আজ এই কনটেস্টে অংশগ্রহণ করতে পারে আমার ভীষণ ভালো লাগছে । যে ইচ্ছেটা আগের বছর পূরণ হয়নি সেটা এই বছর হয়ে যাচ্ছে । তার জন্য অসংখ্য ধন্যবাদ @rmeদাদাকে এত সুন্দর একটা কনটেস্ট এর আয়োজন আবার করার জন্য।


সাধারণত আশ্বিন মাসের শুক্ল পক্ষের ষষ্ঠ থেকে দশম দিন পর্যন্ত শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এই পাঁচটি দিন যথাক্রমে দুর্গাষষ্ঠী, দুর্গাসপ্তমী, মহাষ্টমী, মহানবমী ও বিজয়াদশমী নামে পরিচিত। আশ্বিন মাসের শুক্ল পক্ষটিকে বলা হয় "দেবীপক্ষ"। দেবীপক্ষের শেষ দিনটি হল কোজাগরী পূর্ণিমা। এই দিন হিন্দু দেবী লক্ষ্মীর পূজা করা হয়। শারদীয়া দুর্গাপূজাকে "অকালবোধন" বলা হয়। কালিকা পুরাণ ও বৃহদ্ধর্ম পুরাণ অনুসারে, রাম ও রাবণের যুদ্ধের সময় শরৎকালে দুর্গাকে পূজা করা হয়েছিল। হিন্দুশাস্ত্র অনুসারে, শরৎকালে দেবতারা ঘুমিয়ে থাকেন। তাই এই সময়টি তাদের পূজা যথাযথ সময় নয়। অকালের পূজা বলে তাই এই পূজার নাম হয় "অকালবোধন"। এই দুই পুরাণ অনুসারে, রামকে সাহায্য করার জন্য ব্রহ্মা দুর্গার বোধন ও পূজা করেছিলেন।



দেখতে দেখতে পুজোর চারটে দিন পেরিয়ে আজ দশমী। উমার আবার স্বামীর ঘরে ফেরার দিন চলে এসেছে। সারা বছর পূজোকে ঘিরে গোটা বাঙালির যে আশা ,আনন্দ থাকে কত সহজেই তা কয়েক মুহূর্তেই ফুরিয়ে যায়। এই চারটে দিন ,সময় যেন আলোর চেয়েও দ্রুত বেগে ছোটে।সারাবছর জুড়ে বাঙালি অপেক্ষা করে যে পাঁচটা দিনের,সেই পাঁচ দিনের দুর্গাপুজোর শেষ দিন হলো বিজয়া দশমী।এই দিন মা দূর্গা পিতৃগৃহ অর্থাৎ মর্ত্যলোক ছেড়ে কৈলাশ এ ফিরে আসে।চিন্ময়ী মায়ের মাটির প্রতিমার যে মৃন্ময়ী রূপ সেখান থেকে মুক্তি দেওয়া হয় মাকে।তাই এই দিনটায় ছোট বড় সবার মন খারাপ হয়ে যায়।আগামী বছর মা আবার এসো এই কামনা রেখে সন্তানেরা মাকে অশ্রু জলে বিদায় দেয়।

WhatsApp Image 2022-10-06 at 2.14.13 AM (1).jpeg


দশমী পূজোর তাৎপর্য:



★দশমী' কথাটির সাধারন অর্থ খুবই সহজবোধ্য। আশ্বিন মাসের শুক্ল পক্ষের দশমী তিথিতে পিতৃ গৃহ ছেড়ে কৈলাসে স্বামীগৃহে পাড়ি দেন দেবী। সেই কারণেই এই তিথিকে 'বিজয়া দশমী' বলা হয়। তবে দশমীকে 'বিজয়া' বলার কারণ খুঁজলে অনেক পৌরাণিক কাহিনী পাওয়া যাবে। পুরাণের মহিষাসুর বধ কাহিনীতে বলা হয়েছে, মহিষাসুরের সঙ্গে ৯ দিন ৯ রাত্রি যুদ্ধ করার পর দশম দিনে তাঁর বিরুদ্ধে বিজয় লাভ করেছিলেনমা দুর্গা। তাই তাকে 'বিজয়া' বলা হয়। এছাড়াও শ্রীশ্রীচণ্ডী কাহিনী অনুসারে, দেবীর আবির্ভাব হয় আশ্বিন মাসের কৃষ্ণা চতুর্দশীতে। পরে শুক্লা দশমীতে মহিষাসুর বধ করেছিলেন তিনি। তাই বিজয়া দশমী এই বিজয়াকেই চিহ্নিত করেন।

WhatsApp Image 2022-10-06 at 2.06.38 AM.jpeg

দশমী মানে বাঙালির এক ভীষণ মন খারাপের দিন। উমাকে পান পাতা দিয়ে বরণ করে, মিষ্টি দিয়ে কান্না ভেজা হাসিমুখে আবার ভোলানাথের কৈলাসে পাঠানো আসলে উমা যে ঘরেরই মেয়ে।
WhatsApp Image 2022-10-06 at 2.11.44 AM.jpeg
মণ্ডপে মণ্ডপে দেবী-বরণের পাশাপাশি সিঁদুর খেলা। এরপর মা-কে বিদায় জানানোর পালা। সিঁদুর খেলে, মিষ্টিমুখে প্রতিমা নিরঞ্জনের পর কোলাকুলি, শুভেচ্ছা বিনিময়, মিষ্টিমুখ৷ বাঙালির চিরাচরিত রীতি। হাসি মুখে মাকে বিদায় জানিয়ে আরও একটা বছরের অপেক্ষা৷ এখন শুধু দু’চোখ ভরে মাকে দেখে নেওয়া আর ঢাকের তালে মনে মনে বলা, আসছে বছর আবার এসো মা৷ আজ আমাদের পাড়ার ঠাকুর বিসর্জন হয় না ।আমাদের ঠাকুর বিসর্জন হতে হতে পরশুদিন ।তাই আজ আমি বাগবাজারে গিয়েছিলাম এবং সেখানেই মায়ের বরণ ও সিঁদুর খেলা দেখেছি ।ওখান থেকে ফেরার পথে কিছু পূজা মন্ডপ ঘুরে এসেছি।

দশমীতে দেখা পূজা মন্ডপগুলি:-


আলোকচিত্র: ১

লালাবাগান নবাঙ্কুর

থিম -'উৎসর্গ'



★★বিশ্ব উষ্ণায়নের ফলে যে আবহাওয়ার পরিবর্তন হয়েছে তার ফলে চাষের প্রচুর ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে একদম গ্রামীণ প্রেক্ষাপটকে তুলে ধরা হয়েছে।চাষ করতে গেলে যে সমস্ত জিনিসপত্র লাগে, যেমন -ধানের গোলা ,কুলো ,মাটি কাটার ঝুড়ি, ধান ঝাড়ার মেশিন, হাল এরকম বিভিন্ন আইটেম যে সমস্ত জিনিস খুব অপরিহার্য তারাই মায়ের কাছে উৎসর্গ করছে এই পরিস্থিতি থেকে রেহাই পাওয়ার জন্য। মন্ডপে ঢোকার পর মনে হচ্ছিল যেন সত্যি এক কোনো গ্রামীণ পরিবেশে ঢুকে পড়েছিলাম, এত সুন্দর ভাবে এখানে মণ্ডপটি তৈরি করা হয়েছিল । মন্ডবটি পুরোটাই খর, ধান , ঘুটে,মাটি এই সকল জিনিস দিয়ে তৈরি★★ ।

তারিখ: ৫অক্টোবর ২০২২,বুধবার
সময়: ৮:৪৬মিনিট
লোকেশন: মানিকতলা(উত্তর কলকাতা)

WhatsApp Image 2022-10-06 at 5.17.55 AM (2).jpeg

WhatsApp Image 2022-10-06 at 5.17.59 AM (2).jpeg

WhatsApp Image 2022-10-06 at 5.17.58 AM.jpeg

WhatsApp Image 2022-10-06 at 5.17.54 AM (1).jpeg

WhatsApp Image 2022-10-06 at 5.17.59 AM.jpeg

WhatsApp Image 2022-10-06 at 5.17.59 AM (1).jpeg

WhatsApp Image 2022-10-06 at 5.17.55 AM.jpeg

WhatsApp Image 2022-10-06 at 5.17.56 AM (1).jpeg

WhatsApp Image 2022-10-06 at 5.17.56 AM.jpeg

WhatsApp Image 2022-10-06 at 5.17.57 AM.jpeg

WhatsApp Image 2022-10-06 at 5.17.54 AM.jpeg



আলোকচিত্র:২

কুমারটুলি সর্বজনীন দুর্গোৎসব

থিম -শিরোনাম


★★যতই নামী পুজো হোক না কেন কুমোরটুলির নাম আসবেই । দুর্গাপুজোর সঙ্গে কুমোরটুলি ওতপ্রোতভাবে জড়িত । তাই যাই হয়ে যাক শিরোনামে দেখা যাবে কুমোরটুলির কথা । যে প্রতিমা শিল্পীরা এই ৯২ বছর ধরে কুমোরটুলি সর্বজনীনকে শহরের সেরা পুজোগুলিকে শিরোনামে এনে দিয়েছে তাদের শ্রদ্ধা জানাতেই এই বিষয়ে ভাবনা ।এখনো পর্যন্ত যে সমস্ত শিল্পীরা প্রতিমা গড়েছেন তাদের সকলের নাম লেখা রয়েছে এই মন্ডপে ।★★

তারিখ: ৫অক্টোবর ২০২২,বুধবার
সময়:৫:৪৭ মিনিট
লোকেশন: কুমারটুলি ( উত্তর কলকাতা)

WhatsApp Image 2022-10-06 at 5.32.02 AM.jpeg

WhatsApp Image 2022-10-06 at 5.31.56 AM.jpeg

WhatsApp Image 2022-10-06 at 5.31.58 AM.jpeg

WhatsApp Image 2022-10-06 at 5.31.58 AM (1).jpeg

WhatsApp Image 2022-10-06 at 5.32.00 AM.jpeg

WhatsApp Image 2022-10-06 at 5.31.59 AM (1).jpeg

WhatsApp Image 2022-10-06 at 5.32.02 AM (1).jpeg

WhatsApp Image 2022-10-06 at 5.32.01 AM (2).jpeg




আলোকচিত্র: ৩

আহিরীটোলা সর্বজনীন দুর্গোৎসব

থিম - আকাশবাণী


★★নতুন প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে গ্রামোফোন বা রেডিয়ো সম্পর্কে সচেনতনতা তৈরি করতেই এই বন্দোবস্ত ৷ কারণ, এই প্রজন্মের অধিকাংশের কাছেই গ্রামোফোন অজানা ৷ রেডিয়োর ব্যবহারও আগের তুলনায় বদলেছে ৷ অথচ, বাঙালির দুর্গাপুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে রেডিয়ো ৷এই আকাশবাণী বলতে কোনও দৈববাণীকে বোঝানো হয়নি ৷ বরং সেখানে রেডিয়োর কথাই তুলে ধরা হয়েছে ৷ বর্তমানে ডিজিটাল দুনিয়ার চাপে কার্যত নাভিঃশ্বাস ওঠার জোগাড় হয়েছে সাবেক রেডিয়োর ৷ হারিয়ে গিয়েছে টেপরেকর্ডার, ক্য়াসেট, এমনকী, হালের সিডি-ও ৷ সেই ঐতিহ্য ফেরাতে এবারের মণ্ডপ সাজাতে এইসব হারিয়ে যাওয়া আবেগকেই বেছে নিয়েছেন শিল্পী ৷★★।

তারিখ: ৫অক্টোবর ২০২২,বুধবার
সময়: ৬:২৫ মিনিট
লোকেশন:আহিরীটোলা( উত্তর কলকাতা)

WhatsApp Image 2022-10-06 at 5.47.33 AM (1).jpeg

WhatsApp Image 2022-10-06 at 5.47.32 AM.jpeg

WhatsApp Image 2022-10-06 at 5.47.32 AM (1).jpeg

WhatsApp Image 2022-10-06 at 5.47.33 AM.jpeg

WhatsApp Image 2022-10-06 at 5.47.35 AM (2).jpeg

WhatsApp Image 2022-10-06 at 5.47.34 AM (3).jpeg

WhatsApp Image 2022-10-06 at 5.47.36 AM (1).jpeg

WhatsApp Image 2022-10-06 at 5.47.36 AM (2).jpeg

WhatsApp Image 2022-10-06 at 5.47.34 AM.jpeg


আলোকচিত্র:৪

চোরবাগান সর্বজনীন

থিম -অন্তর্শক্তি


★★সমস্ত শক্তিরই জন্ম হয় ভাবনা থেকে ।ভাবনার জন্ম হয় মন থেকে। মন ভালো কিছু ভাবলে ভালো হয় ।মন্দ কিছু ভাবলে অবশ্যই মন্দ প্রকাশ পায় ।প্রত্যেকের বাহ্যিক রূপের চেহারার ভেতর যে শক্তি আছে তাই অন্তর্শক্তি। কাছের ভাঙ্গা অংশ, অবহেলিত অংশবিশেষ এর শিল্পসম্মত উপস্থাপনায় অন্তর্শক্তি অন্দর সজ্জার উপকরণ ।এই কাঁচ যখন গোটা থাকে তখন যে জৌলুস ও আকর্ষণীয় হয়। যেই মুহূর্তে সে ভেঙে যায় তখনই সে ব্রাত্য, অবহেলিত কিন্তু তার সেই উজ্জ্বলতার কি কোনো ঘাটতি থাকে ,তার আত্মশক্তি যা আগে ছিল ভঙ্গুর অবস্থাতেও অটুট। এমনই এক পরিবেশ ও শিল্পের প্রকাশ ঘটেছে চোরবাগানের পুজোয়।★★।

তারিখ: ৫ অক্টোবর ২০২২,
সময়:৭:২৯ মিনিট
লোকেশন: চোরবাগান(উত্তর কলকাতা)

IMG-20221006-WA0029.jpg

WhatsApp Image 2022-10-06 at 5.49.25 AM.jpeg

WhatsApp Image 2022-10-06 at 5.49.25 AM.jpeg

WhatsApp Image 2022-10-06 at 5.49.27 AM (2).jpeg

WhatsApp Image 2022-10-06 at 5.49.29 AM.jpeg

WhatsApp Image 2022-10-06 at 5.49.29 AM (1).jpeg

WhatsApp Image 2022-10-06 at 5.49.27 AM.jpeg

IMG-20221006-WA0025.jpg

IMG-20221006-WA0026.jpg

"শারদীয়া কনটেস্ট ১৪২৯" এ অংশগ্রহণের মাধ্যমে দুর্গাপূজার দশমীর শেষ সিরিজটি এখানেই শেষ করলাম । সপ্তমী থেকে দশমী এই চারটে দিন পূজোর যে কনটেস্টের আয়োজন দাদা করেছিল সেখানে অংশগ্রহণ করতে পেরে আজ আমার ভীষণ ভালো লেগেছে।মা চলে যাচ্ছেন, আমাদেরকে এই কয়েকটা দিন ভীষণ আনন্দে রেখেছিলেন।তাই আজ সবারই মনটা বিষাদময়।কিন্তু আগামী বছর মা আবার আসছেন ,এই মাহেন্দ্রক্ষণ এর জন্য অপেক্ষা শুরু হতে চলেছে কিছুক্ষণ পর।সবাই মায়ের আশীর্বাদ এ সুস্থ থাকুন, এই কামনা করি।


ডিভাইসvivo V21
লোকেশনকোলকাতা
ক্রেডিট@swagata21

ধন্যবাদ

Sort:  
 2 years ago 

এতো জাকজমক পূজা কখনো দেখিনি।ঘুরে ঘুরে অনেক ভালো সময় কাটিয়েছেন।
ছবিগুলো আসলেই খুব ভালো ছিল। শুভ কামনা রইলো 🖤

 2 years ago 

আপনাকে ও শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা দিদি।সত্যিই এই দিন আনন্দের সঙ্গে সঙ্গে মন খারাপের ও দিন।মা আবার মর্তলোক থেকে চলে যাবেন আমাদের ছেড়ে,তাছাড়া এই দিন মহিলারা সিঁদুর খেলা করে আনন্দের সহিত।আপনার মাধ্যমে দশমীর মায়ের প্রতিমা দেখে খুবই ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে দিদি।

 2 years ago 

দিদি কি বলে প্রশংসা করব আপনার দশমীর ফটোগ্রাফি গুলো দেখে এতটাই মুগ্ধ হয়েছি। সেই সাথে শারদীয় দুর্গাপূজার অনেক কিছুই জানতে পারলাম। ফটোগ্রাফি গুলো দেখে মনে হচ্ছে ডিজিটাল কোন থিমস তৈরি করেছেন। দেখেই বুঝতে পারছি কতগুলো পূজা মন্ডপ ঘুরে বেড়িয়েছেন এবং কতটা আনন্দ অনুভব করেছেন। আমাদের সাথে শেয়ার করার জন্য, আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম দিদি।

 2 years ago 

শুভ বিজয়া দশমী শুভেচ্ছা দিদি৷ আসলে যে যাই বলুক না কেন ছোট্টবেলার পুজোর আনন্দটা এখন আর তেমন পাওয়া যায় না৷ যাহোক দেখতে একটি পুজোর দিনগুলো চলে গেল দশমী হয়ে গেল মা কৈলাসে চলে গেছে৷ আবার আগামী বছর তাকে এভাবে সজ্জিত রূপে ফিরে পাবো এই প্রত্যাশা রাখি ৷
আর দশমীতে খুব চমৎকার চমৎকার ফটো তুলেছেন ৷
ধন্যবাদ

 2 years ago 

সত্যি আপু দেখতে দেখতে চারটি দিন কেটে গেল। উমা এবার নিজের ঘরে ফিরবে। আপু আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি যেন এক একটি আলাদা রকমের সৌন্দর্য বহন করে। এত সুন্দর ভাবে সাজানো এই প্রতিমা গুলো দেখে চোখ ফেরানো যাচ্ছে না। আশা করছি এই প্রতিযোগিতায় বিজয়ীর তালিকায় আপনাকে দেখতে পাবো। অনেক অনেক শুভকামনা রইল আপু।

 2 years ago 

দিদি সত্যি বলছি এবারের কনটেস্টে যতো প্রতিযোগি ছিল তার ভিতরে আপনার অংশগ্রহণ ছিল চোখে লাগার মতো যেমন বর্ননা তেমন উপস্থাপনা , থিম পুজোর সৌন্দর্য্য ছিল উপভোগ করার মতো ।

আপনার জন্য শুভেচ্ছা কামনা করছি ।

 2 years ago 

খুব ভালো লাগলো দাদা আপনার কমেন্টটা পড়ে। আমিও একটু চেষ্টা করেছিলাম যাতে সকলে এই পোস্টের মাধ্যমে প্রতিমা ও মণ্ডপ দর্শন করতে পারে। শুভ বিজয়ার শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন দাদা।

 2 years ago 

মন ছুঁয়ে যাওয়া উপস্থাপনা উপহার দিয়েছেন দিদি। কোনটা রেখে কোনটা দেখব! আর শুরুতে দশমী নিয়ে এত মিষ্টি করে লিখেছেন 👌। কলকাতার এই থিম পূজার ফ্যান অনেক আগে থেকেই আমি। এখন পর্যন্ত সামনে গিয়ে দেখার সৌভাগ্য হয়ে ওঠে নি। তবে মা কৃপা করলে খুব তাড়াতাড়িই হয়তো আমার ইচ্ছে টা পূরণ হবে। অসম্ভব ভালো লেগেছে পুরো পোস্ট টা।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 66297.29
ETH 2682.98
USDT 1.00
SBD 2.87