DIY /এসো নিজে করি / শপিং ব্যাগের হ্যাংগিং ওয়ালমেট।

in আমার বাংলা ব্লগ3 years ago

আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল নতুন পুরাতন ইউজারদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।। আশা রাখি সবাই ভাল আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন।

IMG_20211128_220352.jpg

আমরা সব সময় বাজার থেকে যে শপিং ব্যাগে বাজার নিয়ে আসি পরে সেই শপিং ব্যাগটা আমরা সব সময় ফেলে দেই।কিন্তু হঠাৎ আমার মাথায় একটি আইডিয়া এলো যে শপিং ব্যাগ দিয়ে তো আমি কিছু করতে পারি। আর যেটা তৈরি করব সেটা তো আমাদের ড্রইংরুমের বা বেডরুমের শোভাবর্ধন করবে।তখন চিন্তা করলাম ড্রইংরুম বা বেডরুমের কি জিনিস বানানো যায় এই শপিং ব্যাগ দিয়ে।আর মাথায় তখন একটি আইডিয়া আসলো যে আমিতো বেডরুম বা ড্রয়িং রুমের জন্য "শপিং ব্যাগের হ্যাংগিং ওয়ালমেট" তৈরি করতে পারি।যেই চিন্তা সেই কাজ সিদ্ধান্ত নিলাম একটি "শপিং ব্যাগের হ্যাংগিং ওয়ালমেট" তৈরি করবো।তাই আর কথা না বাড়িয়ে চলুন "শপিং ব্যাগের হ্যাংগিং ওয়ালমেট" কিভাবে তৈরি করেছি পুরা প্রসেসটি আপনাদের সঙ্গে শেয়ার করবো।

প্রয়োজনীয় উপকরনসমুহঃ-

১। শপিং ব্যাগ।

২। ঝাড়ু কাটি।

৩। গাম।

৪। কাঁচি।

৫। টেইলারিং সুতা।

৬। সোনা মুখি সুই।

received_239722751605072.jpegreceived_611830163461880.jpeg
IMG_20211215_231624.jpgIMG_20211215_231606.jpg

IMG_20211215_231545.jpg

----------- প্রস্তুত প্রণালী---------

--------------প্রথম ধাপ ------------------

received_413781163823786.jpegreceived_447330270096082.jpeg

তিনটি কালার শপিং ব্যাগ নিয়ে একটা মেজারমেন্ট করে কেটে নিলাম।

---------------দ্বিতীয় ধাপ----------------

received_463310045365102.jpegreceived_2255681397906829.jpeg

এইবার মেজারমেন্ট করা ব্যাগের টুকরোগুলোকে কাঁচি দিয়ে কুঁচি কুঁচি করে সুন্দর করে কেটে নিয়েছি।

---------------তৃতীয় ধাপ-----------------

received_275322621243152.jpegreceived_4626577844093249.jpeg

received_430782765185391.jpeg

এইবার কুঁচি কুঁচি করা ব্যাগের টুকরোগুলো গাম দিয়ে ঝাড়ুর কাটিতে সুন্দর করে পেঁচে নিয়েছি।

-----------------চতুর্থ ধাপ---------------

received_278556250902225.jpeg

ব্যাগের টুকরো দিয়ে সোনামুখী সুই দিয়ে গোলাপ ফুল বানিয়েছি।

---------------পঞ্চম ধাপ-----------------

received_2657564114538734.jpegreceived_462181715473599.jpeg
received_379208317265124.jpegreceived_292417892898634.jpeg

received_337009294824697.jpeg

ঝাড়ু কাঠিতে ব্যাগের কুঁচি কুঁচি লাগানো টুকরোগুলো লাগিয়ে দেওয়া স্টিক গুলো চারটি কাটি এক সাথে লাগিয়ে নিয়েছি এবং প্রত্যেকটির মাথায় একটি করে গোলাপ ফুল লাগিয়ে দিয়েছি।

-----------------ষষ্ঠ ধাপ------------------

IMG_20211128_220411.jpg

এইভাবে তিন কালারের স্টিক গুলো চারকোনা করে একসঙ্গে লাগিয়ে " শপিং ব্যাগের হ্যাংগিং ওয়ালমেট"তৈরি করে ফেললাম। আর তার একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন স্কুল শিক্ষিকা ও উদ্যোক্তা।আমি একজন বাঙালি তাই বাংলা ভাষায় কথা বলতে এবং শুনতে স্বচ্ছন্দবোধ করি।আমার বাংলা ব্লগ কমিউনিটি বাংলা ভাষাকে সম্মান করে, শ্রদ্ধা করে,তাই আমি বাংলা ব্লগকে অনেক বেশি ভালোবাসি। আজকে আমি আপনাদের সামনে "শপিং ব্যাগের হ্যাংগিং ওয়ালমেট" উপস্থাপন করেছি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ।

এত সময় আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার এই পোস্টটি পড়ার জন্য এবং দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।

-----------খোদা হাফেজ ----------

Sort:  
 3 years ago 

বাহ আপু দারুণ তো। শপিং ব্যাগ আর সুতো দিয়ে ভালোই ওয়ালমেট বানিয়েছেন দেখছি। কাজটি দেখতে সহজ মনে হলেও বুঝাই যাচ্ছে সময় নিয়ে বানিয়েছেন। আপনাকে ধন্যবাদ আপু এরকম একটি ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

জি ভাই অনেক সময় নেই কাজটি করেছি। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

আপনি শপিং ব্যাগ দিয়ে খুবই সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। ইউনিক আইডিয়া আপনি বের করেছেন। যেটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এর আগে আমি শপিং ব্যাগ দিয়ে কোন ওয়ালমেট তৈরি করতে দেখি নি। আজ প্রথম দেখলাম। প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। যেটি দেখে আমার কাছে খুবই ভাল লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

শপিং ব্যাগের হ্যাংগিং ওয়ালমেট আপনার ভাল লেগেছে শুনে অনেক ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

 3 years ago 

বাহ্ আপু শপিং ব্যাগ দিয়ে অনেক সুন্দর একটা হ্যাংগিং ওয়ালমেট তৈরি করেছেন যা দেখে খুবই ভালো লাগলো আমার আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

আপনার ভাল লেগেছে শুনে অনেক ভালো লাগলো। সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

আপু আপনার শপিং ব্যাগের হ্যাংগিং ওয়ালমেটটি খুব সুন্দর হয়েছে। আপনি খুবই ভাল একটি উদ্যোগ গ্রহণ করেছেন যে পুরনো জিনিস দিয়ে এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। বাজার থেকে শপিং ব্যাগ গুলো আনলে ওগুলো তো কোন কাজেই আসে না ফেলে দিতে হয়। কিন্তু আপনি সেইসব ব্যাগ দিয়ে সুন্দর একটি আইডিয়া বের করেছেন। আপনার ওয়ালমেটটি দেখতে কিন্তু বেশ চমৎকার লাগছে।

 3 years ago 

অসাধারণ একটি মন্তব্য করে উৎসাহ এবং আগ্রহ বাড়িয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

শপিং ব্যাগ দিয়ে খুবই সুন্দর একটি ওয়ালেট তৈরি করেছেন। এটি সত্যিই প্রশংসনীয়। আপনি খুবই সুন্দরভাবে এটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার জন্য রইল শুভকামনা।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করে সাহস দেওয়ার জন্য।

ওয়াও আপু আপনার তুলে না হয় না আপনি দারুন ভাবে শপিং ব্যাগের হ্যাংগিং ওয়ালমেটটি তৈরি করছেন।দেখতে সেই লাগছে।মনে হয় একজন নিখুঁত কারুশিল্প তৈরি করা ওয়ালমেট। অনেক ধন্যবাদ আপু, এতে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই কারন এতো সুন্দর করে মন্তব্য করার জন্য।

আপনার পোস্টগুলো সবসময়ই ক্রিয়েটিভ হয় আর সেই জন্যই আমার অনেক ভালো লাগে। সব মিলিয়ে খুব সুন্দর ছিলো শপিং ব্যাগের হ্যাংগিং ওয়ালমেট টি। শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

আমার পোস্টটি আপনার ভাল লেগেছে শুনে অনেক ভালো লাগলো। বিজয়ের শুভেচ্ছা ও অভিনন্দন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65144.58
ETH 2627.08
USDT 1.00
SBD 2.83