'হাড় কিপটে' নাটক রিভিউ || প্রথম পর্ব

in আমার বাংলা ব্লগlast year

আজ - শুক্রবার

০৬ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ


আসসালামু আলাইকুম



হ্যালো বন্ধুরা

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি নাটক রিভিউ নিয়ে। আশা করি এই নাটকটি আপনাদের অনেক ভালো লাগবে যদি আমার রিভিউ পড়ে থাকেন এবং নাটকটি দেখেন। আমরা জানি হারকিপটে নাটক ১০৫ পর্ব। আজ আমি প্রথম পর্ব আপনাদের মাঝে রিভিউ করে তুলে ধরতে যাচ্ছি। চলুন আর দেরি না করে এখনই শুরু করি।


Screenshot_20230921-213833_1.jpg

স্ক্রিনশট: ইউটিউব


🤔নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ🤔
নামহাড় কিপটে
রচনাবৃন্দাবন দাস
পরিচালকসালাউদ্দিন লাভলু
অভিনয়েআমিরুল হক চৌধুরী, চঞ্চল চৌধুরী, বৃন্দাবন দাস, মোশাররফ করিম, আ খ ম হাসান, শামীম জামান, শাহনাজ খুশি সহ আরো অনেকে।
দেশবাংলাদেশ
ভাষাআঞ্চলিক বাংলা
ধরণকমেডি,ড্রামা
পর্বের সংখ্যা১০৫
রিভিউপ্রথম পর্ব
দৈর্ঘ্য২০ মিনিট
প্ল্যাটফর্মইউটিউব চ্যানেল


চরিত্রেঃ

  • আমিরুল হক চৌধুরীর
  • চঞ্চল চৌধুরী
  • বৃন্দাবন দাস সহ আরো অনেকে


কাহিনীর সারসংক্ষেপ

হার কিপটে নাটকের শুরুতে লক্ষ্য করা যায় একজন বৃদ্ধ মেঠো রাস্তায় কি যেন খুঁজে। আর পথ দিয়ে একজন লোক সেই দৃশ্য দেখে প্রথম প্রশ্ন করলো 'চাচা কি খোঁজেন?' ও চাচা কি খোঁজেন? আর এটাই ছিল নাটকের প্রথম সংলাপ। কিন্তু বৃদ্ধ কোন উত্তর না দিয়ে গম্ভীর্য একটা শব্দ প্রকাশ করল আর সে ভয়ে পথচারী চলে গেল কথা না বলে। এরপর বৃদ্ধ লোকটি কি জানো খুজতেছে গভীর মনোযোগে। রাস্তার এপাশ থেকে ওপাশ খুজে খুজে হয়রান। এরপর মাটিতে বসে পড়ে আর্তনাদ প্রকাশ করল এমন কাজ কোনদিন হয় না। রাতের বেলায় তার স্মরণ হলো না। এরপর আবার খুঁজতে থাকে।

Screenshot_20230921-220941.jpg

Screenshot_20230921-221421.jpg

🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


নাটকটির প্রথম পর্বের দ্বিতীয় পর্যায়ে লক্ষ্য করা গেল একটি মেয়ে ঘরের পিলারের সাথে একটি কোট বাড়ি দিচ্ছে ধুলা বের করার জন্য। পাশে বসে থাকা বৃদ্ধ বাবা তাকে আসতে বাড়ি দিতে বলল কারণ ধুলা বের করার জন্য এভাবে জোরে বাড়ি মারলে তো ওটা নষ্ট হয়ে যাবে। তবে মেয়ে তার বাবাকে বলল সে খুব ধীরে বাড়ি দিচ্ছে। এমন মুহূর্তে 'বহর আলী' এসে বৃদ্ধির পাশে বসে পড়ল এবং কান্না শুরু করল। বৃদ্ধ প্রশ্ন করায় বহর আলী উত্তর দিল তার বাবা ফজরের নামাজ শেষ করে রাস্তায় এসে কি যেন খুঁজছে আর হায় হায় করছে। এমন কথা শুনে বৃদ্ধ তাকে বলল চলো দেখি গিয়ে কি হয়েছে। এই মুহূর্তে বৃদ্ধর মেয়ে বলল বাবা কোডটা নিয়ে যাও কিন্তু কিছুতেই বৃদ্ধ রাজী হলো না। তারা দুইজন তাড়াহুড়া করে চলে গেল।

Screenshot_20230921-221945.jpg

Screenshot_20230921-222010.jpg

Screenshot_20230921-222403_1.jpg

🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


বহর আলীর আব্বা রাস্তার উপর হামাগুড়ি দিয়ে কি যেন খুঁজে। এমন মুহূর্তে একজন পথচারী এসে প্রশ্ন করলো 'মুরুব্বী কি হারাইছে?' বহর এর আব্বা কর্কশ ধ্বনিতে ঝাটকা দিয়ে বলল তা জেনে তোমার কি হবে? পথচারী উপকার করতে চাইলো কিন্তু উনি কিছুতেও রাজি হলেন না অপমান করে খেদিয়ে দিলেন। পথের মধ্যে দ্রুত হেঁটে আসছিল বহর আর হারাধন কাকা। পথচারী বহর আলীকে প্রশ্ন করলে উত্তর দেয় না। হারাধন কাকা এসে প্রশ্ন করল বন্ধু নজর আলীকে কি হয়েছে? অনেক মনে কষ্ট নিয়ে আর্তনাদের সাথে নজর আলী তার ছেলে বহর আর হারাধনের কাছে বলল রাত্রিকালের মুহূর্তে বাজার থেকে ফিরতে আস্ত পাঁচ টাকার একটি কয়েন এখানে পড়ে গেছে! সেটাই অতি কষ্টের সাথে এখানে খুঁজছে সকাল থেকে কিন্তু পাচ্ছে না। কথাটা শোনা মাত্রই বহর আলী আর্তনাদের ফেটে পড়লো এবং টাকা খুলতে থাকলো। তারা তিনজনায় টাকা খুঁজতে শুরু করে দিল। বহর আলী টাকা খুঁজতে গিয়ে একটি গর্তের মধ্যে হাত দিতেই হারাধন কাকা গর্তে হাত দিতে মানা করল কিন্তু বহর আলী উত্তর দিল টাকা হারিয়ে গেছে বেঁচে থেকে লাভ কি? বিষয়টা তখন ছিল বেশি হাস্যকর। তারা বেশ আর্তনাদে খুঁজতে থাকল ৫ টাকার কয়েন টা।

Screenshot_20230921-223109.jpg

Screenshot_20230921-223241.jpg

🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


এদিকে হারাধনের ছেলে ঘরের মধ্য থেকে একজোড়া স্যান্ডেল ঝাড়তে ঝাড়তে ঘর থেকে নেমে পা দিতেই তার বোন রামের নাম মুখে নিয়ে বিভিন্ন বায়না শুরু করলো যেন স্যান্ডেল দুইটা পায়ে না দেয়। দুই ভাই বোনের মধ্যে বেশ কথা কাটাকাটি হলো। মূলত হারাধনের মেয়ের কথা ছিল যখন তখন স্যান্ডেল পায়ে দিলে ছিড়ে যাবে। স্যান্ডেল যেন পায় না যায় সেজন্য যথেষ্ট জ্ঞান দিল তার দাদাকে, খালি পায়ে মাটির উপর দিয়ে হাঁটলে শরীর ভালো থাকে। এরপর হারাধনের মেয়ে বলতে থাকলো তার বাবা আসলেই বলে দেবে সবকিছু।

Screenshot_20230921-223817.jpg

🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


এদিকে পাঁচ টাকার কয়েন খুঁজে না পাওয়ায় আর্তনাদে ব্যাকুল তিনজন। তাই হারাধন কাকা বহর আলী আর তার বাবা কে বলল হয়তো টাকা অন্যের পকেটে চলে গেছে। এতে বহরালে আরো আর্তনাদ করতে থাকল টাকা পয়সা পথে পড়ে থাকার আর দিনকাল নেই, আগে পড়ে থাকত এখন পড়ে থাকলেই লোকের কুড়িয়ে নিয়ে যায়। এবার বহর আলী তার বাবাকে ধৈর্য ধরতে বলল। এই মুহূর্তে হারাধন নজর আলীকে দরগায় পাস শিখি মান্নত করতে বলল ৫ টাকা ফিরে পাওয়ার আশায়। এই কথা শুনে নজরে হলে হতাশ হলো। পরে বাপ বেটা যুক্তি করে রাজি হল। এই কথা বলে হারাধন চলে গেল, তারা বাপ বেটা পুনরায় টাকা খোঁজা শুরু করল।

Screenshot_20230921-224529.jpg

Screenshot_20230921-224810.jpg

Screenshot_20230921-224744.jpg

🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


এদিকে নজর আলীর স্ত্রী আঁকার পাড়ে রান্না বাদ দিয়ে বসে আছে। তার বড় ছেলে মায়ের এমন বসে থাকা দেখে আঁকার পাড়ে এসে উপস্থিত হল এবং ভাত রান্না করতে বলল। সকালবেলায় হালকা পান্তা ভাত খেয়েছে। এখন রান্না করছে না এদিকে খিদে লেগে গেছে। তার মা উত্তর দিল তার বাবা চাল তালা মেরে রেখেছে। ৫ টাকা হারিয়ে গেছে সেই খোজায় ব্যস্ত। দোয়া কর টাকা পেয়ে গেলে ভালো হয়। না পেলে না জানি আজকে ভাত বন্ধ করে দেয়। বড় ছেলে মনে কষ্ট নিয়ে মায়ের কাছে বলল এটা কি কন্ট্রোলের চাল তালা দিয়ে রাখে খাওয়ার বেলায় তো মাত্র কিছু ভাত খায়। বেশি অসহায় মৌনতা নিয়ে মায়ের কাছ থেকে বড় ছেলে চলে গেল।

Screenshot_20230921-225302.jpg

Screenshot_20230921-225327.jpg

🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


পথের মধ্যে হারাধন তার ছেলেকে দেখতে পারলো স্যান্ডেল পায় দিয়ে পথের মধ্যে রাজপুত্রের মত চলছে। হারাধন তার ছেলেকে প্রশ্ন করল কোথায় যাচ্ছে। বাপ ছেলের মধ্যে বেশ কথা কাটাকাটি হলো এরপর হারাধন তার ছেলের পায়ে থেকে স্যান্ডেল দুটো নিয়ে নিল। হারাধনের ছেলে বলল এক বছর পার হয়ে গেছে স্যান্ডেলের বয়স,যখন প্রথম পায়ে দিত তখন তেনা টিপে দিতে হতো। হারাধন বলল সুদূরপ্রসারী চিন্তা নিয়েই তো জীবন চালাচ্ছে বলেই তো টিকে আছে। নাই এতদিন পথের ফকির হতে হত।

Screenshot_20230921-225920.jpg

🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


পথের মধ্যে নজর আলী আর তার ছেলে বহর টেনশন মাথায় নিয়ে বাড়ি ফিরছে। বহর বললো ৯৫ টাকার সাথে এই পাঁচ টাকা যোগ করলে ১০০ টাকা পুরনো হয়ে যেত কিন্তু সেটা হলো না। এরপর হঠাৎ বহর বলল তার মনে একটা সন্দেহ আছে, হারাধন কাকা টাকাটা পেয়ে যায় নি তো? এই কথাটা শুনে নজর আলী তো আরো আর্তনাদে ফেটে পড়লো। এরপর বাপ ছেলে টাকা উদ্ধার করা লাগবে বলে আর্তনাদ করতে করতে চলে গেল।

Screenshot_20230921-230359.jpg

🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


এদিকে নাটকের মধ্যে রোমান্টিকতা ফুটে উঠেছে বহর আলীর ছোট ভাই নহর আলী প্রেম করছে তার প্রেমিকার সাথে গাছ তলায়। প্রেমিকা প্রশ্ন করল তার বাবার টাকা হারিয়েছে এই বিষয়ে কিন্তু কথায় কথায় প্রেমিকা বুঝতে পারলো সকালে নহর আলী বাড়িতে খাবার পাইনি, মাথায় হাত দিয়ে দেখে চুলে বেশ আঠা। চুলের শ্যাম্পু করে নাই এই প্রশ্নের জবাবে উত্তর পেল বছরে দুইবার চুলের শ্যাম্পু করে দুই ঈদে। এছাড়া তার পরিবার থেকে কোন সুযোগ নেই চুলে সাবান শ্যাম্পু দেওয়ার। যাইহোক প্রেমিকা তাকে সুন্দরভাবে শরীরের যত্ন নেওয়ার কথা বলল।

Screenshot_20230921-230926.jpg

🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


ইতো মধ্যে নজর আলী আর তার মেজো ছেলে বহর বাড়ি আসলো। বহর তার বাবাকে ধৈর্য সহকারে চকিতে কষ্ট করল। এখন তাদের দুঃসময় চলছে অধৈর্য হলে হবে না। বহর তার বাবাকে কি বল থেকে ঠান্ডা পানি এনে দেওয়ার চাইলেও কিন্তু বাবা বলল ঠান্ডা পানি খেয়ে কি মনের কষ্ট দূর হবে। নজর আলীর ইচ্ছে করছে নিজের মাথার চুল টেনে ছিড়ে ফেলি, এত দুঃখ মনে। নজর আলী বারবার আর্তনাদ করছে এত বড় ভুল কিভাবে করল। নজর আলীর মেজো ছেলে বহর আলী তার বাবাকে বলল বেপারী ষড়যন্ত্র করে ৫ টাকার নোট না দিয়ে কয়েন দিয়েছে যেন হারিয়ে যায়। না হলে এত বড় সর্বনাশ হতো না,আর এর মধ্য দিয়েই প্রথম পর্বের সমাপ্তি হয়।

Screenshot_20230921-231624.jpg

🎆স্ক্রিনশট: ইউটিউব🎆


ব্যক্তিগত মতামত:

হাড় কিপটে নাটকটির ধারাবাহিকভাবে আমাদের মাঝে সম্প্রচার হয়েছে। বর্তমান ইউটিউবে নাটকটা পাওয়া যায়। যথেষ্ট কমেডি একটি নাটক। এ জাতীয় নাটকগুলো আমি বেশ পছন্দ করে থাকি। কারণ এই সমস্ত নাটক গুলো সকল শ্রেণীর মানুষ একত্রে বসে দেখতে পারা সম্ভব। যেখানে কোন প্রকার অশ্লীলতা নেই। হয়তো একজন অসুস্থ মানুষ সুস্থ হতে পারবে এমন নাটক দেখে। বাপ ছেলে মেয়ে একসাথে বসে দেখা সম্ভব। নাটকটা যথেষ্ট হাস্যকর এবং মানুষকে আনন্দ প্রদান করতে সক্ষম। কৃপণ মানুষের জীবনের বিশেষ বৈশিষ্ট্য ফুটে উঠেছে এই নাটকের মধ্যে। বাবার পাশাপাশি সন্তান ও কৃপণ হয় তার নমুনা খুজে পেয়েছি এখানে। তবে নাটকটা আমার কাছে যথেষ্ট প্রিয় ও গ্রহণযোগ্য। যেখানে গ্রামীণ পরিবেশ এবং গ্রাম বাংলার দৃশ্য ফুটে উঠেছে।
ব্যক্তিগত রেটিং:

৯.৫/১০

নাটকের লিংক


সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন নাটক রিভিউতে, ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Posted using SteemPro Mobile

Sort:  
 last year (edited)

হাড় কিপটে নাটকটা আমি অনেক আগে দেখেছি এই নাটকটা আমার কাছে অনেক ভালো লাগে। হাড় কিপটে নাটকের প্রায় সব গুলা পর্ব আমার দেখা। নাটকটিতে যারা অভিনয় করেছে তাদের প্রত্যেকজনের অভিনয় খুবই সুন্দর এবং প্রশংসার যোগ্য। হাড় কিপটে নাটকটা রিভিউ করছেন দেখে সত্যি অনেক ভালো লাগছে । ধন্যবাদ সুন্দর একটি নাটক রিভিউ করার জন্য।

 last year 

হ্যাঁ প্রত্যেকজন নিজের অবস্থান থেকে ভালো অভিনয় করেছে

 last year 

আমাদের দেশের এই কালজয়ী নাটক গুলোর মতো নাটক হয়তো আর হবে না।আধুনিকতার ছোয়ায় এমন নাটক আর পাবো না।কতো সাবলীল বিনোদন ছিল এই নাটকে খুব দারুন উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 last year 

তা অবশ্য ঠিক বলেছেন এই জাতীয় গ্রামীণ নাটকগুলো আমার খুব প্রিয়

 last year 

এখন সময়ের অভাবে খুব একটা বেশি নাটক দেখা হয় না। তবে আপনার কাছে থেকে এই নাটক এর রিভিউ দেখতে পেরে খুবই ভালো লাগলো৷ খুবই সুন্দরভাবে আপনি এই নাটকের রিভিউ করেছেন। এই নাটকটি দেখে অনেক সুন্দর দেখা যাচ্ছে৷ আমিও সময় করে এই নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করব।

 last year 

তারপরও চেষ্টা করবেন দেখার জন্য

 last year 

আপনি অনেক সুন্দর একটা নাটকের রিভিউ পোস্ট শেয়ার করেছেন আমাদের সকলের মাঝে, যা আমার অনেক ভালো লেগেছে পড়ে। হাড় কিপটে নাটকটার রিভিউ অনেক সুন্দর ছিল। আর প্রথম পর্বের রিভিউটা দারুন ছিল এটা বলতেই হচ্ছে। যদিও এই নাটকটা আমার দেখা হয়নি, তবে রিভিউ টা সব থেকে বেশি ভালো লেগেছে।

 last year 

ভাই সুযোগ করে দেখার চেষ্টা করবেন

 last year 

ভাই আপনি আজকে খুব চমৎকার একটি নাটকের ভিউ করেছেন। এই নাটকের প্রথম থেকে শেষ পর্ব পর্যন্ত আমি দেখেছি। নাটকের যারা চরিত্র রয়েছেন প্রত্যেকজন তার নিজস্ব জায়গায় খুবই দারুণ অভিনয় করেছেন। এ ধরনের সামাজিক হাস্যকর নাটকগুলো দেখতে ভীষণ ভালো লাগে। এই নাটকগুলোর মধ্যে কি নেই সব কিছু রয়েছে। ধন্যবাদ সুন্দর একটি নাটক আমাদের মাঝে তুলে ধরার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

আশা করি পরবর্তী পর্বগুলো দেখবেন

 last year 

এরকম নাটকের রিভিউ পোস্ট গুলো আমি অনেক পছন্দ করি। আসলে আমি নাটক দেখতে যেমন পছন্দ করি, তেমনি নাটকের রিভিউ পড়তেও ভালোবাসি। আর এই নাটকটার রিভিউ পড়ে আমার তো অনেক বেশি মজা লেগেছে। এই নাটকটার কাহিনী কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। এই নাটকটার শুরু থেকে শেষ পর্যন্ত প্রথম পর্বটা অনেক সুন্দর ভাবে তুলে করেছেন।

 last year 

নাটকটা আমার খুবই প্রিয় তাই মনে করলাম আপনাদের মাঝে রিভিউ করে তুলে ধরবো প্রত্যেকটা পর্ব

 last year 

হাড় কিপটে নাটকটা আমি অনেক আগে দেখেছি। এই নাটকটি আমার খুবই পছন্দের একটি নাটক। পছন্দের নাটকের রিভিউ দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।

 last year 

আশা করি প্রত্যেকটা রিভিউ দেখবেন আপনি।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65792.35
ETH 2676.19
USDT 1.00
SBD 2.90