নিজের হাতে তৈরি পায়েলঃ পুজায় হোক নারীর প্রথম পছন্দ।শেষ কিস্তি

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার বাংলা ব্লগ কমিউনিটির সবাইকে শারদীয় শুভেচ্ছা।
বন্ধুরা,কেমন আছেন?
আশাকরি সবাই ভাল আছেন।আমিও ভাল আছি।
সামনেই দুর্গাপূজা।আয়োজনে যেন কমতি না থাকে তারজন্যে চলছে তোড়জোর।
নারীরাও নিজেকে সাজাতে,তুলে ধরতে প্রস্তুত হচ্ছে।নারীর সাজের বড় অনুসঙ্গ গয়না।আর তা যদি হয় নিজের হাতের তৈরি!
প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,নারীর সাজের অংশ হিসেবে গত তিনটি পোস্টে নিজের হাতের তৈরি গহনা গলার মালা, কানের দুল ও ব্রেসলেট বানানোর পদ্ধতি পোস্ট করেছিলাম।আজ হাজির হয়েছি নিজের হাতের তৈরি গহনার আপাতত শেষ কিস্তি নিয়ে।
আজ দেখাবো পায়েল বানানোর পদ্ধতি ।
আশাকরি ভালো লাগবে আপনাদের।
8.jpgতৈরিকৃত পায়েল।

টুলস
১।লং নোস প্লায়ার
২।কাটার
1.jpg
লং নোস প্লায়ার,কাটার।

উপকরণ
১।চেইনঃপ্রয়োজন অনুযায়ী
২।বড় জাম্প রিংঃপ্রয়োজন অনুযায়ী
৩।ছোট জাম্প রিংঃপ্রয়োজন অনুযায়ী
৪।লুপ বলঃপ্রয়োজন অনুযায়ী
৫।ফুলের ডিজাইনের চামঃ১ পিস
৬।ডলফিন হুকঃ১ পিস
9.jpgচেইন,ছোট জাম্প রিং,বড়,জাম্প রিং,ডলফিন হুক,ফুল ডিজাইনের চাম ও লুপ বল।

বানানোর পদ্ধতিঃ
১ম ধাপঃ
প্রথমে পায়ের মাপ অনুযায়ী দুই টুকরো চেইন কেটে নিতে হবে।একটা চেইন আরেকটা চেইন হতে আধা ইঞ্চি ছোট করে কেটে নিতে হবে। নিচের ছবির মত করে।
10.jpgদুটো চেইন একটি বড় অন্যটি আধা ইঞ্চি ছোট।

২য় ধাপঃ
এরপর বড় জাম্প রিংয়ে ৪টি লুপ বল ঢুকিয়ে মুখটি লাগিয়ে নিতে হবে। নিচের ছবির মত করে।
3.jpgলুপ বল ঢুকানো জাম্প রিং।

৩য় ধাপঃ
এরপর বড় জাম্প রিংটি ছোট আরেকটি জাম্প রিং দিয়ে বড় চেইনের সাথে লাগিয়ে নিতে হবে ,কিছু দূর পরপর। নিচের ছবির মত করে।
4.jpg
লুপ বল লাগানো বড় চেইন।

৪র্থ ধাপঃ
এরপর একটা ছোট জাম্প রিং দিয়ে দুটো চেইনের এক প্রান্ত একসাথে যুক্ত করে নিতে হবে।অনুরুপ ভাবে অন্য প্রান্তে আরেকটি ছোট জাম্প রিং দিয়ে দুটো চেইনকে যুক্ত করে নিতে হবে। নিচের ছবির মত করে।
5.jpgজাম্প রিং দিয়ে যুক্ত দুটো চেইন।

৫ম ধাপঃ
এরপর জাম্প রিং দিয়ে যুক্ত দুটো চেইনের এর একপ্রান্তে একটি ছোট জাম্প রিং দিয়ে ডলফিন হুকটি লাগিয়ে নিতে হবে।এবং অন্য প্রান্তে একটি ফুলের ডিজাইনের চাম লাগিয়ে নিতে হবে। একটা ছোট জাম্প রিং দিয়ে নিচের ছবির মত করে তৈরি করে নিলেই হয়ে যাবে দু"লেয়ারের একটি সুন্দর পায়েল।

7.jpg দুই লেয়ারের পায়েল।

ধন্যবাদ সবাইকে।

ফটোগ্রাফি স্যামসাং এ ১০

Sort:  
 2 years ago (edited)

আপু আপনি অনেক সুন্দর করে পায়েল টি তৈরি করছেন। সম্পুর্ন ইউনিক একটা ডিজাইন।আপনি তৈরি করা সাথে ধাপগুলি অনেক সুন্দর করে উপস্থাপন করছেন আপু।অনেক সুন্দর একটা
পায়েল কিভাবে তৈরি করা যায় সেটা আমাদের সাথে শেয়ার করাব জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

চেস্টা করেছি পায়েল তৈরির ধাপগুলো সহজভাবে দেখাতে।ধন্যবাদ কমেন্ট করার জন্য।

 2 years ago 

আমি রীতিমত অবাক আপনার হাতের কাজ দেখে। বিশ্বাসই করতে পারছিলাম না যে আপনি ঘরে বসেই এত চমৎকার পায়েল তৈরি করলেন। সত্যিই আপনার সৃজনশীলতা প্রসংশা করার মত 👌👌। অনেক ধৈর্য নিয়ে কাজটা করতে হয়েছে নিশ্চয়ই। অসম্ভব ভালো লেগেছে আমার পুরো আয়োজনটা। অনেক শুভ কামনা রইলো 🙏

 2 years ago 

ছোট ছোট উপকরণ ব্যবহার করে করতে হয় বলে একটুতো ধৈয্য লাগে।ধন্যবাদ কমেন্ট করার জন্য।

 2 years ago 

ছোট ছোট কিছু উপকরণ ব্যবহার করে আপনি অনেক সুন্দর ভাবে একটি পায়েল তৈরি করেছেন। সুন্দরভাবে তৈরি করা পাশাপাশি ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য।হাতের তৈরি গহনা তৈরি করার জন্য ছোট ছোট উপকরণ ব্যবহার করেই করতে হয়।

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.11
JST 0.033
BTC 64275.02
ETH 3139.81
USDT 1.00
SBD 4.14