DIY ||| এসো নিজে করি ||| রঙ্গিন কাগজে লেডিস জুতা।

in আমার বাংলা ব্লগ11 months ago

আসসালামু আলাইকুম। প্রত্যাশা করছি আমার বাংলা ব্লগের এপার ওপারের ভাইবোনেরা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

received_1107782896876962.jpeg

আমি আজ আপনাদের মাঝে একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। রঙ্গিন কাগজ দিয়ে ডাই পোস্ট করতে আমার অনেক ভালো লাগে। আজ আমি আপনাদের মাঝে "রঙ্গিন কাগজে লেডিস জুতা" নিয়ে হাজির হয়েছি।রঙ্গিন কাগজ দিয়ে যখন লেডিস জুতা তৈরি করছিলাম দেখে অনেক ভালো লাগছিল। এত সাবধানে জুতাটি তৈরি করছিলাম বারবার মনে হচ্ছিল যেন ছিঁড়ে যাবে। কিন্তু অনেক সাবধানতা অবলম্বন করে তৈরি করেছি সমস্যা হয়নি।সেই জুতা আমি নষ্ট করতে দেইনি বাচ্চাদের আবার আমি সুন্দর করে রেখে দিয়েছি। আসলে রঙ্গিন কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করতে অনেক সময় ও সাবধানে তৈরি করতে হয়।প্রথম একবার চেষ্টা করার পর কাগজটি ছিড়ে গিয়েছিল তারপর আবার চেষ্টা করার পর আমি সক্ষম হয়েছি সেটি তৈরি করতে।চলুন আর কথা না বাড়িয়ে আমার সেই "রঙ্গিন কাগজে লেডিস জুতা" কিভাবে তৈরি করেছি তা নিচে দেখে নেওয়া যাক।

উপকরণসমূহঃ-

১।রঙ্গিন কাগজ।
২।গাম।
৩।কাঁচি।

received_1677265559420613.jpeg

received_779686784168034.jpeg

received_1117109486362850.jpeg

প্রস্তুত প্রণালী

প্রথম ধাপ

received_786155699859659.jpeg

রঙ্গিন কাগজ ছোট করে কেটে নিয়েছি চতুর্ভুজ আকৃতি করে।

দ্বিতীয় ধাপ

received_1520105912088092.jpeg

এরপর সেই কাগজে আবার মাঝখানে ভাঁজ করে নিয়েছে
ত্রিভুজ আকৃতি করে।

তৃতীয় ধাপ

received_907961317583632.jpeg

ত্রিভুজ আকৃতির ভাঁজ খুলে সোজা ভাঁজ করে নিয়েছি এবং অপর সাইডেও একইভাবে ভাঁজ করে নিয়েছি।

চতুর্থ ধাপ

received_1084041129638707.jpeg

এবার খুলে আবার ত্রিভুজ আকৃতি করে এক কিনারে ভাঁজ করে নিয়েছি।

পঞ্চম ধাপ

received_685142167046687.jpeg

ঠিক একই ভাবে পরের সাইডে ভাঁজ করেছি।

ষষ্ঠ ধাপ

received_721876769803923.jpeg

received_1731717614013426.jpeg

এবার কাগজটিকে দুই সাইডে কাগজের মাথা হতে ভাঁজ করে নিয়েছি।

সপ্তম ধাপ

received_332385809481869.jpeg

received_867271001431981.jpeg

কাগজের ভাঁজের নিচে আবার দুই অংশে ত্রিভুজের মতো করে ভাঁজ করে নিয়েছি এবং মাঝের অংশ মুড়ে দিয়েছি।

অষ্টম ধাপ

received_808927164344715.jpeg

received_862572315381091.jpeg

এবার দুই সাইডের কাগজটি একটির উপরে আরেকটি লাগিয়ে দিয়েছি এবং অবশিষ্ট কাগজ আরেকটির ভিতরে ঢুকিয়ে দিয়েছি। এটি জুতার প্রথম অংশ আমার হয়ে গেল।

নবম ধাপ

received_2477561925751362.jpeg

received_1498448920728538.jpeg

আরেকটি কাগজ চতুর্ভুজ করে কেটে এক সাইডে মোরে মাঝে ভাঁজ করে নিয়েছি।

দশম ধাপ

received_1387343845521653.jpeg

received_3440148326249305.jpeg

এরপর দুই সাইডের অংশ লাগিয়ে নিয়েছি।

এগার তম ধাপ

received_1279308239398119.jpeg

received_1389193032004677.jpeg

ভাঁজকরা কাগজটি আবারও দুই সাইডে মুড়ে দিয়েছি এবং খুলে নিয়েছি।

বারো তম ধাপ

received_694883066039927.jpeg

received_745866994043729.jpeg

ভিতরের কাগজটি একইভাবে দুই সাইডে ভাঁজ করে নিয়েছি।

তেরো তম ধাপ

received_878599817029401.jpeg

সাইডে খোলা কাগজটি ভাঁজ করে নিয়েছি জুতার নিচের অংশ চুখা হওয়ার জন্য ।

চৌদ্দ তম ধাপ

received_583547313856979.jpegreceived_3275428072602389.jpeg
received_1390010718531247.jpegreceived_1088213132188236.jpeg

received_1680230072473691.jpeg

এবার জুতার প্রথম অংশটি ও দ্বিতীয় অংশের ভিতরে সুন্দর করে ঢুকিয়ে লাগিয়ে নিয়েছি আর এভাবে হয়ে গেল আমার "রঙ্গিন কাগজে লেডিস জুতা"।এবার এই "রঙ্গিন কাগজে লেডিস জুতা" এর একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

বিষয়ঃ- ডাই পোস্ট "রঙ্গিন কাগজে লেডিস জুতা"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩

Logo.png

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt2Y5TDdsq2jxH6K8XrRyaAuAAmuFrnZjeEavWhQce5ZGYR7NQ9oPEQ69EvowoXEixWtToLKBj9CMJTmEfWv.png

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...2qQB6HhCyJYjRMeDz5GAqsgEbYLXRkhCLxxQK4aigmLnAkyqzzg377K1eU4UURKbhenJmGE2QF86YifMTz1gWvTf8H1panrrke7vRPRcTkWW9n6x21HFBRr8xD.gif

Sort:  
 11 months ago 

রঙিন কাগজ ব্যবহার করে খুবই চমৎকার লেডিস জুতা তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে যে কেউ মুগ্ধ হবে বলে মনে হচ্ছে। রঙিন কাগজ দিয়ে যে এরকম ভাবেও লেডিস জুতা তৈরি করা যায় সেটা জানা ছিল না আপনার পোষ্টের মাধ্যমে নতুন করে দেখে অনেক বেশি ভালো লাগলো। সত্যিই আপনার দক্ষতার প্রশংসা করতে হয় এত সুন্দর একটি লেডিস জুতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 11 months ago 

সব সময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাই।

 11 months ago 

অসাধারণ এক কথায় চমৎকার ছিল এত সুন্দর হয়েছে জুতার ডিজাইন টা আর এটা কাগজ দিয়ে তৈরি করা হয়েছে এটা খুবই ভালো লেগেছে, অনেক ক্রিয়েটিভিটি এবং দক্ষতার পরিচয় দিয়েছেন।

 11 months ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই।

 11 months ago 

রঙ্গিন কাগজে লেডিস জুতা তৈরি করেছেন আপনাদের জন্য। আমাদের জন্য তৈরি করেন নি আমরা কি করেছি আপু? 😁😄 কাগজ দিয়ে যে কোনো জিনিস তৈরি করলে দেখতে খুব সুন্দর লাগে। আজ আপনি বেশ চমৎকার ভাবে রঙিন কাগজ দিয়ে জুতা তৈরি করেছেন। জুতা গুলো দেখতে অনেক সুন্দর লাগছে। কাগজ দিয়ে জুতার তৈরি করার প্রক্রিয়া আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 11 months ago 

চেষ্টা করছি ভাই এরপর আপনাদের জন্যও তৈরি করব।

 11 months ago 

অনেক কষ্ট করে তৈরি করা এই সুন্দর জুতা গুলো নষ্ট করতে না দিয়ে রেখে দিয়েছেন জেনে ভালো লাগলো আপু। জুতা গুলো দেখতে কিন্তু সত্যি অনেক সুন্দর হয়েছে। রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর করে লেডিস জুতা তৈরি করেছেন দেখে ভালো লাগলো আপু।

 11 months ago 

আমার করা ডাই আপনার ভালো লেগেছে এটাই জন্য বড় পাওয়া আপু।

 11 months ago 

রঙ্গিন কাগজে লেডিস জুতা অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হলাম। ধাপ গুলো দেখে শিখতে পারলাম পরবর্তী তৈরি করবো ইনশাআল্লাহ।

Posted using SteemPro Mobile

 11 months ago 

সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য অনেক ধন্যবাদ ভাই।

 11 months ago 

একদমই অসাধারণ একটি ডাই তৈরি করে ফেলেছেন আপনি৷ এরকম ডাই আমি কখনো দেখিনি৷ আপনার কাছ থেকে প্রথম এরকম সুন্দর একটি ডাই দেখতে পেলাম৷ আর আপনি যেভাবে এই ডাইটি তৈরি করেছেন তা একদম ইউনিক হয়েছে৷ এটি সব সময় দেখা যায় না৷ অসংখ্য ধন্যবাদ এরকম অসাধারণ একটি ডাই শেয়ার করার জন্য৷

 11 months ago 

চেষ্টা করছি ভালো কিছু তৈরি করার জন্য।

 11 months ago 

যদিও প্রথমবার তৈরি করার সময় কাগজটা ছিড়ে গিয়েছিল, তবে দ্বিতীয়বার আপনি তৈরি করতে পেরেছেন এটা জেনে ভালো লাগলো। রঙিন কাগজ দিয়ে এভাবে যে কোন কিছু তৈরি করতে অনেক কষ্ট হয় এবং সময়ের প্রয়োজন হয়। ভাঁজে ভাঁজে এগুলো তৈরি করলে তা উপস্থাপনার মাধ্যমে তুলে ধরতেও কষ্ট হয়। তবুও আপনি নিজের মতো করে তুলে ধরেছেন দেখে খুব ভালো লেগেছে।

 11 months ago 

অনেক সময় নিয়ে অনেক কষ্ট করে তৈরি করেছি।

 11 months ago 

আপু আপনি ঠিক বলেছেন রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করতে হলে অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। আসলে এগুলো ছিঁড়ে যাবার ভয় থাকে। আপনার রঙিন কাগজের জুতা দেখতে অনেক ভালো হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর এক জোড়া জুতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 11 months ago 

মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 11 months ago 

আপু রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর জুতা বানিয়েছেন। আপনার এই ডাই প্রজেক্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস বানালে দেখতে খুবই সুন্দর লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আপনার এত সুন্দর ডাই প্রজেক্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 11 months ago 

আমার ডাই পোস্ট আপনার ভালো লেগেছে এটাই আমার জন্য বড় পাওয়া।

 11 months ago 

আপনার আইডিয়া বেশ দারুণ। রঙিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর লেডিস জুতা তৈরি করেছেন। জুতা গুলো দেখতে খুব কিউট লাগছে। তৈরি করার প্রতিটি ধাপ খুব সহজ ও সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। চাইলে যে কেউ সুন্দর ভাবে তৈরি করে নিতে পারবে। এত সুন্দর জুতা তৈরি করে দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ।

 11 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 63484.82
ETH 2603.17
USDT 1.00
SBD 2.81