DIY ||| এসো নিজে করি ||| বিভিন্ন কালার শপিং ব্যাগ দিয়ে ফুল ||| ১০% লাজুক শিয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার বাংলা ব্লগ পরিবারের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা। দূর-দূরান্তে বাংলার এপার-ওপারের সকল ভাই ও বোনদের জীবনের মঙ্গল কামনা করছি। আশা রাখছি সবাই ভাল আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।

received_1283576669053573.jpeg

আমি আজ আপনাদের মাঝে একটি ডাই পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমরা আমাদের ঘরে থাকা কিছু জিনিস দিয়েও অনেক সুন্দর ও বৈচিত্র্যময় কিছু জিনিস তৈরি করে নিতে পারি । মূলত নিজের হাতের তৈরি করা জিনিস গুলো সুন্দর ও আনকমন হয়ে থাকে। অতি যত্ন সহকারে এই ডাই গুলো তৈরি করা হয় বলেই দেখতে এত আকর্ষণীয় লাগে।চলুন আর কথা না বাড়িয়ে আমি ডাই"বিভিন্ন কালার শপিং ব্যাগ দিয়ে ফুল"** কিভাবে তৈরি করেছি তার সমস্ত প্রস্তুত প্রণালী নিচে দেখে নেওয়া যাক।**

উপকরণ সমূহঃ

১।শপিং বেগ।
২।মোটা কাগজ।
৩।গাম।
৪।কাঁচি।

received_622618215853049.jpegreceived_772458637133138.jpeg
received_458231892885517.jpegreceived_784753906046358.jpeg

↩️ প্রস্তুত প্রণালী ↪️

🖼️প্রথম প্রক্রিয়া🖼️

received_648662909556210.jpeg

লাল শপিং ব্যাগটিকে সুন্দর করে মেজারমেন্ট করে নিয়েছি এবং পেন্সিল দিয়ে অঙ্কন করে নিয়েছি।

🖼️দ্বিতীয় প্রক্রিয়া🖼️

received_615411073544169.jpegreceived_391829266213935.jpeg

এবার অঙ্কন করা অনুযায়ী কাঁচি দিয়ে সুন্দর করে ফুলের পাপড়ির মত করে কেটে নিয়েছি।

🖼️তৃতীয় প্রক্রিয়া🖼️

received_1253957618739253.jpeg

হলুদ শপিং ব্যাগ কে আবার মেজারমেন্ট করে অঙ্কন করে নিয়েছি।

🖼️চতুর্থ প্রক্রিয়া🖼

received_3305507216437980.jpegreceived_1638013999968890.jpeg

এবার মেজারমেন্ট করা অঙ্কনের চতুর সাইট কাঁচি দিয়ে সুন্দর করে কেটে নিয়েছি ফুলের পাপড়ির মত করে।

🖼️পঞ্চম প্রক্রিয়া🖼️

received_577913953880600.jpeg

এবার মোটা কাগজের ওপরে সুন্দর করে একটা বৃত্তের মত করে অংকন করে নিয়েছি।

🖼️ষষ্ঠ প্রক্রিয়া🖼️

received_3217455068523859.jpegreceived_999016327433427.jpeg

received_471518104830227.jpeg

এবার এই গামের চতুর সাইট দিয়ে লাল শপিং ব্যাগের ফুলের মত পাঁপড়ি গুলো একটির পর একটি সুন্দর করে লাগিয়ে নিয়েছি।

🖼সপ্তম প্রক্রিয়া🖼️

received_554015416504260.jpegreceived_2532847006857024.jpeg

এবার হলুদ শপিং ব্যাগের পাপরির আকৃতি কাটা অংশগুলো লাল পাপড়ির ওপর সুন্দর করে একটির পর একটি লাগিয়ে দিয়েছি।

🖼️অষ্টম প্রক্রিয়া🖼️

received_5786253314729819.jpeg

এবার লাল শপিং ব্যাগের একটি অংশ মেজারমেন্ট করে কেটে নিয়েছি লম্বা করে এবং সেটিকে এক্সাইড চিরুনির মতো করে ছোট ছোট করে কুঁচি কুঁচি করে কেটে নিয়েছি।

🖼নবম প্রক্রিয়া🖼️

received_1431654794005155.jpeg

এরপর এই চিরুনির মত কাটা লম্বা লাল শপিং ব্যাগের অংশটিকে সুন্দর করে দুমড়িয়ে ছোট গুটি বানিয়ে নিয়েছি।

🖼️দশম প্রক্রিয়া🖼️

received_354633830215532.jpeg

এবার ফুলের মাঝখানে লাল ফুলের গুটিকে সুন্দর করে বসিয়ে দিয়েছি আর এই ভাবেই হয়ে গেল আমার "বিভিন্ন কালার শপিং ব্যাগ দিয়ে ফুল"। এই বার "বিভিন্ন কালার শপিং ব্যাগ দিয়ে ফুল" তৈরির একটি সম্পন্ন ছবি আপনাদের মাঝে উপস্থাপন করলাম।

আমার পরিচয়। 📎

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।রেসিপি তৈরি করতে,কবিতা লিখতে এবং বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পছন্দ করি। যেকোনো বিষয়ে নিরপেক্ষতা বজায় রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করি।অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি।

বিষয়ঃ-ডাই"বিভিন্ন কালার শপিং ব্যাগ দিয়ে ফুল"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার এই ডাই পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ.......

Sort:  
 2 years ago 

কাগজের ফুল দেখছি তবে এই রকম ফুল আজকেই প্রথম দেখা হলো। আপনি বিভিন্ন কালার শপিং ব্যাগ দিয়ে ফুল তৈরি করেছেন। আপনার এই ক্রিয়েটিভ কাজ আমার অনেক ভালো লেগেছে

 2 years ago 

আপনার ভালো লেগেছে শুনে অনেক উৎসহ পেলাম।

 2 years ago 

রংবেরঙের শপিং ব্যাগ দিয়ে খুবই সুন্দর একটি ফুল তৈরি করেছে আপু। যা দেখতে খুবই সুন্দর হয়েছে। এত সুন্দর ভাবে শপিং ব্যাগ দিয়ে ফুল তৈরি করে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

বিভিন্ন কালারের শপিং ব্যাগ দিয়ে চমৎকার একটি ফুল তৈরি করেছেন আপনি। দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে। তৈরীর প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে শপিং ব্যাগ দিয়ে চমৎকার একটি ফুল তৈরি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

গঠনমূলক মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

বিভিন্ন কালার শপিং ব্যাগ দিয়ে সুন্দর একটি ফুল তৈরি করেছেন আপু। কালার কম্বিনেশন টাও সুন্দর হয়েছে। শপিং ব্যাগ দিয়ে এত সুন্দর ফুল তৈরি করা যায় এটা আমার জানা ছিল না। আপনার পোস্ট দেখে শিখে নিলাম। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার ডাই পোস্টটি আপনার ভালো লেগেছে শুনে অনেক ভালো লাগলো আপু।

 2 years ago 

আপনার বানানোর ফুলটি খুব সুন্দর হয়েছে শপিং ব্যাগ দিয়ে বানানো ফুল এই প্রথম দেখলাম আসলেই আমরা ফেলে দেওয়া জিনিস গুলো দিয়ে খুবই অদ্ভুত সুন্দর জিনিস বানিয়ে ঘরের কাজে ব্যবহার করতে পারি তাই আজ শিখলাম।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

প্রথমে ভেবেছিলাম মাটিতে কোন আলপনা করা হয়েছে। পরে দেখি না শপিং ব্যাগ দিয়ে খুব চমৎকার একটি ফুল বানিয়েছেন আপনার বুদ্ধির প্রশংসা করতে হয় ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো ভাই।

 2 years ago 

ওয়াও আপু বিভিন্ন কালার শপিং ব্যাগ দিয়ে আপনি চমৎকার একটি ফুল তৈরি করেছেন। দেখতে অনেক সুন্দর লাগছে। বিশেষ করে ফুলের মাঝে লাল অংশটি অনেক সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ আপু

 2 years ago 

আপনার ভালো লেগেছে এটাই আমার বড় পাওয়া আপু।

 2 years ago 

আপনি অনেক সুন্দর ভাবে কাগজ দিয়ে বিভিন্ন কালারের ব্যাগ তৈরি করেছেন । ব্যক্তি দেখতে কেমন সুন্দর হয়েছে তেমনভাবে ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

ধন্যবাদ ভাই।

 2 years ago 

বিভিন্ন কালারের শপিং ব্যাগ দিয়ে আপনি অনেক সুন্দর ভাবে একটি ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনি ইউনিক পদ্ধতিতে একটি ফুল তৈরি করে আমাদের মাঝে। প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

বিভিন্ন কালার শপিং ব্যাগ দিয়ে ফুল তৈরি করেছেন দেখতে অসাধারণ লাগছে এবং আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

চেষ্টা করছি ভাই এভাবে সহযোগিতা পেলে আরও ভালো কিছু করতে পারবো ইন-সা- আল্লাহ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 66028.29
ETH 2694.36
USDT 1.00
SBD 2.89