DIY ||| এসো নিজে করি ||| নয়নতারা ফুলের গাছ ||| ১০% লাজক শিয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা। আশা করছি সবাই সবার পরিবারকে নিয়ে সুস্থভাবে দিন যাপন করছেন। আমিও আপনাদের দোয়ায় ও বিধাতার রহমতে ভাল আছি। আজ আমি আপনাদের মাঝে আরেকটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি যখন কোন নতুন জিনিস তৈরি করি তখনই আমার বাংলা ব্লগের মাঝে হাজির হতে আমার অনেক ভালো লাগে। আজ আমি আপনাদের মাঝে "নয়নতারা ফুলের গাছ" নিয়ে হাজির হয়েছি।জানিনা "নয়নতারা ফুলের গাছ"টি কতটুকু করতে পেরেছি। তবে আর্ট করতে আমার অনেক ভালো লাগে। সবার অংকন গুলো দেখতে যেমন ভালোলাগে তেমনি সবারটা দেখে আমারও উৎসাহ বেড়ে যায় অংকন করার প্রতি। আমারও অঙ্কন করতে ভালো লাগে। আশা করব আমার "নয়নতারা ফুলের গাছ"টি আপনাদের ভালো লাগবে। মানুষ চেষ্টা করলে অনেক কিছুই পারে আমিও চেষ্টা করছি অংকন করার জন্য। তাইতো আপনাদের মাঝে দুই একটি অঙ্কন নিয়ে হাজির হয়ে যাই। চলুন আর কথা না বাড়িয়ে আমি"নয়নতারা ফুলের গাছ" অংকনটি কিভাবে করেছি তার সমস্ত প্রস্তুত প্রণালি দেখে নেওয়া যাক।

IMG_20221001_092136.jpg

উপকরণ সমূহঃ

১।পেন্সিল।
২।রং পেন্সিল।
৩।রাবার।
৪।স্কেল।
৫।খালি বোতলের-মুখ।

received_640582810747048.jpegreceived_1398761254198401.jpeg
received_1545952885850680.jpegreceived_797161877997516.jpeg

received_1524968714592625.jpeg

প্রস্তুত প্রণালী

প্রথম ধাপ

received_2410942719037399.jpeg

প্রথমে খাতার নিচে ছোট করে একটি দাগ দিয়ে দিয়েছি।

দ্বিতীয় ধাপ

received_405076845140567.jpeg

ছোট দাগ টির উপরের দিকে আরেকটু বড় করে লম্বা করে একটি দাগ একে নিয়েছি।

তৃতীয় ধাপ

received_383009373895509.jpegreceived_1133581263955180.jpeg

আর উপর নিচের দাগ দুটোর দুই সাইডে বাঁকা করে দাগ একে নিয়েছি একটি টব অংকন এর জন্য।

চতুর্থ ধাপ

received_1474926496309784.jpeg

টপ টির দুই সাইডে সুন্দর করে একে আবার ডাবল করে নিয়েছি ।

পঞ্চম ধাপ

received_5323560971074399.jpeg

এবার টপ এর মাঝে ভি আকৃতি করে ডিজাইন করে নিয়েছি।

ষষ্ঠ ধাপ

received_1062848894430879.jpeg

টবের ওপরে বোতলের মুখ দিয়ে চারটি বৃত্ত এঁকে নিয়েছি।

সপ্তম ধাপ

received_799299114732825.jpegreceived_678578306593051.jpeg

received_5723493321015226.jpeg

এবার এই বৃত্তের মাঝে নয়ন তারা ফুল সুন্দর করে একে নিয়েছি এবং তার সাথে আরও কিছু ফুল অংকন করেছি।

অষ্টম ধাপ

received_863719868370077.jpeg

ফুল অংকন করার পর গাছ একে নিয়েছি ।

নবম ধাপ

received_422613403319903.jpeg

এবার গাছের পাতা অংকন করে নিয়েছি।

দশম ধাপ

received_422613403319903.jpeg

ফুলের টপ টি সুন্দর করে রং পেন্সিল দিয়ে কালার করে নিয়েছি ।

একাদশ ধাপ

IMG_20221001_092124.jpg

নয়ন তারা ফুলের গাছটির পাতা সবুজ রং করে নিয়েছি এবং ফুলগুলো গোলাপী রং দিয়ে সুন্দর করে কালার করে নিয়েছি। আর এভাবেই হয়ে গেল আমার "নয়নতারা ফুলের গাছ"ডাই।এবার এই "নয়নতারা ফুলের গাছ"এর একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।

আমার পরিচয়। 📎

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।রেসিপি তৈরি করতে,কবিতা লিখতে এবং বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পছন্দ করি। যেকোনো বিষয়ে নিরপেক্ষতা বজায় রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করি।অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করছি।

বিষয়ঃ ডাই "নয়নতারা ফুলের গাছ"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার ডাই পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ.......

Sort:  
 2 years ago 

আপনাকেও লাল গোলাপের শুভেচ্ছা। আপনার মত আমিও স্কেচ পেন্সিল এবং রঙ পেন্সিল দিয়ে চিত্র অংকন করি। আপনার নয়নতারা ফুলের গাছের চিত্র অংকনটি অনেক সুন্দর হয়েছে। আপনি ফুল এবং পাতার রঙ ভাল চয়েস করেছেন। প্রতিটি ধাপ খুব সহজভাবে বুঝেছি। ধন্যবাদ আপু।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

পেন্সিল ব্যবহার করে আপনি অনেক সুন্দর ভাবে নয়নতারা ফুলের গাছ ও তার সাথে টপ তৈরি করেছেন। সুন্দরভাবে তৈরি করা পাশাপাশি ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভ কামনা রইল

 2 years ago 

আপনার জন্যও শুভকামনা রইল ভাই।

 2 years ago 

সবার অংকন দেখে আপনি উৎসাহিত হয়েছেন জেনে ভালো লাগলো।আসলে ইচ্ছে করলে মানুষ পারে।আপনি খুব সুন্দর নয়নতারা ফুল এঁকেছেন। অনেকে নয়নতারা ফুলের ফটোগ্রাফি করে দেখলাম বাট আপনি এঁকেছেন। তবে কালার আরেকটু উজ্জ্বল হলে আকর্ষণীয় বেশি লাগত।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু খুব সুন্দর একটি নয়নতারা ফুলের ড্রয়িং করেছেন। ফুলগুলো দেখতে বেশ ভালই লাগছে। খুব সুন্দর ভাবে প্রতিটি ধাপ তুলে ধরেছেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনি চেষ্টা করেছেন অঙ্কন করার এটা দেখে ভালো লাগলো, আসলে চেষ্টা করতে করতেই একদিন ভালো হবে।আপনার অঙ্কনটি ভালো হয়েছে তবে আমার মনে হয় নয়নতারা ফুলের পাপড়ির মাথা বেশি সরু হয়ে গেছে যদি একটু গোল করে ঘুরিয়ে দিতেন ও ঘন পাতা আঁকতেন আরো আকর্ষণীয় হয়ে উঠতো।ধন্যবাদ আপু।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 66331.68
ETH 2720.25
USDT 1.00
SBD 2.87