DIY-এসো নিজে করি:গ্রাম বাংলার পিঠে পুলি উৎসব এর চিত্রাংকন//১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভাল আছেন, সুস্থ আছেন।প্রথমে সকলকে জানাই পৌষ সংক্রান্তির আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।


পৌষ সংক্রান্তি হল বাঙালি সংস্কৃতিতে একটি বিশেষ উৎসবের দিন। পৌষ মাসের শেষের দিনে এই উৎসব পালন করা হয়। পৌষ সংক্রান্তি মানেই হলো নতুন ফসলের উৎসব, নতুন ধান খেজুরের গুড় দিয়ে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠা তৈরি করা হয়।আমাদের বাড়িতে সারাদিন পিঠা তৈরি চলছে, প্রায় তিন থেকে চার ধরনের পিঠা তৈরি হচ্ছে। এই দিনটাতে আমি আলাদা আনন্দের মধ্যেই থাকি।যেহেতু এই একটা দিনই মা পিঠা তৈরি করে, তাই পিঠে খাওয়ার একটা আলাদা আনন্দ কাজ করে।আজকে এই পিঠা তৈরিতে মা কে সাহায্য করতে ব্যস্ততার মধ্যেই আছি। তাও আজ আমি আপনাদের সাথে পৌষ সংক্রান্তি উপলক্ষে গ্রাম বাংলার পিঠে পুলি উৎসব এর একটি চিত্র অঙ্কন করে দেখালাম। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে।



WhatsApp Image 2022-01-14 at 7.08.49 PM (2).jpeg




অংকন পদ্ধতি:


উপকরণ


• একটি সাদা কাগজ
• একটা পেন্সিল
• রবার
• কালো রঙের মার্কার পেন
• একটা স্কেচ পেন
• গোলাপি রং
• ডিপ পিঙ্ক
• হলুদ রং
• ইয়োলো ওকার রং
• খয়েরি রং
• বেগুনি রং
• সবুজ রং
• কালো রং



প্রথম ধাপ


• প্রথমে একটি সাদা খাতা,পেন্সিল, রাবার, কালো মার্কার পেন,স্কেচ পেন,গোলাপি রং, হলুদ রং, খয়েরি রং,বেগুনি রং, ডিপ পিঙ্ক, সবুজ রং,ইয়োলো ওকার রং,কালো রং নিয়ে নিলাম।

WhatsApp Image 2022-01-14 at 7.15.54 PM.jpeg


দ্বিতীয় ধাপ



• প্রথমে একটি বউয়ের মুখ এঁকে নিলাম।

WhatsApp Image 2022-01-14 at 7.08.50 PM (3).jpeg


তৃতীয় ধাপ



• তারপর তারপর বৌটির হাত এবং ঘোমটা এঁকে নিলাম।

WhatsApp Image 2022-01-14 at 7.08.50 PM (2).jpeg


চতুর্থ ধাপ



• এরপর হাতে একটি সরা ধরে আছে এঁকে নিলাম।

WhatsApp Image 2022-01-14 at 7.08.50 PM (1).jpeg


পঞ্চম ধাপ



• এরপর বৌটির পাশে একটি ছেলেকে এঁকে নিলাম।

WhatsApp Image 2022-01-14 at 7.08.50 PM.jpeg


ষষ্ঠ ধাপ


• ছেলেটির হাতে পিঠা আছে এরকম এঁকে নিলাম।

WhatsApp Image 2022-01-14 at 7.08.49 PM (10).jpeg


সপ্তম ধাপ


• এরপর বউটির চোখ, নাক,মুখ, খড়ের গাদা এবং পিঠের সরা একে নিলাম।

WhatsApp Image 2022-01-14 at 7.08.49 PM (9).jpeg


অষ্টম ধাপ



•এবার একটি মেয়ে এঁকে নিলাম।

WhatsApp Image 2022-01-14 at 7.08.49 PM (7).jpeg



নবম ধাপ


•মেয়েটি আলপনা দিচ্ছে একে নিলাম।

WhatsApp Image 2022-01-14 at 7.08.49 PM (6).jpeg


দশম ধাপ


•এরপর মেয়েটির পাশ দিয়ে একটি কুড়ে ঘর এঁকে এলাম।

WhatsApp Image 2022-01-14 at 7.08.49 PM (4).jpeg



একাদশ ধাপ


•এবার গোলাপি রঙ দিয়ে বৌটির শাড়ি এঁকে নিলাম।

WhatsApp Image 2022-01-14 at 7.08.48 PM (1).jpeg


দ্বাদশ ধাপ


•এবার স্কিন রং দিয়ে হাত এবং পা রং করে নিলাম।

WhatsApp Image 2022-01-14 at 7.08.47 PM (1).jpeg


ত্রয়োদশ ধাপ


•এরপর ইয়োলো কালার রং দিয়ে খড় রং করে নিলাম। তার সাথে উঠোনটা রং করে নিলাম।

WhatsApp Image 2022-01-14 at 7.08.48 PM.jpeg


চতুর্দশ ধাপ


•এরপর ছেলেটির জামা প্যান্ট রং করে নিলাম।

WhatsApp Image 2022-01-14 at 7.20.42 PM.jpeg


পঞ্চদশ ধাপ


•এবার মেয়েটির ড্রেস রং করে নিলাম।

WhatsApp Image 2022-01-14 at 7.08.49 PM.jpeg


ষোড়শ ধাপ


• এরপর পুরো কুড়ে ঘরটা রং করে নিলাম তার সাথে ঘরের পিছনে গাছপালা রং করে দিলাম।

WhatsApp Image 2022-01-14 at 7.08.47 PM.jpeg


সপ্তদশ ধাপ


•সবশেষে কালো স্কেচ পেন দিয়ে পুরো চিত্রটা বর্ডার করে দিলাম।

WhatsApp Image 2022-01-14 at 7.20.43 PM.jpeg

WhatsApp Image 2022-01-14 at 7.08.48 PM (2).jpeg


অষ্টদশ ধাপ



•ব্যস তৈরি হয়ে গেল পৌষ সংক্রান্তি উপলক্ষে গ্রাম বাংলার পিঠে পুলি উৎসব চিত্র অঙ্কন

WhatsApp Image 2022-01-14 at 7.08.48 PM (3).jpeg

WhatsApp Image 2022-01-14 at 7.08.49 PM (3).jpeg




WhatsApp Image 2022-01-14 at 8.08.24 PM.jpeg

পৌষ সংক্রান্তি উপলক্ষে গ্রাম বাংলার পিঠে পুলি উৎসব এর সাথে আমার একটি নিজস্বী



ধন্যবাদ

Sort:  
 3 years ago 

আপু খুবই চমৎকার ভাবে শীতকালীন পিঠা পুলির যে আয়োজন আপনি আপনার চিত্রাংকন এর মধ্যে ফুটিয়ে তুললেন দেখতে খুবই অসাধারণ লাগছে। আমার কাছে বেশ ভালো লেগেছে। প্রতিটা ধাপ আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

অনেক ধন্যবাদ দাদা আপনাকে এত সুন্দরভাবে প্রশংসা করে পাশে থাকার জন্য।

 3 years ago 

ওয়াও আপু অসাধারণ হয়েছে আপনার গ্রাম বাংলার পিঠেপুলির উৎসব এর চিত্র অংকন টি। খুবই নিখুঁতভাবে তৈরি করছেন। সত্যি অনেক সুন্দর হয়েছে। আপনার চিত্র অংকন টি দেখে আমার অতীতের কথা মনে পড়ে গেল। এরকম সুন্দর একটি প্রশ্ন আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপু আপনার জন্য। 🥰🥰🥰

 3 years ago 

অনেক ধন্যবাদ দাদা আপনাকে এত সুন্দরভাবে প্রশংসার জন্য।

ওয়াও আপু অনেক সুন্দর একটা দৃশ্য দেখে চোখ জুড়ানোর মত একটা। গ্রামের পিঠা-পুলির উৎসব ঠিক এমনই হবে হয়ে থাকে। আপনার ছবি দেখে মনে হয় আমি সেখানে বাস্তব কিছু দেখতে পারছি। সত্যি বলতে একেবারে অসাধারণ হয়ে আপু। আপনাকে অনেক ধন্যবাদ আপু

 3 years ago 

অনেক ধন্যবাদ দাদা আপনাকে।

 3 years ago 

শীতকাল মানেই পিঠা পুলি খাওয়া।আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপ বর্ণনা করেছেন। দেখে ভালো লাগলো।শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ দাদা আপনাকে।

 3 years ago 

➡️গ্রাম বাংলার পিঠে পুলি উৎসব এর চিত্রাংকন সত্যিই খুব অসাধারণ হয়েছে। প্রথম দেখাতে অসাধারণ লেগেছে আমার কাছে। আসলে আপনার হাতে জাদুর রয়েছে, তা না হলে এত সুন্দর চিত্র অঙ্কন করা সম্ভব না। ধাপে ধাপে খুব অসাধারণ ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য। এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
 3 years ago 

অনেক ধন্যবাদ দাদা আপনাকে এত সুন্দরভাবে প্রশংসা করে পাশে থাকার জন্য।

 3 years ago 

ওয়াও অসাধারণ হয়েছে আপু আপনার চিত্রাঙ্কন টি। প্রতিটি জিনিস অনেক বেশি সুন্দর করে ফুটিয়ে তুলতে পেরেছেন। সত্যিই দেখে অনেক ভালো লাগলো ।এবং গ্রাম বাংলার সভ্যতা নিজেদের শৈশব সবকিছু মনে পড়ে গেল। অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমাদেরকে এত সুন্দর একটি আর্ট পোষ্ট উপহার দেওয়ার জন্য। অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ দিদি আপনাকে এত সুন্দরভাবে প্রশংসা করে পাশে থাকার জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

খুবই সুন্দর ভাবে এবং দক্ষতার সাথে আপনি গ্রাম বাংলার পৌষ পার্বণ উৎসবের চিত্র টি তুলে ধরেছেন। ছোট মেয়ে টি যে আলপনা দিচ্ছে সেই আলপনা টাও খুবই নিখুঁতভাবে আপনি উপস্থাপন করেছেন। ধন্যবাদ এরকম সুন্দর এবং ইউনিক একটি অঙ্কন আমাদের সামনে তুলে ধরার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ দাদা আপনাকে এত সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনার রং পেন্সিল দিয়ে তৈরি গ্রাম বাংলার পিঠে পুলি উৎসব এর চিত্রাংকন টা বেশ সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আর দেখে খুব ভালো লাগলো আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

অনেক ধন্যবাদ দাদা আপনাকে এত সুন্দরভাবে প্রশংসা করে পাশে থাকার জন্য।

 3 years ago 

আপনি তো দেখতেছি খুব সুন্দর আর্ট করতে পারেন। এই ছবিটি দেখতে বেশ আকর্ষনীয় লাগতেছে। কারণ এই মৌসুমে চারিদিক পিঠাপুলির উৎসবে মেতে থাকে। আপনার চিন্তাভাবনা আর কাজ ২ টো ই খুব সুন্দর।

 3 years ago 

অনেক ধন্যবাদ দাদা আপনাকে এত সুন্দরভাবে প্রশংসা করে পাশে থাকার জন্য।

 3 years ago 

অসম্ভব সুন্দর হয়েছে আপনার অংকন টি।। গ্রামবাংলায় এরকম পিঠা-পুলির উৎসব হুবহু লেগেই থাকে তারই যেন প্রতিচ্ছবি আপনি আপনার অঙ্কনের মাধ্যমে তুলে ধরেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ দাদা আপনাকে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.031
BTC 58951.49
ETH 2505.59
USDT 1.00
SBD 2.48