লেভেল ৪ হতে আমার অর্জন - By @svshuvo ||

বাংলা ভাষাভাষী "আমার বাংলা ব্লগ" এর সকল সদস্যদের জানাই অভিনন্দন। আমি @svshuvo ফরিদপুর শহর থেকে। আশা করি আল্লাহ তাআলা সবাইকে ভালো রেখেছেন। আমাকেও আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ অনেক ভালো রেখেছেন। আজকে আমি এবিবি স্কুলের লেভেল-৪ এর লিখিত পরীক্ষায় এ অংশগ্রহণ করছি।

Photo 16-12-21 4 43 59 PM.jpg

লেভেল ৪ এর টিচার গণঃ

লেভেল-৪ এর ক্লাসে আমাদের প্রফেসর হিসেবে ছিলেন @moh.arif ভাই, @alsarzilsiam ভাই এবং @rupok ভাই । লেভেল-৪ এর ক্লাসে আমাদেরকে কনভার্শন এবং ট্রানজেকশন এর ব্যাপারে শিখানো হয়েছে। @moh.arif ভাই আমাদেরকে প্রতিটি বিষয় প্র্যাকটিক্যালি ভিডিও স্ট্রিমিং এর মাধ্যমে করে দেখিয়েছেন। এ ব্যাপারে আমাদের জানো কোনো রকম জরতা না থাকে সে ব্যাপারে যথেষ্ট চেষ্টা করেছেন ভাইয়া।

  • p2p


p2p অর্থাৎ Person to Person Transfer। যখন আমি আমার স্টিমিট ওয়ালেট হতে অন্য কারো স্টিমিট ওয়ালেটে স্টিম/ এসবিডি/ টিয়ারএক্স/ সেন্ড করি সেটিকে p2p বলা হয়। "আমার বাংলা ব্লগ" কমিটি p2p সমর্থন করে না। কারণ এর মাধ্যমে একই ব্যক্তি একাধিক একাউন্ট ব্যবহার করছে এমন একটি ধারনার সৃষ্টি হয়। এ কারণে p2p পরিহার করাই শ্রেয়।



  • P2P এর মাধ্যমে SBD ট্রান্সফারঃ


SBD01.png



SBD02.png


  • P2P এর মাধ্যমে Steem ট্রান্সফারঃ


STEEM01.png



STEEM02.png


  • P2P এর মাধ্যমে TRX ট্রান্সফারঃ


TRX01.png



TRX02.png

TRX ট্রানস্ফার করার সময় TRON প্রাইভেট কী ব্যবহার করতে হবে।

  • Internal Market এ SBD কে Steem এ Convert করাঃ


Internal Market01.png



Internal Market02.png


  • Poloniex Exchange site Account Create


p.png



2p.png



3p.png


  • Poloniex Exchange site এ Steem Transfer-


poloniex-steem01.png



poloniex-steem02.png


  • Poloniex Exchange site এ TRX Transfer-


poloniex-TRX-0.1.png



poloniex-TRX-0.2.png

Poloniex Exchange site এ TRX Transfer করার সময় স্টিম একাউন্ট সুইচ করে ট্রন একাউন্ট করে নিতে হবে।

  • Poloniex Exchange site এ প্রেরিত Steem এবং TRX কে USDT তে Exchange-


STEEM SELL

poloniex-steem-sell01.png



TRX SELL

poloniex-TRX-sell01.png



আজকের মত এখান থেকেই বিদায় নিচ্ছি। আগামীতে ইনশাআল্লাহ আবার কথা হবে ভিন্ন কিছু নিয়ে সে পর্যন্ত সবাই ভাল থাকবেন এই কামনা করছি।

By-@svshuvo

Sort:  

ভাইয়া আপনার পোস্টে লেভেল -৪ এর বিষয়গুলো খুব সুন্দর ভাবে দেখিয়ে দিয়েছেন। বোঝা যাচ্ছে লেভেল-৪ এর ক্লাসগুলো আপনি খুব ভালোভাবে করেছেন ।আপনার পোস্ট থেকে অনেক কিছু শিখতে পারলাম ।যারা নতুন তারা অনেক কিছু জানতে পারবেন এই পোষ্টের মাধ্যমে। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

খুব সুন্দর করে আপনি লেভেল 4 এর p2p গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আজকের পোস্টে আলোচনা করেছেন। আপনার উপস্থাপনা সত্যি দারুন হয়েছে। আর নতুন যারা আছেন তাদের জন্য এই পোস্টটি একটি উপকারী মূলক পোস্ট হবে আশা করছি।
শুভকামনা রইল আপনার জন্য ভাইয়া।

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনি আগের 3 টি লেভেল পার করে লেভেল 4এর বিষয়গুলি সুন্দর করে উপস্থাপন করেছেন।যেটি আপনাকে সফল হতে সাহায্য করবে।আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া।

ধন্যবাদ আপু।

 3 years ago 

খুব সুন্দর করে পোস্টটি লিখেছেন। বোঝা যাচ্ছে আপনি বিষয় গুলো বুঝতে পেরেছেন। আপনার জন্য শুভ কামনা।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

  • level-4 থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন দেখেই বোঝা যাচ্ছে ভাই আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65266.27
ETH 2639.14
USDT 1.00
SBD 2.84