🥚অল্প সময়ে ডিম এবং দুধ দিয়ে পুডিং তৈরির রেসিপি 🥞 ||১০%প্রিয় লাজুক -খ্যাকের জন্য 🇧🇩

আসসালামু-আলাইকুম/আদাব

সুপ্রিয় সতীর্থব্লগারবৃন্দ,
আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তা রহমতে ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।বাংলাদেশ থেকে আমি@shihab24। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে আমার পছন্দের ডিম এবং দুধের তৈরি পুডিং শেয়ার করলাম আশা করি সকলের ভাল লাগবে।

দুধ এবং ডিম দিয়ে পুডিং তৈরি করতে যা যা প্রয়োজন নিচে দেয়া হল।

received_644080173281492.jpeg


প্রয়োজনীয় উপকরণঃ


১. ১কেজি দুধ
২.তিনটে ডিম
৩.চিনি
৪.বিস্কুট

প্রস্তুত প্রণালীঃ


received_273485278163828.jpeg


১ম ধাপ

পুডিং বানানোর জন্য প্রথমেই দুধকে গরম করে নেই।


received_211581214392345.jpeg

২য় ধাপ

দুধকে ততক্ষণ পর্যন্ত গরম করবো যতক্ষণ না অর্ধেক হয়ে আসে এবং গাঢ় হয়।


received_1241082489691871.jpeg

৩য় ধাপ

এরপর দুধ-গাঁড় হয়ে গেলে আমরা দুধগুলোকে নেমে নেই।


received_284894086925486.jpeg

৪র্থ ধাপ

অপরদিকে তিনটে ডিম ভেঙ্গে একটি বাটিতে নেই।


received_1348838922239475.jpeg

received_635190564338925.jpeg

received_194903152776142.jpeg

৫ম ধাপ


এরপর ডিমগুলোকে ভালোভাবে মিক্সট করে নেই।

received_416016750215331.jpeg

received_4732574223447879.jpeg

৬ষ্ঠ ধাপ


ডিমগুলো ভালোভাবে মিক্স হয়ে গেলে অর্ধেক দুধ যেগুলো হয়েছিল সেগুলোর সাথে মিক্স করে নেই এবং কিছু পরিমাণ চিনি ও দিব।

received_260254469425376.jpeg

received_637109530654244.jpeg

৭ম ধাপ


অন্যদিকে ক্যারামেল তৈরি করতে কিছু পরিমাণ পানি এবং 3 চা চামচ চিনি দিয়ে চুলায় দেই।

received_236497431945734.jpeg

received_597414744681674.jpeg

received_2994344437494692.jpeg

৮ম ধাপ


কিছুক্ষণ পর যখন ক্যারামেল পানিগুলো লাল বর্ণের হয়ে যাবে তখন সেই ক্যারামেল গুলো উঠিয়ে নিব।

received_865297870817133.jpeg

৯ম ধাপ


এরপর ক্যারামেল এবং দুধ ডিমের মিক্স গুলো একসাথে একটি বাটিতে করে পেশার কুকার এর মাধ্যমে আবার চুলায় বসিয়ে দিব।

received_385463133331053.jpeg

received_1317850761977097.jpeg

১০ম ধাপ


এরপর প্রেসার কুকারের দশটি সিটি বাজা পর্যন্ত অপেক্ষা করব।

received_1317850761977097.jpeg

received_340303734154199.jpeg

received_629427144994413.jpeg

১১তম ধাপ


তারপর হয়ে গেল আমাদের ঝটপট পুডিং তৈরি।


received_644080173281492.jpeg

এভাবেই খুব সহজ উপায়ে সুস্বাদু দুধ এবং ডিম দিয়ে তৈরি পুডিং করতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভাল লাগবে।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

ডিম এবং দুধ দিয়ে অনেক সুন্দর একটি সুস্বাদু পুডিং তৈরি করেছেন, দেখে খুবই ভালো লাগলো আমার। আর দেখে জিভের জল এসে গেল। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ধন্যবাদ আপনাকে ভাইয়া।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া খুব সুন্দর একটা কমেন্ট করেছেন।

 3 years ago 

পুডিং আমার খুবই প্রিয়। এটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। কিন্তু অনেক দিন খাওয়া হয়না। আপনার রেসেপি দেখে আবার লোভে পরে গেলাম। আপনার পুডিং টা দেখে লোভনীয় মনে হচ্ছে। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ ভাই আপনাকে

ডিম এবং দুধ দিয়ে দারুণভাবে পুডিং তৈরি করেছেন, দেখে তো লোভ লেগে গেলো ভাইয়া খেতে নিশ্চয়ই দারুন টেস্ট হয়েছিল শুভকামনা রইল আপনার জন্য.

ধন্যবাদ ভাইয়া

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 64884.95
ETH 2619.31
USDT 1.00
SBD 2.82