পছন্দের জার্সি হাতে পাওয়া

in আমার বাংলা ব্লগlast year
হ্যালো আমার বাংলা ব্লগবাসী। আশা করি সবাই ভাল আছেন।আমিও ভাল আছি। আজ আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি ব্লগ নিয়ে।

অধিকাংশ ছেলেরাই খেলাধুলার পাগল।কেউ খেলতে ভালবাসে তো কেউ খেলা দেখতে ভালবাসে। প্রিয় দলের খেলা যদি হয় তবে যত ব্যস্ততাই হোক, স্কোর দেখার জন্য মন ছটফট করবেই। বর্তমানে অবশ্য ক্রিকেট নিয়ে মাতামাতি হচ্ছে। বিশেষ করে তামিম এর অবসর ঘিরে নাটক একবারে জমে উঠেছে। সেই সাথে বিশ্বকাপের দলটার প্রতিও সবাই আশায় বুক বাধছে।

কিন্তু ক্রিকেট যতই জনপ্রিয় হোক তা কিন্তু ফুটবলের জনপ্রিয়তা বিন্দুমাত্র কমাতে পারে নি।বিদেশী লীগ গুলোর কল্যাণে ফুটবলের জনপ্রিয়তা বাড়ছে বই কমছে না। সবাই প্রিয় দলকে সাপোর্ট দিতে ব্যস্ত। কে কোন দল কে সাপোর্ট করে তা প্রকাশের সব থেকে ভাল মাধ্যম হল জার্সি। এখনকার ছেলেপেলেরা ইনফর্মাল ড্রেস হিসেবে জার্সিই বেশি ব্যবহার করে। আমিও এর ব্যতিক্রম নই।

জার্সি ব্যবহারের সুবিধা হল এর কাপড় গুলো অনেক সফট ফলে গরমের মাঝে পড়ে আরাম,আবার ভাল মানের জার্সি খুব সহজেই খুজে পাওয়া যায়। আবার রঙ ওঠার ঝামেলা নাই। সব মিলে জার্সি বেশ সুবিধা জনক।আমিও সাধারণত রাফ ইউজে জার্সি বেশি পছন্দ করি। তবে আমার ফুটবলের সিজনাল ফ্যান। আমার নির্দিষ্ট কোন প্রিয় দল নেই।ফলে যে দলের জার্সি আমার ভাল লাগে আমি সেটাই কিনে ফেলি।যদিও পরে অনেকে বলে ভাই আজ আপনি এই দলের জার্সি,গত কাল না বিপক্ষ দলের জার্সি পড়ে আসছিলেন কাহিনী কি? তখন তাদের বলি ভাই জার্সি টা ভাল লাগছে তাই কিনে ফেলছি।

কয়েকদিন আগে নিউজফিড স্ক্রল করছিলাম ফেসবুকে, তখন দেখি রিয়াল মাদ্রিদ এর এই পিংক জার্সিটা। যদিও আমি পিংক কালারের খুব বড় ভক্ত না। কিন্তু জানিনা এই জার্সিটা প্রথম দেখাতেই মনে হল জার্সিটার প্রেমে পড়ে গিয়েছি। একটু খোজ খবর নিয়ে জানতে পারলাম এটা কিছুদিন আগে মুক্তি পাওয়া বার্বি সিনেমার প্রমোশনের জন্য রিয়াল এর স্পেশাল একটি জার্সি।কিন্তু আমার এলাকার যত পরিচিত জার্সি দোকান আছে খোজ নিলাম।কিন্তু কোথাও পেলাম না।

আমার আগ্রহ যেন আরো বেড়ে গেল। এবার অনলাইনে খোজ নেওয়া শুরু করলাম। শুধুমাত্র দুইটি জায়গায় পেলাম।তবে তারাও প্রি-অর্ডার নিচ্ছে। বেশি জন অর্ডার করলে আনবে নইলে আনবে না। দামটাও বেশ উচ্চ। কিন্তু কথায় বলে না শখের দাম লাখ টাকা। তাই দামের চিন্তা না করে অর্ডার দিয়ে ফেললাম। ভাইয়া অবশ্য বলল দাম বেশি নেওয়ার কারন হচ্ছে কোয়ালিটির কারনে। জার্সি হাতে পাওয়ার পর যদি মনে হয় কোয়ালিটি অনুযায়ী দাম বেশি,তাইলে ফেরত নেবেন উনি। ডেলিভারি চার্জ এডভ্যান্স দিয়ে অর্ডার দিলাম। ভাইয়া সাত দিন সময় নিলেন।

এই ঘটনার পার হয়ে গেল সাতদিন,আমার আর তর সইছিল না। ভাইয়াকে গতকাল নক দিলাম। উনি বললেন বৃষ্টির জন্য পাঠাতে পারিনি, আজ ই দিয়ে দেব।সন্ধ্যা বেলায় উনি সুন্দরবন কুরিয়ারে বুক করে দেন। আমি ভেবেছিলাম দুই-একদিন হয়ত লাগবে।কিন্তু আজ সকালেই সুন্দরবন কুরিয়ার থেকে মেসেজ পাই পার্সেল টি রিসিভ করার। আমি খুবই এক্সাইটেড ছিলাম।একপ্রকার দৌড়ে গেছি আর দৌড়ে আসছি। তারপর বাসায় এসে সাথে সাথেই খুলে ফেলি। সামনে থেকে জার্সিটিকে আরো সুন্দর লাগছিল। আর ভাইয়া ঠিকই বলেছে,কাপড়ের কোয়ালিটি অনেক ভাল। এখন আর মনে হচ্ছে না দাম বেশি। পড়ে অনেক আরাম। যাই হোক শখের জিনিসটা হাতে পেয়ে অনেক ভাল লাগছে। আপনাদের কেমন লাগল অবশ্যই জানাবেন।

আজকের পোস্ট এপর্যন্তই।কেমন লাগছে জার্সিটা জানাবেন।সম্পূর্ণ পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। ভুল ত্রুটি মার্জনীয়। আবার হাজির হব নতুন ব্লগ নিয়ে,ততক্ষণ পর্যন্ত ভাল থাকবেন সুস্থ থাকবেন

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ছোটবেলা থেকে শুনে আসা কমন কথা গুলোর মধ্যে একটা হচ্ছে যে গোলাপি হচ্ছে মেয়েদের কালার। ছেলেরাও গোলাপি কালারটা এভোয়েড ই করে। পছন্দের দলের বার্বি স্পেশাল জার্সি খুঁজে খুঁজে পেয়েছো এবং ছবিও শেয়ার করেছো, তোমাকে বেশ ভালো লাগছে। চোখে-মুখেই খুশীর ভাব বোঝা যাচ্ছে। ভীষণ ভালো লাগলো দেখে। তবে এত কষ্ট করতে হয়েছে বোধ হয় ওই গোলাপি কালারের জন্যই, অন্য কালার হইলে বোধ হয় অনেক জায়গাতেই এভেইলএবল থাকতো, আর তোমারো এত কষ্ট করতে হতো না।

Posted using SteemPro Mobile

 last year 

আসলে স্পেশাল এডিশন তো, আর আসছেও রিসেন্টলি।এজন্যই এভেইলএবল না।আমি কেনার পর দেখি এখন বেশ কয়েক জায়গায় দেখলাম। হ্যা আসলেই হাতে পেয়ে অনেক খুশি হয়েছি। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65769.61
ETH 2674.27
USDT 1.00
SBD 2.86