শ্যামবাজারের শশীবাবুর ক্যাফেতে কিছুটা সময়

in আমার বাংলা ব্লগ25 days ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সাথে শ্যামবাজারের শশীবাবুর ক্যাফেতে কাটানো কিছু মুহূর্ত ভাগ করে নিলাম ।আশা করি সকলের ভালো লাগবে।


প্রিয় বান্ধবীদের সাথে কিন্তু সব সময় হুটহাট করেই প্ল্যান হয়। আমারও তাই যখনই আমি বাবার বাড়িতে আসি, তখনই কিন্তু আমি এসেই সবার আগে আমার বান্ধবীকে ফোন করি। সে ফ্রী আছে কিনা। কিন্তু খুব অদ্ভুত ভাবে সে ফ্রী না থাকলেও কিন্তু আমার জন্য ঠিক টাইম বার করে নেয় । ওর ছোটো একটা ছেলে আছে ।তারপরও যে এত সুন্দর টাইম ম্যানেজ করে আমার সাথে দেখা করতে আসে ।এটা ভাবলেই আমার খুব অবাক লাগে। কারণ আমি শুনেছি যে সংসারে ঢুকে গেলে নাকি কোনো মেয়ে খুব একটা সময় করে উঠতে পারে না। কিন্তু এটা খুব একটা ভুল কথা নয় নিজের ক্ষেত্রেও আমি বুঝতে পারছি কিন্তু যখন আমার বান্ধবীর দিক থেকে দেখি কিছু জিনিস কিন্তু আমাকে খুব অবাক করে দেয়। এই টাইম ম্যানেজমেন্ট করে দেখা করাটাই যেন মনে হয় সব থেকে বেশি স্পেশাল লাগে আমার কাছে ।

WhatsApp Image 2024-09-15 at 00.34.07.jpeg

WhatsApp Image 2024-09-15 at 00.34.07 (3).jpeg

WhatsApp Image 2024-09-15 at 00.34.07 (2).jpeg

WhatsApp Image 2024-09-15 at 00.34.07 (1).jpeg

আর তেমনভাবে আমি কিছুদিন আগে হঠাৎ করে দুপুরবেলা ফোন করে বলেছিলাম বিকেলবেলা ফ্রি আছে কিনা। কিন্তু সেদিন শুনলাম সে চাকরির একটা পরীক্ষা দেওয়ার জন্য অনেক সকালে বেরিয়েছিল। তবু আমাকে না করলো না শুধু বলল যে ঠিক আছে। ব্যাস আমিও বিকেল বেলা রেডি হয়ে বেরিয়ে গেলাম। আর এটাই ভাবলাম যে যেহেতু তার সকাল-সকাল বেরোনো হয়েছিল তাই বেশিক্ষণ সময় নিয়ে আমি আর দেখা করিনি।এক ঘন্টার জন্য দেখা করেছিলাম ।

WhatsApp Image 2024-09-15 at 00.34.06.jpeg

WhatsApp Image 2024-09-15 at 00.33.20.jpeg

ওইটুকু সময়ের জন্যই আমরা ভাবলাম কোথাও বসে একটু কফি খেয়ে চলে আসবো ।তাই হাতিবাগানের খুব নতুন একটি ক্যাফে শ্যামবাজারে শশী বাবুর ক্যাফেতে গেলাম।

WhatsApp Image 2024-09-15 at 00.34.13.jpeg

খুব ইচ্ছা ছিল এখানে যাওয়ার ।তাই সেদিন চলেই গেলাম আর তার মধ্যে সেদিন বৃষ্টিও পড়ছিল। এই ক্যাফের একটা কথা না বললেই নয়, খুব ছোট্ট একটা জায়গার মধ্যে। বলা যায় পুরানো কলকাতার বাড়িগুলোর দালান বাড়িতে কোনো রকমের ছোট্ট একটা জায়গার মধ্যে খুব সুন্দর ভাবে সেই জায়গাটা সাজিয়ে, সাজিয়ে বলতে গেলে চারিদিকটা একটা সুন্দর অ্যাম্বিয়েন্স তৈরি করা হয়েছে ।যেখানে খুব কম সময়ের জন্য সময় কাটানোর খুব ভালো একটা জায়গায় বলা যেতে পারে ।

WhatsApp Image 2024-09-15 at 00.34.12 (1).jpeg



আমরা গিয়েই সবার প্রথমে স্যুপ অর্ডার করেছিলাম। তারপরেই দুটো কোল্ড কফি নিয়েছিলাম ।যেহেতু খুব একটা বেশি সময়ের জন্য আমরা বের হইনি, তাই ওইটুকু সময় আমরা খুব সুন্দর ভাবে গল্প করে বাড়ি চলে এলাম।

WhatsApp Image 2024-09-15 at 00.34.08 (1).jpeg

WhatsApp Image 2024-09-15 at 00.34.08.jpeg



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Sort:  
 24 days ago 

এমন বন্ধু এখন খুব কম দেখা যায়। যারা শত ব‍্যস্ত থাকলেও কখনও না বলে না। সবকিছু ম‍্যানেজ করে ঠিকই দেখা করতে আসে। আসলে আপু এটা হলো প্রায়োরিটির বিষয়। ব‍্যাপার টা বেশ ভালো লাগল। দুজন বেশ ভালো সময় কাটিয়েছেন। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 24 days ago 

আশাকরি দিদি ভালো আছেন? শশীবাবুর ক্যাফেতে বেশ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। শশীবাবুর ক্যাফের পরিবেশ সত্যি বেশ দারুন। দুজনে বেশ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। আসলে জীবনের ভালো বন্ধুর খুবই প্রয়োজন যারা সব সময় কাছে থাকে। শশীবাবুর ক্যাফেতে কাটানো মুহূর্তগুলো অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন দিদি।

 24 days ago 

আসলে কাছের বন্ধু কিংবা বান্ধবীরা এমনই। শত ব্যস্ততার মাঝেও অল্প সময়ের জন্য হলেও টাইম ম্যানেজ করে দেখা করতে চায়। যাইহোক শ্যামবাজারের শশী বাবুর ক্যাফেতে বান্ধবীর সাথে দারুণ সময় কাটিয়েছেন বৌদি। বেশ ভালো লাগলো পোস্টটি দেখে। এতো সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 24 days ago 

বন্ধুত্ব হয়তো এমনই হয় দিদি। হাজার ব্যস্ততার মাঝেও বন্ধুকে সময় দেওয়ার চেষ্টা করে। দুজনের বন্ধুত্ব দেখে অনেক ভালো লাগলো। আপনারা অনেক সুন্দর সময় কাটিয়েছেন বুঝতে পারছি। খাওয়া-দাওয়া এবং গল্প দুটো মিলে মিশে দারুন সময় কাটিয়েছেন দিদি।

 24 days ago 

শ্যামবাজারের শশীবাবু ক্যাফের ভিতরের রংয়ের কারুকার্য এক কথায় অসাধারণ। দুই বান্ধবী মিলে সময়টা যে বেশ দারুণ উপভোগ করেছেন , তা কিন্তু আপনার লেখা পড়েই বুঝতে পেরেছি।

বন্ধুত্ব এভাবেই টিকে থাকুক। শুভেচ্ছা রইল।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 62152.13
ETH 2441.74
USDT 1.00
SBD 2.65