ভুলে যাওয়া কি খারাপ নাকি ভাল?||আমার কিছু চিন্তাভাবনা

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
হ্যালো আমার বাংলা ব্লগবাসী।আশা করি সবাই ভালো আছেন।আমিও ভাল আছি।আজ আপনাদের সাথে একটি ভিন্ন ধরনের বিষয় নিয়ে কথা বলব।

pexels-cottonbro-7128768.jpg
সোর্স
আজ "ভুলে যাওয়া"নিয়ে আপনাদের সাথে কয়েকটা কথা বলব।আপনারা অনেকেই ভুলে যাওয়া টা কে সমস্যা মনে করেন।দেখা যাক সে মনোভাব পরিবর্তন করা যায় কিনা।চলুন শুরু করা যাক।

মনে করুন আপনি একজন ছাত্র।২দিন পর আপনার বার্ষিক পরীক্ষা।সারা বছর আপনি কঠোর পরিশ্রম করেছেন।আজকেও প্রচুর পড়াশুনা করলেন।কিন্তু আজকে পড়তে বসে দেখলেন যে প্রথম দিকে যে টপিক গুলো পড়েছেন সেগুলো ভুলে গেছেন।আবার রিভিশন দিয়ে নিলেন।এরপর চলে আসল সেই কাঙ্ক্ষিত দিন।

আপনি পরীক্ষা দিতে বসেছেন।কিন্তু প্রশ্ন পাওয়ার পর আপনার মাথায় হাত।প্রশ্ন গুলো আপনার চেনা।আপনি প্রশ্ন গুলো খুব ভালভাবেই আয়ত্ব করেছিলেন।কিন্তু আজ কোনভাবেই তা মনে করতে পারছেন না।অর্থাৎ আপনি ভুলে গেছেন।এখন আপনার মনের অবস্থা টা কি? আপনি নিশ্চয় নিজেকে কষে গালি দিচ্ছেন ভুলে যাওয়ার জন্য।

এবার দ্বিতীয় দৃশ্যপট।এবার নিজেকে কল্পনা করুন বাপ্পারাজের জায়গায়। সরি একটু মজা করলাম।মনে করুন আপনি একজন প্রেমিক।যে প্রেমিকা কে অনেক ভালবাসতেন।তার সাথে রয়েছে অসংখ্য সুখের স্মৃতি। কিন্তু কোন কারনে আপনার সেই ভালবাসার মানুষ টি আপনাকে ছেড়ে চলে গিয়েছে।তার আর ফেরার সম্ভাবনা নেই।এখন আপনার সব সময় তার কথা মনে হয়।রাস্তায় কোন কাপল দেখলেও তার কথা মনে হয়,রেস্টুরেন্ট এ খেতে গেলেও মনে হয়"ইশ!একদিন তার সাথে এই রেস্টুরেন্টে বসে কতই না গল্প করেছি"।অর্থাৎ এখন আপনার খেতে,বসতে শুতে শুধুমাত্র তার কথাই মনে পরে।এদিকে নিজের রিয়াল লাইফের কাজ কারবার প্রায় শিকেয় ওঠার অবস্থা।এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি কি চান? যেহেতু তার ফিরে আসা সম্ভব না তাইলে হয়ত আপনি চাইবেন তাকে ভুলে যেতে।আর এখনো ভুলে যেতে পারছেন না বলে হয়ত নিজেকে গালাগালি করছেন।

pexels-rodnae-productions-7092507.jpg
সোর্স
এবার সব থেকে কমন কিন্তু সব থেকে কষ্টদায়ক ও গুরুত্বপূর্ণ উদাহরণ দেই।মনে করুন আপনার খুব কাছের একজন মৃত্যুবরণ করেছে।কিন্তু আপনি কিছুতেই মেনে নিতে পারছেন না।নাওয়া খাওয়া বাদ দিয়ে আপনি সারাদিন তার কথায় ভাবছেন।আপনার দুনিয়া টা থমকে গেছে।আপনি কিছুতেই স্বাভাবিক হতে পারছেন না।আপনি সেই স্মৃতিগুলো থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারছেন না,আপনি কোন কাজে মন দিতে পারছেন না।শুধু তার কথাই মনে পড়ছে।

এখন চিন্তা করুন যদি এরকম হত কেউ কিছু ভুলে না যেত তাইলে কিন্তু আমরা আমাদের খারাপ অভিজ্ঞতা,প্রিয়জন দের বিচ্ছেদ,মৃত্যু কিছুই ভুলে যেতে পারতাম না।দিনের পর দিন মাথার ভেতর সেসব বাজে অভিজ্ঞতা,দুঃখের স্মৃতি নিয়ে ঘুরে বেড়াতাম।ফলে আমরা কোন কাজ ঠিকমত করতে পারতাম না।পৃথিবীর গতি তাহলে ওখানেই থেমে থাকত।

খারাপ অভিজ্ঞতার কথা বাদই দিলাম।প্রতি বছরই আমরা কেউ না কেউ প্রিয়জন হারাই,আমাদের কত প্রিয়জন মৃত্যুবরণ করে।আমরা হয়ত কিছুদিন তাদের জন্য শোক পালন করি।কিন্তু আস্তে আস্তে তাদের কথা ভুলে যাই।স্বাভাবিক জীবনে ব্যস্ত হয়ে পড়ি।

এসবই সম্ভব হয় শুধুমাত্র ভুলে যাওয়ার জন্য।ভুলে যেতে না পারলে এসব দুঃখ নিয়ে সারাজীবন নরকযন্ত্রনার মাঝে বাস করতে হত।তাই আমরা বলতেই পারি ভুলে যাওয়া একটি আশীর্বাদ। একটি প্রকৃতির সাধারণ একটি ক্রিয়া।এটি আপনাকে কষ্ট মুক্ত রাখতে সাহায্য করে।আবার ব্রেইন টাকে অপ্রয়োজনীয় তথ্য দিয়ে ভরাট করা থেকে রক্ষা করে।তাই জ্ঞানী ব্যক্তিরা মুখস্ত করার পরিবর্তে বুঝে পড়ার উপদেশ দেন।

তাই এরপর কোন কিছু ভুলে গেলে নিজেকে গালিগালাজ না করে আমার এই লেখাটির কথা মনে করবেন।আর চেষ্টা করবেন বুঝে বুঝে পড়ার।আর যদি প্রেমিক হয়ে থাকেন তাইলে বাপ্পারাজ এর মত অতীত এর স্মৃতি আকড়ে না ধরে ভুলে যাওয়ার চেষ্টা করুন।খারাপ স্মৃতিগুলোর প্রতি আর মায়া না বাড়িয়ে এই মায়াজাল থেকে বেড়িয়ে আসাটাই উত্তম।

Sort:  
 2 years ago 

সত্যি ভাইয়া বাস্তব জীবনে চলতে গেলে অনেক কিছুই ভুলে থাকতে হয়।আসলে কিছু কিছু জিনিস আছে ভুলা যায় না তার পরে ও না ভুললে আমাদের বাস্তব জীবন অচল হয়ে পড়ে। আর বুজে বুজে পড়ার তুলনা হয় না।সত্যি ভাইয়া ভুলে যাওয়া ভালোই খারাপ নয়।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দরভাবে মন্তব্য করার জন্য।

 2 years ago 

ভুলে যাওয়া ভালো কিন্তু কিছু কিছু স্মৃতি আমাদেরকে সামনে এগিয়ে যেতেও সাহায্য করে।তবে যে স্মৃতি কস্ট দেয় তা ভুলে যাওয়াই শ্রেয়।

 2 years ago 

হুম আপু।কষ্টদায়ক স্মৃতির কথাই বলেছি।যেগুলো আমাদের পেছনে আটকে রাখে।

 2 years ago 

আসলে মানব জীবন সুখ দুঃখ নিয়ে জীবন। কিছু দুংখ আছে ভুলে থাকতে চাই। মনের অন্তরে জমা থাকে। কোন এক সময় থমকে উঠে। চাই লে ভুলতে পারি না।আর পড়াশোনা বিষয় বুঝে যদি পড়া হয়।বা মুখস্থ করা হয় তাহলে ভুলে গেলে বানিয়ে লেখা যায়।

 2 years ago 

ভাল বলেছেন আপু।

 2 years ago (edited)

বাহ! বেশ চমৎকার লিখেছেন তো এবং বেশ কয়েকটা উদাহরণ দিয়েছেন ভুলে যাওয়া এবং ভুলে না যাওয়া নিয়ে। আপনার উদাহরণগুলো সত্যি বাস্তবতার সাথে সম্পূর্ণভাবে মিলে গিয়েছে। আসলে আপনি ঠিকই বলেছেন আমরা যদি ভুলে না যেতাম তাহলে আমাদের সামনের দিনগুলো খুবই কষ্ট এবং যন্ত্রণাদায়ক হতো। খুবই চমৎকার উদাহরণ নিয়ে আপনি আপনার নিজস্ব চিন্তা ভাবনা থেকে অসাধারণ একটি পোস্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর গঠণমূলক একটি মন্তব্যের জন্য।

যদি পরীক্ষার কথা আসে তাহলে বলবো ভুলে যাওয়া অন্যায়। কারণ আপনি মনোযোগ দিয়ে পড়েননি। আপনি পরীক্ষার হলে গিয়ে দেখবেন হয়তো আপনি লিখতে পারছেন না কিন্তু আপনার বন্ধুরা ঠিকই লিখে যাচ্ছে। এবার যদি বাপ্পারাজের মত কেস হয়। হা হা হা.... তাহলে বলবো ভুলে যাওয়াটাই উত্তম। কারণ সেটা আপনার মানসিক এবং শারীরিক দুটো দিককেই বিপদগ্রস্থ এবং দুর্বল করে দিতে পারে। আর স্বজন হারানোর বেদনা তো সবারই থাকে তবে সেটা ধীরে ধীরে ভুলে যাওয়াই ভালো। কারণ যে জিনিস কখনোই আর ফিরে আসবে না সেটা মনে রেখেই বা লাভ কি বলেন।

 2 years ago 

আপনি অনেক সুন্দর ভাবে ব্যাখ্যা দিয়েছেন ভাইয়া।ধন্যবাদ।

 2 years ago 

আসলে কোনটা ভোলা উচিত আর কোনটা ভোলা উচিত না সেটাও আমাদের মাইন্ড সেট এর ব্যাপার। পড়া ভুললে পরীক্ষা হল ছাড়া আমাদের আর কোন জায়গায় আফসোস হয় না। কিন্তু কাছের মানুষদের আমরা নিজে থেকেই ভুলতে চাই না। সময় হল একমাত্র ওষুধ যা সব ঘা ঠিক করে দেয়।

 2 years ago 

সুন্দর বলেছেন দিদি। ধন্যবাদ।সময় হল সব থেকে ভাল ঔষধ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 65792.18
ETH 2695.80
USDT 1.00
SBD 2.90