PUSS টোকেন: মজার এক নতুন জগৎ|| নিয়ে স্বরচিত কবিতা||~~
স্বরচিত কবিতা
সকলকে শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আপনারা সবাই সব সময় ভালো থাকবেন,এটাই প্রত্যাশা করি।
বন্ধুরা আজ আবারো নিজের লেখা আর একটি ভিন্ন রকম কবিতা নিয়ে হাজির হলাম। আশা করছি এই কবিতা টিও আপনাদের ভালো লাগবে। আর কবিতাটির মূলভাব ছোট করে নিম্নে তুলে ধরলাম।
$PUSS টোকেন: মজার এক নতুন জগৎ
ডিজিটাল বিশ্বে এক নতুন দিগন্তের সূচনা— যেখানে স্বপ্নের মতো নাচে পিক্সেলগুলো, হাসি আর মজার মিশ্রণে তৈরি এক টোকেন— $PUSS, আমাদের হাতে এনে দেয় আনন্দের সঞ্চয়।
যেখানে কাগজের টাকা হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে,
এমন এক দুনিয়ায়, যেখানে লেনদেন মানে আর স্রেফ হিসেব নয়, $PUSS যেন এক রসিক চাহনি, বলছে, "আমাকে খুব সিরিয়াসলি নিও না।" এর কোনো মালিকানা নেই, কেউ একে পূর্বাভাস করতে পারেনি,
সবাই সমানভাবে কিনেছে— এই টোকেন সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজড, সম্পূর্ণ মজায় ভরপুর।
ট্রন ব্লকচেইনের এই অচেনা পথে, প্রত্যেকটি টোকেন যেন আমাদের ত্যাগ আর উদ্যমের ফল। কেউ এখানে ফ্রি কিছু পায়নি, সবাই নিজেদের ইচ্ছায় এটিকে গড়ে তুলেছে, প্রতিটি টোকেন কেনা হয়েছে নিজের পরিশ্রমের দামে, এখানে প্রতিটি লেনদেন, প্রতিটি মুহূর্ত— আমাদের স্বপ্নের মাটি দিয়ে তৈরি। আর লোগো ও ব্যানারগুলো? ওগুলো তো আমাদের সৃজনশীলতার প্রকাশ, আমাদের আনন্দের প্রতিচ্ছবি। প্রতিটি ডিজাইন, প্রতিটি রঙ, প্রতিটি ফটারে শোভিত $PUSS— যেন আমাদের ভালোবাসা আর একতা প্রকাশের একটি রূপ।আসুন,
এই মজার প্রজেক্টে, আমাদের সৃজনশীলতা আর উদ্যমকে মেলে ধরি, নতুন নতুন ডিজাইন, নতুন নতুন ধারণা নিয়ে গড়ে তুলি $PUSS টোকেনের পরিচয়। এই টোকেন যেন একটি খেলার ছলে
আমাদের সকলের আনন্দের, ভালোলাগার,
অভিন্নতার প্রতীক হয়ে ওঠে। আমাদের, তোমার, সবার মিলে
$PUSS— একটি নতুন মজার জগৎ।
"$PUSS টোকেন"
$PUSS টোকেন:
এক সজাগ হাসির ইশারা
ডিজিটাল জগতের সীমানায়,
এক নতুন দিন শুরু হয়,
যেখানে পিক্সেলগুলি স্বপ্নের মতো নাচে—
হাসির ইশারায়, মজার ছন্দে,
$PUSS নামে একটি টোকেন,
তোমার হাতে তুলে দেয় এক নির্মল,
হাস্যোজ্জ্বল আনন্দ।
পৃথিবীর পথে কাগজের টাকা
হারিয়ে যাচ্ছে, আর তার পরিবর্তে
আসছে এক নতুন ভাবনার ছন্দ,
কিন্তু $PUSS টোকেন যেন একটি
রসিক ইঙ্গিত— “এটা সিরিয়াস নয়,
বরং খেলার ছলে এক মজার লেনদেন।”
অথবা হয়তো, এইসব মজা আর
খেলার মধ্যেই বয়ে চলেছে
এক নতুন দিনের বার্তা।
এই ট্রন ব্লকচেইনের জগতে,
যেখানে কোনো মালিক নেই,
নেই কোনো নির্ধারিত পথ,
প্রত্যেকটি টোকেনের পেছনে আছে ত্যাগ,
প্রত্যেকটি ট্রন দিয়ে কেনা,
প্রত্যেকটি মুহূর্তে রচিত হয়েছে
আমাদের সকলের হাসির সুর।
লোগো আর ব্যানার, একেকটা যেন
আঁকিবুঁকি— প্রতিটি ডিজাইন যেন
সৃষ্টির এক এক ঝলক,
প্রতিটি ছবিতে লুকিয়ে আছে
আমাদের সবার আনন্দের সঞ্চয়।
আমাদের ভালোবাসার প্রকাশ,
প্রত্যেক পোস্টে, প্রত্যেক ফটারে,
$PUSS এর প্রচার যেন আমাদের
মনের মাধুরী মিশিয়ে আঁকা এক স্বপ্ন।
তাহলে আসুন, এই মজার প্রজেক্টকে
একসাথে দেখিয়ে দিই আমাদের
কল্পনার নতুন দিগন্ত।
নতুন নতুন ডিজাইন,
নতুন সৃষ্টির খেলা,
আর প্রতিটি হাসির ইঙ্গিতে
তুলি এক নতুন দিনের ছাপ।
$PUSS টোকেন—
এই ডিজিটাল বিশ্বে,
তোমার, আমার, আমাদের
এক ছোট্ট মজার খেলা।
বন্ধুরা আমার আজকের কবিতটি, নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লেগেছে। আর আপনাদের ভালোলাগাই আমার সার্থকতা ও পরম পাওয়া। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারো সুন্দর সুন্দর কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হব, আমি সেলিনা সাথী...
আমি সেলিনা সাথী। ছন্দের রাজ্যে, ছন্দরাণী কাব্যময়ী-কাব্যকন্যা বর্তমান প্রজন্মের নান্দনিক ও দুই বাংলার জনপ্রিয় কবি সেলিনা সাথী। একধারে লেখক, কবি, বাচিক শিল্পী, সংগঠক, প্রেজেন্টার, ট্রেইনার, মোটিভেটর ও সফল নারী উদ্যোক্তা তার পুরো নাম সেলিনা আক্তার সাথী। আর কাব্যিক নাম সেলিনা সাথী। আমি নীলফামারী সদর উপজেলায় ১৮ মার্চ জন্মগ্রহণ করেন। আমার বাবা পিতা মরহুম শহিদুল ইসলাম ও মাতা রওশনারা বেগম। ছড়া কবিতা, ছোট গল্প, গান, প্রবন্ধ, ব্লগ ও উপন্যাস ইত্যাদি আমার লেখার মূল উপজীব্য। আমার লেখনীর সমৃদ্ধ একক এবং যৌথ কাব্যগ্রন্থের সংখ্যা ১৫ টি। আমার প্রথম প্রকাশিত কবিতার বই অশ্রু ভেজা রাত, উপন্যাস মিষ্টি প্রেম, যৌথ কাব্যগ্রন্থ একুশের বুকে প্রেম। জীবন যখন যেমন। সম্পাদিত বই 'ত্রিধারার মাঝি' 'নারীকণ্ঠ' 'কাব্যকলি'সহ আরো বেশ কয়েকটি বই পাঠকহমলে বেশ সমাদৃত। আমি তৃণমূল নারী নেতৃত্ব সংঘ বাংলাদেশ-এর নির্বাচিত সভাপতি। সাথী পাঠাগার, নারী সংসদ, সাথী প্রকাশন ও নীলফামারী সাহিত্য ও সংস্কৃতি একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি। এছাড়াও আমি জেলা শাখার সভাপতি উত্তোরন পাবনা ও বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার পরিষদ নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছি। তিনি মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ২০১৪ সালে নীলফামারী জেলা ও রংপুর বিভাগীয় পর্যায়ে সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য শ্রেষ্ঠ জয়িতা অ্যাওয়ার্ড অর্জন করেছি। এছাড়াও সাহিত্যের বিভিন্ন শাখায় ও সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় আমি বহু সম্মামনা পদক অর্জন করেছি। যেমন সাহিত্যে খান মইনুদ্দিন পদক ২০১২। কবি আব্দুল হাকিম পদক ২০১৩। শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র কর্তৃক সম্ভাবনা স্মারক ২০১৩। সিনসা কাব্য সম্ভাবনা ২০১৩। বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে সম্মামনা স্মারক ২০১৩। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৭ তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে সম্মাননা স্মারক ২০১৩। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১১৫ তম জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে ২০১৪। দৈনিক মানববার্তার সম্মামনার স্মারক ২০২৩। চাতক পুরস্কার চাতক অনন্যা নারী সম্মাননা ২০২৩ ওপার বাংলা মুর্শিদাবাদ থেকে মনোনীত হয়েছি।
বিষয়: ক্রিয়েটিভ রাইটিং
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......
🎉 Congratulations on being nominated for Sammanana Smarak 2023! 🙏
"Thank you so much to the entire @bangla_blog community for this amazing honor! I'm truly humbled and grateful for your recognition. This smarak is a testament to our community's dedication to creative writing and excellence in content creation.
I'd like to extend my sincerest gratitude to each and every one of you who has supported me on this journey. Your encouragement, feedback, and love have meant the world to me.
Let's continue to inspire and uplift each other as we strive for greatness! 💫
Please don't forget to vote for our witness xpilar.witness by going to https://steemitwallet.com/~witnesses. Your support will help us continue to grow and improve the ecosystem, benefiting our entire community.
Stay creative, stay connected, and let's keep pushing the boundaries of what's possible! 🌟"
PUSS টোকেন নিয়ে দারুণ একটি কবিতা লিখে ফেলেছেন আপু। সত্যি আপু আপনার প্রতিভা দেখে মুগ্ধ হয়ে যাই। সব সময় আপনি নতুন কিছু করার চেষ্টা করেন। আর কবিতার লাইনগুলো কিন্তু দারুণ হয়েছে। ছন্দ গুলো অসাধারণ ছিল।
চেষ্টা করতে কৃপণতা করি না। তবে কেমন হয়েছে তা বলতে পারছি না নতুন একটি আইডিয়া নিয়ে লেখা। আপনাদের ভালো লাগলে আমার সার্থকতা।
Upvoted! Thank you for supporting witness @jswit.
খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন।$PUSS কয়েন নিয়ে আপনার এই কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ।
💯⚜2️⃣0️⃣2️⃣4️⃣ This is a manual curation from the @tipu Curation Project.
Also your post was promoted on 🧵"X"🧵 by the account josluds
@tipu curate
Upvoted 👌 (Mana: 0/7) Get profit votes with @tipU :)