বদরগঞ্জ উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ঘোরার অভিজ্ঞতা//পর্ব-- এক

in আমার বাংলা ব্লগ6 months ago
❤️আসসালামু আলাইকুম ❤️
হ্যাল্লো বন্ধুরা, কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে। বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে উপজেলা পর্যায়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ঘোরার কিছু মুহূর্ত এবং সেখান থেকে পাওয়া কিছু অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করব । আজকে আরো কিছু বিষয় আপনাদের সামনের উপস্থাপন করব। চলুন শুরু করা যাক

উপজেলা কর্তৃক আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ঘোরার কিছু মুহূর্ত

IMG_20240131_131531.jpg

IMG_20240131_131358_1.jpg

IMG_20240131_131254_1.jpg
আমার বাংলা ব্লগ কমিউনিটির কমবেশি সবারই ঘুরতে যাওয়ার নেশা আছে। ঘোরাঘুরি করলে অনেক রকমের উপকার পাওয়া যায়। কেউ মন খারাপ থাকলে ঘোরাঘুরি করে কেউবা নিত্য নতুন বিষয়াদি সম্বন্ধে জানার জন্য ঘোরাঘুরি করে কারো বা ঘোরাঘুরি করার একটা নেশা বলা যায়। আমিও ঠিক তেমনি যখনই সময় পাই তখনই কোথাও না কোথাও ঘুরতে বেরোই। কিছুদিন আগেই আমাদের বদরগঞ্জ উপজেলায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আয়োজন করা হয়েছিল। এটির তত্ত্বাবধানে ছিল জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। আর পৃষ্ঠপোষকতায় ছিল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে। এ জাতীয় মেলাগুলো করা আমি মনে করি যথার্থপূর্ণ। কেননা এই জাতীয় মেলাগুলোর মাধ্যমেই সাধারণ মানুষ ও বিজ্ঞান সম্বন্ধে অনেক কিছু জানতে পারে। আর ছাত্র-ছাত্রীদেরও মেধাবিকাশের একটি দারুণ সুযোগ তৈরি হয়। মেলাতে ঘুরতে গিয়ে আমি যে সকল অভিজ্ঞতা পেয়েছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব আজকে। চলুন শুরু করা যাক।

IMG_20240131_131042.jpg

IMG_20240131_131756_1.jpg
মেলায় ঢুকে আমি যথারীতি অবাক হয়ে যাই প্রচন্ড পরিমাণের জ্যাম ছিল। প্রতিটি স্টলেই লোকে লোকারণ। এরই মাঝে একটি স্টলে ঢোকার মধ্য দিয়ে আমরা শুরু করলাম বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন বিষয় জানতে। প্রথমেই আমরা জানতে পারলাম বৈশ্বিক উষ্ণতা এবং গ্রিনহাউস গ্যাসের ফলে আমাদের পরিবেশে কিরকম পরিমাণের ক্ষতি সাধিত হচ্ছে সে বিষয়। প্রচন্ড পরিমাণের খরার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। তাপমাত্রা বৃদ্ধি করন, জনজীবন গরমে অতিষ্ঠ হওয়াসহ পরিবেশের প্রতিটি ক্ষেত্রেই ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে গ্রীন হাউজ গ্যাসের কারণেই। সে বিষয়ে সম্বন্ধেই আমরা জানতে পারি।

IMG_20240131_131959.jpg
এইবার যে বিষয়টি আমরা জানতে পারি সেটি হচ্ছে যদি আমরা প্রাকৃতিক পরিবেশকে ঠিক রাখি, বৃক্ষ নিধন না করি এবং সৌর প্যানেল ব্যবহার করি তাহলে আমাদের পরিবেশে সুন্দর একটি পরিবেশ অবস্থান করে।

IMG_20240131_132233.jpg

IMG_20240131_132120.jpg
এইবার মূলত আমরা যে বিষয়টি সম্বন্ধে জানতে পারি সেটি হলো উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ এর বিষয় সমূহ। একটি উদ্ভিদের মধ্যে কত রকমের ক্রিয়া প্রক্রিয়া থেকে থাকে এবং একটি প্রাণীর মধ্যে কতগুলো কোষ প্রক্রিয়া থেকে থাকে সে সম্বন্ধে অবগত হই।আর এ বিষয়টি চিত্রের মাধ্যমে তারা তুলে ধরেছিল। সত্যি বলতে প্রতিটি বিষয়ের মধ্যেই এখানে শিক্ষণীয় সব জিনিস তুলে ধরেছে চিত্রের মাধ্যমে যা দর্শণার্থীদের বুঝতে অনেক বেশি সুবিধা হয়েছে।

IMG_20240131_132354.jpg

IMG_20240131_132313_1.jpg
এইবার আমরা দেখতে পারি কাচের তৈরি সেই কিউব। যে কিউবের মধ্যে বিভিন্ন বিষয় টেস্ট করা হয় যেটা বিজ্ঞানীরা বা বিজ্ঞান পড়ুয়া স্টুডেন্টরাই সবথেকে ভালো বলতে পারবে। তারপর রয়েছে অণুবীক্ষণ যন্ত্র। অণুবীক্ষণ যন্ত্র সম্বন্ধে আমরা সকলেই অবগত ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্রতম জিনিসকে খুবই সূক্ষ্মভাবে দেখার জন্য অণুবীক্ষণ যন্ত্রের অবদান অপরিসীম। তার পাশেই আছে আতসী কাঁচ। আতসী কাচ দিয়েও আমরা ছোট বিষয়কে বড় করে দেখতে পারি।

IMG_20240131_132448.jpg
এইবার যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এখানে একটি ভিন্ন উপায়ে রংধনু তৈরি করার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। তথা সূর্যের আলো এসে ডিস্ক এর মধ্যে পড়বে এবং ডিস্ক থেকে পানিতে ভিন্ন ভিন্ন সাতটি কালারের সৃষ্টি হবে। এই বিষয়টি দেখে আমি খুবই আশ্চর্য হয়ে গিয়েছিলাম এবং আমার কাছে বেশ ভালো লেগেছিল এজন্য ফটোগ্রাফি করে রেখেছি আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য।

IMG_20240131_132636_1.jpg

IMG_20240131_132622.jpg
এবার আপনারা যে ফটোগ্রাফি দুটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পানিতে লেজার রশ্নির মাধ্যমে আলোর পূর্ণ প্রতিফলন কিভাবে ঘটানো যায় সেই প্রক্রিয়াটি শিক্ষার্থীরা এখানে খুবই সুন্দরভাবে তুলে ধরেছেন এবং বাস্তবিকভাবে দেখিও দিয়েছেন। খুবই চমৎকার একটি বিষয়। নিজের চোখে সামনাসামনি দেখতে পারলে আপনাদেরও অনেক বেশি ভালো লাগতো। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল এজন্য আপনাদেরও দেখার সুযোগ করে দিয়েছি। আজকের মত এখানেই শেষ করলাম বন্ধুরা।

বন্ধুরা আজকের মত আমার ব্লগটি এখানেই শেষ করছি।আশা করি আপনাদের ভালো লেগেছে।দেখা হবে আবারো আপনাদের সাথে নতুন কোনো পর্বে।আল্লাহ হাফেজ।

🥰পোস্ট টি ভিজিট করার জন্যে অসংখ্য ধন্যবাদ🥰

DeviceRedmi 9A
Camera13 MP
CountryBangladesh
LocationRangpur, Bangladesh

received_150935148111922.jpeg

received_6740871932674823.jpeg

vote@bangla.witness as a witness

received_686410693469029.jpeg

or

Set@rme as your proxy

received_1423949511668636.jpeg

Sort:  
 6 months ago 

বদরগঞ্জের বিজ্ঞান মেলা নিয়ে সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন ভাইয়া।পোস্টটি ভালো হয়েছে। আপনি ঠিকেই বলেছেন, এধরণের মেলা মানুষকে বিজ্ঞানমনস্ক হতে সহায়তা করে। পোস্টের ছবি গুলোও বেশ সুন্দর হয়েছে। বিজ্ঞান মেলা নিয়ে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 6 months ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 6 months ago 

আমিও আপনার সাথে একমত ভাই এই ধরনের মেলার জন্য ছাত্রছাত্রীদের মেধা বিকাশের দারুন একটা সুযোগ তৈরি হয়। এটা আসলে চমৎকার। বড়দগঞ্জ উপজেলার বিজ্ঞান মেলার অভিজ্ঞতাটা অনেক সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 6 months ago 

আপনার সুন্দর মন্তব্য আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে ভাইয়া। কমেন্ট করে মন্তব্য জানানোর জন্য ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

বদরগঞ্জ উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ঘোরার অভিজ্ঞতা খুব সুন্দরভাবে শেয়ার করেছেন৷ আসলে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অনেক ধরনের জিনিসপত্র থাকে যা থেকে আমরা অনেক ধরনের শিক্ষা অর্জন করে থাকি৷ এই শিক্ষা অর্জন করে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে কাজে লাগাতে পারি৷ অনেক ধন্যবাদ এই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 6 months ago 

কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 65792.18
ETH 2695.80
USDT 1.00
SBD 2.90