বিষয় - রেসিপি - ২৮ | | মচমচে লইট্টা মাছ ফ্রাই | |@shimulakter | |০৬।০৯।২০২২ ইং| |

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম, আদাব

আজ ৬ ই সেপ্টেম্বর রোজ - মঙ্গলবার

হ্যালো,

“আমার বাংলা ব্লগ” এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন সবাই ? সবাই ভাল আছেন আশাকরি । আমিও আপনাদের শুভকামনায় ভাল আছি । বন্ধুরা আমি @shimulakter বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে আছি । আপনাদের সবার সহযোগিতায় প্রতিনিয়ত কাজ করার উৎসাহ পাচ্ছি । তাইতো প্রতিদিন ই কিছু না কিছু ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি ।

মচমচে লইট্টা মাছ ফ্রাই.jpg
মাছ ফ্রাই

আমার পোষ্টের টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন , আমি আজ রেসিপি নিয়ে হাজির হয়েছি । বন্ধুরা , আমরা বাঙালী । আর ভাত- মাছ ত আমাদের প্রধান খাবার তাই না । সেই মাছ খাওয়া আমাদের অভ্যাস করতে হবে । কারন মাছে আছে প্রচুর ক্যালসিয়াম । আর তা যদি হয় সামুদ্রিক মাছ , তবে ত কথাই নেই । সামুদ্রিক এই মাছে ক্যালসিয়াম ছাড়াও আছে ওমেগা ও ফ্যাটি এসিড ,ভিটামিন ,আয়রন ,ফসফরাস । তাই সব ধরনের মাছ খেতে হবে । আর বাচ্চাদেরও খাওয়ানোর অভ্যাস আমাদের কেই তৈরি করতে হবে ।এজন্য বিভিন্ন ভাবে মাছ আমাদের রান্না করে পরিবেশন করতে হবে ।

বন্ধুরা, রেসিপি প্রস্তুত করার আগে চলুন আমরা উপকরণগুলো একটু দেখে নেই ।

WhatsApp Image 2022-09-06 at 9.48.52 AM.jpeg

উপকরনপরিমান
লইট্টা মাছহাফ কেজি
রসুন পেঁয়াজ১ চামচ
আদা পেস্টহাফ চামচ
পেঁয়াজ পেস্ট১ চামচ
হলুদের গুঁড়াহাফ চামচ
মরিচের গুঁড়াহাফ চামচ
লবণপরিমান মত
ময়দাএক চামচ
কর্ণফ্লাওয়ারহাফ চামচ
গোল মরিচ পেস্টহাফ চামচ
তেলপরিমান মত

প্রস্তুত প্রণালীঃ

উপকরন ত হল , প্রস্তুত প্রণালী আমি ধাপে ধাপে তুলে ধরছি --

প্রথম ধাপ

WhatsApp Image 2022-09-04 at 11.44.06 PM.jpeg

প্রথমে মাছগুলো ছোট ছোট টুকরো করে ধুয়ে নেব ।

দ্বিতীয় ধাপ

WhatsApp Image 2022-09-05 at 11.20.12 PM.jpeg

এখন মাছে হাফ চামচ লবণ , হাফ চামচ হলুদের গুঁড়া , হাফ চামচ মরিচের গুঁড়া দেব ।

তৃতীয় ধাপ

WhatsApp Image 2022-09-05 at 11.20.29 PM.jpeg

এই ধাপে এসে, সবকিছু ভাল মত মেখে নেব ।

চতুর্থ ধাপ

WhatsApp Image 2022-09-05 at 11.20.02 PM.jpeg

এবার মাছের মধ্যে এক চামচ পেঁয়াজ পেস্ট ,এক চামচ রসুন পেস্ট ,হাফ চামচ আদা পেস্ট, হাফ চামচ গোল মরিচের গুঁড়া দেব ।

পঞ্চম ধাপ

WhatsApp Image 2022-09-05 at 11.20.43 PM.jpeg

এই ধাপে এসে সব সুন্দর করে মেখে নেব ।

ষষ্ঠ ধাপ

WhatsApp Image 2022-09-05 at 11.19.59 PM.jpeg

WhatsApp Image 2022-09-05 at 11.20.54 PM (1).jpeg

এখন মসলা মাখানো মাছের মধ্যে এক চামচ ময়দা,হাফ চামচ কর্ণফ্লাওয়ার ও পরিমান মত সয়াসস দিয়ে আবার ভালো মত মেখে কিছুক্ষন রেখে দেব ।

সপ্তম ধাপ

WhatsApp Image 2022-09-05 at 11.19.53 PM.jpeg

এবার চুলায় প্যান বসিয়ে দিলাম । গরম হলে পরিমান মত তেল দিলাম ।

অষ্টম ধাপ

WhatsApp Image 2022-09-05 at 11.19.49 PM.jpeg

এবার মাছগুলো এক এক করে তেলের উপর বিছিয়ে ভাজতে লাগলাম ।একপাশ ভাজা হলে উল্টে মচমচে করে ভেজে নিলাম ।

নবম ধাপ

WhatsApp Image 2022-09-05 at 11.15.57 PM.jpeg

এই ধাপে এসে আমার লইট্টা মাছ ফ্রাই একেবারে রেডি । এটা ছোট- বড় সবাই এমনি এমনি খেয়ে নেবে ,এত মজার হয়।

আমার আজকের রেসিপিতে যে ছবি শেয়ার করেছি ,তার তথ্য নীচে তুলে ধরছি ।

ফটোগ্রাফির জন্য প্রয়োজনীয় ডিভাইসSamsungA20
ফটোগ্রাফার@shimulakter
স্থাননিজ বাসস্থান

আজ এ পর্যন্তই । আবার নতুন কোন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব । সবাই সুস্থ থাকবেন , ভাল থাকবেন ।

আল্লাহ্‌ হাফেজ

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয় আমি শিমুল আক্তার ।আমার ইউজার আইডি @shimulakter.আমি ঢাকায় বসবাস করি ।আমি একজন বাঙালী হিসেবে অনেক বেশি গর্ববোধ করি ।আমি বই পড়তে , গান শুনতে অনেক ভালবাসি ।ভ্রমন করতে খুব পছন্দ করি । এছাড়া মজার মজার রান্না করে সবাইকে খাওয়াতে ভালোবাসি । আমার যে কোন কিছু শেখার খুব আগ্রহ । কিছু শিখতে পারলে ,অনেক বেশি আনন্দিত হই ।ভালোবাসি মানুষকে । আর মানুষের পাশে থাকার চেষ্টা করে যাই প্রতিনিয়ত ।

WhatsApp Image 2022-04-30 at 11.50.08 AM.jpeg

WhatsApp Image 2022-08-05 at 5.21.36 PM (2).jpeg

Sort:  
 2 years ago 

আপনারা সুন্দরভাবে মজাদার মাছের ফ্রাই রেসিপিটি তৈরি করেছেন। সুন্দর ভাবে তৈরি করা পাশাপাশি ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভ কামনা রইল

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য। অনেক ভাল লাগলো। অনেক শুভকামনা ভাইয়া আপনার জন্য।

 2 years ago 
লইট্টা মাছের শুটকি আমার খুবই প্রিয় এবং লইট্টা মাছের শুটকি ভুনা এবং ভর্তা করে প্রায়ই খাওয়া হয়। এভাবেই মাছ ফ্রাই করে কখনো খাওয়া হয়নি। আপনার কাছ থেকে নতুন একটি রেসিপি তৈরি শিখে নিলাম। তাছাড়া সামুদ্রিক মাছ দেহের জন্য খুবই উপকারী। এত সুন্দর ও মজাদার করে লইট্টা মাছের ফ্রাই রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ। পোস্টটি সময় নিয়ে পড়ে সুন্দর মন্তব্য করার জন্য। সব সময় এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ। অনেক শুভকামনা ভাইয়া আপনার জন্য।

 2 years ago 

লইট্টা মাছের শুটকি আমার খুবই ফেভারিট মাঝে মাঝেই খাওয়া হয় তবে এভাবে ফ্রাই করে কখনো খাওয়া হয়নি।। আপনার প্রস্তুত করা দেখে খুব লোভ হচ্ছে খেতেও নিশ্চয় খুব মজা হয়েছিল রন্ধনপ্রণালী সুন্দরভাবে তুলে ধরেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য 🌹

 2 years ago 

হে ভাইয়া সত্যি ই খুব মজা হয়েছিল। এভাবে করে খাবেন, ভাল লাগবে। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 2 years ago 

এরকম ভাবে রেসিপি প্রস্তুত করতে হলে তো এখন আবার লোডটা শুটকি মাছ খুঁজে বের করতে হবে বাজারে গিয়ে কিনতে হবে তারপরে বাসায় নিয়ে আসে ভাজি করে খেতে হবে কতটা ারা যাবে সেটা তো বুঝতেই পারছি।।

 2 years ago 

আপু লইট্টা মাছে এত পরিমাণ ভিটামিন রয়েছে আমি আগে জানতাম না। আর এই ধরনের ভিটামিন গুলো আমাদের সবার শরীরের জন্য খুবই উপকারী ।তবে লইট্টা মাছ আমি সবসময় ঝোল করে রান্না করে খেয়েছি এভাবে শুকনো ফ্রাই করা হয়নি এক সময় খেয়ে দেখব।

 2 years ago 

আপু সামুদ্রিক মাছ শরীরের জন্য প্রচুর উপকারী। আর হে এভাবে খেয়ে দেখবেন খুব ভাল লাগবে। অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

মচমচে লইট্টা মাছ ফ্রাই রেসিপিটি দারুণ চমৎকার হয়েছে। মাছের ফ্রাই রেসিপিটি বেশ ইউনিক একটি রেসিপি। রেসিপিটির কালার দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হবে। অনেক চমৎকারভাবে রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন।

 2 years ago 

আপু সত্যি বলতে খুব মজা হয়েছিল খেতে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

লইট্টা মাছের শুটকি খেয়েছি অনেক আর খেতেও খুব ভালো লাগে কিন্তু কাঁচা লইট্টা কখনো খাওয়া হয়নি এমনকি দেখিওনি আজকে প্রথম দেখলাম, প্রতিটি উপকরণ এবং উপস্থাপনা দেখে বোঝাই যাচ্ছে খেতে খুব সুস্বাদু হবে। ধন্যবাদ আপু সুন্দর লইট্টা ফ্রাই রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু ঢাকায় সব কিছু সব সময় পাওয়া যায়। আপনি খুজে দেখলে হয়ত পাবেন। পেলে এভাবে করে খাবেন, ভাল লাগবে। অনেক ধন্যবাদ আপু। ভাল থাকবেন।

 2 years ago 

এ হে আপু আজকে কবিতা ছেড়ে রেসিপি নিয়ে এসেছে। এই লইট্টা মাছটা নাকী বেশ নরম হয়ে থাকে। অধিকাংশ মানুষ এটাকে ফ্রাই করতে পারে না ছাড়িয়ে যায় নাকী। লইট্টা ফ্রাইটা দারুণ তৈরি করেছেন আপু। সত্যি চমৎকার ছিল। দেখে কিন্তু জিভে পানি চলে এসেছে।।

 2 years ago 

ভাইয়া এভাবে করে খাবেন আশাকরি ভাল লাগবে। অনেক শুভকামনা রইল আপনার জন্য। ভাল থাকবেন ভাইয়া।

 2 years ago 

আপু লইট্টা মাছ খাওয়া হয়েছে, কিন্তুু ময়দা, কর্ণফ্লাওয়ার ও সয়াসস দিয়ে কখনো খাওয়া হয়নি। আপনার রেসিপিটা দেখে ভালই লাগলো। ধন্যবাদ।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া। এভাবে করলে নিমিশে খাওয়া হয়ে যাবে। আপনি এভাবে করে খাবেন আশাকরি ভাল লাগবে।

 2 years ago 

আপনি মচমচে লইট্টা মাছ ফ্রাই রেসিপি বানিয়েছেন। আমি লইট্টা মাছ রান্না করে এবং জাল করে খেয়েছি। তবে কখনো লইট্টা মাছ ফ্রাই ই করে খাইনি। তবে আপনার রেসিপি দেখে এবং সুন্দর করে তৈরি করার পদ্ধতি দেখলাম। সামনে বানিয়ে খাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু অনেক ধন্যবাদ। আপনি এভাবে করে খাবেন আশাকরি ভাল লাগবে। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago (edited)

আপু বাঙালি মানেই তো মাছে ভাতে বাঙালী ৷আপনি বেশ চমৎকার করে লুইট্টা মাছ গুলোকে কেটে নিয়ে হলুদ লবন আরো অনেক কিছু দিয়ে বেশ মচমচে করে ভাজি করছেন ৷আমরাও মচমচে মাছের ভাজি অনেক ভালো লাগে ৷ধন্যবাদ আপু সুন্দর একটি রেসেপি ছিল লুইট্টা মাছের মচমচে ভাজি

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ আমার পোস্ট টি সময় নিয়ে পড়ে সুন্দর মন্তব্য করার জন্য। ভাল থাকবেন।

 2 years ago 

হুম দিনশেষে ভালো থাকাটা জরুরী

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 65792.18
ETH 2695.80
USDT 1.00
SBD 2.90