আমার কবিতা নাম "কালো দাগ"

in আমার বাংলা ব্লগ2 years ago

আমি শিপ্রা চাকমা, আমার ইউজার নাম @shiprachkma।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার বাংলা ব্লগ ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।

 “কালো দাগ”

স্বপ্নের শালীন পালক গুলো
ইচ্ছে করছে একটু আকাশে উড়ায়-
কিন্তু আমার পা যে শিকলে বন্দী,
মাথাটা বন্দী অভিযোগের খাঁচায়।

একদল আছে উড়তে দেখলেই
ডানা যে দিবে কেটে-
প্রাণটাও মোর মর মর হবে
আন্থ রাখবে না হাড় গোর।

সমাজ আমায় ঘিরে ধরেছে
কলঙ্কিনির অপবাদ মাখিতে, ব্যাস্ত হয়ে পড়েছে।
আমার হয়ে কাঠগোড়ায় দাঁড়িয়ে
প্রতিবাদ করার কেউ নেই
কেউ নেই -
আমার হয়ে পাশে দাড়িয়ে কথা বলার।
সান্তনাটুকু আশা করেছিলাম, পাইনি।

ঘিরে ধরেছে প্রতিবেশী সাংবাদিক
অভিযোগের খাতা নিয়ে বসেছে,
হিসাব মিলাবে বোবা পাখিটার।
শকুন্নের প্রয়াসে তাকিয়ে একদল
বিচার হবে আজ আমার....।
নির্মল পালক, হাড়-গোড় হয়তো থাকবেই না আর।

অভিযোগের,অপমানের চুড়া সমাপ্ত হলো,
কালো দাগ দেয়া হলো চোখে মুখে,
বন্দী করা হলো খাঁচার পিঞ্জরায়।

তবুও প্রজাপতিরা উঁকি মেরে চলেছে
সম্ভবতঃ আমার অপেক্ষায়
কিন্তু আমি কেবলই নৈঃশব্দের কান্না করে চল
মেরে চলেছে
সম্ভবতঃ আমার অপেক্ষায়
কিন্তু আমি কেবলই নৈঃশব্দের কান্না করে চলেছি।
জানালার ছিদ্রের ওপাশ থেকে এত ডাকাডাকি
কিন্তু আমার যে উড়তে মানা।
কেবলই ইশারা করে চলেছি
আবেগকেন্দ্রিক কিছু জটিল বাক্য জাল।
IMG_20180202_170440.jpg
মোবাইল ফটোগ্রাফি

Sort:  
 2 years ago 

ওয়াও! আপনি যে এতো ভালো কবিতা লিখেন জানা ছিলো না। আপনার কবিতা পড়ে আমার নিজের কিছু স্মৃতি মনে পড়ে গেলো। আপনার কবিতার প্রতিটি লাইন ছিলো মিনিংফুল। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া ।মনে অনুভূতি থেকে আছে ,এভাবে লাইক কমেন্ট পাশে থাকলে আশা করি ভবিয্যতে সুন্দর কবিতা লেখা সুযোগ হবে ।

 2 years ago 

ঘিরে ধরেছে প্রতিবেশী সাংবাদিক
অভিযোগের খাতা নিয়ে বসেছে,
হিসাব মিলাবে বোবা পাখিটার।
শকুন্নের প্রয়াসে তাকিয়ে একদল
বিচার হবে আজ আমার....।
নির্মল পালক, হাড়-গোড় হয়তো থাকবেই না আর।

খুবই ভালো লেগেছে আপনার কবিতার লাইনগুলো। প্রত্যেকটি লাইন খুবই সুন্দর ভাবে গোছালোভাবে লিখেছেন। এত চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

কবিতাটি দারুণ হয়েছে, অসাধারণ লিখেছেন মনে হচ্ছে এই কবিতাই অনেক কষ্ট লুকিয়ে আছে, যাই হোক তবে ১০% বেনিফিশিয়ারি সাই ফক্স কে দেয়ার সাথে সাথে abb school কে ও ৫% বেনিফিশিয়ারি দিতে হবে, পরের বার থেকে খেয়াল করবেন।

 2 years ago 

ওকে আপু পরের বার ঠিক করে দিব। ধন্যবাদ আপু ।আমার ভুল ধরিয়ে দেয়া জন্য ।

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.11
JST 0.033
BTC 64275.02
ETH 3139.81
USDT 1.00
SBD 4.14