পেন্সিল আর্ট --- 💜 চাঁদের আলোর মাঝে প্রকৃতির সৌন্দর্য

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম



হ্যালো,কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন।আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

আমি @shimulakter, আমি একজন বাংলাদেশী।" আমার বাংলা ব্লগ" এর আমি একজন নিয়মিত ইউজার। প্রতিদিনের মত আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।বাংলায় ব্লগিং করতে পেরে,নিজের মধ্যে অনেক ভাল লাগা আমি অনুভব করি।আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে। ভালো লেগে থাকলেই আমার সার্থকতা।আমি আজ একটি পেন্সিল আর্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশাকরি আমার আর্টটি আপনাদের কাছে ভালো লাগবে।

চাঁদের আলোর মাঝে প্রকৃতির সৌন্দর্যঃ


WhatsApp Image 2023-03-20 at 6.12.55 PM.jpeg

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

বন্ধুরা আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন পোস্ট নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে। এরই ধারাবাহিকতায় আজ আমি একটি পেন্সিল আর্ট নিয়ে আপনাদের মাঝে এলাম।পেন্সিল আর্ট আমার খুব ভালো লাগে।এটা ঠিক, যে কোন পেইন্টিং কালার করলে অনেক বেশি ভালো লাগে।কিন্তু আমার কাছে পেন্সিল আর্টটাই খুব বেশি ভালো লাগে।তাই আমি সব সময় পেন্সিল আর্ট করেই আপনাদের মাঝে শেয়ার করি। আমি চেষ্টা করছি সব সময় আপনাদের মাঝে নতুন নতুন কিছু শেয়ার করতে।আশাকরি আমার আর্ট আপনাদের কাছে ভালো লাগে।।চলুন তবে আমি প্রতিটি স্টেপ এঁকে আপনাদের মাঝে তুলে ধরছি।তার আগে আমি এই পেন্সিলে আর্টটি করতে কি কি উপকরন ব্যবহার করেছি সেই উপকরনগুলো তুলে ধরছি।

প্রয়োজনীয় উপকরনঃ

১. কাগজ।
২. স্কেল।
৩.কম্পাস।
৪. পেন্সিল।
৫.রাবার
৬. এক পিস টিস্যু।
৭.সাইন পেন

WhatsApp Image 2023-03-20 at 6.18.04 PM.jpeg

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

কার্য প্রণালীঃ


ধাপ -- ১


WhatsApp Image 2023-03-20 at 6.18.18 PM.jpeg

WhatsApp Image 2023-03-20 at 6.18.04 PM (1).jpeg

প্রথমে মাঝ বরাবর একটি দাগ দিয়ে নিলাম।এরপর বাঁকা করে আরও তিনটি দাগ দিলাম।

ধাপ -- ২


WhatsApp Image 2023-03-20 at 6.18.06 PM.jpeg

WhatsApp Image 2023-03-20 at 6.18.09 PM.jpeg

WhatsApp Image 2023-03-20 at 6.18.20 PM (1).jpeg

এরপর ছোট দুটো দাগের উপর আর একটা করে দাগ দিয়ে দাগের ভেতর ছোট ছোট ঘর করে নিলাম। আর লম্বা দাগে সাইন পেন দিয়ে এঁকে নিলাম।এরপর দুটো দাগে পেন্সিলের শেপ দিয়ে নিলাম।

ধাপ -- ৩


WhatsApp Image 2023-03-20 at 6.18.21 PM.jpeg

WhatsApp Image 2023-03-20 at 6.18.11 PM.jpeg

WhatsApp Image 2023-03-20 at 6.18.21 PM (1).jpeg

WhatsApp Image 2023-03-20 at 6.18.22 PM.jpeg

WhatsApp Image 2023-03-20 at 6.18.22 PM (1).jpeg

WhatsApp Image 2023-03-20 at 6.18.23 PM.jpeg

এরপর উপরে একটি ছোট বৃত্ত এঁকে তার চারপাশে পেন্সিলের শেপ দিয়ে দেব।এরপর টিস্যু দিয়ে মিশিয়ে নেব।এবার বৃত্তের ভেতরে পেন্সিলের শেপ দিয়েছি। এবার বাইরের দিকে রাবার দিয়ে হাল্কা মুছে নেব।

ধাপ -- ৪


WhatsApp Image 2023-03-20 at 6.18.23 PM (1).jpeg

WhatsApp Image 2023-03-20 at 6.18.24 PM.jpeg

এরপর পেন্সিল দিয়ে পাশে শেপ করে নেব।

ধাপ -- ৫


WhatsApp Image 2023-03-20 at 6.18.13 PM.jpeg

WhatsApp Image 2023-03-20 at 6.18.13 PM (1).jpeg

এবার উপরে আঁকাবাঁকা দাগ দিয়ে ভরাট করে নেব।

ধাপ -- ৬


WhatsApp Image 2023-03-20 at 6.18.14 PM.jpeg

WhatsApp Image 2023-03-20 at 6.18.14 PM (1).jpeg

WhatsApp Image 2023-03-20 at 6.18.15 PM (2).jpeg

WhatsApp Image 2023-03-20 at 6.18.15 PM (3).jpeg

এরপর একটি ঘর এঁকে নিলাম।ঘরের একপাশে দুটো গাছ এঁকে নিলাম।গাছে সাইন পেন দিয়ে এঁকে নিলাম।

ধাপ -- ৭


WhatsApp Image 2023-03-20 at 6.18.16 PM (2).jpeg

WhatsApp Image 2023-03-20 at 6.18.16 PM (3).jpeg

WhatsApp Image 2023-03-20 at 6.18.17 PM.jpeg

WhatsApp Image 2023-03-20 at 6.18.17 PM (4).jpeg

WhatsApp Image 2023-03-20 at 8.01.28 PM.jpeg

এরপর ঘরের অন্যপাশে ছোট একটি ঘর এঁকে নিলাম।এরপর পাশে বড় আর একটি গাছ এঁকে নিলাম।এরপর নিচে পেন্সিলের শেপ দিয়ে দিলাম।

ধাপ -- ৮


WhatsApp Image 2023-03-20 at 6.18.26 PM.jpeg

WhatsApp Image 2023-03-20 at 8.01.28 PM.jpeg

আমার আঁকা শেষ হল।আমি নিজের নাম লিখে আঁকা শেষ করলাম।

উপস্থাপনাঃ


WhatsApp Image 2023-03-20 at 5.36.43 PM (1).jpeg

WhatsApp Image 2023-03-20 at 5.36.57 PM.jpeg

ফটোগ্রাফির বিবরন


বিষয়আর্ট
ডিভাইসSamsungA20
ফটোগ্রাফার@shimulakter
ভৌগলিক অবস্থানঢাকা, বাংলাদেশ


আজ আর নয়। আশাকরি আমার পেন্সিল আর্টটি আপনাদের কাছে খুব ভাল লেগেছে।আবার নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjdewS98rhT2jTJ5AJioUC62cpvt6bqfABatFjaAW1oDt8A5V688UB2rQ3QEUaGYPw7ZyRoyPyHrANPTXZcJCJ95PUovBmXsXceiVuCxz4DVgAK2TjyMHyo6XQbHDRBeFdwDYbkPu5XFmBCLYLXcDr9pBsBE83t7mdpKztrqs33G.gif

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6HzJaoPE9n3kyXHpVFScAadwSCVJpY84M3wWWzLLzELtQK2rSJtUL9pTj98dwsm1MP47up86HvqkxNUfovt7kXVd7M4Hk9jft.jfif

💗 ধন্যবাদ সবাইকে 💗

Sort:  
 last year 

প্রথমত আপনি অনেক পরিষ্কার ভাবে আঁকার পদ্ধতিটি আমাদের মাঝে তুলে ধরেছেন। আর আপনার আঁকার মাধ্যমে প্রাকৃতিক দৃশ্যটি অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন।

 last year 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

চাঁদের আলোর খুব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য শেয়ার করেছেন। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। এটা দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক ধৈর্য সহকারে চিত্রাংকনটি সম্পন্ন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 last year 

সুন্দর মন্তব্য পেয়ে অনেক ভাল লাগলো আপু। ধন্যবাদ আপনাকে।

 last year 

চাঁদের আলোর মাঝে প্রকৃতির সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। এধরনের হাতের কাজ দেখলে মনে এমনিতেই ভালো হয়ে যায়। নিখুঁত ভাবে পুরো কাজটিকে ফুটিয়ে তুলেছেন। ভালো লাগলো আপু।

 last year 

সুন্দর মন্তব্য করে সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 last year 

আপনি যেকোনো কিছুই অঙ্কন করুন না কেন সেটা আপনার দক্ষতার পরিচয় দেয়। পেন্সিল দিয়ে খুব সুন্দর করে প্রকৃতির সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন দেখতে খুবই সুন্দর লাগলো। যেটা আপনার দক্ষতা অভিজ্ঞতা দুটোই বেড়ে গেল অনেক সুন্দর হয়েছে।

 last year 

সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 last year 

ক্যাপশন পড়ে আর্টটা দেখার চেয়ে আমার আগ্রহ বেশি এলো চাঁদের আলোয় আলোয় গানটা শোনার।ইউটিউবে গিয়ে আগে গানটা প্লে করলাম,তারপর কমেন্ট করতে আসলাম।

আর্টটা দারুণ হয়েছে আপু।লাস্টের ইডিটেড অংশটা বেশি ভালো লাগছে।থিমের সাথে মিলে গেছে একদম।
শুভ কামনা রইলো।

 last year 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা রইলো।

 last year 

বাহ আপু আপনি খুবই সুন্দর পেন্সিল আর্ট তৈরি করেছেন। আমিও এখন মাঝেমধ্যে পেন্সিল আর্ট তৈরি করে থাকি। পেন্সিল আর্ট যদিও সময় লাগে তারপর তৈরি করতে আমার অনেক ভালো লাগে। আপনি চাঁদের আলোর খুব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য তৈরি করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে ও।

 last year 

আপু আপনি খুব সুন্দর একটি পেন্সিল আর্ট করেছেন। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার কাছেও পেন্সিল করতে অনেক ভালো লাগে। চাঁদের আলোর মাঝে প্রকৃতির অপরুপ সৌন্দর্য খুব সুন্দর ভাবে ফুটে ওঠেছে। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

আমার আর্টটি আপনার কাছে ভাল লেগেছে জেনে আমারও খুব ভাল লাগলো। ধন্যবাদ আপু।

 last year 

চাঁদের আলোর মাঝে প্রকৃতির সৌন্দর্য অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন পেন্সিল আর্টের মাধ্যমে । রঙিন আর্ট দেখতে যেরকম সুন্দর হয় ঠিক একইভাবে পেন্সিল দিয়ে তৈরিকৃত আর্ট দেখতে অনেক সুন্দর দেখায় । আপনার পেন্সিল আর্টের ধাপ গুলি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন ।

 last year 

সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 last year 

চাঁদের আলোয় প্রকৃতির সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম।সত্যি আপু পেন্সিলের আর্ট এমনিতে অনেক ভালো লাগে। তবে এই আর্ট গুলো করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন।আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 last year 

জোসনা রাতে চারিপাশের পরিবেশটা খুবই মনমুগ্ধকর লাগে। চাঁদের আলোয় খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর্ট করেছেন। আপনার আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। দেখে বোঝা যাচ্ছে আর্ট করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়েছে। প্রতিটা ধাপ সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য পেয়ে খুব ভাল লাগলো। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.11
JST 0.033
BTC 64106.00
ETH 3129.71
USDT 1.00
SBD 4.16