শীতের ফুলের খোঁজে নার্সারীতে একদিন। @shy-fox ১০% বেনিফিসিয়ারী।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,কেমন আছেন সবাই? আমি ভালো আছি।

ছুটির দিনের ব্যস্ততা কম তাই মনের খোরাক জোগাতে আজ ছুটেছি নার্সারিতে।ছোট বেলার শীতের ফুল মানেই উঠোন জুড়ে নানান রকম গাঁদার সমাহার সাথে ছিলো সূর্যমুখী, ডালিয়া, শিউলি আর ঘাস ফুল এখন কিন্তু এসব ফুলের পাশাপাশি অনেকটা জায়গা দখল করে নিয়েছে বেশ কিছু বিদেশি ফুল যেমন-ড্যানটাস, পিটুনিয়া, জারবারা,বারবেনা গ্যাজানিয়া।

20211203_163919.jpg

লোকেশন লিঙ্কঃ

https://w3w.co/ember.porridge.enhanced

সারাদিনের পরিকল্পনা ছিলো বিকালে যাবো নার্সারীতে বিকেল হতেই রওনা হলাম বনশ্রী থেকে আফতাব নগর যেতে খুবই অল্প সময় লাগে।নার্সারীতে ঢুকেই মাথা নষ্ট এত রকম ফুলের গাছ কোনটা রেখে কোনটা কিনি কিন্তুউদ্দেশ্য যেহেতু শীতে ফোটা ফুল তাই বাছতে সময় নিলাম।তিনটা নার্সারী ঘুরে পেলাম মনের মত ফুল গাছের দেখা।

20211203_163058.jpg

গাঁদা ফুল

শীতের সময় বাগানে বারান্দায় গাঁথা সূর্যমুখী শোভা পাবেনা তা কি করে হয়? কিনে ফেললাম হদুল, লাল আর রক্ত গাদা। ফুলসহ প্রতিটি গাছের দাম ৫০ টাকা। এত অল্প টাকায় এই সৌন্দর্য দেখার লোভ সামলাতে পারিনা বহুবছর। পুরো শীতেই আমার বারান্দা ভরে থাকে গাঁদা আর সূর্যমুখী। এবারে হাত বাড়ালাম পিটুনিয়ার দিকে। প্রতিটি পিটুনিয়ার দাম ১০০টাকাপিটুনিয়লাল,বেগুনি,সাদা,নীল,ম্যজেন্ডা,গোলাপী অনেক রঙের হয়। চাইলে বীজ সংরক্ষণ করা যায় পরের বছরের জন্য।

20211203_163550.jpg

পিটুনিয়া

20211203_162507.jpg

সূর্যমুখী

রঙ বেরঙের চন্দ্রমল্লিকার মায়া কাটানো কঠিন। প্রতিটি গাছের দাম একশো টাকা। পুরো শীত মৌসুম জুড়েই বাড়াবে বাগানের রুপ। খুব বেশি যত্নের দরকার পড়েনা চন্দ্রমল্লিকার তবে সপ্তাহে অন্তত ২ দিন বেশি রোদে রাখতে হবে।

20211203_163507.jpg

চন্দ্রমল্লিকা

এরপর দেখি নানান রঙের জিনিয়া। এগুলির দামও কম মাত্র ৮০ টাকা। হলুদ,কমলা, সাদা রঙের জিনিয়া কিনে পাশাপাশি রাখলে বাগানের সৌন্দর্য বাড়ে বহুগুণ তাই এরাও আমার সঙ্গী হলো।

20211203_163900.jpg

জিনিয়া

20211203_162456.jpg

জিনিয়া

ছোটো ছোট ঝোপালো নানান রঙের এই ফুলগুলি পাহাড়ি এলাকায় অনেক দেখা যায়। ফুলের নাম বারবেনা সারাবছরই বারবেনা ফোটে তবে শীতে ঔজ্জ্বল্য অনেক বেশি।

20211203_163458.jpg

বারবেনা

শীতের সময় ফোটা আমার ভীষণ প্রিয় ফুল ড্যানটাস। ফুলের রঙের যে কত বৈচিত্র হতে পারে ড্যানটাস না দেখলে বোঝা যাবেনা। ফুল ফোটা শেষ হলে গোঢ়া থেকে ছেটে দিলে কিছুদিন পর আবার গাছ ভরে উঠবে ফুলে প্রতিটি গাছের দাম মাত্র পঞ্চাশ টাকা।

20211203_163531.jpg

ড্যানটাস

গাঢ় কমলা গ্যাজানিয়া আর ম্যাজেন্টা বোতাম ফুল রঙ বেরঙের ফুলেন মাঝে দারুণ মানিয়ে যাবে। ফুল সহ গাছ গুলির দাম পড়বে একশো টাকা। বোতাম ফুল অবশ্য সারা বছরই ফোটে।

20211203_163853.jpg

গ্যাজানিয়া

20211203_163159.jpg

বোতাম ফুল

আপনি চাইলে নার্সারী থেকেই টব কিনে গাছগুলো লাগিয়ে নিতে পারবেন। আমরা বারান্দায় যে গাছ গুলি রাখবো সেগুলো টবে লাগিয়ে এনেছি । আর ছাদের গাছগুলি টব ছাড়া নিয়েছি। ঝুলন্ত টব গুলির দাম প্রতিপিস ৫০ টাকা। নার্সারী থেকে টবে গাছ লাগিয়ে নিলে গাছের প্রয়োজনীয় সার তারাই দিয়ে দেয়।

20211203_161817.jpg

আমি সোনিয়া আমি বাংলাদেশী। বাংলায় গান লিখি কবিতা লিখি। ভ্রমণ আমার নেশা। ভালো লাগে রঙের খেলা। বাগান করতে খুব ভালো লাগে। মন যখন ক্লান্তিতে ভরে ওঠে বাগানের ফুল আনন্দে ভরিয়ে দেয় মন। মনের আনন্দে লিখছি আমার বাংলা ব্লগে।

Sort:  
 3 years ago 

শীতকালে হরেক রকমের ফুলের সমাহার ঘটে।আপনার নার্সারিতে ভ্রমনের অভিজ্ঞতা অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন।প্রতিটি ফুল সম্পর্কে ভালোভাবে ধারণা দিয়েছেন।শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেকদিন পর আপনার এই পোস্টের মাধ্যমে শীতকালীন ফুল গুলো দেখতে পেলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার নার্সারিতে ঘুরতে যাওয়া শীতের মৌসুম এর অনেকগুলো ফুলের ছবি দেখতে পেলাম ।শীতের ফুলের সৌন্দর্য আমি খুবই মুগ্ধ হয়েছি ।আমার কাছে খুবই ভালো লেগেছে। আশা করি আপনি শীতের মৌসুমে অনেকগুলো ফুল কিনতে গিয়েছেন যেটা আশা করি ভালোভাবেই সফল হবেন।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অসাধারণ কিছু নাম না জানা অজানা ফুলের ফটোগ্রাফি আপনি করেছেন যাইহোক অনেকগুলো ফুল আপনার এই পোষ্টের মাধ্যমে একসাথে দেখতে পেলাম এই শীতকালীন ফুল গুলো দেখে খুবই ভালো লাগলো আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনার জন্য শুভকামনা থাকলো

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

মন ভরে গেল ফুল গুলো দেখে দিদি। আমিও এই সপ্তাহে 2 দিন গিয়েছিলাম নার্সারীতে। ওখানে গেলে মনে হয়, সব গাছ যদি নিয়ে আসতে পারতাম 🤔! এত এত সুন্দর সব কটা ফুল গাছ। আপনার ক্ষেত্রেও একই অবস্থা দেখছি। খুবই পছন্দ হয়েছে কিছু কিছু ফুল গাছ। আমি নাম আলাদা করে লিখেও রেখে দিয়েছি । এর পর গেলে খোজ করবো অবশ্যই। খুব ভালো লাগলো পোষ্টটি। অনেক ভালো থাকবেন।

 3 years ago 

ধন্যবাদ। পুরো শীত জুড়েই কিছুদিন পর পর নার্সারীতে ছুটি আলাদা কোন ফুল পাই কি না।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 65910.66
ETH 2696.65
USDT 1.00
SBD 2.88