সিদ্দিক ভাই অনেক ভালে মনের মানুষ বুঝতে পেলাম পোস্ট টি পড়ে।তবে অনেক রোগের বাসা তার শরীরে এটা জেনে খারাপ লাগছে।সিদ্দিক ভাই কিন্তুু ভীষন সচেতন মানুষ সুস্থতা নিয়ে কোন কার্পণ্য করেন না তাই অনেক প্রকারের ঔষধ তার সংগ্রহে এবং নামি-দামি ডাক্তারের কাছে যাওয়া আসা।বাইরের খাবার নিষিদ্ধ জেনেও লোভ সামলাতে পারেন না মানে ভোজনরসিক লোক। আপনার ঔষধ দেখে জ্বর পালিয়েছে জেনে খুব হাসি পেলো ভাইয়া।ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
জী আপু ভোজনরসিক মানে কিছুক্ষন পর পর খায়। দিনে কমপক্ষে তিনবার ক্যান্টিনে যায়,হা হা হা। ধন্যবাদ।