আমার বাংলা ব্লগের প্রতি ভালবাসার অনুভূতি ||| original writing by @saymaakter.

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনেরা আশা করছি সুস্থ ও সুন্দর ভাবে দিন গুলো অতিক্রম করছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও সৃষ্টিকর্তার রহমতে বেশ ভালো আছি।

woman-7691013_1280.jpg
source

কিছুদিন আমার বাংলা ব্লগের সঙ্গে কোন যোগাযোগ ছিল না মনে হয় কি যেন মিস করছিলাম। কোন কিছুই ভালো লাগছিল না। কারণ যে জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি সময়ে নানা চিন্তাভাবনায় জড়িয়ে থাকে তাকে ছাড়া ভালো লাগে কি করে। যখন একটি কাজ অভ্যাসে পরিণত হয়। সেই কাজটি না করতে পারলে আর কোন কিছু ভালো লাগে না।আমরা বাঙালি অভ্যাসের দাস কোন একটি কাজ অভ্যাসে পরিণত হয়ে গেলে সেটা ছাড়া থাকা অনেক কঠিন।আমার বাংলা ব্লগ যেন আমাদের নিঃশ্বাসে ও বিশ্বাসে জড়িয়ে আছে। জানিনা কার কি হয় তবে আমার ক্ষেত্রে আমি যে বাসায় কাজগুলো করি আবার একটু পর ফোন চেক করি, চ্যাটিং করি।আমার বাংলা ব্লগের প্রিয় ভাইবোনদের সাথে আড্ডা খোজ খবর এ যেন একটা পরিবারের মত গড়ে উঠেছে।

আর নিজের পরিবারের কারো কোন সমস্যা হলে অথবা কেউ অসুস্থ হলেও যেমন খারাপ লাগে তেমনি বাংলা ব্লগেরও কোন খারাপ কিছু শুনলে অনেক কষ্ট লাগে। আমি মন থেকে সব সময় চাই আমার বাংলা ব্লগ ধাপে ধাপে অনেক উন্নতি ও সফলতার দিকে এগিয়ে যাক। কারণ এই বাংলা ব্লগ আমাকে অনেক কিছু দিয়েছে। এ বাংলা ব্লগের মাধ্যমে অনেক কিছু শিখতে সক্ষম হয়েছি।আর এটা সম্ভব হয়েছে আমাদের সকলের প্রিয় @rme দাদার জন্য।বাংলা ব্লগের সকল মানুষগুলো যেন মায়ার বন্ধনে সবাই জড়িয়ে আছি।তারপর যখন চ্যাটিং করার জন্য সবাই সুযোগ পেলাম তখন মনে হয় প্রাণ ফিরে এলো। কারণ একটু হলেও তো আমার ভাই বোনদের সঙ্গে কথা আলাপ-আলোচনা করার সুযোগ পেলাম আর এটাই হলো সম্পর্ক।

সম্পর্ক টাকা পয়সা দিয়ে যে শুধু গড়ে ওঠে তা কিন্তু না।কারণ এই ব্লগিংয়ের ভাইবোনদের সঙ্গে আমাদের চেনা জানা ছিল না তাদের সাথে সম্পর্ক এই বাংলা ব্লগে এসে গড়ে উঠেছে। আর তাদের সঙ্গে আমাদের কোন টাকার সম্পর্কও নেই। এ সম্পর্ক হচ্ছে মায়ার সম্পর্ক। সত্যিই এই ব্লগে না ঢুকলে বুঝতে পারতাম না মানুষ মানুষকে কতটা ভালোবাসে। আমাদের কমিউনিটির এডমিন মডারেটর ভাই বোনেরাও আমাদেরকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে। আর তাদের ভালোবাসার কারণে আমরা আজ এতদূর পর্যায়ে এসেছি। আমাদের প্রতিষ্ঠাতা আর @rme দাদার ভালোবাসা সে তো বট বৃক্ষের মতো আমাদের ছায়া দিয়ে আগলে রেখেছেন। দাদার মতো এমন লোক পৃথিবীতে আর একটিও হবে না। কারণ দাদার জন্যই আমরা এতো সুন্দর একটি পরিবার পেয়েছি।বাংলা ব্লগের ভালোবাসা অনুভব করেছি তখন যখন নেটওয়ার্ক ছিলনা। আর তখনই বুঝতে পেরেছি এই বাংলা ব্লগের ভালোবাসা।

আমার বাংলা ব্লগকে ভালোবেসে আমি পেয়েছি একটি পরিবার পেয়েছি সবার ভালোবাসা। এ ভালোবাসা অন্যরকম ভালোবাসা। আমার বাংলা ব্লগ কমিউনিটি সফলতার সর্বোচ্চ প্রান্তে থাক এবং তার পাশে আমরা যেন থাকতে পারি সুখে ও দুঃখে।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

🇧🇩খোদা হাফেজ🇧🇩

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHvi...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAM3QQ7FR6kib75sNWjeyY2KuEUDi8sz6bqHr6btS4ZpMjd6ZzLZfSH89YMHKJv...3fzs3sFLFAqLELDokXmVgfJ6YVr36Qp4638DGsHpuyWTc5MpwFu6c7wPYBdkH2rWxh2Ga7BCLPL77Z7xxfhZoshrNvtpGsWzLs2U3qCa94pcxDkP5iJQ32gXxJ.png

Sort:  
 last month 

আসলে আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্য আমার বাংলা ব্লগ কমিউনিটি কে কতটা ভালোবাসে তা লিখে প্রকাশ করা সম্ভব না। পরিবারের সকল সদস্য মনে হয় আমরা মায়ার বন্ধনে জড়িয়ে গেছে। আসলে দাদার কল্যাণে আমরা আজকে এত সুন্দর একটা কমিউনিটি গড়তে পেরে সকলে বেশ আনন্দিত। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last month 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 last month 

আমার বাংলা ব্লগ আমাদের সবার ভালোবাসার অনুভূতি। প্রতিদিন এখানে লেখালেখি না করলে মনে হয় পেটের ভাত হজম হয় না। সত্যি বলতে কয়েকটা দিনে আমার বাংলা ব্লগকে ভীষণ মিস করেছি। সত্যি বলেছেন আপু আমাদের দাদার মতো লোক পৃথিবীতে পাওয়া সহজ ব্যাপার না। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 last month 

সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ।

 last month 

এখানে কাজ করে অনেক বড় একটা পরিবার পেয়েছি। সকল ব্যস্ততার মাঝেও প্রতিনিয়ত কাজ করার জন্য চেষ্টা করি এখানে। সবার সাথে যখন কথা বলি তখন সত্যি খুব ভালো লাগে। সবার সাথে অনেক সুন্দর একটা সম্পর্ক হয়েছে এখন। আমার বাংলা ব্লগ পরিবারকে কতটা ভালবাসি, এটা তো এখান থেকে একটু দূরে থাকলেই বুঝতে পারি। বাংলা ব্লগের প্রতি ভালোবাসাটাকে আপনি অনেক সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। এই অনুভূতিগুলো লিখে প্রকাশ করার মতো নয়, তবুও কিছুটা তুলে ধরেছেন দেখে ভালো লাগলো।

 last month 

আমার মনের ভাবটি তুলে ধরার চেষ্টা করেছি আপু আমার কাছে যেরকম মনে হয়।

 last month 

কোন একটি কাজ যখন প্রতিদিনের ধারাবাহিকতায় চলে। প্রতিদিনের একটি রুটিনের মধ্যে থেকে যায় সেটি আত্মার সঙ্গে মিশে যায়। আসলে ওই কাজগুলো সব সময় না করলে কেমন জানি অনেক গ্যাপ থেকে যায়। যখন কিছুদিন আমার বাংলা ব্লগে কাজ করতে পারি নাই তখন অনেক অস্থিরতা কাজ করছিল। আমার যে এরকম হয়েছে সত্যি আমি মনে করি সবারই এরকম অবস্থা তৈরি হয়েছিল। অনেক ভালো লেগেছে আপনার লেখাগুলো পড়ে।

 last month 

ঠিক বলেছেন আপু আমাদের সকলের অবস্থা একই।

 last month 

কথাগুলো একদম মন ছুঁয়ে গেল আপু।আমরা সবাই এই কয়েকদিন আমার বাংলা ব্লগকে অনেক বেশি মিস করেছি।আসলে দীর্ঘ ৩বছরে এমন সময় আমাদের কখনোই আসেনি। সবাই সব সময়ই একসাথে ছিলাম। আর অভ্যাস যেহেতু আমার বাংলা ব্লগকে ঘিরে সেই হিসেবে বারবার মনে পড়ত।আশা করি আজ থেকে সবাই আবারো নিজেদের মনের অনুভূতিগুলো নিয়ে এখানে আসতে পারবে।সবকিছুতে দাদাই হলেন একমাত্র মানুষ,যার কারণে আমরা সবাই এত ভালো আছি।

 last month 

অনেক সুন্দর মন্তব্য করে কাজে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 last month 

সত্যি আপু আপনার লেখা এই কথাগুলো একেবারে মন ছুঁয়ে গিয়েছে। আমার বাংলা ব্লগের প্রতি আমাদের কতটা ভালোবাসা এটা আমরা সবাই জানি। এগুলোকে লেখার মাধ্যমে যতই প্রকাশ করার চেষ্টা করবো না কেন ততই খুব কম হবে। দাদার জন্য আমরা এত সুন্দর একটা পরিবার পেয়েছি। সত্যি এজন্য আমরা সবাই দাদার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। আপনি আপনার অনুভূতি গুলোকে এত সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন দেখেই অসম্ভব ভালো লাগলো।

 last month 

জি ভাই দাদা ছাড়া তো আসলে এমন কমিউনিটি কখনোই সম্ভব না।

 last month 

জী আপু আমার বাংলা ব্লগের প্রতি আমাদের সবার ভালবাসা রয়েছে। আমরা নিজেদের ফেমিলির মত এখানে থাকি ও কাজ করি। আসলে এই বন্ধনের জন্য সবাই টান রয়েছে। আপনার অনুভূতি গুলো পড়ে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ।

 last month 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।ভাই বানানে মনে হয় একটু সমস্যা আছে দেখে নিবেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 59972.21
ETH 2389.55
USDT 1.00
SBD 2.42