Diy পোস্ট --- ❣️ " রঙিন কাগজ দিয়ে একটি ওয়ালমেট তৈরি " || আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগ9 months ago
আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগবাসী


প্রিয় বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

বন্ধুরা,আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি
পোস্ট নিয়ে।আজকে আমি রঙিন কাগজ দিয়ে একটি ওয়ালমেট তৈরি করেছি।তাই শেয়ার করতে চলে এলাম।আমি প্রতিনিয়ত আমার পোস্টে ভিন্নতা আনার জন্য ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করার চেষ্টা করি। আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লাগে।আপনাদের ভালো লাগাতেই আমার সার্থকতা।

রঙিন কাগজ দিয়ে একটি ওয়ালমেট তৈরিঃ


photocollage_202311251938469.jpg

photocollage_20231125193529302.jpg

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg (1).png

বন্ধুরা,আমি চেষ্টা করি প্রতিনিয়ত নতুন কিছু করার। আর তারই ধারাবাহিকতায় আজ আমি একটি ডাই পোস্ট নিয়ে হাজির হলাম।আজ আমি রঙিন কাগজ দিয়ে একটি ওয়ালমেট তৈরি করে চলে এলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। প্রতিনিয়ত এই চেষ্টা আমাকে অনেক কিছুই শিখিয়েছে।তবে চলুন,দেখে নেয়া যাক রঙিন কাগজের ওয়ালমেটটি বানাতে আমার কি কি উপকরন লেগেছে।

প্রয়োজনীয় উপকরনঃ

১.রঙিন কাগজ
২. গ্লু
৩.কার্ড বোর্ড
৪.কেঁচি

20231125_182351.jpg

কার্য প্রনালীঃ

ধাপ-১


20231125_182458.jpg

20231125_183642.jpg

20231125_184017.jpg

প্রথমে কার্ড বোর্ডে কালো কাগজ কেটে নিয়ে গ্লু দিয়ে লাগিয়ে নিলাম।এরপর কাগজ চিকন চিকন করে কেটে নিলাম।

ধাপ-২


20231125_184647.jpg

এবার কেটে রাখা কাগজ কার্ড বোর্ডের উপর গ্লু দিয়ে লাগিয়ে নিলাম।

ধাপ-৩


20231125_184823.jpg

20231125_184932.jpg

20231125_185638.jpg

এরপর দুই কালারের দুইটি কাগজকে সমান তিন ভাগে কেটে নিয়ে সবচেয়ে ছোট করে ভাজ করে কেটে নিয়েছি।

ধাপ-৪


20231125_185716.jpg

20231125_191839.jpg

এরপর গ্লু দিয়ে এক এক করে লাগিয়ে নিলাম।এভাবেই আমার ওয়ালমেটটি তৈরি হয়ে গেলো।

উপস্থাপনা


photocollage_20231125193639552.jpg

IMG_20231125_193343.jpg


আজ আর নয়। রঙিন কাগজের ওয়ালমেটটি কেমন হলো অবশ্যই জানাবেন।সবাইকে আবারো অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেনীডাই পোস্ট
ক্যামেরাSamsung A20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনঢাকা,বাংলাদেশ

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...Fx9wg6WUb5ejzqWUBqpBKiA2y7re32cBUTqU7ofQL67evTq1REgbByXj7Asx7nJbFjm8HNBCUTP9MYtRkUtcV4Bp9AotapzRgntKKd2PJdU3zrH4oAwouB99Qr (4).png

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPoZy22X6tAEZ9xgTbv2Je13wLGWX6qAR4kcd6SV3G37oehcHNcRjmX6A1q12Y...WC7kZeaVu5T7dbm9ERtHe3tnT7hwaRXTD2EyUpeSUz9PKCQmghcWTCTKcTeewqEJ5MozD2X9oNg6fcY45fCALQGms5N3uYJuVCFsuFyUkADwts16186D4ooWNZ (1).gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...f1Dq76pKECV4KekfqyZj18qfc4ziQW3kRYsgW1PMLc47emsksqLgif1cmhk34QEfazWiZ3aAFVCXuC6ZFp39Mc57NeUUL4DNuymUk8Cq7TJkvoxEtUzQNAfKJd (1).gif

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxeToZJatrzXJ26wyJvrfyUjWUHbwevxJfcy1wNaX2uYf5yHRjEM6kRmppRUgc...Y4qhGk41e9xshdKq7axZeLWprzfJqgtshHQPZjCGuXiyHFG1XqYcZSdGGLYKKmVtY1zvpEFteA1FrU83LMRPP7BcAne3avpKyGdHz9yne2nakYyhwHTfUardAv.png

Sort:  
 9 months ago 

আসলে আপু প্রতিনিয়ত পোষ্টের ভিন্নতা থাকলে পোস্টের কোয়ালিটি অনেক বেশি বৃদ্ধি পায়। আপনার তৈরি ওয়ালমেটটি দেখতে অনেক সুন্দর লাগছে আপু। খুবই সুন্দরভাবে ওয়ালমেট তৈরি পদ্ধতি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 9 months ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 9 months ago 

আপু রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ফুলের ওয়ালমেট বানিয়েছেন। আপনার এই ওয়ালমেট আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ধরনের ফুলের ওয়ালমেট দেয়ালে টানিয়ে রাখলে দেখতে খুবই সুন্দর লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 9 months ago 

অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 9 months ago 
 9 months ago 

বেশ সুন্দর হয়েছে আপনার কাগজ দিয়ে বানানো ওয়ালমেটটি। এটি দেয়ালে টাঙিয়ে রাখলে দেখতে বেশ সুন্দর লাগবে। সুন্দর উপস্থাপনা সহ তৈরির ধাপগুলো বর্ণনা করেছেন। অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

 9 months ago 

ধন্যবাদ আপনাকে আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 9 months ago 

বাহ! আপু অনেক সুন্দর হয়েছে আপনার ওয়ালমেটটি। আপনি ধাপে ধাপে সুন্দর করে দেখালেন আপু। ভালো ছিল ওয়ালমেটটি

 9 months ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 9 months ago 

বাহ্ দারুণ হয়েছে রঙিন কাগজের ওয়ালমেট টি। রঙিন কাগজের জিনিস গুলো দেখতে ভীষণ ভালো লাগে। আপনি চমৎকার ভাবে রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট টি তৈরি করার ধাপ গুলো শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 9 months ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।

 9 months ago 

দারুণ হয়েছে আপু ৷ বিশেষ করে কালা দু'টো দারুণ মিলেছে ৷ দেখতে ভীষণ ভালো লাগছে ৷ আসলে রঙিন কাগজের তৈরি জিনিস গুলো দেখতে একটু বেশিই ভালো লাগে ৷ ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ডাই পোস্ট শেয়ার করার জন্য ৷

 9 months ago 

সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

Posted using SteemPro Mobile

 9 months ago 

সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 9 months ago 

পোস্টে ভিন্নতা আনার জন্য প্রতিনিয়ত আপনি আমাদের মাঝে নতুন নতুন পোস্ট শেয়ার করে যাচেছন। আর এমনি করে আপনি নিজেকে একজন ক্রেয়েটিভ ব্লগার হিসাবে তুলে ধরতেও সক্ষম হচেছন। আজকের ওয়ালমেটটিও কিন্তু দারুন ছিল। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 9 months ago 

অনেক ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 9 months ago 

রঙিন কাগজ কেটে বেশ বড়োসড়ো একটি ফুলের ওয়ালমেট বানিয়েছেন দেখছি আপু। বেগুনি আর সাদার কম্বিনেশন টি ফুটে উঠেছে আমার কাছে। আমার কাছে তো দেখতে ভীষণ সুন্দর লাগছে। আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সবার সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 9 months ago 

ধন্যবাদ দিদি সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Posted using SteemPro Mobile

 9 months ago 

খুবই সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে ফেলেছেন আপনি৷ আর এটি তৈরি করার মাধ্যমে আপনি আপনার প্রতিভাকে খুবই ভালোভাবে তুলে ধরেছেন। এটি তৈরি করতে আপনি অনেক কষ্ট করেছেন যা দেখে বোঝা যাচ্ছে৷ এটি তৈরি করতে আপনি আপনার ধৈর্যের পরীক্ষাও দিয়ে দিয়েছেন৷

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.032
BTC 59032.15
ETH 2518.27
USDT 1.00
SBD 2.46