|| একটি কবিতা আবৃত্তি || ১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য ||

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আমার বাংলা ব্লগের সবাই কে
শুভেচ্ছা ও অভিনন্দন



আমার বাংলা ব্লগের সকলেই আশাকরি ঈশ্বরের কৃপায় ভালো আছেন। কবিতা আবৃত্তি করার চেষ্টা করবো আজকে । কবিতা টি লিখেছেন আমাদের দাদা। কিছুক্ষন আগে দাদার পোষ্টে কবিতা টি পড়ে আমার খুবি ভাল লাগলো তাই চেষ্টা শুরু করলাম দাদার এই কবিতা টি আবৃত্তি করার। বেশ কয়েক বার চেষ্টার পর কিছুটা আয়ত্ত করতে পারলাম। মূলত একেক জনের কবিতা বলার ধরন একেক রকম হয়। তারপারও চেষ্টা করতে দোষ কি।

50450.jpg

2.2.png

দাদা অনুমতি ছাড়াই কবিতা আবৃত্তি করছি কারন আমি এই কবিতা টি আবৃত্তি করার লোভ সামলাতে পারি নি। যা হোক চেষ্টা ছিল মন থেকে।

2.2.png

2.2.png

কবিতা "স্বপ্নের হাতে হাত রেখে হাঁটতে চাই"

লিখেছেন আমাদের @rme দাদা।

2.2.png

ছেলেটি মেয়েটিকে অনেক ভালোবাসতো,
তবু মেয়েটি ছেলেটির হাত ছেড়ে দিলো ।
অথচ, এক সাথে চলার, হাতে হাত রাখার
ভীষণ সুদৃঢ় এক অঙ্গীকারে, নীড় তারা বেঁধেছিলো ।

ছেলেটির ভালোবাসায় খাদ ছিলো না এতটুকু,
সে শুধু বুঝতেই পারেনি ঈশান কোণে মেঘ জমেছে ভীষণ ।
পোষা পাখিটা বুনো হচ্ছে ক্রমশ,
উদ্দাম শৃঙ্খলহীন আকাশে সে খুঁজে পেয়েছে মুক্তির স্বাদ ।

ভালোবাসার সোনার শৃঙ্খলে বুনো পাখিটা
আর চায় না বন্দী থাকতে ।
ডানা মেলেছে সে নতুন আলোর আকাশে,
ভালোবাসাহীন মুক্তির আস্বাদে নতুন কারো খোঁজে ।

এটাই জীবন, সময়ে অনেক কিছুই বদলায়;
কেউ কথা দিয়ে কথা রাখে, কেউ ভুলে যায় ।
কেউ পাশে হাঁটে, কেউ হাত ছেড়ে দেয়,
তাই বলে কি জীবন থেমে থাকে?

অন্য কাউকে সঙ্গী করে জীবন এগিয়ে চলে।
ভুল করতে করতে একসময়ে,
সে সঠিক মানুষের আস্থার হাতটি খুঁজে পায়।
যেখানে আছে ভালোবাসা আর বিশ্বাস,
বাকী জীবনটা হাতে হাত রেখে চলার আশ্বাস।

ছেলেটি আবার স্বপ্ন দেখা শুরু করেছে,
আবারো পোষ মানাবে সে বুনো এক পাখি ।
যে নিজের বুকের নরম উষ্ণতায়,
ভালোবাসার ওমে ভরিয়ে দেবে তার ছোট্ট নীড়খানি ।

এটাই জীবন, ছুটে চলো, শুধুই এভাবে ছুটে চলো;
এক জন গেলে আরেক জন আসে,
ভালোবাসার পাত্র কখনো রিক্ত হয় না ।
জীবন কখনো থেমে থাকে না ।

ভালোবাসা হলো আমার স্বপ্ন,
আমি স্বপ্নের হাতে হাত রেখে হাঁটতে চাই
জীবন স্বপ্ন দেখায়, জীবন বাঁচতে শেখায় ।

2.2.png

তো আজ এখানেই শেষ করছি। খুব একটা ভাল আবৃত্তি করতে হয়তো পারিনি। তবে আবারো চেষ্টা করবো নতুন কোন কবিতা আবৃত্তি। যা হোক যদি কোন ভুল বা জিজ্ঞাসা থাকে তাহলে মন্তব্য করতে করতে ভুলবেন না কিন্তু। আমার বাংলা ব্লগের সবাই কে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি । আবার দেখা হবে নতুন কিছু নিয়ে । সকলে ভাল থাকবেন। শুভেচ্ছা।

2.2.png

কবিতা টি রেকডিং এর জন্য ব্যবহৃত যন্ত্র | কম্পিউটার


ক্যামটাসিয়া দিয়ে ভিডিও টি তৈরী

ভিডিও তে যে ছবিটি ব্যবহার করেছে সেটি ম্যানিপুলেশন করা।অরিজিনাল ইমেজের ডাউনলোড লিংক নিচে দেয়া আছে

লিংক

লিংক


2.2.png

020.png

2.2.png

Untitled-1.png

Sort:  
 2 years ago 

আসলেই চেষ্টা করতে তো দোষের কিছু নেই।আর আপনার কন্ঠ আবৃত্তি করার জন্য একদম পারফেক্ট।আর দাদা আপনি রেকর্ড করেন কি দিয়ে,এত সুন্দর ভয়েস কোয়ালিটি, জাস্ট মুগ্ধ হয়ে গেলাম।

 2 years ago 

আমার ভয়েজ ভাল বলেছেন । তাই তো বলি ওরা কেন প্রেমে পড়তো। হি হি

আবৃত্তি প্রশংসা পাওয়ার যোগ্য ছিল। তবে শো শো শব্দের নয়েজ অনেক বেশি ছিল। নয়েজ আরেকটু কম হলে কথাগুলো আরো স্পষ্ঠ হয়ে উঠত। সব মিলিয়ে সুন্দর ছিল।

 2 years ago 

আমি জানি । ওটাই ব্যাকগ্রাউন্ড সাউন্ড ইফেক্ট। খুব একটা সমস্যা করে না । হা হা। ফ্যানের বাতাসের শব্দ ।

 2 years ago 

স্বপ্নের হাতে হাত রেখে হাঁটতে চাই দাদার চমৎকার কবিতাটি আবৃত্তি করেছেন। আপনার কন্ঠে শুনে ভীষণ ভালো লাগলো। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে সাহস দেয়ার জন্য ধন্যবাদ ভাই। ভাল থাকবেন সবসময়।

 2 years ago 

দাদার কবিতাগুলো আসলেই অসাধারণ। আর আপনার প্রতিটা শব্দের উচ্চারণ দারুণ চমৎকার। কোনরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক বা ইকো ইফেক্ট ব্যবহার ছাড়াই দারুন আবৃত্তি করেছেন আপনি। শুভকামনা আপনার জন্য।

 2 years ago 

দাদার কবিতাগুলো আসলেই অসাধারণ।

এই জন্যই তো চেষ্টা করা।

ব্যাকগ্রাউন্ড মিউজিক বা ইকো ইফেক্ট না ব্যবহার করাই ভাল। তবে হ্যা কিছু ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে যদি প্রয়োজন মনে করেন।

 2 years ago 

দারুন লেগেছে আপনার কবিতা আবৃত্তি।
বেশ আবেগ নিয়ে আবৃত্তি করেছেন।
দোয়া রইল, এভাবেই এগিয়ে যান।
কবিতাটির মধ্যে আসলে একটা বিশেষ টুইট রয়েছে। আমারও বেশ ভালো লাগে কবিতাটি।

 2 years ago 

দাদার লেখা কবিতা গুলো ভাল লাগার মতন। ভাল থাকবেন ভাই।

 2 years ago 

জীবন আমাদের আসলেই স্বপ্ন দেখায়, বাচ্ঁতে শেখায়। চমৎকার কবিতাটি দাদা লিখেছেন জেনে ভালো লাগলো। আপনি চমৎকারভাবে আবৃত্তি করেছেন কবিতাটি। কতটা মায়া, কতটা আবেগ যেন জড়িয়ে আছে কবিতাটিতে। শুভেচ্ছা রইল ভাইয়া

 2 years ago 

সত্যি বলতে দাদার লেখা কবিতাটি আমার কাছে খুবি ভাল লেগেছে । যে কারনেই চেষ্টা করলাম আর কি।

 2 years ago (edited)

@shuvo2021
প্রথমত খেয়াল করিনি, অনেক ভালো লেগেছে আপনার কবিতা আবৃত্তি।দাদার লেখা কবিতা বলে কথা।ভালো থাকবেন।

 2 years ago (edited)

ধন্যবাদ ভাই । ভাল থাকবেন।

 2 years ago 

আপনার এত সুন্দর কবিতা আবৃত্তি সত্যি আমাকে খুবই মুগ্ধ করেছে। আপনার কন্ঠ দারুন এবং কবিতা বলার ধরনটা বেশ সুন্দর ছিল। সব মিলিয়েই বলবো খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন।

 2 years ago 

ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 63679.06
ETH 2628.86
USDT 1.00
SBD 2.83