প্রাকৃতিক রেনডম ফটোগ্রাফি (10% প্রিয় শাই ফক্স এর জন্য)

আসসালামু আলাইকুম ।আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আলহামদুলিল্লাহ

গত সপ্তাহে আমি আমার পরিবারের সঙ্গে এক আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছিলাম। তার বাসাটা শহর থেকে কিছুটা দূরে ।জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে ।বেড়াতে গিয়ে বেশ কিছু ছবি তুলেছি ।সেই ছবিগুলো আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি ।

ফটোগ্রাফি ১:

WhatsApp Image 2021-12-22 at 12.02.05 PM (1).jpeg

এটি হচ্ছে বাসায় ঢোকার রাস্তা।রাস্তার দুই পাশে রয়েছে নারকেল গাছের সারি ।তার ভেতর দিয়ে চলে গিয়েছে রাস্তা ।


ফটোগ্রাফি২:

WhatsApp Image 2021-12-22 at 11.54.31 AM (1).jpeg

রাস্তাটা দিয়ে একটু সামনে গেলেই চোখে পড়বে ঘাট বাঁধানো পুকুর ।


ফটোগ্রাফি৩:

WhatsApp Image 2021-12-22 at 11.54.28 AM (3).jpeg

পাশেই ছিল মেহগনি গাছের বিশাল বাগান । বাগানটি আমার ভালো লাগলো তাই কয়েকটি ছবি তুলে ফেললাম ।

ফটোগ্রাফি৪:

WhatsApp Image 2021-12-22 at 11.54.29 AM (2).jpeg


ফটোগ্রাফি৫:

WhatsApp Image 2021-12-22 at 7.15.39 PM.jpeg

রাস্তার শেষ মাথায় ঘাট বাঁধানো সুন্দর একটি পুকুর ও ছিল ।পুকুরে দুজনকে দেখলাম গোসল করছিল ।আমি পুকুরের কয়েকটা ছবি তুলে ফেললাম ।


ফটোগ্রাফি৬:

WhatsApp Image 2021-12-22 at 11.54.28 AM (1).jpeg


ফটোগ্রাফি৭:

WhatsApp Image 2021-12-22 at 11.54.32 AM.jpeg


ফটোগ্রাফি৮:

WhatsApp Image 2021-12-22 at 12.02.05 PM (2).jpeg

এই ফুলের গাছ আমরা সবাই চিনি ।ফুলে ফুলে ভরে ছিল জবা ফুল গাছটি ।দেখতে ভীষণ ভালো লাগছিল ।পুরোটা গাছে লাল রঙের জবা ফুল ফুটে ছিল ।


ফটোগ্রাফি৯:

WhatsApp Image 2021-12-22 at 12.02.05 PM (2).jpeg


ফটোগ্রাফি ১০:

WhatsApp Image 2021-12-22 at 7.15.39 PM (2).jpeg

আসার সময় চোখে পরলো একটি গরু তার বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছি এবং বাচ্চাটিকে খাওয়াচ্ছে ।দেখে ওদের একটি ছবি তুলে ফেললাম।


ফটোগ্রাফি১১:

WhatsApp Image 2021-12-22 at 7.15.39 PM (4).jpeg

ফটোগ্রাফি১২:

WhatsApp Image 2021-12-22 at 7.15.39 PM (4).jpeg

আমরা যখন চলে আসছি তখন সূর্য প্রায় ডুবে যাচ্ছিল। একটি সূর্য ডোবার সময় ছবি।

আজকের মতো এখানেই শেষ করছি।পরে নতুন পোষ্ট নিয়ে আবার দেখা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে আমার পোস্ট টি দেখার জন্য ।আল্লাহ হাফেজ

ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ক্যামেরামডেল
হুয়াইওয়াই নাইন
লোকেশন
Sort:  

আপনার প্রকৃতির ফটোগ্রাফি গুলো খুব সুন্দর লাগছে দেখতে। প্রকৃতি সব সময় আমাদের অনেক ভালো লাগে। আপনার করা প্রকৃতির ফটোগ্রাফির ১১ নম্বর ছবিটি খুব সুন্দর লাগছে। প্রতিটি ফটোগ্রাফি সম্পর্কে সুন্দর বিশ্লেষণ করেছেন। শুভকামনা রইল।

ধন্যবাদ ভাইয়া পোস্টটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য।

আপু আপনার রেনডেম ফটোগ্রাফি বেশ দারুণ।আপনি খুব সুন্দর করে ক্যাপচার করছেন ছবি গুলো্।আপনার ফটোগ্রাফি গুলোর মধ্যে 12 নম্বর ছবিটি সবচেয়ে ভালো লেগেছে আমার।অনেক ধন্যবাদ।

ধন্যবাদ ভাইয়া পোস্টটি পড়ে মন্তব্য করার জন্য।

আপু আপনার ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে ।আপনার পোষ্টের উপস্থাপনা অনেক সুন্দর ছিল । ​প্রতিটি ছবির নিচে আপনি খুব চমৎকারভাবে বর্ণনা করেছেন ।ধন্যবাদ এত সুন্দর ছবি গুলো আমাদের সঙ্গে শেয়ার করার জন্য ।

ধন্যবাদ ভাইয়া ।

 3 years ago 

আলোকচিত্রগুলো চমৎকার হয়েছে আপু। প্রথম ছবিটা দেখেই সাধ জেগেছে জায়গাটা ঘুরে আসার। এত সুন্দর গোছানো রাস্তা খুব কম দেখেছি। সাথে বাঁধানো পুকুর ঘাট আর মেহগনি বন। ফুল গুলোও দেখতে খুব সুন্দর লাগছে। সব মিলে আমার কাছে ঘুরতে যাবার মত একটা জায়গা বলে মনে হয়েছে। ধন্যবাদ আপু এত সুন্দর কিছু ছবি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.031
BTC 58976.49
ETH 2502.14
USDT 1.00
SBD 2.48