স্বরচিত কবিতা "আলোর পথের যাত্রী"||~~

in আমার বাংলা ব্লগ3 months ago


♥আসসালামু আলাইকুম/আদাব♥

IMG_20230315_234952.jpg


সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালোই আছি। আর আপনারা সবাই সবসময় ভালো থাকবেন। এটাই প্রত্যাশা করি।


IMG_20230314_210440.jpg


বন্ধুরা আজ ক'দিন ধরে আবারো খুব বেশি ব্যস্ত হয়ে পড়েছি।আগামী 17 ই মার্চ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে নানারকম বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।তারই ধারাবাহিকতায় নীলফামারী সাহিত্য একাডেমির ও একটি প্রোগ্রাম আগামী 19 তারিখ।এছাড়াও আমাদের নিলফামারীর সুযোগ্য মেয়র, ছয়-ছয়বার টানা নির্বাচিত মেয়র।যিনি সারা বাংলাদেশের মেয়রদের সভাপতি ছিলন।এবার আবারো নির্বাচিত হয়েছেন। আর তাই নীলফামারী নাগরিক কমিটির আয়োজনে মেয়রকে বিশাল সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে আগামী 18 তারিখ।এতগুলো প্রগ্রামে ছোট ছোট কিছু দায়িত্ব আমারও আছে।যেহেতু আমি একজন ভলান্টিয়ার এবং একজন সমাজকর্মী।সে জন্যই মূলত আবারো কমিউনিটিতে তেমনভাবে সময় দিতে পারছি না।তবে মন-মেজাজ শরীর সবকিছু আগের চেয়ে অনেক ভালো আছে। কারণ শিপু এখন বাসায়, আমার কোলে।বন্ধুরা 19 তারিখ যেহেতু আমাদের নিজেদের প্রোগ্রাম। সেই প্রোগ্রামের জন্য একটু বেশি ব্যস্ত থাকতে হচ্ছে। কারণ প্রোগ্রাম বাস্তবায়নে আমার ভূমিকা অন্যতম। আর তাই এত রাতে আমার স্বরচিত একটি কবিতা নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে।কবিতার শিরোনাম আলোর পথের যাত্রী।আমি ছোটবেলা থেকেই সমাজ উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে জড়িয়ে আছি।এবং সমাজের কিছু অনিয়ম,উশৃংখলতা,সহিংসতা প্রতিরোধে কাজ করার জন্য সোচ্চার ভূমিকা পালন করে আসছি সেই ছোটবেলা থেকে।আমি যখন ষষ্ঠ শ্রেণীতে পড়ি বার্ষিক পরীক্ষা হয়ে গেলে সপ্তম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার আগেই আমার বিয়ে হয়ে যায়।তার পরেও লেখাপড়া ছাড়তে পারেনি।বই কে আকড়ে ধরে আছি আষ্টেপিষ্টে।বইকে আমি আমার জীবনের শ্রেষ্ঠ বন্ধু মনে করি।এবং যারা বই পড়তে চায় না তাদের প্রভুর মুখে করার জন্য নানারকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং তারই ধারাবাহিকতায় সাথী পাঠাগার প্রতিষ্ঠা করেছি। মৃত্যুর আগের দিন পর্যন্ত আলোর পথে যাত্রা আমার অব্যাহত থাকবে।তাই আমার বাংলা ব্লগ পরিবারের সকল বন্ধুদের আবারো বলতে চাই আসো আমরা প্রত্যেককেই প্রতিদিন একটি করে পৃষ্ঠা হলেও বই পড়ি।নিজে বই পড়ি এবং পরিবারের অন্যদের উৎসাহিত করি।অনেক কথা হল এবার চলুন আমার স্বরচিত কবিতা আলোর পথের যাত্রী পড়ে আসি।


IMG_20230315_234929.jpg


আলোর পথযাত্রী
♥সেলিনা সাথী♥


♥আলোর পথে ছুটে চলি
আলোর পথযাত্রী,,
আলোয় আলোয় ভরে তুলি
জ্যোৎস্না ভেজা রাত্রি।

আলো নিয়ে খেলা করি
আলোর বাতিঘরে,
আলোর প্রদীপ শিখা নিয়ে
ছুটছি ঘরে ঘরে।

বই যে আমার আশার আলো
বই যে আমার প্রাণ,,
বই যে আমার ভালোবাসা
নিত্যদিনের ত্রাণ।

আমার সাথে যাবে কারা
এসো বেঁধে দল,,
বই যে হল আলোর প্রতীক
বাড়ায় মনোবল।

জ্ঞানের আলোয় উদ্ভাসিত
স্বপ্নের পাঠাগার,,
মানুষ থেকে মানুষ হওয়ার
শ্রেষ্ঠ হাতিয়ার।

আলোকিত মানুষ হতে
গ্রন্থাগারে যাই,,
নানারকম বইয়ের মাঝে
প্রশান্তি খুঁজে পাই।

আলোর পথযাত্রী আমি
আলোর পথে এসো,,
আলোর মশাল হাতে নিয়ে
আলোকে ভালোবেসো।

তাইরে নাইরে নাই,,
তাইরে নাইরে নাই
বইয়ের চেয়ে ভাল বন্ধু
এই জগতে নাই।
তাইরে নাইরে নাই।
♦♦♦♦♦
১৫ মার্চ ২০২৩
সময় রাত ১২:৪৫
কবিতা কুটির, নীলফামারী।



dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Sort:  

@tipu curate

;) Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

 2 months ago 

আলোর পথের যাত্রী কবিতাটি পড়ে খুবি ভালো লেগেছে। আপনার কবিতা ভাষা আমার খুবি ভালো লাগে।আর আপনার প্রতিটা কবিতা পড়ে খুবি ভালো লাগে।এই কবিতাটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আমি আমার নিজের সাধ্যমত কবিতাটিকে উপস্থাপন করার চেষ্টা করেছি। আপনার ভাল লেগেছে শুনে আনন্দিত হলাম।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.08
JST 0.023
BTC 27658.90
ETH 1897.51
USDT 1.00
SBD 2.15