কেন পুস টোকেন হোল্ড করবেন?

in আমার বাংলা ব্লগ2 months ago
হ্যালো আমার বাংলাব্লগবাসী।আশা করি সবাই ভাল আছেন।আমিও ভাল আছি। আজ পুস কয়েন নিয়ে কিছু মতামত শেয়ার করব।

IMG_5018.png

আপনারা সবাই পুস নিয়ে জানেন। আমার বাংলা ব্লগের সব থেকে লেটেস্ট প্রজেক্ট এবং অন্যতম প্রমিসিং প্রজেক্ট। আমরা সবাই ক্রিপ্টো নিয়ে টুকটাক সবাই জানি। $puss ট্রন
বা Trc20 চেইন এর একটি মিম টোকেন। এখানে একটি বিষয় খেয়াল করুন, আমি কিন্তু কয়েন বলি নি টোকেন বলেছি।অনেকেই দুইটি বিষয় কে একই ভাবেন। কিন্তু বিষয়টি আলাদা।

কয়েন হল তারাই যাদের নিজস্ব চেইন আছে।যেমন আমরা যখন বাইন্যান্সে স্টিম উইথড্র বা ডিপোজিট করার সময় আমরা নেটওয়ার্ক হিসেবে স্টিম সিলেক্ট করি।এই নেটওয়ার্কটাই হলো চেইন। $puss এর কোন নিজস্ব চেইন নেই,তাই এটি কয়েন না হয়ে টোকেন। এটি ট্রন এর চেইন ব্যবহার করে।

এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে আমরা অন্যান্য কয়েন কতসুন্দর বাইন্যান্স,বিটগেট থেকে সহজেই কিনতে পারি।কিন্তু এটা কেনার জন্য এত ঝামেলা কেন করা লাগে।এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আপনাদের বলে নিই।এক্সচেঞ্জ দুই প্রকার:Cex বা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ আর Dex বা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ। সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ হল বাইন্যান্স, বিটগেট এগুলা।আর ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ হল প্যানকেকসোয়াপ,sunpump এগুলো।

এই ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ গুলো কিছু ফি এর বদলে আপনার এক টোকেন কে অন্য টোকেনে চেঞ্জ করে দেয়৷ সানপাম্প ঠিক এই কাজটাই করে। $puss টোকেন কোন সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ এ লিস্ট হয়নি। আর ঠিক এই কারনেই আমাদের বেশি বেশি $puss টোকেন কেনা উচিৎ।

কারন আমাদের $puss টোকেন এর ফিউচার ব্রাইট। কারন আজ হোক বা কাল হোক এই টোকেন সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ এ লিস্ট হবেই। এটিকে কয়েন হিসেবে না নিয়ে এটিকে একটি প্রোডাক্ট হিসেবে কল্পনা করুন। এমন একটি প্রোডাক্ট যার সম্পূর্ণটাই বাজারে চলে এসেছে। আপনি প্রথম অবস্থাতেই কমদামে অনেক গুলো কিনে ফেলেছেন।মানে টোটাল সাপ্লাই থেকে প্রোডাক্ট কমে গেল।

এখন কোন কারনে বাজারে বিশাল চাহিদার সৃষ্টি করা হল,তখন সবাই কিনতে চাইবে।কিন্তু মার্কেটে প্রোডাক্ট নেই।তখন কিন্তু জিনিসের দাম হু হু করে বাড়বে। তখনই আপনার ৫ডলার এর পুস ৫০০ডলার ও হতে পারে। বর্তমানে আমাদের মার্কেটিং ঠিক এই কাজটিই করছে,আর সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ এ লিস্ট হওয়াটাই হবে সবার জন্য গেমচেঞ্জার।কারন তখন ক্রেতা বেড়ে যাবে,কিন্তু প্রোডাক্ট থাকবে সিমীত।তাই দাম হু হু করে বেড়ে যাবে।

আজকের পর্ব এপর্যন্তই। আমি কোন অর্থনৈতিক উপদেষ্টা নই।তবে আমার গবেষণা আপনাদের সুবিধার জন্য প্রকাশ করলাম।আপনারা নিজেদের গবেষণা করে নিয়েন ইনভেস্ট করার আগে।

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
SET @rme as your proxy
witness_vote.png

banner-NEW.png
break2.jpg
আমি বৃত্ত মোহন্ত (শ্যামসুন্দর)। বর্তমানে ছাত্র। নতুন কিছু শিখতে, নতুন মানুষের সাথে মিশতে আমার খুব ভাল লাগে। তেমনি বই পড়া আর ঘুরে বেড়ানো আমার পছন্দের কাজগুলোর মধ্যে অন্যতম। মুক্তমনে সব কিছু গ্রহণ করার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি,"বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র"।
break2.jpg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

একদম ঠিক কথা বলেছেন ভাইয়া, পুষের ফিউচার অনেক উজ্জ্বল। অনেক বড় একটা জায়গায় চলে আসবে,বেশি দিন আর বাকি নেই।আমরা সব সময় পুষকে ভালোবেসে পুষের সাথে থাকবো ইনশাআল্লাহ।পুষ নিয়ে এত সুন্দর কথা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 months ago 

আমার কাছে ও মনে হয় যারা এটা হোল্ড করে রাখবে তাদের ভবিষ্যৎ তাকে তারা খুবই সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবে। এটা খুবই ভালো একটা অবস্থানে চলে যাবে এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এর জন্য আমাদের সকলকে দীর্ঘদিন এটাকে হোল রাখার প্রয়োজন।

 2 months ago 

বাহ সুন্দর একটি পোস্ট ছিল ভাইয়া এটি।পুশ টোকেন হোল্ড করার যথার্থ কারণ গুলো আপনি বর্ণনা করেছেন।আর এটি টোকেন কয়েন না এই বিষয়টা আমিও জানতাম না,ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.029
BTC 68144.21
ETH 2432.74
USDT 1.00
SBD 2.54