আজকে আমি আলোচনা করবো অ্যাডোব ফোটশপ (Adobe Photoshop) পরিচিতি পাঠঃ-১ // ০৩/০৬/২০২৩ ইং

in আমার বাংলা ব্লগ10 months ago

আমার বাংলা ব্লগ এর কমিউনিটির সকল সদস্য গণ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি নতুন করে এডোবি ফটোশপ এর পরিচয় তুলে ধুরবো। যে ভাবে একজন গ্রাফিক্স ডিজাইনার কাজ শুরু করার আগে ফটোশপের কাজ গুলো জেনে নিতে হয়।

1.JPG

আপনি যখন ফটোশপ ওপেন করবেন তখন এই রকম ইন্টারফেস দেখতে পাবেন।

ফটোশপ পরিচিতি

ফটোশপ কথাটি ও এর পরিচয় সবাই কম বেশি জানি এটা কি কি কাজে ব্যবহার কারা হয়। Adobe Photograph ( অ্যাডোব ফটোশপ) এটি একটা Software ( সফটওয়্যার ) বা Apps । ফটোশপ এর মাধ্যমে আপনি যে কোন ছবি এডিটিং করতে পারবেন। এক কথাই আপনি ছবির উজ্জ্বলতা বাড়াতে পারবেন।

আমরা যে সব Adobe Photograph Version ব্যবহার করে থাকি সেটি দুই ধরনের 1. CS. 2. CC. ফটোশপ যতগুলো সিরিজ প্রকাশিত হয়েছে তার মধ্যে CC সিরিজ সব চেয়ে বেশি শক্তিশাল । আমি ব্যবহার করি (ফটোশপ সি.সি) ২০২১/২০২২। আপনরা চাইলে (ফটোশপ সিএস সিক্স) ২০১৪ ব্যবহার করতে পারেন এটাও ভালো। তবে দুইটির মাঝে টুলস কম বেশি রয়েছে যেমনঃ-

Adobe Photoshop CS6 এর টুলস প্যানেলে প্রায় ৭০ টি ।

উপরটিতে Adobe Photoshop CC এর টুলসের সংখ্যা প্রায় দ্বিগুণ।

2.jpg

ফটোশপ কি?

আমরা সাধারণত ফটোশপ ব্যবহার করে ছবি এডিট করা, ছবিতে নতুন ডিজাইন করা, ছবির Background পরিবর্তন করা এবং ছবির বিভিন্ন ধরনের ডিজাইন কিংবা বিভিন্ন ধরনের কালার বা রং সহ যে সব ছবি গুলিকে বেশি আকষনীয় কর তুলাই হচ্ছে ফটোশপে কাজ। আমরা প্রতিদিন ইন্টারনেটে প্রকাশিত বিভিন্ন ধরনের viral photo বা images দেখে থাকি সেই গুলি বেশি ভাগ photograph দিয়ে এডিট করা হয়। তবে যদি অন্য ভাবে চিন্তা কি তাহলে বলবো ফটোশপ ডেভেলপ করা হয়েছিল images আর photo গুলো কে Edit করার জন্য। ধরেন আপনি এক জন computer user আপনি photography করতে খুব ভালোবাসেন তাহলে অবশই এই software মাধ্যমে ছবি এডিট করে সুন্দর ও আকষনীয় করে তুলতে পারবেন

ফটোশপ এর কাজ কি?

Photoshop এর কিছু কাজ রয়েছে সেইগুলোর বর্তমানে প্রচুর চাহিদা আছে। Adobe Photoshop এর মধ্যে প্রচুর আলাদা আলাদা ধরণের এবং উন্নত high-quality graphics designing options গুলো রয়েছে। এই গুলোর অনলাইনে চাহিদা অনেক আর এই সব গুলোকে graphics designing skills বলে।

১. Photo Restoration ( ফটো পুনরুদ্ধার )।
২. Product Retouch ( পণ্য পুনর্নির্মাণ )।
৩. Photo Editing ( ছবি সম্পাদনা )।
৪. Clipping Path ( ক্লিপিং পাথ )।
৫. Photo Masking ( ফটো মাস্কিং )।
৬.Photo Composition ( ছবির রচনা )।
৭. Color Correction ( রং ঠিক করা )।
৮. Logo Design ( লোগো ডিজাইন )।
৯. Banner Design ( ব্যানার ডিজাইন )।
১০.T-Shirt Design ( টি-শার্ট ডিজাইন )।
১১. UI Design ( UI ডিজাইন )।
১২. iPhone Apps Design ( আইফোন অ্যাপস ডিজাইন )।
১৩. Flyer Design ( ফ্লায়ার ডিজাইন )।
১৪. Business Card Design ( বিজনেস কার্ড ডিজাইন )।
১৫. Image background removal ( ছবি পটভূমি অপসারণ )।
১৬. eBook cover page design ( ইবুক কভার পেজ ডিজাইন )।
১৭. Website Mockup ( ওয়েবসাইট মকআপ )।
১৮. Website Header Design ( ওয়েবসাইট হেডার ডিজাইন )।

photograph কি ভাবে শিখব?

আপনি যদি সত্যি photograph ( ফটোশপ ) শিখতে আগ্রহী হন তাহলে আপনি বিভিন্ন মাধ্যমে শিখতে পারবেন। আমি দুইটি প্রতিষ্ঠান থেকে ফটোশপে কাজ শিখেছি 1. STI Graphic design. 2. Qt Academy আর কিছু কিছু YouTube video দেখে শিখেছি। আপনারা চায়লে এই তিনটি মাধ্যমে শিখার জন্য অগ্রসর হতে পারেন। আর আপনি যদি YouTube video দেখে চেষ্টা করেন তাউ আপনি শিখতে পারবেন। ফটোশপে কাজ শিখতে হলে প্রথমত এডোব ফটোশপে এর সকল টুলস কাজ জানতে হবে। আপনি যদি টুলসের ব্যবহার কারা না জানেন তাহলে আপনি কোন কাজ ঠিক ঠাক ভাবে কাজ করতে পারবেন না। photograph ( ফটোশপ ) অনেক টুলস আছে সেগুলি দেওয়া হলোঃ-

  1. Move Tool ( মোভ টুল ) ।

  2. Artboard Tool ( আর্টবোর্ড টুল ) ।

  3. Rectangular Marquee Tool ( আয়তক্ষেত্রাকার মার্কি টুল ) ।

  4. Elliptical Marquee Tool ( উপবৃত্তাকার মার্কি টুল ) ।

  5. Lasso Tool ( ল্যাসো টুল ) ।

  6. Polygonal Lasso Tool ( বহুভুজ ল্যাসো টুল ) ।

  7. Magnetic Lasso Tool ( ম্যাগনেটিক ল্যাসো টুল ) ।

  8. Object Selection Tool ( বস্তু নির্বাচন টুল ) ।

  9. Quick Selection Tool ( দ্রুত নির্বাচন টুল ) ।

  10. Magic Wand Tool ( জাদুর কাঠি টুল ) ।

  11. Crop Tool ( ফসল টুল ) ।

  12. Perspective Crop ( দৃষ্টিকোণ টুল ) ।

  13. Tool Slice Tool ( টুল স্লাইস টুল ) ।

  14. Slice Select Tool ( স্লাইস নির্বাচন করুন টুল ) ।

  15. Frame Tool ( ফ্রেম টুল ) ।

  16. Spot Healing Brush Tool ( স্পট হিলিং ব্রাশ টুল ) ।

  17. Brush Tool ( ব্রাশ টুল ) ।

  18. Pencil Tool ( পেন্সিল টুল ) ।

  19. Color Replacement Tool ( রঙ প্রতিস্থাপন টুল ) ।

  20. Mixer Brush Tool ( মিক্সার ব্রাশ টুল ) ।

  21. Eyedropper Tool ( আইড্রপার টুল ) ।

  22. Clone Stamp Tool ( ক্লোন স্ট্যাম্প টুল ) ।

  23. History Brush Tool ( ইতিহাস বুরুশ টুল ) ।

  24. Eraser Tool ( ইরেজার টুল ) ।

  25. Background Eraser Tool ( ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল ) ।

  26. Magic Eraser Tool ( ম্যাজিক ইরেজার টুল ) ।

  27. Gradient Tool ( গ্রেডিয়েন্ট টুল টুল ) ।

  28. Paint Bucket Tool ( রঙের পাত্র টুল ) ।

  29. Blur Tool ( ঝাপসা টুল ) ।

  30. Dodge Tool ( ডজ টুল ) ।

  31. Pen Tool ( কলম টুল ) ।

  32. Rectangle Tool ( আয়তক্ষেত্র টুল ) ।

  33. Rounded Rectangle Tool ( বৃত্তাকার আয়তক্ষেত্র টুল ) ।

  34. Ellipse Tool ( উপবৃত্ত টুল ) ।

  35. Polygon Tool ( বহুভুজ টুল ) ।

  36. Line Tool ( লাইন টুল ) ।

  37. Custom Shape Tool ( কাস্টম আকৃতি টুল ) ।

  38. Hand Tool ( হাত টুল ) ।

  39. Zoom Tool ( জুম টুল ) ।

আপনারা যদি এই সব টুলস কাজ জানেন তাহলে যে কোন ধরনের কাজ করতে পারবেন। শিখতে যদি সমস্যা হয় তাহলে কোন চিন্তা নাই আমি প্রতি দিন ফটোশপ নিয়ে আলোচনা করবো আর সকল টুলস ব্যবহার নিয়ে আলোচনা করবো। আমি প্রতিটি টুলস কাজ বিভিন্ন ভাবে আলোচনা করবো যা দেখে আপনারা শিখতে পারবেন। সব শেষে বলতে চায় ফটোশপ নিয়ে পাঠ বাই পাঠ আলোচনা করবো।

আমার নাম মোঃ আবু বক্কর । আমার ইউজার নাম @abubakkor। আমি একজন শারিরীক প্রতিবন্ধী আমার দেশ বাংলাদেশ । আমার মাতৃভাষা বাংলা ভাষা । আমি একজন গ্রাফিক্স ডিজাইনার । আমি ডিজাইন করতে খুবই পছন্দ করি।

Coin Marketplace

STEEM 0.35
TRX 0.12
JST 0.040
BTC 70638.80
ETH 3565.34
USDT 1.00
SBD 4.73