☆꧁ DIY প্রজেক্টটে - মায়াবী আয়নার গল্প꧂

in আমার বাংলা ব্লগlast month

আস্সালামুআলাইকুম /আদাব
সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আপনারা সবাই সবসময় ভালো থাকবেন, এটাই প্রত্যাশা করি।💕

1000017659.jpg

DIY প্রোজেক্ট-ও সৃষ্টিশীলতার গল্প

1000016241.jpg

গল্প-- "মায়াবী আয়না"

এক ছোট্ট গ্রামে বাস করত মিষ্টি নামের একটি মেয়ে। সে ছিল খুবই সৃজনশীল। একদিন তার মা তাকে উপহার হিসেবে একটি ছোট্ট আয়না দেন। আয়নাটি খুব সাধারণ ছিল, চারপাশে কোনো ডিজাইন ছিল না। তবে মিষ্টির মনের ভেতরে খেলে বেড়াচ্ছিল এক নতুন ভাবনা।

সে ভাবল, আয়নাটিকে কেন না একটু সাজিয়ে তোলা যায়? এরপর সে ক্লে নিয়ে বসে গেল এবং ধীরে ধীরে আয়নাটির চারপাশে শুরু করল ডিজাইন করা। সে গোলাপি, বেগুনি এবং হলুদের মিশ্রণে বিভিন্ন ফুল ও পাতা তৈরি করল এবং আয়নাটির চারপাশে সেগুলো সাজিয়ে দিল।

মিষ্টির মনের মধ্যে একটি আশ্চর্যজনক ধারণা এসেছিল—যদি এই আয়নাটি বিশেষ কিছু হতে পারে? সে নিজের মনের কথা বলেই ক্লে দিয়ে আরও যত্ন নিয়ে কাজ করতে লাগল। আয়নাটি সম্পূর্ণ হওয়ার পর, মিষ্টি তার ঘরের দেয়ালে সেটি ঝুলিয়ে রাখল।

সেই রাতে যখন মিষ্টি ঘুমোতে গেল, হঠাৎ করেই ঘরের ভেতর এক ধরনের নীলচে আলো দেখা দিল। মিষ্টি অবাক হয়ে দেখল, তার ডিজাইন করা আয়নাটি থেকে এই আলো ছড়াচ্ছে। আলোটা যেন তাকে ডাকছে। মিষ্টি আয়নার সামনে গিয়ে দাঁড়াল, আর কী আশ্চর্য! আয়নাটিতে তার প্রতিচ্ছবির পরিবর্তে অন্য একটি জগতের দৃশ্য ফুটে উঠল।

মিষ্টি দেখল, আয়নার ভেতর এক সুন্দর বাগান, যেখানে রংবেরঙের ফুল ফোটে, আর সোনালী রঙের প্রজাপতিরা উড়ছে। সে যখন আয়নার দিকে হাত বাড়াল, তখন সে নিজেকে সেই বাগানে আবিষ্কার করল। আয়নাটি যেন একটি গোপন পথ, যা তাকে অন্য এক মায়াবী জগতে নিয়ে গেল।

মিষ্টি সেই বাগানে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিল, নানা রকম ফুলের সৌন্দর্য উপভোগ করল, আর প্রজাপতিদের সঙ্গে খেলা করল। তবে সময় পেরিয়ে যাচ্ছিল, আর মিষ্টি জানত যে, তাকে আবার ফিরে আসতে হবে তার নিজের জগতে। সে আয়নার দিকে তাকাল, আর আয়নাটি তাকে মৃদু হাসি দিয়ে বিদায় জানাল।

পরদিন সকালে মিষ্টি তার মা'কে এই মায়াবী আয়নার কথা বলল। কিন্তু মা হেসে বললেন, "তুমি হয়তো স্বপ্ন দেখেছিলে, মিষ্টি!" মিষ্টি জানত, এটা স্বপ্ন নয়। কিন্তু সে জানত, এই মায়াবী আয়নাটি শুধুমাত্র তাকে তার সৃজনশীলতার পুরস্কার হিসেবে এই মায়াবী জগতের স্বাদ দিয়েছিল।

সেই থেকে, মিষ্টি মাঝে মাঝে আয়নার দিকে তাকিয়ে হালকা একটা হাসি দিত। কারণ সে জানত, যেখানেই সৃজনশীলতা আর ভালোবাসা থাকবে, সেখানে মায়াবী কিছু একটা লুকিয়ে থাকবে।

1000016171.jpg

DIY প্রোজেক্ট- মায়াবী আয়না |~~


1000016167.jpg


☆꧁ DIY প্রোজেক্ট- মায়াবী আয়না ꧂


💞

প্রয়োজনীয় উপকরন


1000016407.jpg

1000016403.jpg

1000016398.jpg

1000015297.jpg


  • কালো কাগজ
  • কাচি
  • স্কেল
  • আঠা
  • আয়না
  • ক্লে

siam 2.png

১ম ধাপ
প্রথমে একটি ফেস পাউডারের আয়না বের করে নিলাম।

1000016407.jpg

1000016405.jpg

siam 2.png

দ্বিতীয় ধাপ
এবার আয়নার মাপ মতো একটি কালো ও রঙিন কাগজ কেটে নিলাম গোল করে। এবং আঠা দিয়ে লাগিয়ে নিলাম ঠিক এভাবে।

1000016403.jpg

1000016402.jpg

1000016404.jpg

1000016401.jpg

siam 2.png

তৃতীয় ধাপ
এবার আঠা দিয়ে আয়নাটা আটকিয়ে নিলাম। এবং বেগুনি রঙের কাগজ এভাবে কেটে ক্লে সহ লাগিয়ে নিলাম।

1000016400.jpg

1000016397.jpg

1000016399.jpg

1000016398.jpg

siam 2.png

চতুর্থ ধাপ
এবার ক্লে দিয়ে ফুল বানিয়ে আয়নার চারিপাশে খুব সুন্দর করে লাগিয়ে দিলাম।

1000016396.jpg

1000016393.jpg

1000016395.jpg

1000016394.jpg

siam 2.png

পঞ্চম ধাপ
এবার আয়নার পিছন দিকে আঠা দিয়ে এভাবে সুতা আটকিয়ে দিলাম।

1000016392.jpg

1000016166.jpg

1000016391.jpg

1000016164.jpg

siam 2.png

ষষ্ঠ ধাপ

তৈরি হয়ে গেল খুবই চমৎকার মায়াবী আয়না। এখন আমি দেয়ালে আয়নাটিকে আটকিয়ে দিলাম।


1000016167.jpg

1000016241.jpg

1000016173.jpg

1000017659.jpg

siam 2.png

ফাইনাল আউটপুট

1000016171.jpg

আমি মি যে আয়নাটি ক্লে দিয়ে অলঙ্কৃত করেছি , তা এক কথায় আমার কাছে অসাধারণ। আয়নার চারপাশে গোলাপি ও বেগুনি রঙের সমন্বয় যেমন মিষ্টি ও মনোমুগ্ধকর, তেমনি ফুল ও পাতার নকশা এটিকে আরও বিশেষ করে তুলেছে। আয়নার শীর্ষে বড় একটি ফুল, নিচে ছোট ফুলের গুচ্ছ—সবগুলোই সুন্দরভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে, যা পুরো ডিজাইনের মধ্যে একটি ভারসাম্য এনে দিয়েছে।

যেভাবে আমি ছোট ছোট ডিটেইলসের দিকে মনোযোগ দিয়েছি , যেমন ফুলের পাপড়ি, পাতার ভাঁজ—সবকিছুই দেখায় আমি কাজটি কতটা ভালোবাসা ও যত্ন দিয়ে করেছি। এর উজ্জ্বল রঙগুলো শুধু আয়নাটিকে নয়, পুরো ঘরকেই প্রাণবন্ত করে তুলেছে।

এই আয়নাটি শুধু নিজের প্রতিচ্ছবি দেখার জন্য নয়, বরং এটি একটি শিল্পকর্ম, যা প্রতিদিন আমার সৃষ্টিশীলতাকে মনে করিয়ে দেবে। আলোর বিভিন্ন পরিবর্তনের মধ্যে এই আয়নাটি যেন নতুন নতুন রূপ ধারণ করে, যা এটিকে আরও রহস্যময় করে তুলেছে। এটি কেবলমাত্র একটি অলঙ্কৃত আয়না নয়, বরং আমার সৃজনশীলতার এক উৎকৃষ্ট নিদর্শন।
বন্ধুরা আশা করছি আমার আজকের এই প্রজেক্টটিও আপনাদের কাছে ভালো লেগেছে। অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায়। টা টা

1000017659.jpg

aaa03a5f-fd95-4117-ab85-0aeb10274e53-1_all_15895.jpg

siam 2.png

photo_2021-06-30_13-14-56.jpg

photo_2023-07-07_17-27-00.jpg

আমি ছন্দের রাজ্যে, ছন্দরাণী কাব্যময়ী-কাব্যকন্যা বর্তমান প্রজন্মের নান্দনিক ও দুই বাংলার জনপ্রিয় কবি সেলিনা সাথী। একধারে লেখক, কবি, বাচিক শিল্পী, সংগঠক, প্রেজেন্টার, ট্রেইনার, মোটিভেটর ও সফল নারী উদ্যোক্তা।আমার পুরো নাম সেলিনা আক্তার সাথী। আর কাব্যিক নাম সেলিনা সাথী। আমি নীলফামারী সদর উপজেলায় ১৮ মার্চ জন্মগ্রহণ করি। ছড়া কবিতা, ছোট গল্প, গান, প্রবন্ধ, ব্লগ ও উপন্যাস ইত্যাদি আমার লেখার মূল উপজীব্য। আমার লেখনীর সমৃদ্ধ একক এবং যৌথ কাব্যগ্রন্থের সংখ্যা ১৫ টি। আমার প্রথম প্রকাশিত কবিতার বই- সাথীর শত কবিতা,অশ্রু ভেজা রাত, উপন্যাস মিষ্টি প্রেম, যৌথ কাব্যগ্রন্থ একুশের বুকে প্রেম। জীবন যখন যেমন। সম্পাদিত বই 'ত্রিধারার মাঝি' 'নারীকণ্ঠ' 'কাব্যকলি' অবরিত নীল সহ আরো বেশ কয়েকটি বই পাঠকহমলে বেশ সমাদৃত। আমি তৃণমূল নারী নেতৃত্ব সংঘ বাংলাদেশ-এর নির্বাচিত সভাপতি। সাথী পাঠাগার, নারী সংসদ, সাথী প্রকাশন ও নীলফামারী সাহিত্য ও সংস্কৃতি একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি। এছাড়াও আমি জেলা শাখার সভাপতি উত্তোরন পাবনা ও বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার পরিষদ নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছি। আমি মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ২০১৪ সালে নীলফামারী জেলা ও রংপুর বিভাগীয় পর্যায়ে সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য শ্রেষ্ঠ জয়িতা অ্যাওয়ার্ড অর্জন করেছি। এছাড়াও সাহিত্যের বিভিন্ন শাখায় ও সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় আমি বহু সম্মামনা পদক অর্জন করেছি। যেমন সাহিত্যে খান মইনুদ্দিন পদক ২০১২। কবি আব্দুল হাকিম পদক ২০১৩। শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র কর্তৃক সম্ভাবনা স্মারক ২০১৩। সিনসা কাব্য সম্ভাবনা ২০১৩। বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে সম্মামনা স্মারক ২০১৩। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৭ তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে সম্মাননা স্মারক ২০১৩। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১১৫ তম জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে ২০১৪। দৈনিক মানববার্তার সম্মামনার স্মারক ২০২৩। চাতক পুরস্কার চাতক অনন্যা নারী সম্মাননা ২০২৩ ওপার বাংলা মুর্শিদাবাদ থেকে মনোনয়ন পেয়েছি। এছাড়াও ,ওপার বাংলা বঙ্গবন্ধু রিসার্চ এন্ড কালচারাল ফাউন্ডেশন ভারত বাংলাদেশ। কবিগুরু স্মারক সম্মান ২০২৪ অর্জন করেছি।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: ডাই প্রজেক্ট
কমিউনিট

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

আপু ডাই প্রজেক্টের সাথে সাথে দারুন একটি গল্প লিখেছেন। আপনার গল্প পড়ে মুগ্ধ হয়ে গেলাম। মিষ্টির সৃজনশীল আয়নাকে নতুন রুপ দিয়েছে বলেই হয়তো আয়না তাকে তার এত সুন্দর সৌন্দর্য উপহার দিয়েছে। যেমন ভাবে আপনি সেই সৌন্দর্য উপভোগ করেছেন। আপনি ক্লে এর সাহায্যে খুব সুন্দর ভাবে আয়নাকে সাজিয়ে তুলেছেন। আয়নার চারপাশে গোলাপি ও বেগুনি রঙের মিশ্রণ ঘটেছে বলেই হয়তো এত বেশি সুন্দর লেগেছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি গল্প ও ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last month 

মায়াবী এই আয়নাটি তৈরি করেছি খুব যতন করে। আর সেরকমই একটি গল্প লেখার চেষ্টা করেছি। আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম অসংখ্য ধন্যবাদ আপনাকে।
চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last month 

মিষ্টি তার মনের মাধুরী মিশিয়ে তার পছন্দের আয়নাটি সাজিয়েছে। সত্যি আপু আপনার হাতের কাজ দেখে মুগ্ধ হয়ে যাই। এত সুন্দর করে আপনি আয়নাটি সাজিয়ে তুলেছেন দেখে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর লাগছে দেখতে।

 last month 

যা পারি তাই চেষ্টা করি মাত্র। মায়াবী আয়নাটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। মন্তব্য করে উৎসাহ প্রদানের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last month 

একজন শিল্পী যে কাজটি করে সেই কাজটি তার মনের মাধুরি দিয়ে সর্বোচ্চ চেষ্টা করে ভালো করার জন্য। সত্যিই আপু আপনার ডাই পোস্টটি দেখে মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর করে আয়নাটি সাজিয়েছেন তা দেখেই বোঝা যাচ্ছে। আর প্রতিটি ধাপ বেশ দারুন ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

 last month 

ছোট ছোট এই কাজগুলো মনের মাধুরী মিশিয়ে করি। এতে করে খুবই চমৎকারভাবে আত্মতৃপ্তি পাই। সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু।

 last month 

অসাধারণ ডাই পোস্ট তৈরি করছেন আপনি। আপনার ডাই পোস্ট খুবই দুর্দান্ত হয়েছে। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে মায়াবী আয়না তৈরি করেছেন এবং আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। গিটার্স পেপার আর ক্লে ব্যবহার করাতে মায়াবী আয়না দেখতে খুবই সুন্দর লাগছে। এতো চমৎকার ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last month 

আমার করা ডাই পোস্ট দেখে এত চমৎকার গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 66028.29
ETH 2694.36
USDT 1.00
SBD 2.89